Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী ২১ নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৭৪২

                  বিদেশে বসে গুজব রটানাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে মামলা হচ্ছে

                                                                                       --- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ৬ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :

          তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘দেশের বিরুদ্ধে গুজব রটনার জন্য যদি একটি রাজনৈতিক দল রটনাকারীদের পয়সা দেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। যারা এ ধরনের গুজব রটায় তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সেখানে মামলা করার জন্য আমাদের দলের যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকেও সে সব দেশের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

          আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অধিদফতরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া সভায় বক্তব্য রাখেন। সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোঃ আবদুল জলিলের উপস্থিতিতে উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি এবং তথ্য অফিসার গাজী শরীফা ইয়াছমিন গুজব প্রতিরোধ ও ফ্যাক্টস চেকিং বিষয়ে অধিদফতরের কার্যাদি উপস্থাপন করেন।

          সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যে ধরনের গুজব ছড়ানো হয় সেগুলোর ব্যাপারে আমরা ওয়াকিবহাল এবং আগের তুলনায় সেটি কমেছে। আপনারা দেখেছেন, এই গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামাত তাদের যেসব পেইড এজেন্টদেরকে ঠিক মতো পয়সা দেয়নি, সেই প্রেক্ষিতে যারা ক্ষোভ প্রকাশ করেছে তাদের অডিও ভাইরাল হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা কয়েক জায়গায় মামলাও করেছে। সুতরাং কেউ যদি মনে করে যে বিদেশে বসে বসে গুজব রটাবে আর সে ধরা-ছোঁয়ার বাইরে থাকবে সেটি কিন্তু নয়।’ 

          এখন নির্বাচন নিয়েও অনেক গুজব ছড়ানোর চেষ্টা করা হবে উল্লেখ করে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘করোনার টিকার বিরুদ্ধে এবং পদ্মা সেতু নির্মাণের সময় গুজবের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য মূলধারার গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। সাংবাদিকদের অনুরোধ করবো, আগে যেমন আপনারা জাতির প্রয়োজনের নিরিখে এবং করোনার সময়েও যেভাবে কাজ করেছেন এখন নির্বাচনকে সামনে রেখে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, অপপ্রচার করতে না পারে, সেজন্য আপনারা আগের মতোই গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, সেটিই আমার প্রত্যাশা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে যদি “কাউন্টার পোস্ট” দেওয়া হয় তাহলে গুজব সহজে ছড়াবে না। এ জন্য জনগণকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।’

          এর আগে তথ্যমন্ত্রী তথ্য অধিদফতরের গুজব প্রতিরোধ ও ফ্যাক্টস চেকিং কার্যক্রমের প্রশংসা করেন এবং কাজের মান ও পরিমাণ বৃদ্ধির পরামর্শ দেন। উল্লেখ্য, ২০১৮ থেকে পরিচালিত এ কার্যক্রমের অধীনে ৭৩টি তথ্যবিবরণী, ৩৭টি আইকনোটেক্সট এবং ৪টি ভিডিও তথ্য অধিদফতরের ওয়েবসাইটের ফ্যাক্টস চেকিং সেবা বক্স, ফেইসবুক পাতা ‘পিআইডি’ এবং ‘পিআইডি বিডি’ এবং ইউটিউব ‘পিআইডি বাংলাদেশ’ চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

#

আকরাম/পাশা/মোশারফ/জয়নুল/২০২৩/১৮৩০ ঘণ্টা

 

Handout                                                                                                          Number : 1741

Bangladesh’s Response to the OHCHR's 14 November Press Release

 Dhaka, 21 November 2023 :

            The attention of the Government of Bangladesh has been drawn to a press release published by the OHCHR on 14 November 2023 in its website entitled “UN Experts urge Bangladesh to seize Human Rights Council review as opportunity to address deteriorating human rights situation”. The press release compels the Government to raise question about the motive and content of the observations made by three UN Special Rapporteurs (SRs) namely Irene Khan, SR on the promotion and protection of the right to freedom of opinion and expression, Clement NyaletsossiVoule, SR on the rights to freedom of peaceful assembly and of association, and Mary Lawlor, SR on the situation of human rights defenders.

            The timing of the press note containing the remarks of the SRs as well as their possible intentions are intriguing. They came up with their remarks on the country’s human rights at a time when Bangladesh’s Universal Periodic Review (UPR) has just been concluded on the previous day, i.e., 13 November 2023 and an overwhelming majority of countries appreciated Bangladesh for her key legislative, policy and institutional initiatives taken for advancing the enjoyment of human rights by its people while they made their recommendations. It seems that the SRs were influenced by a desire to malign the Government with false and fabricated information on the human rights situation of the country. Their one-sided observations appear as ill-intentioned particularly in the context of the Government’s active engagement with them.

            The content of the press note of the SRs is largely allegations against the Government on the human rights situation of Bangladesh particularly on the current labour unrest, political violence, and other individual cases such as those of Prof. Mohammad Yunus, AdilurRahman Khan and Rozina Islam. Bangladesh is a sovereign country where rule of law prevails. Accordingly, the three cases are being dealt with by law courts of the independent judiciary where the Government has no scope of intervention. Specifically, regarding the case of Prof. Muhammad Yunus, it needs mentioning that the case against Dr Yunus is of depriving the workers of a company owned by him of their rightful share of profit. So it is surprising that the SRs are talking of the Government violating human rights when Government is actually protecting labour and human rights. Moreover, in the UPR session, while reiterating the Government’s steadfast commitment to promote and protect human rights in the country, most of the issues raised by the SRs were clarified by the Bangladesh delegation. Emphasizing that implementation of human rights agenda is a work in progress, Bangladesh also assured the Human Rights Council that it would continue making efforts to implement the recommendations made by different countries. Therefore, the Government fails to understand what necessitated the issuance of such remarks by the SRs so hurriedly without allowing the Government any time to reflect on the recommendations made during the UPR.

 

           

 

 

            The Government finds the conduct of the SRs totally incongruent with their respective mandates and selective. The SRs are the part of the special procedures of the Human Rights Council who act on independently. However, it is expected that they would use their mandates to report and advise on human rights to support governments in realizing their human rights goals. The Government of Bangladesh expects the SRs to remain neutral and objective in carrying out their mandates as per the code of conduct. Regrettably, this was not the case with the SRs who came up with such negative observations totally denying the sincere will and efforts of Bangladesh Government to improve its human rights situation. There were fourteen States that underwent UPR examination in the just concluded session of the Working Group on UPR in November 2023. It is interesting to note that the SRs chose to issue a statement only on Bangladesh where again they remained silent on innumerable improvements as were appreciated by majority of the participating delegations in this peer review. By doing so, they dishonoured their UN credentials as SR. They also misused the media centre of the Office of the High Commissioner for Human Rights to propagate their personal and biased views to reach a wider audience.

            The Government of Bangladesh has welcomed the recommendations made by the Member States of UN during the UPR in a constructive spirit. The SRs have in a way undermined the recommendations and observations of the Member States by making negative assessment of the same issues instantly after the UPR. They went to the length of “urge (ing) the Human Rights Council and the international community to press upon Bangladesh the urgency and importance of ensuring a safe, open and conducive environment for free and fair elections,” and sought to occupy a higher moral pedestal over Member States and to influence adoption of the report of the Working Group. Their urging the international community goes far beyond their call of duty. One of the three SRs is from Bangladesh and has recently been showing unprecedented level of enthusiasm in making critical observations while she maintains relative silence on other countries. By being so partial, biased, subjective and disproportionately focused, the SRs run the risk of losing their credibility and acceptance.

            The Government of Bangladesh would like to underline the importance it attaches to the role of special procedure mandate holders towards a well-functioning human rights mechanism. While it hopes that the SRs would remain faithful to their mandates, it expects the Office of the High Commissioner for Human Rights to provide support to them to objectively fulfil their mandates and to remain careful of not being used as a platform of their subjective pronouncements.

 

#

 

Masum Billah/Pasha/Mosharaf/Joynul/2023/1745 hour

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭৪০

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর

ঢাকা, ৬ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :

আগামী ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, ৮ ডিসেম্বর প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে ১ ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

 #

তুহিন/জামান/রবি/রাসেল/কামাল/২০২৩/১৪৩৭ ঘণ্টা

 

 

2023-11-21-12-38-152f8933063cbe3f4245b64682a1cf21.docx 2023-11-21-12-38-152f8933063cbe3f4245b64682a1cf21.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon