Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০২১

তথ্যবিবরণী ৯ আগস্ট ২০২১

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৩৭৪৭

ওয়াশিংটন ডিসিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

ওয়াশিংটন ডিসি, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

          ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে। দিবসটি উপলক্ষে পরিবার, দেশ এবং জাতির জন্য বঙ্গমাতার আত্মত্যাগ স্মরণ করে ৮ আগস্ট দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

          অনুষ্ঠানে  রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মেহেদী হাসান এবং প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল এম ম‌ঈনুল হাসান।

          রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম তার বক্তব্যে নিজ পরিবারের প্রতি বঙ্গমাতার অঙ্গীকার, বঙ্গবন্ধুর জীবনে তাঁর প্রভাব এবং বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণে পর্দার অন্তরালে থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত সহিদুল ইসলাম বাংলাদেশের মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বঙ্গবন্ধুর কিছু সিদ্ধান্ত গ্রহণে বঙ্গমাতা যেভাবে ভূমিকা রেখেছিলেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

          অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তাদের পরিবারের সদস্যবৃন্দসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নারকীয় হামলায় শহিদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 #

 

শাহ আলম/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২২৩৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩৭৪৬

বাংলাদেশ ক্রিকেটদলকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদ্বয়ের অভিনন্দন

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

          বাংলাদেশ ক্রিকেটদল ৫ ম্যাচের টি টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

          উল্লেখ্য, আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম টি টুয়েন্টি  মাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে পরাজিত করে ৪-১ ব্যবধানে সিরিজে জয় করে বাংলাদেশ ক্রিকেটদল।

                                                                

 #

কামাল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২২৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৩৭৪৫

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ

জয় করায়  বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  অভিনন্দন

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

          বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

 

          আজ ৫ ম্যাচ সিরিজের শেষ  ম্যাচে বাংলাদেশ ৬০  রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা পরপর তিন ম্যাচ এবং শেষ ম্যাচে  হারিয়েছে অস্ট্রেলিয়াকে। 

 

          ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ  ক্রিকেট দলের সকল  খেলোয়াড়, কর্মকর্তা,  কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  'বাংলাদেশের সোনার ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জিতেছে। আশা করি ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দাপুটে জয় অন্যান্য দেশের বিপক্ষে আগামী দিনের সিরিজগুলো বাংলাদেশকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।

#

 

আরিফ/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২১৪৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৩৭৪৪

 

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

          চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

 

          কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনায় কর্মহীন ৪৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ সহ সর্বমোট ১১কেজি খাদ্যদ্রব্য।

 

          তাছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অনুরূপ ৩৭টি প্যাকেট সহ জেলায় সর্বমোট ৮২টি অসহায় পরিবারের মাঝে ৮২ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

 

          লক্ষ্মীপুর জেলায় আজ জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, ০১কেজি লবণ ও ০১লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।  

 

          রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় আজ ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি হারে ৬ মেট্রিক টন চাল বিতরণ করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

 

#

 

ফয়সল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০৩৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৩৭৪৩

 

ইনস্যুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্য উৎপাদনে দেশীয় কাঁচামাল উৎপাদনের তাগিদ শিল্প সচিবের

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

          শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেছেন, ইনস্যুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালে আমদানি নির্ভর না হয়ে দেশীয় কাঁচামালের উপর নির্ভরশীল হতে হবে। এ লক্ষ্যে দেশীয় কাঁচামাল উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ইনস্যুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্য উৎপাদনে ম্যানুয়াল ব্যবস্থার পরিবর্তে নতুন প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতির (অটোমেটেড মেশিনারিজ) মাধ্যমে উৎপাদন করতে বুয়েটসহ অন্যান্য বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানান। এক্ষেত্রে উন্নত দেশের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও প্রদান করেন। বিআইএসএফ’এর পণ্য বিক্রির পরিমাণ বাড়াতে যুগোপযোগী মার্কেটিং কৌশল অনুসরণ করতে হবে। পণ্য বিপণন পলিসির পরিবর্তন আনতে হবে এবং ডিস্ট্রিবিউশন পয়েন্ট এবং ডিলারের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও তিনি বড় বড় শহরে শো-রুম স্থাপন এবং প্রতি জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপনের নির্দেশনা দেন।

 

রাজধানীর মিরপুরে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর বাংলাদেশ ইনস্যুলেটর এন্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ) পরিদর্শনকালে শিল্পসচিব আজ এসব কথা বলেন। এ সময় বিসিআইসি’র পরিচালক (বাণিজ্য) আমিন উল আহসান, মন্ত্রণালয়ের উপসচিব মো: মনিরুজ্জামান এবং বিআইএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো: আলমগীরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

          শিল্পসচিব আরো বলেন, ‘বাজারে আধুনিক মানের ইনস্যুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বিআইএসএফ’র পণ্যের গুণগত মান বাড়াতে হবে। এক্ষেত্রে তিনি গুণগতমানের পণ্য উৎপাদন বাড়িয়ে প্রতিষ্ঠানকে লাভজনক করার তাগিদ দেন।

 

শিল্পসচিব এর বিআইএম পরিদর্শন

 

শিল্পসচিব বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিআইএম) পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণ কারিকুলামকে আরো সময় উপযোগী করে প্রশিক্ষণ প্রদান করতে হবে। ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের গুণগতমান ঠিক রেখে যথা সময়ের মধ্যে শেষ করতে হবে। বিআইএম এর প্রবিধানমালাকে যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাল নাগাদ করার পরামর্শ দেন তিনি।

 

পরে তিনি বিআইএম প্রঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অসহায় গবির দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেন এবং বৃক্ষ রোপণ করেন।

 

 #

 

জাহাঙ্গীর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২১৪৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                নম্বর :  ৩৭৪২

 

‘মুক্তিযুদ্ধ পদক’ প্রবর্তন করেছে সরকার

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

            মহান মুক্তিযুদ্ধ,   মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং চেতনা বিকাশে  ব্যক্তি ও সংগঠন/সংস্থার গুরুত্বপূর্ণ  অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা  রাষ্ট্রীয় পর্যায়ে  সম্মানিত ও উৎসাহিত করার জন্য ‘মুক্তিযুদ্ধ পদক’ প্রবর্তন  করেছে সরকার । এজন্য মুক্তিযুদ্ধ পদক নীতিমালা-২০২১ এর প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

 

            ৭ ক্যাটেগরিতে মুক্তিযুদ্ধ পদক প্রদান করা হবে। সেগু‌লো হচ্ছে-

 

            (ক) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সংগঠনে ভূমিকা, (খ) সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন, (গ) স্বাধীনতা পরবর্তীকালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, (ঘ) মুক্তিযুদ্ধ/ স্বাধীনতা বিষয়ক সাহিত্য রচনা, (ঙ) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/তথ্যচিত্র/নাটক নির্মাণ/সংস্কৃতিক কর্মকাণ্ড, (চ) মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক গবেষণা, (ছ) মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ । এছাড়া  সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে এ পদক দেয়া হবে। 

 

            প্রতি বছরের ১৫ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধ পদক’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

 

            পদকপ্রাপ্তদের  ১৮ (আঠার) ক্যারেট মানের ২৫ (পঁচিশ) গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক,  পদক এর একটি রেপ্লিকা এবং  দুই লাখ টাকা দেয়া হবে। 

 

            পদক প্রাপ্তির যোগ্যতা :

 

            ব্যক্তি পর্যায়ে এ পদকের জন্য মনোনীত ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে, মহান মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখা বিদেশি নাগরিককেও এ পদক প্রদান করা যাবে। পদক প্রদানের জন্য ব্যক্তির সামগ্রিক জীবনের কৃতিত্ব ও অবদানকে গুরুত্ব প্রদান করা হবে।

 

            বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান অথবা যুদ্ধকালীন বা যুদ্ধ পরবর্তী সর্বজনবিদিত সংগঠন হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনে অনন্য হতে হবে।

 

            সরকারি দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সরাসরি অবদান রাখা মন্ত্রণালয়/ বিভাগ, মন্ত্রণালয় বিভাগের অধীন দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠান বিবেচিত হবে। 

 

            পদক প্রাপ্তির অযোগ্যতা:

 

            ক) রাষ্ট্রবিরোধী কার্যকলাপে/ফৌজদারি আইনে শাস্তিপ্রাপ্ত বা ফৌজদারি অপরাধে দণ্ডিত বা দেউলিয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পদক প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না। 

 

            খ) একবার পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরবর্তী ১০ (দশ) বছরে একই বিষয়ে পুনরায় পদকের জন্য বিবেচিত হবেন না।

 

            গ)  মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হবে না।

 

            মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বছরের নির্দিষ্ট সময়ে  মুক্তিযুদ্ধ  পদক প্রদানের লক্ষ্যে  মনোনয়ন আহ্বান করবে। মনোনয়ন আহ্বান করা হলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে  জানানো হবে। 

#

 

মারুফ/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২১৩৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৩৭৪১

 

পরিবেশ মন্ত্রীর উদ্যোগে বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে আজ মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার ও সাতটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে ।

 

          আজ পরিবেশ মন্ত্রী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি অক্সিজেন সিলিন্ডার এবং ৫টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। এ সময় পরিবেশ মন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ।

 

          এর পূর্বে, আজ দুপুরে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ মন্ত্রী ৪টি অক্সিজেন সিলিন্ডার, ৬ হাজার ৮০০ লিটারের ২টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪টি ফ্লো মিটার প্রদান করেন। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ। এ সময় পরিবেশ মন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

 

          অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এছাড়া, সারাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ব্যক্তিগত উদ্যোগেও রোগীদের চিকিৎসায় বিভিন্নভাবে সাহায্য করছে। মন্ত্রী বলেন, সরকার গণটিকা প্রদান শুরু করেছে, পর্যায়ক্রমে সকল নাগরিকেই কোভিড টিকা দেয়া হবে। করোনা ভাইরাস মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এধরনের সহায়তা অব্যাহত থাকবে।

 

#

 

দীপংকর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৩৭৪০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত

আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

বাংলাদেশের আকাশে আজ কোথাও  ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১০ আগস্ট মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী  ১১ আগস্ট  বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। প্রেক্ষিতে আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে৤

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচডি ।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ (অতিরিক্ত সচিব), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ- সচিব মোঃ ছাইফুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনূর মিয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো: ইলিয়াস মেহেদী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মুহঃ আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শোলাকিয়া মসজিদের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহি উপস্থিত ছিলেন৤

#

 

শারমীন/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৯৪১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                 নম্বর :  ৩৭৩৯

 

ডিজিটাল অবকাঠামো খাতে বিনোয়োগে ফেসবুকের আগ্রহ

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

            ফেসবুক বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বারের উপস্থিতিতে আজ ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসি’র মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

 

            বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বক্তৃতা করেন। বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অভ্ পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অভ্ কানেকটিভি টম সি, ভার্গিস ও কানেকটিভিটি এফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ বাংলাদেশের টেলিকমখাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।

 

            মন্ত্রী বাংলাদেশের টেলিকম খাতের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, ডিজিটাল সংযোগ খাত বিনিয়োগের একটি থ্রাস্ট সেক্টর। আমাদের ডিজিটাল অবকাঠামো গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হসিনার গতিশীল নেতৃত্বে এবং তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের দিকনির্দেশায় যুগান্তকারি অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কোভিডকালে দেশের মানুষের অচল জীবনযাত্রাকে ডিডিটাল সংযোগের অসামান্য অগ্রগতির কারণে সচল রেখেছে। ছোট ব্যবসা থেকে শুরু করে অফিস-আদালতের কার্যক্রম এবং শিক্ষাকার্যক্রম ঘরে বসে করা সম্ভব হচ্ছে। আমাদের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো না থাকলে তা সম্ভব হতো না বলে মন্ত্রী উল্লেখ করেন। ২০১৮ সালে বার্সিলোনায় মোবাইল কংগ্রেসের সাইড লাইনে ফেসবুক কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত বৈঠকের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বৈঠকটি ছিলো খুবই ফলপ্রসূ। তিনি বাংলাদেশে ফেসবুকের বিনিয়োগ ক্ষেত্র ও এই বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাস্তবায়ন ত্বরান্বিত করতে ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে ফেসবুকের ব্যবসার বিরাট সুযোগ রয়েছে।

 

            ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে এক্সপ্রেস ওয়াইফাই, টেরাগ্রাফ, ওপেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিরো রেটেট প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরেন ।

 

            বর্তমানে দেশে চারকোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ব্যবহারকারী দিক থেকে বিশ্বে বাংলাদেশ দশম।

 

#

 

শেফায়েত/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৭৩৮

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :    

          মূলবার্তা :  

        ‘‘মাদার অভ্ হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের ড্রয়িং-ডিজাইন আহ্বান’ করা হয়েছে। আগ্রহী ডিজাইনারগণকে নমুনাসহ বিস্তারিত ড্রয়িং- ডিজাইন সীলমোহরকৃত খামে আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকা এর কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো। নীতিমালাসহ বিস্তারিত তথ্যাদি সমাজকল্যাণ মন্ত্রণালয় (www.msw.gov.bd) ও সমাজসেবা অধিদফতর (www.dss.gov.bd) এর ওয়েবসাইটে পাওয়া যাবে।’’ 

 

#

জাকির/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর :  ৩৭৩৭

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৪৬৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন। 

 

            গত ২৪ ঘণ্টায় ২৪৫ জন-সহ এ পর্যন্ত ২২ হাজার ৮৯৭ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

 

#

 

ফেরদৌস/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৯৪১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৩৭৩৬

ঢাকা বিভাগের বিভিন্ন  জেলায় সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

          করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে  মানবিক সহায়তা হিসেবে  সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ৮ আগস্ট ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

          নরসিংদী  জেলায় ত্রাণ হিসেবে ১ লাখ টাকা নগদ এবং ১২৩ দশমিক ৫০০ মে.টন চাল এবং  ভিজিএফ কার্ডের ১৩৭৬ দশমিক ৫৯০ মে.টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ১০৬৬টি পরিবার ও ৫৩৩০ জনকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

          শরীয়তপুর জেলায় ৪৬৮ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। 

          মুন্সিগঞ্জ  জেলায়  ত্রাণ হিসেবে নগদ ৮ লাখ টাকা এবং ১৮.০০ মে.টন চাল, ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬২৩ দশমিক ১৫০ মে. টন চাল এবং ৩৩৩ কলের মাধ্যমে ৫৮টি পরিবার এবং ২৩২ জন লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

          কিশোরগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ২৩ লাখ ২৫ হাজার টাকা নগদ এবং ৩ লাখ ২১ হাজার  মে. টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১ লাখ ৩১০ মে. টন চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের মাধ্যমে ৪৮২টি পরিবার ও ২ হাজার ৪১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

          সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে  এসব তথ্য জানিয়েছে।

#

আনোয়ার/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৯৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৩৭৩৫

বিশ্ব বাজারে টিকে থাকতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের টেকসই উন্নয়ন দরকার

                                                                                  --শিল্পমন্ত্রী

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকিয়ে রাখতে হলে এ খাতের টেকসই উন্নয়ন দরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত করতে হলে টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস শিল্পকে সর্বাধিক গুরুত্ব দিয়ে  এ খাতের সকল বাধা দূর করতে এগিয়ে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং শিল্পখাত ধীরে ধীরে করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। তিনি বলেন, টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং শিল্পখাত, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যে লক ডাউনের প্রথম পর্যায়ে এখাতে রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হলেও বর্তমানে এখাত আবার সচল হতে শুরু করেছে। 

শিল্পমন্ত্রী আজ 'Sustainable Fashion Textile Production Framework and it’s implementation in Bangladesh" শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা জানান।

মন্ত্রী আরো বলেন, ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালে উন্নত দেশে যেতে আমাদেরকে টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস শিল্প খাতের টেকসই উন্নয়ন অনিবার্য। এ লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখাতের টেকসই উন্নয়নের জন্য যেমন ব্যাপক গবেষণা প্রয়োজন, তেমনি ইন্ডাস্ট্রি ও একাডেমিশিয়ানদের মধ্যে আরো যোগসূত্র বাড়াতে হবে। 

গ্লোবাল চ্যালেঞ্জ রিসার্চ ফান্ড (জিসিআরএফ) কিউআর-২০২১ প্রজেক্ট' এর  প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও ম্যানচেস্টার ফ্যাশন ইনস্টিটিউট’র ফ্যাকাল্টি  ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজাফ্ফর ইউ সিদ্দিক, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান, বিইউএফটি’র উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহফুজুর রহমান, বিইউএফটি’র প্রো ভিসি প্রফেসর ড. প্রকৌশলী আইউব নবী খান,

2021-08-09-16-44-ee9eea17c0ff2b5f301927d97975f3c2.doc 2021-08-09-16-44-ee9eea17c0ff2b5f301927d97975f3c2.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon