Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ২২/১০/১৫

তথ্যবিবরণী                                                                                    b¤^i : ৩০৮৫

 

অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

                                                                             -- স্পিকার

 

ঢাকা, ৭ কার্তিক (২২ অক্টোবর) :

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, বাংলাদেশে সামপ্রদায়িকতার কোনো স্থান নেই। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

 

স্পিকার আজ ঢাকায় বনানী পূজাম-পে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের শুভ মহানবমী, বোধন ও দেবীর আবাহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

স্পিকার বলেন, সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তা কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি দ্বারা যেন বিনষ্ট না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, দেশের সকল উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি, মৈত্রী, সৃজনশীলতা ও মানবিক কল্যাণে সকলকে নিবেদিত হতে হবে।

 

অনুষ্ঠানে ¯^ivóªgš¿x আসাদুজ্জামান খান কামাল, গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস বক্তব্য রাখেন।

 

#

 

শিবলী/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২০৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           b¤^i : ৩০৮৪

জেনেভায় ডেপুটি স্পিকারের সাথে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

জেনেভা, ২২ অক্টোবর :

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গতকাল  জেনেভায় বাহরাইনের স্পিকার আহমেদ আল মুলা,  মিয়ানমারের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির সভাপতি হালা মাইন্‌ট ও (Hla Myint Oo), ভুটানের ডেপুটি স্পিকার চিম দরজি (Chim dorji),  থাইল্যান্ডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুরাচাই লিং বন লেরটচাই (Surachai Liengboonlertchai) এবং সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডেপুটি স্পিকার ড. আমল আবদুলস্নাহ্‌ আল কুবাইসি (Dr. Amal Abdullah AlQubaisi) এর সাথে পৃথক বৈঠকে মিলিত হন।

বাহরাইনের স্পিকারের সাথে  বৈঠকে বাংলাদেশের  ডেপুটি স্পিকার বাহরাইনের শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরো বেশি লোক নিয়োগের জন্য আহ্বান জানান। বাহরাইনের স্পিকার বলেন, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ড়্গেত্রে বাহরাইন সরকার আনত্মরিক। এ বিষয়ে উভয়দেশের সরকার প্রয়োজনীয় পদড়্গেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিয়ানমার ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির সভাপতির সাথে বৈঠকে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানালে হালা মাইন্‌ট মিয়ানমার সরকারের সাথে আলোচনা করে দ্রম্নত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ডেপুটি স্পিকার ভুটানের ডেপুটি স্পিকারের সাথে বৈঠকে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সমর্থন করায় ভুটানকে আনত্মরিক ধন্যবাদ জানান। তিনি দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। ডেপুটি স্পিকার wW‡m¤^‡i‡i মধ্যে ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান-মিয়ানমারের ট্রানজিট উদ্বোধন হবে বলে আশা প্রকাশ করেন।

থাইল্যান্ডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে ডেপুটি স্পিকার অভিবাসন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদড়্গেপ গ্রহণসহ বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যকার সুসম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডেপুটি স্পিকারের সাথে বৈঠকে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে অধিক শ্রমিক নিয়োগের আহ্বান জানালে ড. কুবাইসি ইতিবাচক মনোভাব  পোষণ করেন। আরব আমিরাতের ফার্স্ট ডেপুটি স্পিকার ইমারজেন্সি আইটেম নির্বাচনের ড়্গেত্রে তাদের প্রসত্মাবিত বিষয়কে সমর্থন করায় বাংলাদেশ প্রতিনিধিদলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের ডেপুটি স্পিকার বলেন, ইসলামের নামে জঙ্গিবাদকে বর্তমান বাংলাদেশ সরকার সমর্থন করে না। ইসলাম শানিত্মর ধর্ম। বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

#

এমাদুল/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           b¤^i : ৩০৮৩

 

আত্মনির্ভরশীল জাতি বিনির্মাণে মানসম্পন্ন শিড়্গার বিকল্প নেই

                                      -- এলজিআরডি প্রতিমন্ত্রী

 

গংগাচড়া (রংপুর), ৭ কার্তিক (২২ অক্টোবর) :

 

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি বিনির্মাণে মানসম্পন্ন শিড়্গার বিকল্প নেই।

 

প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়ায় আনন্দলোক ডিগ্রি কলেজের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত শিড়্গা মানুষকে সৎ, ন্যায়পরায়ণ, দড়্গ ও মানবিক মূল্যবোধের অধিকারী হতে অনুপ্রাণিত করে। তিনি শিড়্গার্থীদের কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

 

          তিনি বলেন, বর্তমান সরকার শিড়্গাখাতের উন্নয়ন ও সংস্কারে চলতি অর্থবছরের বাজেটে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। এ অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রতিটি শিড়্গা প্রতিষ্ঠান মডেল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। তিনি এ ব্যাপারে শিড়্গক, অভিভাবক ও শিড়্গার্থীদেরকে সরকারের সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান।

 

          পরে প্রতিমন্ত্রী রংপুর শহরের মাহিগঞ্জ, কালিবাড়ী, ধর্মসভা ও গুপ্তপাড়ার পূজাম-প পরিদর্শন এবং রংপুর জেলা মটর মালিক সমিতি ও বড়াইবাড়ী কলেজ গভর্নিং বডির সভায় যোগদান করেন।

 

#

 

আহসান/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৮২ 

মাদারীপুরে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগ
ঠোঁট ও তালু কাটা রোগীর চিকিৎসায় কেনিয়া চিকিৎসকদল

ঢাকা, ৭ কার্তিক (২২ অক্টোবর) : 

    দেশে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসাসেবা দিতে কেনিয়ার ১৬ সদস্যের একটি চিকিৎসকদল আজ ঢাকায় পৌঁছেছে। নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। 

    কেনিয়ান চিকিৎসকদল ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যনত্ম মাদারীপুর সদর হাসপাতালে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা করবেন। দু’জন আমেরিকান ও দু’জন রাশিয়ান চিকিৎসক আজ তাঁদের সাথে যোগ দিবেন। তাঁরা সপ্তাহব্যাপী চিকিৎসাসেবায় প্রায় দু’শ রোগীকে সেবা দিবেন। কেনিয়ান চিকিৎসকদলের নেতৃত্ব দিচ্ছেন ড. অং টি (অঁহম ঞ)। তাঁদের সাথে রয়েছেন নৌপরিবহণমন্ত্রীর ছোট ভাই কেনিয়া প্রবাসী ড. মাহবুবুর রহমান।

    নৌপরিবহণমন্ত্রী বলেন, আচমত আলী খান ফাউন্ডেশন মানবসেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস'া খুবই ভাল। এখানে কোনো বিদেশি নাগরিকের চলাফেরায় অসুবিধা হচ্ছে না। কেনিয়ান চিকিৎসকগণও স্বাচ্ছন্দ্যে তাঁদের কাজ করতে পারবেন।

    উলেস্নখ্য, নৌপরিবহণমন্ত্রীর পিতার নামে প্রতিষ্ঠিত আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবছরও এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

#

জাহাঙ্গীর/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৮১ 

বিজয়া দশমী উপলড়্গে পর্যটনমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, ৭ কার্তিক (২২ অক্টোবর) : 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়া দশমী উপলড়্গে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।

     মন্ত্রী আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, অশুভ শক্তির বিনাস এবং শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয়। ধর্ম যার যার, উৎসব সবার। এই অধিকার নিশ্চিত করতে 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। ঈদ ও পূজাকে ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয়েছে তা এ সত্যেরই প্রতিফলন হিসেবে আজ সর্বত্র প্রতিভাত হয়েছে। 

    রাশেদ খান  মেনন বলেন, দুর্গাপূজা উপলড়্গে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিগত কয়েকবছর যাবৎ যে উৎসবের আমেজ লড়্গ্য করা গেছে তা নজিরবিহীন। পূজাম-পগুলোতে সব ধর্মের মানুষের  উপসি'তি ছিল  লড়্গ্যণীয়। এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরো  উজ্জ্বল করে তুলবে। 

    মন্ত্রী বলেন, অশুভ শক্তিকে পরাভূত করার দুর্গোৎসবের শিড়্গা অনুসারীদের মধ্যে প্রভাব বিসত্মার করলে তা হবে বিশাল অর্জন।

#

শেফায়েত/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৮০ 

ধর্ম নিয়ে অশানিত্ম সৃষ্টিকারীদের বিরম্নদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে 
                                                            -- ভূমিমন্ত্রী

পাবনা, ৭ কার্তিক (২২ অক্টোবর) : 

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে ধর্ম নিয়ে অশানিত্ম করা চলবে না। ধর্মকে নিয়ে যারা অশানিত্ম সৃষ্টি করতে চায় তাদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস'া নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সমপ্রীতির দেশ। তিনি সকলকে শানিত্মতে সহাবস'ান করার আহ্বান জানান।

    মন্ত্রী আজ পাবনা শহরের শ্রী শ্রী জয়কালি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা পরিদর্শনকালে সকল ধর্মাবলম্বীদের উদ্দেশে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সর্বজনীন পূজা বিশেষ কোনো গোষ্ঠীর নয়, এ পূজা সকলে উপভোগ করেন। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মাঝে মধ্যে ধর্মের নামে নানা অপকর্ম করে। ধর্মের নাম করে সমাজে বিশৃঙ্খলা ও অশানিত্ম সৃষ্টিকারীদের বিরম্নদ্ধে কঠোর হতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। মন্ত্রী সর্বজনীন শারদীয় পূজায় দেশবাসীকে হৈমনিত্ম শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রী আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃমন্দির এবং ঈশ্বরদীর মৌবাড়িয়া মন্দিরে পূজা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আলমগীর কবীর, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, পাবনা জয়কালি মন্দির কমিটির সভাপতি গণেশ ঘোষ, সাধারণ সম্পাদক প্রলয় চাকি, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহজাবিন শিরিন পিয়া এবং আটঘরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা আক্তার নীলা উপসি'ত ছিলেন।

#

রেজুয়ান/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                         নম্বর : ৩০৭৯ 
ড. জোগেন্দ্র চন্দ্র দেবের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ৭ কার্তিক (২২ অক্টোবর) : 
    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়নত্ম কুমার দেবের পিতা ড. জোগেন্দ্র চন্দ্র দেব (৮৪) আজ ঢাকায় একটি হাসপাতালে পরলোকগমন করেন। 
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রয়াত ড. জোগেন্দ্র চন্দ্র দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    প্রতিমন্ত্রী এক শোকবার্তায় ড. জোগেন্দ্র চন্দ্র দেবের আত্মার শানিত্ম কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  
#
শফিকুল/মিজান/রফিকুল/আব্‌বাস/২০১৫/১৭১৪ ঘণ্টা

Todays handout (1).doc Todays handout (1).doc