Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 15/03/2016

Handout                                                                                                                 Number : 867

Head of ICRC delegation calls on FM

Dhaka, March 15 :   

            Foreign Minister Abul Hassan Mahmood Ali has said, Bangladesh will always remember with gratitude the humanitarian role of the International Committee of Red Cross (ICRC) in this country during the 70s and afterwards and will continue working with them for betterment of the lives of the people in distress.

            Foreign Minister said this during a call on by the outgoing Head of delegation of ICRC Christine Ciplolla at the former’s office today. Ms. Cilpolla has worked in Bangladesh as Head of ICRC delegation since May 2013.

            During the call on, Christine Ciplolla provided an overview of ICRC’s engagement in Bangladesh since 1970s as well as during her tenure. ICRC has been working in close collaboration with Bangladesh Red Crescent Society in providing livelihood support, first aid and health care services to vulnerable communities in Chittagong Hill Tracts and Cox’s Bazar districts. While briefing the Foreign Minister, Ms. Ciplolla also expressed her deep appreciation to the Government of Bangladesh for providing necessary support and
co-operation in discharging her responsibilities.

            The Foreign Minister thanked Ms. Ciplolla for her works in Bangladesh. Recalling his personal association with ICRC since the early days of Bangladesh’s independence as well as during his previous assignment as the Minister for Disaster Management and Relief, he praised the organization for providing humanitarian support to the people affected by disaster. He also wished her success in her new place of work in Democratic Republic of Congo.

            The new head of delegation of ICRC in Bangladesh, Ikhtiyar Aslanov is expected to join his assignment sometime in April this year.

#

Khaleda/Afraz/Mosharraf/Sanjib/Joynul/2016/2115hours

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮৬৬

বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে 
                                    -- তথ্যমন্ত্রী

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম আইনগতভাবে সকল স্বাধীনতা ভোগ করছে। নিউইয়র্ক টাইমস পত্রিকার সাথে বিডিনিউজের যৌথ প্রকাশনা এটাই প্রমাণ করে। 

    মন্ত্রী আজ রাজধানীর মহাখালীতে বিডিনিউজ কার্যালয়ে বাৎসরিক ম্যাগাজিন ‘টার্নিং পয়েন্টস : গেস্নাবাল এজেন্ডা ২০১৬’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    ১৬৫ বছরের ঐতিহ্যবাহী মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউইয়র্ক টাইমস এবং বাংলাদেশের প্রথম ও বহুলপঠিত অনলাইন সংবাদপত্র বিডিনিউজের এ উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশে গণমাধ্যমের জগতে একটি মাইলফলক উলেস্নখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের এ অগ্রযাত্রা অতীতের সামপ্রদায়িক, সামরিক ও স্বৈরতন্ত্রের জঞ্জাল থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের চর্চায় সহায়ক ভূমিকা পালন করবে। 

    বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্যাগাজিনটির নিবন্ধ লেখকদের মধ্যে নারী অধিকারকর্মী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কায়সার হক, মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, নারী উদ্যোক্তা সেলিমা আহমদ, সাংবাদিক আফসান চৌধুরী, সৈয়দ বদরম্নল আহসান, এডাম দৌলা, জায়াদুল আহসান পিন্টু এবং আরিফুল ইসলাম রনি উপসি'ত ছিলেন।

    উলেস্নখ্য, বিশ্বের ২৪টি দেশে ১২টি ভাষায় প্রতিবছর প্রকাশিত হওয়া ‘টার্নিং পয়েন্টস’ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশেই ডিজিটাল এবং প্রিন্ট সংস্করণ প্রকাশ করছে। ১৪৬ পৃষ্ঠার এ ম্যাগাজিনটির শতকরা ৬০ ভাগ লেখা বাংলাদেশি লেখকদের। ম্যাগাজিনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশভাবনা নিয়ে একটি বিশদ সাক্ষাৎকার রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদের  সাক্ষাৎকারও স'ান পেয়েছে প্রকাশনাটিতে। সম্পাদকীয় লিখেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং নিউইয়র্ক টাইমসের সম্পাদক সার্জ শ্মেমান (ঝবৎমব ঝপযসবসধহহ)।     

#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮৬৫

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :

জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আলহাজ মো. দবিরম্নল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 

কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গ (রাজউক) কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্লাটের কাজ ত্বরান্বিতকরণ এবং আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ফ্লাট বিক্রয়ের ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে সংসদ সদস্যদের নামে বরাদ্দকৃত ন্যামভবনের পুরাতন লিফট ও এসি পরিবর্তন করে নতুন লিফট ও এসি সংযোজনের সুপারিশ করা হয়। 

বিগত ৭ বছরে রাজধানী উন্নয়ন কর্র্তৃপড়্গ সরকারি সম্পত্তি হতে যে সকল অবৈধ দখলদার উচ্ছেদ করেছে তার তালিকা কমিটিতে প্রেরণের সুপারিশ করে। 

এছাড়াও কমিটি সরকারি কর্মকর্তা ও কর্মচারী, নিম্ন আয়ের মানুষ এবং বসিত্মবাসীদের জন্য প্রসত্মাবিত ফ্লাট নির্মাণের পূর্বে নির্মাণাধীন এলাকার জলাবদ্ধতা নিরসন ও ময়লা অপসারণের ব্যবস'া গ্রহণের জন্য সুপারিশ করে। 

    বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ আলম খন্দকারসহ সংশিস্নষ্ট দপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন। 

#

হালিম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৬৪

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স'াপনের কাজ সফলভাবে এগিয়ে চলছে                                                                                                                                   -- স'পতি ইয়াফেস ওসমান

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান বলেছেন, বর্তমান সরকারের দূরদর্শী চিনত্মাভাবনার ফলেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স'াপনের কাজ সফলভাবে এগিয়ে চলছে। বর্তমান সরকারের নানাবিধ যুগোপযোগী উদ্যোগ ও পদক্ষেপের ফলে বিজ্ঞান উন্নয়ন ও গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং সমুদ্র গবেষণায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। 
    আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদ্‌যাপন উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তাঁর কারণেই আমরা এ স্বাধীন দেশটি পেয়েছি। তাঁরই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশটি অপ্রতিরোধ্য গতিতে উন্নতির দিকে এগিয়ে চলেছে, ডিজিটাল উন্নত দেশে পরিণত হতে চলেছে।
    বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আলী জুলকারনাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী বক্তব্য রাখেন।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং এর অধীন সংস'াসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীবৃন্দ এসময় উপসি'ত ছিলেন।
#
কামরম্নল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮৬৩

ভারতের পূর্বাঞ্চলীয় বন্দরের সাথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরম্ন

চট্টগ্রাম, পয়লা চৈত্র (১৫ মার্চ) :

ভারতের পূর্বাঞ্চলীয় বিভিন্ন বন্দর যেমন: কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তম, কাকিন্দা, কৃষ্ণপত্তম প্রভৃতির সাথে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা ও পানগাঁওসহ কয়েকটি বন্দরের দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরম্ন হয়েছে। বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে ভারতে পণ্যবাহী এ জাহাজ চলাচল শুরম্ন হলো।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ চট্টগ্রাম বন্দর অভ্যনত্মরে এনসিটি-১ এ আনুষ্ঠানিকভাবে পণ্যবাহী জাহাজ চলাচল উদ্বোধন করেন।

    বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দেশে তৈরি এমবি হারবার-১ জাহাজটি পণ্য নিয়ে আগামী ১৭ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে ভারতের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরম্ন করবে। ২২ মার্চ কৃষ্ণপত্তম বন্দরে বার্থিং ও পণ্য খালাস শেষে কন্টেইনার নিয়ে ২৩ মার্চ কৃষ্ণপত্তম থেকে যাত্রা শুরম্ন করে ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর ও ৩০ মার্চ পানগাঁও বন্দরে পৌঁছবে। 

উদ্বোধনী বক্তৃতায় নৌপরিবহণ মন্ত্রী বলেন, নতুন নতুন  অপারেশন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও আধুনিকতা বৃদ্ধি পাচ্ছে। অল্পসময়ে ভারতের সাথে পণ্য পরিবহণ যোগাযোগ স'াপিত হওয়ায় সড়ক ও রেলপথে চাপ কমার পাশাপাশি আনর্ত্মজাতিক বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে। সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি কম গভীরতার এ জাহাজ  দেশের অভ্যনত্মরীণ নদীবন্দরসমূহেও বার্থিং নিতে পারবে। ফলে আভ্যনত্মরীণ পণ্যের বহুমুখী গমন নিশ্চিত হবে।

বন্দর চেয়ারম্যান কমডোর  জুলফিকার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নজরম্নল ইসলাম চৌধুরী, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব  অশোক মাধব রায়, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রথম সচিব রাকেশ রমন, কৃষ্ণপত্তম বন্দর প্রতিনিধি রবি রাম প্রসাদ এবং  ট্রান্সপোর্ট পরিবহণ নিপা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিরাজুর রহমান বক্তৃতা করেন। সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী অনুষ্ঠানে উপসি'ত ছিলেন।  

#

সাইফুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৮৬২


সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স'ায়ী কমিটির ৪৬তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, মো. অফসারম্নল আমীন, মো. শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল এবং মো. রম্নসত্মম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।  
বৈঠকে স'ল শুল্ক রাজস্ব আদায় ও হিসাবভুক্তি কার্যক্রম সম্পর্কিত অর্থ মন্ত্রণালয়ের অভ্যনত্মরীণ সম্পদ বিভাগ ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের ২০০৬-৭ ও ২০০৮-৯ অর্থবছরের হিসেবের ওপর বাংলাদেশের  মহা হিসাবনিরীড়্গক ও নিয়ন্ত্রকের বিশেষ  অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এর অডিট আপত্তি/মনত্মব্যের অনুচ্ছেদ নং ১, ২,৩, ৮, ৯, ১০, ১১ ও ১৩ এর বিপরীতে জড়িত ৬ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৩ শত ১২ টাকার আপত্তি  নিয়ে আলোচনা হয় এবং আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে দ্রম্নত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে আমদানিকৃত পণ্য সঠিক হারমোনাইজড সিস্টেম কোডে (ঐ ঝ ঈড়ফব) শুল্কায়ন না করায় শুল্ক কর বাবদ সরকারের ৯১ লাখ ৪২ হাজার ১ শত ৪৮ টাকা ড়্গতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি প্রি-শিপমেন্ট ইনস্পেকশন এবং বিল অভ্‌ লেডিংয়ের কপি যাচাইপূর্বক আদায়যোগ্য না হলে নিষ্পত্তি এবং আদায়যোগ্য বিবেচিত হলে আদায় প্রক্রিয়া অব্যাহত রাখার ব্যবস'া গ্রহেেণর সুপারিশ করে। 
 বৈঠকে ট্রেজারি চালান জালিয়াতির মাধ্যমে ৩২ লাখ ২০ হাজার ২ শত ২৫ টাকা রাজস্ব ড়্গতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি ত্রিপড়্গীয় মিটিংয়ে বিষয় দু’টি যাচাইসাপেড়্গে অনধিক ত্রিশদিনের মধ্যে আদায়পূর্বক নিষ্পত্তির সুপারিশ করে। 
বৈঠকে আদায়কৃত ট্যারিফের শতকরা ৪৯ ভাগ ভ্যারিয়েবল রয়্যালটি পরিশোধ না করায় ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১ শত ৯২ টাকা আদায়যোগ্য এবং নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি কমার্শিয়াল অপারেশন শুরম্ন না করায় লিকুইডেটেড ড্যামেজ বাবদ ৬৪ লাখ ৮০ হাজার টাকা আদায়যোগ্য মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি অনধিক সাতদিনের মধ্যে জমাকৃত টাকার প্রমাণক জমাদানসাপেড়্গে অডিট অফিসের সন'ষ্টিসাপেড়্গে বিষয় দু’টি নিষ্পত্তির সুপারিশ করে।
      বৈঠকে বন্দর ব্যবহারকারীর নিকট হতে মূসক কম আদায় করায় সুদসহ ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৯ শত ৮৭ টাকা আদায়যোগ্য মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি অনধিক ত্রিশদিনের মধ্যে আদায়পূর্বক বিষয়টি অডিট অফিসকে জানানোর সুপারিশ করে।
বৈঠকে ভ্যারিয়েবল রয়্যালটি আংশিক পরিশোধ করায় সুদ বাবদ ২৮ লাখ ২৯ হাজার ৩ শত ৭৫ টাকা আদায়যোগ্য মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি অনধিক সাতদিনের মধ্যে জমাকৃত টাকার প্রমাণক জমাদানসাপেড়্গে অডিট অফিসকে ৩০দিনের মধ্যে জানানোর সুপারিশ করে।
বৈঠকে ট্যারিফ সিডিউলে বিদ্যমান থাকা সত্ত্বেও আমদানিকৃত পণ্যের বিপরীতে বাণিজ্যিক ভ্যাট, মূসক ও অন্যান্য শুল্ক কর অনাদায় অথবা সঠিক হারে আদায় না করায় ৮৪ লাখ ৭৭ হাজার ৮ শত ৫৬ টাকা ড়্গতি মর্মে  উত্থাপিত বিষয়টি নিষ্পত্তি এবং নিলামে বিক্রিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান না করায় সরকারের ৭৫ লাখ ৬৭ হাজার ৮ শত ২৯ টাকা ড়্গতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি প্রমাণক জমাদানসাপেড়্গে অডিট অফিসের সন'ষ্টিসাপেড়্গে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
বৈঠকে অডিট অফিস, অভ্যনত্মরীণ সম্পদ বিভাগ, নৌপরিবহণ মন্ত্রণালয়সহ সংশিস্নষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
#
হুদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৬১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব ভর্তির আবেদন ২১ মার্চ শুরম্ন 

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ সিস্নপের মাধ্যমে অনলাইন আবেদন আগামী ২১ মার্চ বিকাল ৪টা থেকে শুরম্ন হয়ে ২৭ মার্চ রাত ১২টা পর্যনত্ম চলবে। যে সকল শিক্ষার্থী ক) মেধা তালিকায় স'ান পায়নি খ) মেধা তালিকায় স'ান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছে কিংবা ঘ) ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ সিস্নপে আবেদন করতে পারবে।
    এ সংক্রানত্ম বিসত্মারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে। 
#
ফয়জুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮৬০

জাতীয়  শিশু দিবসে বিশেষ  সেবা কর্মসূচি

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলড়্গে সারা দেশে সকল সরকারি হাসপাতাল ও স্বাস'্যকেন্দ্রে বিশেষ সেবা কর্মসূচি পালনের সিদ্ধানত্ম নেয়া হয়েছে।

    সব হাসপাতালে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যনত্ম বিশেষজ্ঞ চিকিৎসকগণ বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখবেন। পাশাপাশি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সকল মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি সব হাসপাতালে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

    ঐদিন ঢাকায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু স্বাস'্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। 

    এছাড়া, স্বাস'্যমন্ত্রী দিবসের বিশেষ কর্মসূচি পরিদর্শন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। 

#

পরীড়্গিৎ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮৫৯

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :

জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিলস্নাত, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদের সংখ্যা এবং শূন্য পদ পুরণের জন্য মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদড়্গেপ ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফিস কাম কমিউনিটি হল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিসত্মারিত আলোচনা হয়। 

কমিটি পথশিশুদের জীবনমান উন্নয়নে এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরড়্গাকল্পে প্রতিষ্ঠিত শেখ রাসেল প্রশিড়্গণ ও পুর্নবাসন কেন্দ্রের সেবার মান বাড়ানো এবং পথশিশুদের নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করে সে সকল প্রতিষ্ঠানের বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে। 

বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সুইট বাংলাদেশের শিড়্গক নিয়োগে তদারকি করা এবং সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়। কমিটি জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে যে অনুদান দেয়া হয় তার খাতভিত্তিক বরাদ্দ ও ব্যয়ের রিপোর্ট কমিটিতে উপস'াপনের সুপারিশ করে। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন। 

#

ইনামুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৮৫৮

বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রীর সাথে কুয়েতের রাষ্ট্রদূতের সাড়্গাৎ

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বি.এসসি’র সাথে আজ ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে তাঁর অফিসকড়্গে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত অফবষ গড়যধসসবফ অ ঐ ঐধুধঃ সাড়্গাৎ করেন। সাড়্গাৎকালে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী প্রেরণের বিষয়ে সার্বিক আলোচনা বিশেষ করে এ বিষয়ক কারিগরি সহযোগিতা চুক্তির ব্যাপারে আলোচনা হয়। 

    সাড়্গাতের শুরম্নতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উলেস্নখ করে মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। কুয়েত বাংলাদেশের কর্মী প্রেরণের জন্য একটি সম্ভাবনাময় চলমান শ্রমবাজার। এসময় মন্ত্রী বাংলাদেশ থেকে দড়্গ কর্মী নেয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। তিনি শিড়্গক, আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও নির্মাণ কর্মী নেয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে সেদেশের সরকারকে অনুরোধ জানান। উলেস্নখ্য, বর্তমানে কুয়েতে প্রায় দু’লাখের অধিক বাংলাদেশি কর্মরত রয়েছে।

    কুয়েতের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে দড়্গ কর্মী নেয়ার বিষয়ে তিনি সহযোগিতা করবেন এবং তাঁর সরকারের সাথে আলোচনা করবেন। তিনি কুয়েতে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসা করেন এবং  কুয়েতে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান। 

    সাড়্গাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবদুর রউফ উপসি'ত ছিলেন। 

#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫৭

এলএনজিসহ বিকল্প জ্বালানির সংস'ান করা হচ্ছে                                                                                                                          -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে দ্রম্নত এলএনজিসহ বিকল্প জ্বালানির সংস'ান করা হচ্ছে। চারটি এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কয়লাভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র স'াপনের কাজ শুরম্ন হয়েছে। ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয় অগ্রসরমান।  
       প্রতিমন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে জাপানের মিৎসুই (গরঃংঁর)-এর উদ্যোগে আয়োজিত ‘এলএনজি বিষয়ক ৪র্থ কর্মশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, এ রকম কর্মশালা এলএনজি সম্পর্কে আমাদের ধারণা স্বচ্ছ করবে এবং এলএনজি ব্যবহার, পরিচালনা, মূল্যায়ন করতে সহায়তা করবে। আগামীদিনের জ্বালানি এলএনজি সম্পর্কে আমাদের পেশাদারিত্ব সৃজন করতে এ রকম আরো কর্মশালার আয়োজন করা প্রয়োজন। 
    কর্মশালায় এলএনজি মার্কেটের সর্বশেষ হালনাগাদ অবস'া, চাহিদা ও সরবরাহ, ক্রয় প্রক্রিয়া ও ব্যবস'াপনা, এলএনজি সংগ্রহ ও বিতরণ, এলএনজি টার্মিনাল নির্মাণ, ব্যবহার ও সংরড়্গণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।   
    এসময় অন্যান্যের মাঝে মিৎসুইয়ের ব্রাঞ্চ জেনারেল ম্যানেজার হাঝিমি মাইদা (ঐধুরসর গধবফধ) ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
#
আসলাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৫৬

সৃজনশীল মেধা অন্বেষণ শোভাযাত্রায় শিড়্গামন্ত্রী

ঢাকা, পয়লা চৈত্র (১৫ মার্চ) :
    দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলড়্গে আজ রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদের নেতৃত্বে এ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
    শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে শিড়্গা সচিব মো. সোহরাব হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আখতারম্নজ্জামান, সৃজনশীল মেধা অন্বেষণ প্রচার কমিটির প্রধান শিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদসহ বিভিন্ন স্কুল কলেজের শিড়্গার্থী, শিড়্গক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। 
    কেন্দ্রীয় শহিদ মিনারে শোভাযাত্রার সমাপনী বক্তৃতায় শিড়্গামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য চাই বিশ্বমানের জ্ঞানে আলোকিত, উচ্চ নৈতিক গুণাবলিসম্পন্ন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দেশপ্রেমিক ও সৃজনশীল নতুন প্রজন্ম।
    জনাব নাহিদ বলেন, সারাদেশে মাধ্যমিক স্কুল ও কলেজ এবং সমমান পর্যায়ের শিড়্গার্থীদের নিয়ে ২০১৩ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসাধারণ মেধাবীদের অন্বেষণ ও পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে দেশ উন্নয়নে অগ্রবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি সৃজনশীল মেধা অন্বেষণ সফল করতে সকলকে সহযোগিতার আহ্বান জানান। উলেস্নখ্য, সৃজনশীল মেধা অন্বেষণে উপজেলা পর্যায়ের ৪ দিনব্যাপী প্রতিযোগিতা আজ শুরম্ন হয়েছে ।
    এছাড়া শিড়্গামন্ত্রী আজ রাজধানীর আজিমপুর গার্হস'্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১ মার্চ শুরম্ন হওয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩০টি ইভেন্টে ১২০০ ছাত্রী অংশ নেয়।

    কলেজ অধ্যড়্গ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক এবং শিড়্গা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা উপসি'ত ছিলেন।


#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৫৫

সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক

ঢাকা, ০১ চৈত্র (১৫ মার্চ) :
    
    জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র’ ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও আব্দুর রউফ বৈঠকে অংশগ্রহণ করেন।
    
    বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ এর সার্বিক কার্যক্রম এবং উক্ত কোম্পানির বিগত পাঁচ বছরের অডিট আপত্তি সম্পর্কে  আলোচনা করা হয়।

    বৈঠকে জানানো হয় যে, তিতাস গ্যাস কোম্পানি বর্তমানে ১২ হাজার ৮ শত ৮৯ কি.মি. পাইপ লাইনের মাধ্যমে ৩০ জুন ২০১৫ পর্যনত্ম ১৮ লড়্গ ৯৭ হাজার ৩ শত ১৭ জন গ্রাহককে সেবা প্রদান করছে। অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেটের উপসি'তিতে ডিসেম্বর ২০১৫ পর্যনত্ম মোট ১৯৯টি অভিযানের মাধ্যমে প্রায় ৩১৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৈঠকে আরো জানানো হয় যে, ২০১০-১১ হতে ২০১৪-১৫ পর্যনত্ম কোম্পানির অডিট আপত্তির সংখ্যা ২৩৩টি যাতে জড়িত অর্থের পরিমাণ ৩১৩৮ কোটি ৩৮ লড়্গ টাকা যার মধ্যে ২১টি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে।
    ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে অবৈধ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করে ক্রমবর্ধমান সিস্টেম লস কমিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। অবৈধ গ্যাস সংযোগে যে সমসত্ম অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত তাদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস'া গ্রহণের পরামর্শ দেয়া হয়।
    গত পাঁচ বছরে বিপুল সংখ্যক অডিট আপত্তি দ্রম্নত নিষ্পত্তি করার লড়্গ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
    নতুন করে প্রাপ্ত বিপুল আয়তনের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান করে অব্যাহত চাহিদা পূরণ করার ওপর গুরম্নত্বারোপ করে কমিটি।

#

মিজানুর/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৫৪

সারাদেশে সড়কের পাশে অবৈধ স'াপনা উচ্ছেদ অভিযান শুরম্ন

ঢাকা, ০১ চৈত্র (১৫ মার্চ) :

    আগামীকাল থেকে সারাদেশে সড়ক-মহাসড়কের পাশে অবৈধ স'াপনা উচ্ছেদ অভিযান শুরম্ন হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

    মন্ত্রী আজ গুলিসত্মান মোড়ে সিএনজি অটোরিক্সা মিটারে চলাচল নিশ্চিতকরণ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরম্নদ্ধে বিআরটিএ’র চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে একথা জানান।

    মন্ত্রী বলেন, স'াপনা নির্মাণকারীদের অবৈধ স'াপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য ইতোমধ্যে দেয়া এক মাসের সময়সীমা আজ শেষ হচ্ছে। কিছু কিছু অবৈধ স'াপনা সরিয়ে নেয়া হলেও যেসকল অবৈধ স'াপনা এখনো সরিয়ে নেয়া হয়নি সেসবের বিরম্নদ্ধে আগামীকাল থেকে উচ্ছেদ অভিযান শুরম্ন হবে।

    এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়া এবং মিটারে চলাচলকারী অটোরিক্সার সংখ্যা ইতোমধ্যে বেড়েছে। তবে যেসকল চালক এ নির্দেশনা মানছেন না তাদের বিরম্নদ্ধে ব্যবস'া নেয়া হচ্ছে। 

    তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন রম্নটে মহিলাদের জন্য নির্ধারিত বাসে মহিলা যাত্রীদের চলাচলের অনুরোধ জানিয়েছেন। এসময় মন্ত্রী সিএনজি অটোরিক্সাসহ বাস যাত্রীদের সাথে কথা বলেন।

    পরিদর্শনকালে বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরম্নল ইসলাম, পরিচালক (প্রশাসন) মশিয়ার রহমান, পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।      

#

নাছের/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫৩৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৮৫৩
লন্ডনে কমনওয়েলথ দিবস-২০১৬ উদ্‌যাপন

ঢাকা, ০১ চৈত্র (১৫ মার্চ) :

    প্রতিবছরের ন্যায় এবারও গতকাল লন্ডনে যথাযথ মর্যাদায় কমনওয়েলথ দিবস-২০১৬ উদ্‌যাপন করা হয়। একই সাথে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর বিভিন্ন  অঞ্চল ও শাখাসমূহে দিবসটি উদ্‌যাপিত হয়েছে। 
এ উপলড়্গে সিপিএ সদর দপ্তর ওয়েস্টমিনিস্টার এ্যাবেতে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কমনওয়েলথ প্রধান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon