Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 24/3/2019

তথ্যবিবরণী                         নম্বর : ১১৮৮
সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে
                                                                                             --- ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশি হজযাত্রীদের এ বছর সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে  সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দেশে ফিরে গেছেন এবং আগামী ৬ এপ্রিল এ বিষয়ে আরও একটি ঊর্ধ্বতন প্রতিনিধিদল বাংলাদেশে আসবেন।  
ধর্ম প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুসারে হজ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছেন বলে প্রতিমন্ত্রী এ সময় জানান। 
প্রতিমন্ত্রী বলেন, রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সৌদি আরব সফর করেন। এ সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ। রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা জানানো হয় এবং হজ ব্যবস্থাপনা, ইসলামিক এফেয়ার্সসহ সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। 
প্রতিমন্ত্রী আরো বলেন, সফরকালে তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার আনুপাতিক হারে প্রাপ্যতায় অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি, সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা, চলতি বছর হজের সময় মিনায় অবস্থানকালে বাংলাদেশি হজযাত্রীদের দ্বিতল খাট ব্যবহারে বাধ্য না করা, বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি এজেন্সির সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে ১০০ তে কমিয়ে আনা এবং বাংলাদেশের পবিত্র হজের দিনগুলোতে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা, মিনা, আরাফা, মুযদালেফা তথা মাশায়েরে মোকাদ্দসায় যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত ও উন্নত বাস সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ প্রায় সবগুলো দাবিপূরণের প্রতিশ্রুতি প্রদান করেছে এবং বাংলাদেশের জন্য অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির বিষয়টি রয়েল কেবিনেটে উপস্থাপনের বিষয়ে সৌদি হজ মন্ত্রী আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি হজযাত্রীদের বাড়িভাড়া করার উদ্দেশ্যে বাড়িভাড়া সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গত ৬ মার্চ ২০১৯ খ্রি তারিখে সৌদি আরব সফর করে এবং হজযাত্রীদের জন্য বাড়িভাড়ার কাজ সম্পন্ন করে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। 
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। সরকারি ব্যবস্থাপনায় ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬ হাজার ৫৭ জনের। অবশিষ্ট আছে ৭৫৯ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে ৭৫ হাজার ৫২ জন এবং নিবন্ধনের জন্য অবশিষ্ট আছে ৪১ হাজার ৬৯৪ জন।
#
আনোয়ার/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ১১৮৭
 
আগামী এক মাসের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা আসবে
                                            --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিওভুক্তির বিষয়ে আবেদন যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রী শিক্ষকদের কষ্ট অনুধাবণ করে বলেন, ‘তারা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। সেই বিবেচনায় আমরা চেষ্টা করছি যত দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তি করা যায়। আশা করছি আগামী এক মাসের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারব।’ 
মন্ত্রী আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। মন্ত্রী এই সময় আরো বলেন, আগামী বাজেটে এই ঘোষণা বাস্তবায়নে অর্থ বরাদ্দ রাখা হবে।
 
#
খায়ের/ফারহানা/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                         নম্বর : ১১৮৬
বিআইজেএফ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান
৫জি প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসুন
                                                        --- তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির আধুনিক সংস্করণ ৫জি প্রযুক্তি আগামী দিনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি। কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, বিগডেটা, ব্লকচেইন অথবা রোবটিক প্রযুক্তি আগামীর পৃথিবীকে পাল্টে দেবে। এ সম্পর্কে যথাযথভাবে জনগণকে অবহিত করতে এবং কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থ হলে আমরা পিছিয়ে পড়বো। ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিক সমাজ বিশেষ করে আইসিটি সাংবাদিকদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। 
মন্ত্রী গতরাতে রাজধানীর গুলশানে স্পেকটা কনভেনশন হলে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
দেশে আইসিটি বিকাশে ট্রেডবডিসমূহ, ইন্ডাস্ট্রিজ এবং সাংবাদিকগণ অসাধারণ সহযোগিতা করে আসছে উল্লেখ করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষের ফলে প্রযুক্তির সাথে সাধারণ মানুষের সেতুবন্ধন রচিত হয়েছে। তাই সমালোচনার পাশাপাশি সফলতার গল্পটাও তুলে আনতে হবে। 
তথ্যপ্রযুক্তি খাতে মন্ত্রী হিসেবে গত ১৩ মাসের অভিজ্ঞতা তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী যে দেশে আছে সে দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না। তিনি বলেন, গত দশ বছরে প্রযুক্তিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। ডিজিটাল বিপ্লবে বাংলাদেশ নেতৃত্বের জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে।
মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যখন ড্রাইভার বিহীন গাড়ী চলবে তখন  কোন কোন দেশের জন্য তা আনন্দের হলেও আমাদের জন্য বেকারত্বের জন্য বোঝা হতে পারে। রোবট যখন তৈরিপোশাক শিল্পে মানুষের পরিপূরক হিসেবে কাজ করবে, অন্যদের জন্য তা আনন্দের কিন্তু আমাদের জন্য এ খাতে ৫মিলিয়ন কর্মীর বেকারত্বের বোঝা বাড়ানোর জন্য উদ্বেগের, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তৈরি থাকতে হবে, উল্লেখ করেন মন্ত্রী। 
অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ কম্পিউটাস কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, আই পে এর সিইও জাকারিয়া স্বপন, ব্যাককো সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপি, এসোসিয়েন বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম, বেসিস-এর সাবেক সিনিয়র সহসভাপতি এম শহীদ চৌধুরী এবং সহজ -এর ব্যবস্থাপনা পরিচালক সালিহা কাদির বক্তৃতা করেন।
#
 শেফায়েত/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০২৫ঘণ্টা 
তথ্যবিবরণী                         নম্বর : ১১৮৫
 
সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ত্রিশ লাখ শহিদ যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল আমরা সে স্বপ্ন বাস্তবায়নের খুব কাছাকাছি। আমরা ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবো। কিন্তু এখনো অনেক শিশু শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। অনেক শিশু এখনো তার মৌলিক চাহিদাসমূহ পাচ্ছে না। তারা এখনো রাস্তায় ঘুমায়। এক সময় হয়তো এই পরিস্থিতি থাকবে না। কিন্তু ততক্ষণে আজকের যে শিশুটি বঞ্চিত তার শৈশব পার হয়ে যাবে। যার জন্য আমরা সকলে দায়ী থাকব। তাই সরকারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে এখনই বিত্তবানদের এগিয়ে আসতে হবে। 
মন্ত্রী আজ ঢাকায় ইস্কাটনে লেডিস ক্লাবের আয়োজনে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা কবীর রুমঝুমের সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন।
#
খায়ের/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                        নম্বর : ১১৮৪
 
আইএলও-এর গভর্নিং বডির মিটিংয়ে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৩৫তম গভর্নিং বডির মিটিংয়ে যোগদানের জন্য আজ রাতে জেনেভা যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
বিশে^র ১৮৭টি সদস্য দেশের এই আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার একশ’ বছর পূর্তি হচ্ছে এবার। আইএলও আগামী জুনে প্রতিষ্ঠার শততম বছরের ১০৮তম সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই প্রাক্কালে এবারের গভর্নিং বডির মিটিং বেশ গুরুত্ব পাচ্ছে।
শ্রম প্রতিমন্ত্রী ২৬ মার্চ ২০১৯-২৩ মেয়াদের জন্য ত্রিপক্ষীয় এবং সাময়িক সংলাপের কর্মপরিকল্পনা সংশোধনের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। ২৬ মার্চ সন্ধ্যায় প্রতিমন্ত্রী জেনেভায় বাংলাদেশ মিশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।  তিনি ২৭ মার্চ আইএলও-এর শততম বার্ষিকীর বিশেষ সম্মেলনের সার্বিক প্রস্তুতি সভায় অংশ নেবেন এবং বাংলাদেশে শ্রম পরিস্থিতির উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির চিত্র তুলে ধরে বক্তৃতা দেবেন।
পর দিন শ্রম প্রতিমন্ত্রী আইএলও এর সারা বিশ^ব্যাপী সক্ষমতা উন্নয়নের কৌশল নির্ধারণে বাংলাদেশের অভিমত তুলে ধরবেন এবং সংগঠন করার স্বাধীনতার বিষয়ে কমিটির রিপোট উপস্থাপন বৈঠকে অংশ নেবেন।
শ্রম প্রতিমন্ত্রী ২৯ মার্চ ঢাকার উদ্দেশে জেনেভা ত্যাগ করবেন।
#
আকতারুল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০০৫ঘণ্টা
তথ্যবিবরণী                          নম্বর : ১১৮৩
 
সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ’র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ’র মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, একুশে পদক বিজয়ী শাহনাজ রহমতুল্লাহ ছিলেন দেশাত্মবোধক গানের কালজয়ী শিল্পী। তাঁর গান আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আসছে। এসব গানের মধ্য দিয়ে তিনি আজীবন এ দেশের জনগণের মাঝে বেঁচে থাকবেন।
#
ফয়সল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৮২ 
 
চিনিশিল্প লাভজনক করতে পণ্য বহুমুখীকরণের নির্দেশ শিল্পমন্ত্রীর
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
 
বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে পণ্য বহুমুখীকরণ কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ শিল্প লাভজনক করতে চিনিকলে শুধু চিনি উৎপাদন করলেই চলবে না, অন্যান্য খাদ্যপণ্যও উৎপাদন করতে হবে। এ লক্ষ্যে তিনি কার্যকর প্রকল্প গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন।  
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভা কক্ষে ২০১৮-২০১৯ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। সভায় শিল্পসচিব মোঃ আবদুল হালিম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১০টি নতুন প্রকল্পসহ মোট ৫২টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪৭টি বিনিয়োগ প্রকল্প, ৪টি কারিগরি এবং ১টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৬৫ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে জিওবি খাতে ৯শ’ ৩৭ কোটি ৯৭ লাখ টাকা, প্রকল্প সাহায্য খাতে ৫৭ কোটি ৮৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নখাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।  
সভায় প্রকল্পগুলোর সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্প সম্পর্কিত সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেয়া হয়। একই সাথে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কেন্দ্রীয়ভাবে প্রকল্পের বাস্তবায়ন তদারকি এবং অগ্রগতির চিত্র গণমাধ্যমে প্রচারের তাগিদ দেয়া হয়। 
চিনিশিল্পকে বাংলাদেশের জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক এ শিল্পকে লাভজনক করতে চিনিকলের উপজাত (বাই-প্রোডাক্ট) ব্যবহার করে নতুন পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে। চিনিকলগুলোতে বিদ্যমান কাঁচামাল ব্যবহার করে খাদ্য উৎপাদনের প্রয়াস জোরদার করতে হবে। তিনি ছোট ও নি¤œমানের প্রকল্প না নিয়ে বৃহৎ আকারে কার্যকর প্রকল্প গ্রহণের পরামর্শ দেন। যেসব প্রকল্প বাস্তবায়ন করলে ঘন ঘন খুচরা যন্ত্রাংশ বদলানোর প্রয়োজন হবে, সেগুলো পরিহার করে গুণগতমানের প্রকল্প গ্রহণ এবং দক্ষতার সাথে সেই প্রকল্পসমূহ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন। 
সরকারের ইশতেহার বাস্তবায়ন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম দায়িত্ব বলে মন্ত্রী এ সময় উল্লেখ করেন। এ দায়িত্ব পালনে টিম স্পিরিটের সাথে সবাইকে কাজ করতে হবে। তিনি আসন্ন ঈদুল আজহার আগেই চামড়া শিল্পনগরীর কাজ সমাপ্ত করার তাগিদ দেন। ঈদের সময় চামড়া প্রক্রিয়াজাতকরণ নিয়ে যাতে কোনো ধরণের সমস্যা না হয়, সে লক্ষ্যে এখন থেকেই সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার জন্য তিনি চামড়া শিল্পনগরী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। 
#
জলিল/ফারহানা/শহীদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৮১
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে বিদেশি মিশনে 
বাংলাদেশের নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দের মতবিনিময় 
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
 
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বিদেশি মিশনে বাংলাদেশের নবনিযুক্ত ইকোনমিক মিনিস্টার, কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিডা কার্যালয়ে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 
 
সভায় কাজী আমিনুল ইসলাম বলেন, বিদেশে মিশনগুলো রয়েছে দেশের স্বার্থরক্ষা করার জন্য। বাংলাদেশের মিশন হচ্ছে বিদেশের মাটিতে বাংলাদেশের একটি সম্প্রসারিত অংশ। তাই কমার্শিয়াল কাউন্সিলরদের তাদের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কারণ তারা সীমিত সময়ের জন্য নিয়োগ পান। এই অল্প সময়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে।
 
বিডা’র চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সময়ে অর্থনৈতিক কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কমার্শিয়াল কাউন্সিলরদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশকে প্রমোট করতে হবে। বাংলাদেশের বিনিয়োগের সার্বিক পরিস্থিতি মিশনগুলোর মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে। বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ ও প্রণোদনা সম্পর্কে অবহিত করতে হবে। এক্ষেত্রে বিডাসহ বাংলাদেশের অন্যান্য বিনিয়োগ প্রচার সংস্থা যেমন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) এবং পাব্লিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) মিশনগুলোকে সার্বিক সহযোগিতা করবে। 
 
সভায় বিডা’র কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয় এবং কমার্শিয়াল কাউন্সিলরদের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
 
সভায় বিডা’র কর্মকর্তাসহ জেনেভার নবনিযুক্ত ইকোনমিক মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া, দুবাই, চীন এবং  স্পেনের কমার্শিয়াল কাউন্সিলর ও ভারতের প্রথম সচিব উপস্থিত ছিলেন।
 
#
শরীফা/ফারহানা/শহীদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী                          নম্বর : ১১৮০
তরুণ কর্মকর্তাদের দিকেই তাকিয়ে আছে জাতি 
                                --- ভূমি সচিব
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
তরুণ কর্মকর্তাদের দিকেই তাকিয়ে আছে জাতি। তরুণরাই পরিবর্তনের অগ্রদূত। ইতিমধ্যে তারা এর স্বাক্ষর রেখেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ায় অগ্রণী ভূমিকা রেখে। কাজের মাধ্যমে সেবাগ্রহিতার মুখে হাসি ফুটানোতেই আমাদের মতো গণকর্মচারীদের সার্থকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাও তাই।
আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে আয়োজিত ‘১১৭তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে উক্ত কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন, পুলিশ ও রেলওয়ে ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এসব কথা বলেন।
ভূমি সচিব আরো বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি। সচিব বলেন, জতির পিতার আহ্বানে যার যার অবস্থান থেকে জনগণের সেবায় ব্রতী হওয়ার মাধ্যমেই আমাদের কর্মজীবনের সার্থকতা নিহিত আছে। 
ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
#
নাহিয়ান/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                          নম্বর : ১১৭৯
 
বদলির ক্ষেত্রে তদবিরকে প্রশ্রয় না দেয়ার নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নবনিয়োগকৃত বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের ঢাকা ও নিজ জেলা-উপজেলা সদরের বাইরে পোস্টিং দেয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি শুধু দক্ষ ও সৎ সিনিয়র কর্মকর্তাদের ঢাকার প্রধান কার্যালয়সহ বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ক্ষেত্রে কোনো প্রকার তদবিরকে প্রশ্রয় না দেয়ার জন্যও তিনি সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। 
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাণিসম্পদ উপখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (অউচ) -এর মূল্যায়ন সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন। 
প্রতিমন্ত্রী মাঠ পর্যায়ের অফিসারদের অফিসে নিয়মিত উপস্থিতিসহ গাফলতি রোধে তাদের খোঁজ খবর নিতে মোবাইলের বদলে ল্যান্ডফোনে যোগাযোগের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন। প্রাণিসম্পদ অধিদফতরসহ অন্যান্য দফতরকে ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদ পূরণের নির্দেশ দেন তিনি। 
সভায় প্রাণিসম্পদ অধিদফতরের প্রায় ৩৪১ কোটি টাকার ১৬টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রায় ৩১ কোটি টাকার ৬টি এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রায় সাড়ে ৭ কোটি টাকার ১টিসহ মোট ২৩ প্রকল্পের কাজের অগ্রগতির মূল্যায়ন করা হয়। 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৩টি অধিদফতর ও সংস্থার জন্য ২০১৮-১৯ অর্থবছরে ৪৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার জন্য বরাদ্দ আছে প্রায় ৮১৯ কোটি টাকা। এর মধ্যে চলতি ফেব্রুয়ারি-১৯ পর্যন্ত ব্যয় হয়েছে মোট প্রায় ৩৪৮ কোটি টাকা। 
#
শাহ আলম/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ১১৭৮

গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে

                                                                       - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :

            জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

            আজ ঢাকায়  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ এটুআই ও  বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‌সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের  জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি  এ কথা বলেন।

            প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেন, সরকারি কর্মচারীরা সেগুলো বাস্তবায়ন করেন। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কোন অসংগতি বা ভুল থাকলে সাংবাদিকরা তা তুলে ধরে। ফলে, ভুল সংশোধনের মাধ্যমে সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। তাই দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে সাংবাদিকরা মনিটর বা পর্যবেক্ষকের ভূমিকা পালন করে থাকে।

            ফরহাদ হোসেন আরো বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ দেশ-বিদেশের সব সংবাদ সাংবাদিকদের মাধ্যমেই সরকারের নীতি-নির্ধারক ও জনগণ জানতে পারে। ফলে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিমন্ত্রী এসময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সাংবাদিকদের সহযোগিতার কামনা করেন।

            এছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের সাংবাদিকতা পেশাকে আরো সমৃদ্ধ করতে সাংবাদিকদের তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির প্রতিও প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

            পিআইবি’র মহাপরিচালক মীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এটুআই এর প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও পিআইবি’র পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মোঃ ইলিয়াস ভুঁইয়া, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।  

#

শিবলী/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৬০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ১১৭৭

একাত্তরের গণহত্যা অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের আদর্শের নয়

                                            - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :

            মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২৫ মার্চের গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেন, তারা স্বাধীনতা মানেন না। মুক্তিযুদ্ধের চেতনার সাথে তারা নেই। তারা ইতিহাসকে পিছিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো এদেশেও Genocide Denial Law করা প্রয়োজন যাতে এই গণহত্যার অস্বীকারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।

            মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত '২৫ মার্চ ১৯৭১ এর গণহত্যা ও আমাদের ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

            মন্ত্রী বলেন, ঘুমন্ত মানুষের ওপর এরকম নারকীয় গণহত্যা বিশ্বের ইতিহাসে বিরল। এই পৈশাচিক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন। 

            মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের কাছে ২৫ মার্চ গণহত্যার ইতিহাস স্মরণ করিয়ে দেয়ার জন্য আগামীকাল
২৫ মার্চ রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউটের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ব্ল্যাক আউটের কর্মসূচি বাস্তবায়নকালে নতুন প্রজন্ম এ বিষয়ে প্রশ্ন করবে এবং এর মাধ্যমে এ রাতের ইতিহাস জানতে পারবে।  তিনি বলেন,  কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল বিকাল ৩ টায় জাতীয় জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তিনি উপস্থিত সকলকে অনুরোধ জানান।

            সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব কবি আসাদ মান্নান,  জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সদস্য মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক, সাবেক তথ্য ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) এ কে এম মোহাম্মদ আলী সিকদার  প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহিদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী।

#

দীপংকর/অনসূয়া/রবি/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৩৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                      নম্বর : ১১৭৬
 
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোঃ ইসরাফিল আলম, রনজিত কুমার রায়, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত (বুবলী) বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন কিছু চলমান গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন- শেখ হাসিনা কম্পোজিট জুট টেক্সটাইল প্রকল্প, শেখ হাসিনা সোনালি আঁশ ভবন প্রকল্প, জুট টি প্রকল্প, ভিসকস প্রকল্প, মসলিন প্রকল্প, ফ্যাশন ডিজাইন প্রকল্প এবং বিজেএমসির বিএমআরআই প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। পরবর্তী প্রত্যেক সভায় উল্লেখিত প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
শেখ হাসিনা সোনালি আঁশ ভবন প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জুট টি অর্থাৎ ‘পাট পাতা থেকে জৈব পানীয় তৈরির পরীক্ষামূলক প্রকল্প’, তুলার বিকল্প সুতা তৈরির উৎস হিসেবে ভিসকস প্রকল্প এবং পাট থেকে তৈরি ‘সোনালি ব্যাগ’ প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করে পণ্যগুলি বাণিজ্যিকভাবে উৎপাদনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করাসহ জেডিপিসি’র তত্ত্বাবধানে কমিটির সদস্য আগ্রহী সংসদ সদস্যগণের নিজ নিজ এলাকায় পাট পণ্যের বাজার সম্প্রসারণে ‘পাট মেলা’ আয়োজনের সুপারিশ করা হয়।
এছাড়াও বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন শেখ হাসিনা তাঁত পল্লী স্থাপন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের ১২০ একর জমি অধিগ্রহণ এবং এ লক্ষ্যে শরীয়তপুর জেলার ৬০ একর ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৬০ একর ভূমি অধিগ্রহণ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে অধিকতর সহায়ক হবে বিবেচনায় শরীয়তপুর ও মাদারীপুর এ দুই জেলার পরিবর্তে এক জেলায় প্রকল্পের সম্পূর্ণ জমি অধিগ্রহণ করার লক্ষ্যে মন্ত্রণালয়ে বিশেষ কমিটি গঠন করে এ সংক্রান্ত দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
স্বাধীনতার এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সকল বীর শহিদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের
Todays handout (6).docx Todays handout (6).docx