Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০১৬

তথ্যবিবরণী ২৩ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ২৩০৮

জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা না দেয়ার আহ্বান আইনমন্ত্রীর  

ঢাকা, ৮ই শ্রাবণ (২৩শে জুলাই):    
    
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ তারা জামিন নিয়ে বেড়িয়ে এসেই আবার জঙ্গি কাজে জড়িয়ে পড়ে। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও উন্নয়ন ব্যাহত করার জন্যই হলি আর্টিজানের হত্যাকা- ঘটানো  হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এই নৃশংস হত্যাকা- বা নৃশংস কাজ করে তাদের সংবিধান ও আইন অনুযায়ী বিচার করা হবে।

মন্ত্রী আজ ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় তিনি আইনজীবী সহকারীদের স্বীকৃতি সংক্রান্ত  আইনের খসড়াটি আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপনের ঘোষণা দেন এবং আদালত অঙ্গনে তাদের বসার জায়গার ব্যবস্থা হবে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তারা আজো ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তারা এখন আইএস নাম দিয়ে, আইএস আছে এই কথা বলে, নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

    আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না বক্তব্য রাখেন।
    
#

রেজাউল/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৩৭

পাটকলগুলো দ্রুত লাভজনক হবে
                 ---পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ৮ই শ্রাবণ (২৩শে জুলাই) :   

    পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রায় শতভাগ বাস্তবায়ন হয়েছে। এর ফলে সরকারি পাটকলগুলো খুব দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)’র উদ্যোগে বিজেএমসির ফুটবল টিম প্রিমিয়ার লীগে অংশগ্রহণ উপলক্ষে এক উদ্বুদ্ধকরণ সভায় এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, পাটকলে পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণের কাজ দ্রুত করা হবে। এর মাধ্যমে বিজেএমসির হারানো ঐতিহ্য আবারো ফিরিয়ে আনা সম্ভব হবে।

    বিজেএমসির ফুটবল টিম সম্পর্কে মির্জা আজম বলেন, ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে এ টিম। এই ফলাফলকে পুঁজি করে প্রিমিয়ার লীগে আরো ভালো কিছু করার প্রত্যাশা করছি। ফুটবলসহ সকল খেলায় অতীতের চেয়ে ভালো ফলাফলের মাধ্যমে বিজেএমসিকে মানুষের মাঝে জনপ্রিয় ও পরিচিত করা সম্ভব হবে।

    অনুষ্ঠানে বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, বিজেএমসির পরিচালক বাবুল রায় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিজেএমসির ফুটবল টিমের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

#

সৈকত/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০৮ ঘণ্টা

 

Todays handout (1).doc Todays handout (1).doc