তথ্যবিবরণী নম্বর : ২০৩২
শেখ হাসিনা উন্নয়নের নেত্রী
--- এলজিআরডি মন্ত্রী
মানিকগঞ্জ, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ জনগণের আশা আকাক্সক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নেত্রী।
মন্ত্রী আজ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা লাভের পর বিশে^র অনেক দেশ গরীব বলে অবহেলা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়ে প্রমাণ করেছে, এদেশকে খাটো করে দেখার সুযোগ নেই। এলজিইডি’র মাধ্যমে মানিকগঞ্জে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ১১৭১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ও জনস্বাথ প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১০৯ কোটি ব্যয়ে সাতটি চলমান প্রকল্প রয়েছে বলে মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন। মন্ত্রী আরো জানান ২০১৮-১৯ অর্থবছরে মানিকগঞ্জে ৬৬০টি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। আরো ১৫০০টি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে মনিকগঞ্জ জেলাকে আর্সেনিকমুক্ত করা হবে।
স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাইমুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন ও এলজিইডি’র প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।
#
জাকির/পারভেজ/জয়নুল/২০১৮/২২৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩১
সরকার পল্লী এলাকার উন্নয়নে গুণগত পরিবর্তন এনেছে
--- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
লালমনির হাট, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার পল্লী এলাকার উন্নয়নে গুণগত পরিবর্তন এনেছে। ক্ষুদ্র ঋণের স্থলে ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করছে।
প্রতিমন্ত্রী আজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়িতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প দারিদ্র্য দূরীকরণের একটি স্থায়ী প্রক্রিয়া এবং এর মাধ্যমে পল্লী এলাকার জনগোষ্ঠির জন্য স্থায়ী অর্থায়ন করা হচ্ছে। এতে করে সুবিধাভোগীরা স্বাবলম্বী হয়ে উঠছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ৬০ লাখ পরিবার তথা ৩ কোটি মানুষ স্থায়ীভাবে দারিদ্র্যমুক্ত হবে।
#
আহসান/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২১২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৩০
নোয়াখালীতে বিমান বন্দর নির্মাণ করা হবে
--- বিমান মন্ত্রী
নোয়াখালী, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, বৃহত্তর নোয়াখালীর বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করে নোয়াখালীতে একটি বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে চর শুল্লুকিয়ায় স্থান নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কাজের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া শেষে সমীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেয়া হবে। তারা আগামী অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেবে।
মন্ত্রী আজ প্রস্তাবিত বিমানবন্দরের স্থান পরিদর্শন শেষে এক জনসভায় প্রধান অতিথিরর বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, নোয়াখালীর বিশাল জনগোষ্ঠী দেশের বাইরে আছেন। দেশের শিল্পোদ্যোগতাদের একটি বড় অংশের বাড়ি নোয়াখালী। নোয়াখালীর দক্ষিণে শিল্পাঞ্চল ও সেনানিবাসসহ অসংখ্য ছোট ও মাঝারি শিল্প কারখানা গড়ে উঠেছে। তাই এখানে বিমানবন্দর হবে ইকোনমিকেলি ভায়াবেল।
নোয়াখালী সদর উপজলা চেয়ারম্যান এডভোকেট সিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে জনসভায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিমান ও পর্যটন সচিব মোঃ মহিবুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনাম সেলিম, বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
#
তুহিন/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২১২০ঘণ্টা
Z_¨weeiYx b¤^i: 2029
জাতিসংঘ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট র্যাংকিং-এ বাংলাদে‡ki Ae¯’vb ১১৫তম
XvKv, 7 kÖveY (22 RyjvB) :
জাতিসংঘ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট র্যাংকিং-এ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদে‡ki Ae¯’vb ১১৫তম| evsjv‡`k wewfbœ D‡`¨vM MÖnY K‡i k~b¨ `kwgK 4763 c‡q›U †c‡q weMZ wZbwU i¨vswKs-G 35 avc GwM‡q GB Ae¯’vb AR©b K‡i|
AvR তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের wewmwmÕi সম্মেলন কক্ষে জাতিসংঘ ই-গভর্নমেন্ট র্যাকিং-এ বাংলাদে‡ki Ae¯’vb wel‡q GUzAvBÕi D‡`¨v‡M Av‡qvwRZ এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এ Z_¨ Rvbvb|
msev` m‡¤§j‡b Ab¨vb¨‡`i g‡a¨ Dcw¯’Z wQ‡jb Z_¨ I ‡hvMv‡hvMcÖhyw³ cÖwZgš¿x Rybvই` Avn‡g` cjK, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জুয়েনা আজিজ, GUzAvBÕi cwjwm A¨vWfvBRi Avwbi †PŠayix Ges GUzAvBÕi cÖKí cwiPvjK †gv¯ÍvwdRyi ingvbmn অন্যান্য কর্মকর্তাMY|
m‡¤§j‡b Rvbv‡bv nq, ২০১৬ সালে করা র্যাংকিং-এ বাংলাদেশ ২৪ ধাপ এগিয়ে ১৪৮তম অবস্থান হতে ১২৪ এ পৌঁছায়। ২০১৮ সালে আরো ৯ ধাপ উপরে উঠে ১১৫তম অবস্থানে পৌঁছায়। মূলত: আইসিটি টুলকে ব্যবহার করে বিভিন্ন অনলাইন সেবা তৈরি এবং মোবাইল বা ওয়েব অ্যাপের মাধ্যমে তা উপস্থাপন K‡i অনলাইন সেবা সূচকে বাংলাদেশের মূল অগ্রগতি সূচিত হয়েছে। এছাড়াও টেলিকমিউনিকেশন সূচক এবং হিউমেন কেপিটাল সূচকেও বাংলাদেশের অগ্রগতি হয়েছে| হিউম্যান কেপিটাল সূচকে বাংলাদেশ ২০১৬ সালে শূন্য দশমিক ৩৯৭৩ অবস্থান থেকে উন্নিত হয়ে ২০১৮ সালে শূন্য দশমিক ৪৭৬৩-তে পৌঁছায়। অন্যদিকে টেলিকমিউনিকেশন সূচকে বাংলাদেশ ২০১৬ সালে শূন্য দশমিক ১১৯৩ পয়েন্ট অর্জন করে যা ২০১৮ সালে উbœxত হয়ে শূন্য দশমিক ১৯৭৬-এ পৌঁছায়।
মোস্তাফা জব্বার বলেন, ধীরে ধীরে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট র্যাংকিংএ তার কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানও সুসংহত হচ্ছে। wWwRUvj evsjv‡`k †¯øvMvb Ges iƒcKí 2021 ev¯Íevq‡b eZ©gvb miKvi wbišÍi cÖqvm Pvwj‡q hv‡”Q|
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০০৮ সালের আগে দেশের ই-সার্ভিসের কিছু ছিল না। এখন ৪০ শতাংশের Iপর সার্ভিস অনলাইনে দেওয়া সম্ভব হয়েছে। দেশের বর্তমানে ইউনিয়ন ডিজিটাল ইনফরমেশন সেন্টারের সংখ্যা ৫ হাজার ২৭২টি। ৫০-৬০ লাখ মানুষ প্রতি বছর সেবা নিতে পারছেন। `yBk থেকে AvovBk সার্ভিস বর্তমানে অনলাইনে i‡q‡Q।
#
kwn`yj/†mwjg/iwdKzj/†iRvDj/2018/2034 NÈvতথ্যবিবরণী নম্বর : ২০২৮
শেখ হাসিনা দক্ষ সার্জনের মতোই জঙ্গিবাদের ব্লক সরাচ্ছেন
--- তথ্যমন্ত্রী
ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
জাতির হƒদয় থেকে জঙ্গি-সাম্প্রদায়িকতার ব্লকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হার্টসার্জনের মতোই সরিয়ে চলেছেন- ঢাকায় ২য় আন্তর্জাতিক হƒদযন্ত্র (কার্ডিয়োকেয়ার) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর সোনারগাঁ হোটেলের ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আয়োজিত এ সম্মেলনে হাসপাতালের চেয়ারপার্সন প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে সুখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খানসহ সারাদেশের সহ¯্রাধিক কার্ডিয়াক চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, চার হাজার বছরের সভ্যতাসমৃদ্ধ এদেশের হƒদয়ে জোর করে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার ব্লক চাপিয়ে দেয়া হয়েছিল। শেখ হাসিনা তা দক্ষ সার্জনের মতোই সরাচ্ছেন। হাসানুল হক ইনু এসময় নিজের হƒদরোগের চিকিৎসার ওপর আলোকপাত করে এদেশের চিকিৎসকদের ওপর তার শতভাগ আস্থার কথা বলেন। সেইসাথে তিনি বলেন, চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
এ অনুষ্ঠান থেকে তথ্যমন্ত্রী সরাসরি এপোলো হসপিটালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদকে দেখতে যান। মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সাথে আলাপকালে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত উন্নতি প্রার্থনা করেন। ৯৬ বছর বয়সী অধ্যাপক মোজাফফর ২০১৫ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
#
আকরাম/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৭
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে রুশনার আলীর সাক্ষাৎ
ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বৃটিশ এমপি রুশনার আলী আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রুশনার আলী বাংলাদেশের সংস্কৃতি ও বৃটিশ প্রীতি উল্লেখ করে বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়নে সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বৃটিশ কোম্পানিগুলো কাজ করতে চায়। বৃটিশ পেট্রোলিয়ামও (বিপি) বাংলাদেশে কাজ করতে চাচ্ছে। সম্মিলিতভাবে এগুলে উভয় দেশ উপকৃত হবে। উল্লেখ্য যে, তিনি বাংলাদেশের জন্য বৃটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যিক দূত (ইৎরঃরংয চৎরসব গরহরংঃবৎদং ঃৎধফব বহাড়ু ঃড় ইধহমষধফবংয) হিসেবে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে এসেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৃটিশ কোম্পানিগুলোর অংশগ্রহণ কম। সামগ্রিক পরিকল্পনায় বৃটিশ অভিজ্ঞতা কাজে লাগাতে পরামর্শক দিয়ে বৃটেন সহযোগিতা করতে পারে। বৃটেনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপনে প্রতিমন্ত্রী সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন হাবে পার্টনার প্রয়োজন। বৃটেনের ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ক্ষেত্রে এগিয়ে আসতে পারে। সম্ভাবনাময় সকল বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
আলোচনাকালে অন্যান্যের মধ্যে বৃটিশ হাইকমিশনার অষরংড়হ ইষধশব এবং বৃটিশ হাইকমিশনের ব্যবসা ও বিনিয়োগ বিভাগের প্রধান ইবহলধসরহ ঈঁঃসড়ৎব উপস্থিত ছিলেন।
#
আসলাম/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৬
ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর
ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ প্রদান করেন। এই ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সকল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।
পাশাপাশি ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই বাছাই করে মতামতসহ গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ওষুধ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন।
সম্প্রতি গণমাধ্যমে ভালসারটান ওষুধের ক্ষতিকারক দিক সম্পর্কে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপ নেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান এবং সমিতির উপদেষ্টা আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৫
আইনমন্ত্রীর বোন সায়মা ইসলামের কুলখানি ২৮ জুলাই
ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলামের কুলখানি আগামী ২৮ জুলাই শনিবার বিকাল ৫টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
উক্ত কুলখানিতে মরহুমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৪ জুলাই দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মা ইসলাম মৃত্যুবরণ করেন এবং ১৫ জুলাই বিকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
#
রেজাউল/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২০২৪
ব্রিটিশ এমপি রোশনারা আলীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বৃটেনের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের রপ্তানিতে তৃতীয় বৃহত্তম বাজার বৃটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ বৃটেনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের দেয়া এভ্রিথিংস বাট আর্মস অর্থাৎ ইবিএ-এর আওতায় বাংলাদেশ বৃটেনের কাছ থেকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। বৃটেনে দিন দিন বাংলাদেশের রপ্তানি বাড়ছে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বৃটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর (ব্রেক্সিটের পর) বাংলাদেশের সাথে বাণিজ্য আরো বাড়বে। বাংলাদেশ এ বিষয়ে বৃটেনের সাথে ঘনিষ্ঠভাবে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, তখন আর জিএসপি সুবিধা থাকবে না, এজন্য বাংলাদেশ বৃটেনের কাছ থেকে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা প্রত্যাশা করছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বনানীস্থ নিজ বাস ভবনে বাংলাদেশে সফররত বৃটিশ এমপি রোশনারা আলীর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন।
রোশনারা আলী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বৃটেনের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়নে বৃটেন খুশি। বৃটেন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বৃটিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী। বৃটেনে বাংলাদেশের তৈরি অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। উভয় দেশের আন্তরিক প্রচেষ্টায় দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অনেক বৃদ্ধি করা সম্ভব। এজন্য প্রয়োজনীয় বাণিজ্য সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বৃটেন বাংলাদেশের তৈরি পোশাক, এনার্জি ও বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। উভয় দেশের মধ্যে টুরিস্ট বিনিময়ের প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে। উভয় দেশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার ও শিল্প মালিকদের আন্তরিক প্রচেষ্টায় আর কোন দুর্ঘটনা ঘটেনি।
ঢাকাস্থ বৃটিশ রাষ্ট্রদূত এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/সেলিম/পারভেজ/রেজাউল/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২৩
২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে দেশব্যাপী প্রচারণা চালানো হচ্ছে
--- শ্রম প্রতিমন্ত্রী
নেত্রকোনা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, সকলের সহযোগিতায় ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টির জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, গৃহকর্মী সুরক্ষায় নীতিমালা করা হয়েছে, এখন আইন করবে সরকার।
প্রতিমন্ত্রী আজ নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভাগীয় শহরগুলোতে এক লাখ শিশুকে চিহ্নিত করা হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। জেলা প্রশাসকগণকে নিজ নিজ জেলায় কোন খাতে কি পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে তার একটি তালিকা শ্রম মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। যাতে তাদের প্রশিক্ষণ দেয়া যায়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় শিশুদের দেশের ভবিষ্যৎ কর্ণধার উল্লেখ করে বলেন, তাদের উপযুক্ত করে গড়ে তোলতে সকলকে মানবিক হতে হবে, সকলকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বলেন, শ্রম মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে তিন বছর মেয়াদি প্রায় তিনশ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শিশুদের উপযুক্ত হয়ে গড়ে উঠার সুযোগ করে দিতে বাবা-মাকে সহায়তা করা হবে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম এর সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো শামসুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় বক্তৃতা করেন।
কর্মশালায় নেত্রকোনার উপজেলাসমূহের চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে আইনের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেন এবং গণসচেতনতা বৃদ্ধিতে প্রচারণার ওপর গুরুত্ব দেন। কর্মশালার বিষয়ে অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তিন জন অসহায়, অসুস্থ এবং নারী শ্রমিকের মাতৃত্বকালীন সহায়তা হিসেবে পঁচাত্তর হাজার টাকার চেক প্রদান করেন।
#
আকতারুল/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০২২
মাহমুদুর রহমানের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক
ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মাহমুদুর রহমানের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সচিব ফয়েজ আহম্মদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
মাসুম বিল্লাহ/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে জাপানের প্রার্থীতা সম্পর্কে আলোচনার জন্য ছয় দিনের সফরে আজ জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপানে অবস্থানকালে মন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং জেটরোর চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন।
জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম দেশ। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে জাপানের অবদান অপরিসীম। জাপান বাংলাদেশকে শুল্কমুক্ত জিএসপি সুবিধা প্রদান করেছে, ফলে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই’র প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক মনির হোসেন, ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাতসহ ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন।
তথ্যবিবরণী নম্বর: ২০২০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতবছরের মতো প্রাণিসম্পদ অধিদফতর গবাদিপশুর খামারগুলোতে স্বাস্থ্যহানিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে ল্যাবরেটরি-পরীক্ষার ব্যবস্থা রাখবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রাণিস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধের বিক্রয় ও সরবরাহ নিয়ন্ত্রণ, সীমান্তবর্তী এলাকায় এসব দ্রব্যের চোরাইপথে আসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর মনিটরিং এবং জেলা-উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন পল্লি চিকিৎসকদের মাধ্যমে ব্যবহাররোধে পদক্ষেপ গ্রহণ করবে।
সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সভাপতিত্বে ‘ঈদুল আযহা উপলক্ষে কুরবানির হাটে ভেটেরিনারি-সেবা সংক্রান্ত’ এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সারাদেশে ঈদুল আযহায় কুরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা এবার প্রায় এককোটি ১৬ লাখ। তন্মধ্যে গরু-মহিষ ৪৪ লাখ ৫৭ হাজার এবং ছাগল-ভেড়ার সংখ্যা ৭১ লাখ। গতবছর এ সংখ্যা ছিল এককোটি চারলাখ ২২ সহস্রাধিক। তবে এবছর কুরবানিযোগ্য হৃষ্টপুষ্ট গরু-মহিষের সংখ্যা প্রায় ২৯ লাখ ২০ সহস্রাধিক এবং ভেড়া ছাগল ১৮ লাখ ২৬ সহস্রাধিক। বাকিগুলো অনুৎপাদনশীল গরু-মহিষ ও ছাগল ভেড়া।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবছর কুরবানির হাটে পশুর প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিটি ছোটহাটে অন্তত ১টি, বড়হাটে ২টি করে এবং ঢাকার গাবতলীহাটে ৪টি মেডিক্যালটিম থাকবে।
নির্দিষ্টস্থানে কুরবানিকরণসহ ময়লাবর্জ্য যত্রতত্র না ফেলা এবং কুরবানির আগে-পরে ঢাকা সিটির পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্বাত্মক ব্যবস্থাগ্রহণ করবে এবং এক্ষেত্রে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে সকল মিডিয়ায় প্রচারণা চালানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।