Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১১ ডিসেম্বর ২০১৬

Handout                                                                                                               Number : 3806      

Cuban GFMD delegation leader calls on Foreign Minister

Dhaka, 11 December :

            Oscar Martinez Cordoves, leader of the GFMD delegation from Cuba to Bangladesh calls on Foreign Minister A H Mahmood Ali today at Bangabandhu International Conference Centre.

            During the call on, Foreign Minister and Oscar Martinez discussed various aspects of bilateral issues and the potential for expanding trade and business relationship between the two countries. Mahmood Ali informed the Cuban delegation leader about different exportable of Bangladesh specially readymade garments, pharmaceuticals and healthcare services.

            During the meeting, the Foreign Minister mentioned the relationship between our Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and Cuban leader Fidel Castro as a special one. The Minister recalled an emotional remark of Fidel Castro’s about Bangabandhu,  ÔI have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the HimalayasÕ. Castro made this remark while hugging our father of the nation during their meeting at the Non-Aligned Movement Summit in Algiers in 1973. 

            Mr. Oscar Martinez Cordoves appreciated for the condolence message sent by Bangladesh Prime Minister Sheikh Hasina to Cuban President Raul Modesto Castro Ruz.

Call on by Sudanese Secretary General of the Secretariat of Sudanese Abroad

            Sudanese Secretary General of the Secretariat of Sudanese Abroad, Ambassador Dr. Karar Altohami paid a courtesy calll on the Foreign Minister A H Mahmood Ali this afternoon at Bangabandhu International Conference Centre.

            During the discussion it was learnt that Dr. Altohami attended 7 more GFMD prior to 9th GFMD in Dhaka. He was pleasantly surprised to see such a nicely organised event and thanked Bangladesh for taking the lead in this vital area related to development. Drawing the similarities in the two countries they underscored for more collaboration in agriculture, fisheries and other areas.

            Bangladesh has been extending educational, defence and technical training to Sudanese nationals. 

            The excellent contributions of Bangladeshi Army and Police peacekeepers in Darfur and South Sudan were also praised by the Sudanese side.

#

Khaleda/Selim/Ali/Sanjib/Joynul/2016/2040 hours

তথ্যবিবরণী                                             নম্বর: ৩৮০৫

মাস্টার্স শেষপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ)  পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে শুরু হয়েছে এবং চলবে আগামী ৯ জানুয়ারি ২০১৭ পর্যন্ত।
    বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁনফ.রহভড়/সভ ওয়েবসাইটে জানা যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  
#

ফয়জুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                              নম্বর: ৩৮০৪

সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না
                  -- আইনমন্ত্রী
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার ও আইনের শাসন মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য ও অতীব গুরুত্বপূর্ণ উপাদান। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ়  করার জন্য সরকার সংবিধানের ২২ ও ১১২ অনুচ্ছেদ মোতাবেক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার বিচার বিভাগের কোন বিচারিক কাজেই হস্তক্ষেপ করে না।
আজ ঢাকায় বাংলা একাডেমির অডিটোরিয়ামে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে তৃর্ণমূল পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন মানবাধিকারকর্মীকে পদক প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক এবং দেশে আইনের শাসন, মত প্রকাশের স¦াধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স¦াধীনতা সমুন্নত রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান এবং এ ধরনের সহিংসতাকারী অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয় নিশ্চিত করেছে। মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণে সরকার কাজ করছে। অসহায় ও দরিদ্র মানুষকে আইনি সহায়তা প্রদানের জন্য জাতীয় আইনগত সহায়তা আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হচ্ছে।
    ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর গভর্নিং বোর্ড চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এবং বিশিষ্ট কথাসাহিত্যিক  ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন বক্তব্য রাখেন।
#

রেজাউল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                         নম্বর: ৩৮০৩

বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান
                                        -- গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
    বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ফলে দু’দেশের মধ্যে বিরাজমান অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব হচ্ছে। স্থলসীমান্ত সমস্যার মত দীর্ঘ জটিল সমস্যাও দু’দেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করেছে।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
    ভারতীয় হাইকমিশনার ১৪ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাউজিং এন্ড ডেভেলপমেন্ট শীর্ষক মন্ত্রীপর্যায়ের ষষ্ঠ সম্মেলনে অংশগ্রহণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে অনুরোধ জানান। মন্ত্রী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তাঁর অংশগ্রহণের কথা জানান।
    গণপূর্ত মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ভারত সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধকালে ভারতে তাঁর প্রশিক্ষণের স্মৃতিচারণ করেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে পারায় ভারতের প্রতিটি নাগরিক গর্ববোধ করে।
    হাইকমিশনার বলেন, তাঁর দেশে সরকার ১০০টি নতুন স্মার্ট সিটি নির্মাণ করছে এবং পুরাতন শহরগুলোকে সংস্কার করার কর্মসূচি গ্রহণ করেছে। পুরাতন শহরগুলোর বৈদ্যুতিক সংযোগ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সেবামূলক সকল ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।
    মন্ত্রী বলেন, বর্তমান সরকার পূর্বাচলকে একটি আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলছে। বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট, পানিসহ এখানকার সকল সেবামূলক ব্যবস্থা মাটির নিচে বিশেষ পদ্ধতিতে রাখা হচ্ছে। নতুন এ শহরে নিজস্ব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ছাড়াও স্যুয়োরেজ ট্রিটমেন্ট প্ল্যাট স্থাপন করা হচ্ছে। এখানে ৪৮ কিলোমিটার লেক, পর্যাপ্ত সড়ক, পৃথক কূটনৈতিক জোন, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টসহ আধুনিক শহরের সকল সুযোগ-সুবিধা গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, হাউজিং এন্ড সেটেলমেন্ট বিভাগকে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হিসেবে পুনর্গঠন করা হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সারা দেশে পরিকল্পিত আবাসন গড়ে তুলছে।
    গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অরুন্ধতী দাশ এবং প্রেস ইনফরমেন এন্ড কালচার এটাসে রঞ্জন ম-ল এ সময় উপস্থিত ছিলেন।
#


কিবরিয়া/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা


তথ্যবিবরণী                                         নম্বর: ৩৮০২

 

রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক সমর্থন চায় প্যালেস্টাইন
                                               -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্যালেস্টাইনীদের অধিকার আদায়ের পক্ষে বাংলাদেশ রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্যালেস্টাইনকে সমর্থন দিয়ে আসছে। জাতির পিতা যেভাবে প্যালেস্টাইনকে সমর্থন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে প্যালেস্টাইনীদের প্রতি সমর্থন দিচ্ছেন। প্যালেস্টাইন এখন রাজনৈতিক সমর্থনের পাশাপাশি অর্থনৈতিক সমর্থন চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালেকীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইনের চার্জ ডি এফেয়ার্স ইউসেফ এস. রামাদান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, এতে সন্তোষ প্রকাশ করেছেন প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী। তারা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে বাংলাদেশের সহযোগিতা চায়। দু’দেশের  মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য প্যালেস্টাইনের ব্যবসায়ীগণ বাংলাদেশ সফর করতে আগ্রহী।
    প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালেকী বলেন, প্যালেস্টাইনের জনগণের দাবির প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশর সমর্থন আমরা পেয়ে আসছি। প্যালেস্টাইনের জনগণের পক্ষে বাংলাদেশ সবসময় কথা বলে। দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমর্থন পেয়ে আসছি, এখন আমরা অর্থনৈতিক সমর্থন চাই। অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমাদের বিশ^াস বাংলাদেশ আমাদের সহযোগিতা করবে। সকল ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্যালেস্টাইন আশা করে। অল্প সময়ের মধ্যে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করবেন।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব(আমদানি) মুন্সী শফিউল হক এ সময় উপস্থিত ছিলেন।
#

বকসী/সেলিম/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                         নম্বর: ৩৮০১

পার্বত্যবাসীদের সাথে সেতুবন্ধন গড়ে তুলতে হবে
                               -- রাশেদ খান মেনন

ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাহাড়ের অধিবাসীদের অবহেলা ও বঞ্চনা করে এবং পেছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। সকলকে সাথে নিয়েই পথ চলতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল নিয়ে পার্বত্য এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। পার্বত্যবাসীদের সাথে রাষ্ট্রের অর্থবহ সেতুবন্ধন গড়ে তুলতে হবে। আলাপ-আলোচনা এবং পারস্পরিক আস্থা ও সমঝোতার মধ্য দিয়ে আগামী দিনে পার্বত্যবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
    মন্ত্রী আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊ শৈ শিং, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী ও কুজেন্দ্র লাল ত্রিপুরা।
    তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আদিবাসীরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের দেশকে আদিবাসীরা তাদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমরা সকল নাগরিকের জন্য বাসযোগ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি যেখানে পার্বত্যবাসীরাও অধিকার ও মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।
    
#


মাহবুবুর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর: ৩৮০০

শিক্ষামন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিশ্বব্যাংকের সিনিয়র ডিরেক্টর অমিত ধরের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তাঁরা শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ এবং  বিশ্বব্যাংকের মধ্যে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে শিক্ষাখাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এবং শিক্ষা খাতে সার্বিক সহায়তা নিয়ে এসময় আলোচনা হয়।
    সাক্ষাৎকালে বিশ্বব্যাংক প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং শিক্ষাখাতে বিভিন্ন প্রকল্প সময়মত সফলভাবে বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিদল বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশ এক্ষেত্রে রোলমডেল বলে উল্লেখ করেন। তাঁরা বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতা আরো বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। অমিত ধর বলেন, সফলভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করায় বাংলাদেশকে আরো সহযোগিতা করা সহজ হয়েছে।
    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। এক্ষেত্রে আমাদের সহযোগিতা আরো জোরদার হবে।
    এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ এবং সেকায়েপ (মাধ্যমিক), স্টেপ (কারিগরি) ও হেকায়েপ (উচ্চশিক্ষা) প্রকল্পের পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র অর্থনীতিবিদ সৌরভ দেব ভট্ট (ঝধঁৎধা উবা ইযধঃঃধ), উৎ. ঝযরৎড় ঘধশধঃধ ও উৎ. উরষরঢ় চধৎধলঁষর এবং সিনিয়র অপারেশনস অফিসার ড. মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
#


আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                         নম্বর: ৩৭৯৯
এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
ঢাকা, ২৭অগ্রহায়ণ (১১ডিসেম্বর):         
    এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন বেগবান করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনে সরকার আন্তরিক।
     আজ তথ্য অধিদফতরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ  সম্পর্কে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা জানানো হয়।  
    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এসডিজি কার্যক্রমের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ। সভায় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ ও এসডিজির ১৭টি গোল ও ১৬৯ টি টার্গেট নিয়ে বিস্তারিত অলোচনা হয়।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এমডিজি) অর্জনে বাংলাদেশ যেভাবে সফল হয়েছিল সেভাবেই সবার সার্বিক অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) অর্জনে সফল হবে। তিনি বলেন, এসডিজি’র অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষা। শিক্ষা কার্যক্রমে নারীদের যত বেশি সম্পৃক্ত করা যাবে দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির হার ততই বৃদ্ধি পাবে।
    তিনি আরো বলেন, জনকল্যাণে গৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের জীবনমানের অগ্রগতি সাধিত হবে। সকল শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো। লক্ষ্য যেখানে স্থির সেখানে আমরা অবশ্যই পৌঁছাবো কারণ আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি । তিনি বলেন, এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনে গণমাধ্যম কর্মীগণের সক্রিয় অংশগ্রহণ সরকার আন্তরিকভাবে আশা করে।
      প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী তার বক্তব্যে বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য এসডিজি’র বাস্তবায়ন করতে হবে এবং এর মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে। তিনি আরও বলেন, এসডিজি’র বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ ও উৎসাহ যোগাতে  গণমাধ্যম উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে পারে।
    উন্মুক্ত আলোচনায় বাসস, দৈনিক সমকাল, দৈনিক মানবকন্ঠ, এশিয়ান এইজ, দৈনিক সংবাদ, ভোরের কাগজ, বণিক বার্তাসহ অন্যান্য প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ তাদের মতামত ব্যক্ত করেন এবং সুপারিশ তুলে ধরেন। তারা এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনে সরকারকে সার্বিক সহায়তা প্রদান করতে এবং  জনসেচেতনতা সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
    মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন  সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস)।

#


অনসূয়া/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৬০০  ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৭৯৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৭ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় শুদ্ধাচার কৌশল, ইনোভেশন ও আর্থিক ব্যবস্থাপনা ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি এবং মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের শোভাবর্ধন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
কমিটি সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্পের অর্থায়নে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থগিত শিক্ষাসফর প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে শোভাবর্ধনের কাজকে আরো যুগোপযোগী বিশেষ করে এই কাজে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিফলিত করার সুপারিশ করা হয় বৈঠকে।
কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালাধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খন্দকার আজিজুল হক আরজু, এড. মুহম্মাদ আলতাফ আলী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/অনসূয়া/নুসরাত/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৪০৭ ঘণ্টা  

Todays handout (11).docx Todays handout (11).docx