Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 14/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৩

বিদ্যুৎ বিভাগাধীন সংস্থাসমূহের সাথে এনুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    বিদ্যুৎখাতের জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন খাতের সকল সংস্থা কোম্পানির পারফরমেন্স উন্নত, জবাবদিহিতামূলক সুশাসন ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কবু চবৎভড়ৎসধহপব ওহফরপধঃড়ৎ (কচও) লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিদ্যুৎ বিভাগ তার সকল অধীনস্থ সংস্থার সাথে আজ (অচঅ-অহহঁধষ চবৎভড়ৎসধহপব অমৎববসবহঃ) চুক্তি স্বাক্ষর করে। উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগ কর্তৃক সর্বপ্রথম ২০১১-১২ সালে পরীক্ষামূলকভাবে কচও প্রবর্তন করা হয়। কচও লক্ষ্যমাত্রা অর্জনের ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয়, সিস্টেম লস ও বকেয়া হ্রাস ইত্যাদি ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি হয়। আরো স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করতেই এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।  
    পিডিবি, আরইবি, পাওয়ার সেল, পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নওপাজেকো, ইজিসিবি, আরপিসিএল, এপিএসসিএল, সিপিজিসিবিএল-এর প্রধানগণ বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম-এর সাথে চুক্তি স্বাক্ষর করেন। এসময় বিদ্যুৎ সচিব বলেন, প্রত্যেক অফিসেরই নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে নিজস্ব কৌশল থাকা প্রয়োজন। কচও মূলত একটি ঞবধস নধংবফ কাজ। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে একনিষ্ঠভাবে দলগতভাবে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইনসেনটিভ বোনাস প্রদান করা হবে। তিনি আশা করেন, এতে কাজে আরো উৎসাহ বৃদ্ধি পাবে। 
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, লক্ষ্য বাস্তবায়নে আন্তরিক হতে হবে। ২০২১ সালে নির্ধারিত ভিশন বাস্তবায়ন করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে আরো একনিষ্ঠভাবে কাজ করা প্রয়োজন। 
    সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
#
আসলাম/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮১

পরিবহণখাতকে জনগণের কল্যাণে কাজ করতে হবে
                                                        -- এলজিআরডি প্রতিমন্ত্রী 


রংপুর, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পরিবহণখাতকে ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গি নয় বরং জনগণের কল্যাণে কাজ করতে হবে। 
প্রতিমন্ত্রী আজ এখানে রংপুর জেলা মটর মালিক সমিতি আয়োজিত সমিতির নিজস্ব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
আবু আসগার আহমেদ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি একেএম মোজাম্মেল হক এবং যুগ্ম সম্পাদক একেএম আজিজুল ইসলাম রাজু। 
প্রতিমন্ত্রী বলেন, পরিবহণ শ্রমিকদেরকে প্রতিটি পণ্য পরিবহণ এবং যাত্রী পরিবহণে সদা নিজেদেরকে সতর্ক হয়ে কাজ করতে হবে। পরিবহণ ব্যবসাকে বিশেষ খাতে রূপান্তর করতে পরিবহণ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াস গ্রহণ করতে হবে। এব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, ২০ দলীয় জোটের সাম্প্রতিক আন্দোলনে বিভিন্ন পরিবহণ শ্রমিক ও যাত্রী সাধারণের জানমালের ক্ষতি হয়েছে। বর্তমান সরকার তা পুশিয়ে দিতে বিশেষ খাতের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেছে। তিনি এসব অর্থ সদ্ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবহণ মালিক-শ্রমিকদের সুসম্পর্ক বজায় রেখে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করার পরামর্শ দেন। এতেকরে পরিবহনখাত দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। 
#
আহসান/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮০

পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্যালেস্টাইনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের বিদায়ী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ এইচ আবুইয়াদেহ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করেন। ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ ঢাকায় কূটনৈতিক কোরের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। 
    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ ঢাকায় তাঁর সাড়ে ৯ বছরেরও অধিক কর্মকালে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বরাবরের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ প্যালেস্টাইনের জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্যালেস্টাইনের সংগ্রামী জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বাংলাদেশে সে দেশের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
    পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় সফল কর্মকালের জন্য এবং কূটনৈতিক কোরের ডিন হিসেবে সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের জন্য রাষ্ট্রদূত শাহের মোহাম্মদকে অভিনন্দন জানান। মাহমুদ আলী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের সুস্বাস্থ্য, সাফল্য এবং প্যালেস্টাইনের জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
#
খালেদা/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১৪৫ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭৯


নবনিযুক্ত তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    আজ বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত তিনজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যবৃন্দকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ মন্ত্রিবর্গ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    এর আগে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী নুরুল ইসলাম বি.এসসি, স্থপতি ইয়াফেস ওসমান ও আসাদুজ্জামান খাঁনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং বেগম তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ দান করেন।
    নবনিযুক্ত মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসাদুজ্জামান খাঁনকে স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব  প্রদান করা হয়েছে। এছাড়া, বেগম তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এবং নুরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব  দেয়া হয়েছে।
#
মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭৮


প্রয়োজন সংস্কৃতিকর্মী - রাজনৈতিককর্মী মেলবন্ধন
                                         -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংস্কৃতিকর্মীদের সাথে রাজনৈতিক কর্মীদের মেলবন্ধন না হলে রাজনীতি বন্ধ্যা হয়ে পড়বে। উন্নয়নকে সৃষ্টিশীলতা ও মননশীলতার ধারায় বিকশিত করতে রাজনীতিকদের শিল্প-সংস্কৃতির পরিম-লে বিচরণের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
    মন্ত্রী আজ রাজধানীর দ্য ডেইলি স্টার মিলনায়তনে নতুন প্রজন্মের সংগীত শিল্পী সোনিয়া সুলতানা লিজা’র ‘পাগলী সুরাইয়া’ একক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    তথ্যমন্ত্রী বলেন, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা কখনই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পক্ষ নিতে পারে না। আর যদি কেউ নেয়, তবে তা সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতেই। তিনি জঙ্গি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সকল শিল্পী ও সংস্কৃতিকর্মীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান ।
    শিল্পীরা সমাজকে প্রাণ যোগায় উল্লে¬খ করে হাসানুল হক ইনু বলেন, ভাষা যেখানে ব্যর্থ, সংগীত সেখানে কথা বলে। এসময় বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পীদের সাথে আধুনিক প্রজন্মের শিল্পীদের কথা উল্লে¬খ করেন তিনি।
    সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ, কণা, লোপা, পূজা, রাজিব এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফুল আলম খোকন শিল্পী লিজাকে ‘পাগলী সুরাইয়া’ অ্যালবামের জন্য অভিনন্দন জানান। ‘পাগলী সুরাইয়া’ শিল্পী লিজার দ্বিতীয় একক অ্যালবাম। ডেডলাইন মিউজিক এটি প্রকাশ করেছে।
#

আকরাম/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭৭

বাজার তদারকি
৫২ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, রাজশাহী, গাজীপুর, জয়পুরহাট, পঞ্চগড়, শরিয়তপুর, ভোলা, পাবনা, বাগেরহাট, মানিকগঞ্জ, চাঁদপুর ও নারায়ণগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫২টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) তৈরির অপরাধে নিউ আক্তার সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ১৯ হাজার টাকা, টাঙ্গাইল হোটেল এন্ড রেস্টুরেন্টকে
২৬ হাজার টাকা, নিউ ক্যাফে ধানসিঁড়িকে ৫০ হাজার টাকা ও নাসিম বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, ওজনে কারচুপি প্রভৃতি অপরাধে রাজশাহী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, গাজীপুরে ৮টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, জয়পুরহাট সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, পঞ্চগড় সদরে ৮টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা, শরীয়তপুরে জাজিরা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে
৬ হাজার টাকা, ভোলার চরফ্যাশন উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা, পাবনার ঈশ্বরদী উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, বাগেরহাটে মোল্লারহাট উপজেলার ৬টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, মানিকগঞ্জ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ’ টাকা, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ’ টাকা ও নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
#

মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯৭৬

পিআইডিতে শুদ্ধাচার  কৌশলের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনাসভা আজ ঢাকায় তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক  হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন) ড.  মোহাম্মদ হাননানও বক্তব্য রাখেন।

মন্ত্রণালয়সমূহের তথ্য ও জনসংযোগ কর্মকর্তাসহ পিআইডি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এ আলোচনাসভায় গণমাধ্যমসহ চাকুরির বিভিন্ন ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার নানাদিক তুলে ধরা হয়।

#

সাইফুল্লাহ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭৫

অত্যাধুনিক জাহাজ ‘মধুমতি’ এবং দু’টি নতুন ফেরির উদ্বোধন

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    ঢাকা-বরিশাল নৌপথে স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক যাত্রী পরিবহনের লক্ষ্যে অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ এবং ‘‘ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা রো রো ফেরি’’ ও ‘কে’ টাইপ ফেরি ‘‘কুসুমকলি’’ আজ উদ্বোধন করা হয়েছে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন হতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এমভি মধুমতি  এবং ফেরি দু’টি উদ্বোধন করেন।
    উদ্বোধনের সময় সদরঘাট প্রান্তে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য এডভোকেট কাজী ফিরোজ রশিদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এবং গণভবনে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী উপস্থিত ছিলেন।
    প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বিলাসবহুল ‘এমভি মধুমতি’ জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন।  
    ভাষা সৈনিক গোলাম মাওলা রো রো ফেরি নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা এবং কুসুমকলি ফেরি নির্মাণে প্রায় আট কোটি টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশের দু’টি বেসরকারি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান মধুমতি জাহাজ ও ফেরি দু’টি নির্মাণ করেছে।
#

জাহাঙ্গীর/মিজান/মোশাররফ/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭৪

দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত ২টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
বিল ২ টি হলো - খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৫ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল, ২০১৫।
#

হুদা/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯৭৩

অসচ্ছল সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের
প্রধানমন্ত্রীর অনুদানের  চেক বিতরণ ১৬ জুলাই

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জুলাই সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে অনুদানের চেক প্রদান করবেন। ‘সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা, ২০১২’ এর আওতায় এ সহায়তা প্রদান করা হবে। ২০১৪-১৫ অর্থবছরে ১৮১ জন সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের এক কোটি ২০ লাখ টাকা অনুদান  দেয়া হচ্ছে।
    
অনুদানপ্রাপ্ত সাংবাদিক বা সাংবাদিক পরিবারের সদস্যদের ঐদিন সকাল ৯টার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

#

মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭২


ঈদুলফিতর উপলক্ষে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ চালু

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    আসন্ন ঈদুলফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে এবং মনিটরিং টিমসমূহের কার্যক্রম সমন্বয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। নিয়ন্ত্রণকক্ষের কার্যক্রম ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে।
    বিআরটিএ’র তেজগাঁওয়ের এলেনবাড়িস্থ সদরদপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নং-
০২-৯১১৩১৩৩, মোবাইল নং- ০১৯৬৬৬২২০১৯।
    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মোঃ আব্দুল মালেক নিয়ন্ত্রণকক্ষের তত্ত্বাবধান করবেন।
#

নাছের/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭১

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ডাঃ দীপু মনি, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির ৯ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ জরিপ অধিদপ্তরকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয় এবং এ প্রতিষ্ঠানকে একটি দক্ষ ও কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে সার্ভে অভ্ বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে যুগোপযোগী করতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
ভূমি জরিপ অধিদপ্তর এবং সার্ভে অভ্ বাংলাদেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।  
বৈঠকে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ সংক্রান্ত জরিপ কার্যক্রম একই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার  সুপারিশ করা  হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী ও গৃহীত সিদ্ধান্তসমূহ  কমিটিকে অবহিত করা হয় এবং জানানো হয় সংসদীয় কমিটি ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দু’টি টিমে বিভক্ত হয়ে আইভরি কোস্ট এবং ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন  করবেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

হুদা/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৭০

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ এবং মোহাঃ গোলাম রাব্বানী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে চট্টগ্রামের বোয়ালখালি উপজেলায় রেলসেতু ভেঙ্গে তেলবাহী ট্রেন খালে পড়ার ঘটনায় নদী দূষণ এবং পরিবেশের ওপর এর প্রভাব ও করণীয় বিষয়ে আলোচনা হয় এবং একইস্থানে বারবার রেলসেতু ভেঙ্গে পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে স্থায়ীভাবে উত্তরণের ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পূর্বাঞ্চলকে পত্র প্রেরণের সুপারিশ করা হয়।
    বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার শিল্পকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার উপযোগী করে তোলা এবং রাবার শিল্পে আমদানি নির্ভরতা কমানোর জন্য এ শিল্পের ওপর থেকে সকল প্রকার ট্যাক্স, ভ্যাট প্রত্যাহার করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট কমিটির পক্ষ থেকে পত্র প্রেরণের সুপারিশ করা হয়।
    দেশের ক্রমবর্ধমান ইটের চাহিদা পূরণকল্পে ইটভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তি সহজ করার জন্য বিদ্যমান ইটভাটা আইনটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে কমিটি।
 পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মিজানুর/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৬৫০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৬৯

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :

    ১৪৩৬ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামী ১৭ জুলাই, ২০১৫ খ্রিস্টাব্দ শুক্রবার, সন্ধ্যা ৭.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।        
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭।
#

বিল্লাল/অনসূয়া/শাহআলম/খাদীজা/লাভলী/২০১৫/১১৪৫ ঘণ্টা   

 

Todays handout (7).doc Todays handout (7).doc