Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৪

তথ্যবিবরণী ১২ জুন ২০২৪

Handout                                                                                                           Number: 5107

 

Bangladesh welcomes Oman decision on visa

restrictions withdrawal from most categories

 

Dhaka, June 12:

 

Oman announced withdrawal of temporary visa restrictions for Bangladeshi nationals in the categories of all official visa, family visa, engineers, doctors, nurses, teachers, accountants, investors, high-income tourists and visitors visa for Bangladeshi nationals living in the GCC countries.

 

The West Asia Wing of the Ministry of Foreign Affairs in Dhaka today informed this in its press release.

 

The release said, Referring to the decision of the government of the Sultanate of Oman, the Embassy of Oman in Dhaka, in its self-explanatory note states that the concerned authority has withdrawn the temporary visa restrictions imposed on Bangladeshi nationals. And the exempted visa categories include all official visa, family visa, engineers, doctors, nurses, teachers, accountants, investors, high-income tourists and visitors visa for Bangladeshi nationals living in the GCC countries.

 

The note also states that from now on, the local Embassy will receive and process all applications and related documents in these categories in coordination with the Royal Omani Police authority. The Embassy note further assures that both concerned authorities in Oman and Bangladesh are working towards lifting the ban on ‘work visa’ which is in progress.

 

The Omani Royal Police in a bid to review their overall migration policy in October 2023 imposed a temporary ban on all categories of visa except for official purposes from Bangladesh.

 

#

 

 

Akram/Pasha/Sayeam/Shafi/Sanjib/Salim/2024/2130 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৫১০৬

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে রবি আজিয়াটা লিমিটেডের প্রায় ৪ কোটি ৫ লাখ টাকার চেক হস্তান্তর

 

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):    

 

            শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪ কোটি ৪ লাখ ২1 nvRvi ২৫০ টাকার চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা লিমিটেড।

 

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরীর হাতে রবি আজিয়াটা লিমিটেড প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করেন।

 

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, রবি আজিয়াটা লিমিটেড এর পক্ষে শরিফ শাহ জামাল রাজ (ভাইস প্রেসিডেন্ট, হেড অভ্‌ পাবলিক অ্যাফেয়ার্স এবং সাসটেইনেবিলিটি), মোহাম্মদ সরফরাজ হায়দার (ভাইস প্রেসিডেন্ট, হেড অভ্‌ লিগ্যাল অ্যাফেয়ার্স), তাসনুভা আমরীন জামান (ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ) সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

নোবেল/পাশা/সায়েম/শফি/সঞ্জীব/শামীম/২০২৪/২০১৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৫১০৫

 

ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ

                     -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ও  জনবহুল দেশ। এত বড় ভূখণ্ড, এত প্রদেশ, এত রকমের ধর্ম-বর্ণ-ভাষাভাষীদের নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা দেশ যে, তাদের গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে পেরেছে, তার কৃতিত্ব ভারতের প্রথিতযশা রাজনীতিবিদ ও সাধারণ ভোটারদের।

 

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ‘বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন এবং বাংলাদেশ ও উন্নয়নশীল দেশসমূহের গণতান্ত্রিক ব্যবস্থা’  শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শুধু সীমান্তে, শরণার্থী শিবিরে বা রণাঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারত সরকার এবং ভারতীয় জনগণের ভূমিকা ও অবদান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় নানাভাবে জড়িয়ে রয়েছে।

 

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত যেমন আশ্রয়-খাদ্য-রসদসহ সবরকম সহায়তা দিয়েছে, তেমনি হাজার হাজার ভারতীয় সৈন্য এ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। সে কারণে আমাদের দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর।

 

সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক অভিজিত বনিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ-ভারত সম্প্রীতি  পরিষদের  সভাপতি ড. ফজলে আলী, সাধারণ সম্পাদক মমতাজ চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, নারী নেত্রী জেসমিন প্রেমা-সহ সচেতন নাগরিক কমিটি, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ ও বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

#

 

এনায়েত/পাশা/সায়েম/শফি/রফিকুল/সেলিম/২০২৪/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৫১০৪

শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউএনডিপি

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):     

পার্বত্য চট্টগ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার (Stefan Liller)। পাশাপাশি ইউএনডিপি শিক্ষা প্রশাসনের গতিশীলতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে এক্সেস টু ইনফরমেশন (এটুআই)-এর মাধ্যমে চলমান কার্যক্রমসমূহ আরো বেগবান করতেও কাজ করবে।

আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সকল বিষয়ে সিদ্ধান্ত হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউএনডিপি’র অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র স্ট্রাটেজিক কমিউনিকেশনস এন্ড আউটরিচ অফিসার কিরতিজাই পেহরি (Kirtijai Pahari) প্রমুখ।

#

খায়ের/পাশা/সায়েম/শফি/রফিকুল/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫১০৩

নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছা সম্ভব

                                                                                                  --- প্রতিমন্ত্রী পলক

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):

          ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের দেশের নারীও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে তিনি জানান।

          প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তারা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসা। তিনি বলেন, এই অনুদান নিয়ে যারা আরো বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লি. এর মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ করে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

          পলক বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরো ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন, আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করা হবে। যেখানে সারা দেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশিপ, ইন্টানর্শিপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

          অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

          পরে, প্রতিমন্ত্রী স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক প্রদান করেন।

#

বিপ্লব নাজির/পাশা/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ৫১০২

জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে

                                                                                           --- প্রধান তথ্য কমিশনার

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):

          তথ্য কমিশন বাংলাদেশ এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, মানিকগঞ্জের আয়োজনে মানিকগঞ্জ জেলায় আজ ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

          প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে। তিনি বলেন, তথ্যের মালিক জনগণ তাই ‘চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন’- এটাই মন্ত্র। আর এই কারণে যে অফিসগুলোতে ওয়েবসাইট রয়েছে তাদের তথ্য হালনাগাদ করে রাখতে হবে যাতে প্রদানযোগ্য তথ্য দেয়া থাকে।

          ড. আবদুল মালেক আরো বলেন, তথ্য প্রদানকারী অফিসার এবং স্ব স্ব কর্তৃপক্ষ তথ্যের মালিক নন, তথ্য প্রস্তুত-সহ রক্ষণ ও হেফাজতকারী মাত্র। এই মানসিকতা নিয়ে তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে হবে।

          অনুষ্ঠানে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি-সহ সকল শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন।

          এছাড়া প্রধান তথ্য কমিশনার ধামরাই উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

#

লিটন/পাশা/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৫১০১

সাধারণ নাগরিকের মত করেই ড. ইউনূসের বিচার হচ্ছে

                                                    -- আইনমন্ত্রী

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):     

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমনভাবে বিচার হয়, ড. ইউনূসেরও ঠিক সেভাবেই বিচার হচ্ছে৷ তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন, এসব কথা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক৷

আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে ড. ইউনূসের মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক ইইউ প্রতিনিধিদলকে জানান, ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে তিনি কোনো কথা বলেন না। তিনি জানান, ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু কর ফাঁকির মামলাও রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হেরে যাওয়ার পর কর (ট্যাক্স) দিয়েছেন৷ ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে মি. হক জানান, ড. ইউনূস শ্রমিকদের অধিকার লংঘন করেছিলেন, সেকারণে শ্রম আইনে মামলা হয়েছে এবং একটি মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। এখনো অনেক মামলা পেন্ডিং আছে।

ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে আর কী কী ব্যাপারে আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আইন, উপাত্ত সুরক্ষা আইন, সাইবার নিরাপত্তা আইন, ইইউ নির্বাচন কমিশন থেকে বাংলাদেশে একটি টিম এসেছিল; সেই টিমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কী চিন্তা-ভাবনা করছে, রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আইন সম্পর্কেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে৷

আইনমন্ত্রী বলেন, ‘কবে নাগাদ সংশোধিত শ্রম আইন পাস করা হবে, সেটাও তারা জানতে চেয়েছিল। তাদের বলেছি- আন্তর্জাতিক শ্রম আদালতে বাংলাদেশের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল, সেই নালিশটার শেষ আমরা চাই৷ তাদের আরো বলেছি, শ্রম আইন সংশোধন নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি৷ আমার মনে হয় বিষয়টা শেষ করে দেওয়া উচিত। তাদের সাথে কথা হয়েছে, আগামী নভেম্বরে আইএলও-এর যে গভর্নিং বডির মিটিং হবে, সেখানে আমাদের সমর্থন করার।’

#

রেজাউল/পাশা/সায়েম/শফি/রফিকুল/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৫১০০

খাদ্যে ভেজাল বন্ধে সামাজিক আন্দোলন প্রয়োজন

                                              -- খাদ্যমন্ত্রী

কক্সবাজার, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):     

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যে ভেজাল বন্ধে সামাজিক আন্দোলন প্রয়োজন। এ আন্দোলনে সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ। মসজিদের ইমাম কিংবা স্কুলের শিক্ষক সমাজ সচেতনতায় বিশেষ ভূমিকা রাখতে পারেন। 

আজ কক্সবাজারে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ‘হোটেল রেস্তোরাঁ ও খাদ্য ব্যবস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। 

আমরা পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য গ্রহণের অভ্যাস তৈরি ও প্রাকটিস বাড়াতে বিশেষজ্ঞদের নিয়ে নিরাপদ খাদ্য নির্দেশিকা তৈরি করেছি। বিভিন্ন মাধ্যমে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে কাজ চলছে। এই কাজে সকলের অংশগ্রহণ ছাড়া সফল হওয়া সম্ভবনা। সেকারণে যার যার অবস্থান থেকে দেশের জন্য নিজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাবার প্রস্তুত করা ও গ্রহণ করা খুবই জরুরি বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, পলিশ চাল না খেয়ে পুষ্টিকর লাল চাল খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। চাল পলিশ করতে গিয়ে চালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। নতুন আইন করা হয়েছে। সে আইনের প্রয়োগ শুরু হলে পলিশ বন্ধ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ প্রণয়ন করেছে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা-সহ সংশিষ্ট আইন ও বিধিবিধান তৈরি করেছে। পাশাপাশি, ভেজাল খাদ্য প্রতিরোধে অন দ্য স্পট স্ক্রিনিং, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, খাদ্যের উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টিমান বজায় রাখা জরুরি। যিনি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাঁর যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি যিনি ভোগ করবেন তাঁর ক্ষেত্রেও নিরাপত্তার প্রত্যয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ মনির উদ্দিন। 

 বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জাকারিয়া ও কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নাইমুল হক টুটুল-সহ অনুষ্ঠানে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন হোটেল রেস্তোরাঁর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশ নেন।

#

কামাল/পাশা/সায়েম/শফি/রফিকুল/শামীম/২০২৪/১৬৫৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ৫০৯৯

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমকি ৯৬ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৮ হাজার ৯৫ জন।

#

দাউদ/পাশা/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/১৭০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫০৯৮

ভূমি ব্যবস্থাপনায় ১ ব্যক্তি ১ খতিয়ান ১ ম্যাপ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে

                                                                                                        --- ভূমিমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):

          ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সরকারের ভূমি ব্যবস্থাপনায় ১ ব্যক্তি, ১ খতিয়ান, ১ ম্যাপ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উত্তরাধিকার জমির ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত বণ্টননামা বাধ্যতামূলক করার বিষয়টিও যাচাই করা হচ্ছে। এই উদ্যোগগুলো ভূমি বিষয়ক মামলা-মোকদ্দমা ও বিবাদ কমানোর লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।

          আজ চট্টগ্রামের জিমনেশিয়াম হলে ‘ভূমিসেবা সপ্তাহ ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

          মন্ত্রী বলেন, জমির ব্যবস্থাপনা সুষ্ঠু না হলে উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না। ভূমি মানুষের অস্তিত্বের সাথে জড়িয়ে রয়েছে এবং প্রতিটি উন্নয়ন কাজে ভূমির সম্পর্ক আছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় স্মার্ট ভূমিসেবা গুরুত্বপূর্ণ অংশ। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভূমিসেবা গ্রহীতাদের ভালো ব্যবহারের মাধ্যমে সেবা দিতে হবে। কৃষি জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে। একইসাথে নদী রক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।

          অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধি আইন মন্ত্রণালয়ে রয়েছে। প্রয়োজনীয় ভেটিং প্রক্রিয়া সম্পন্ন করার পর আইন মন্ত্রণালয় থেকে তা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা মাত্র ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি করা হবে।

          চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন ও চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক চৌধুরী এবং চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল সম্মাননীয় অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন।

          প্রধান অতিথির বক্তব্য শেষে ভূমিমন্ত্রী ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী স্কুল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর তিনি ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক এবং আবেদনকারীদের নিকট খতিয়ানের নকলের কপি হস্তান্তর করেন।

          উল্লেখ্য, গত ৮ জুন থেকে শুরু হওয়া ‘ভূমিসেবা সপ্তাহ’আগামী ১৪ জুন শেষ হবে।

#

নাহিয়ান/পাশা/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৫০৯৭

টোকিওতে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টোকিও ১২ জুন :

          টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) আজ টোকিওর জেট্রো সদর দপ্তরের সেমিনার হলে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে অন্যান্যদের মধ্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।

          রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে প্রদত্ত বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করেন এবং জাপানি বিনিয়োগকারীদের এ সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রদূত জাপানি বিনিয়োগকারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে বাংলাদেশ সফরের সুযোগ গ্রহণ ও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ স্বচক্ষে পরিদর্শন করার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

          বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বাংলাদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বেজার উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বেজার অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যবসার পরিবেশ আরো উন্নত করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেন।

          জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং উল্লেখ করেন জাপানি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক চিহারু তাগাওয়া বিএসইজেড এর কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন। বিএসইজেডে বিনিয়োগকারী কোম্পানি লায়ন কর্পোরেশনও বাংলাদেশে তাদের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে। জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো তার বক্তৃতায় উল্লেখ করেন, বৈশ্বিক অস্থির অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি মজবুত রয়েছে এবং বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসা ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।

          বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক জাপানি কোম্পানিগুলোকে দূতাবাস কর্তৃক প্রদত্ত সহায়তা সেবা সম্পর্কে অবহিত করেন।

          সেমিনারে জাপানি কোম্পানির দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

#

ইমরানুল/কামরুজ্জামান/ফাতেমা/সুবর্ণা/কলি/আলী/মাসুম/২০২৪/১৪২৮ ঘণ্টা

Handout                                                                                             Number: 5096

World must shift from pledges to urgent action

on water, climate, and cryosphere

                                      - Environment Minister

Dushanbe, Tajikistan, 12 June :

          Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury emphasized the urgent need of transition from mere words and pledges to tangible actions and delivery on matters of water, climate change, and cryosphere preservation. Highlighting the gravity of these challenges, he called for global solidarity, political ownership, and leadership to drive the necessary changes.

          "We must move from words, rhetoric, and pledges to delivery and action on water, climate, and the cryosphere," stated the Minister. Global solidarity, political ownership, and leadership are critical to achieving our shared goals and ensuring a sustainable future, he added.

          Environment Minister said these in his Country Statement at the plenary session of the 3rd High-Level International Conference on International Decade for Action 'Water for Sustainable Development'. The session took place yesterday bringing together global leaders and stakeholders to address critical issues concerning water, climate, and the cryosphere.

The 3rd High-Level International Conference on International Decade for Action 'Water for Sustainable Development' serves as a pivotal platform for countries to collaborate and align their efforts towards sustainable water management and climate action. Minister Chowdhury’s address underscored Bangladesh's commitment to the global initiatives and the importance of collective action in tackling environmental challenges.

#

Dipankar/Kamruzzaman/Fatema/Subarna/Ali/Masum/2024/1100 hour

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৫০৯৫

জলবায়ু মোকাবিলা ও পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রতিশ্রুতি প্রদানের চেয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ জরুরি

                                                                               -পরিবেশমন্ত্রী

দুশানবে, (তাজিকিস্তান), ১২ জুন:

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্রায়োস্ফিয়ার সংরক্ষণ বিষয়ে কথার ফুলঝুরি ও প্রতিশ্রুতি প্রদানের চেয়ে বাস্তব পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি এ চ্যালেঞ্জগুলোর গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম বৈশ্বিক সংহতি ও রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অবস্থানের আহ্বান জানিয়েছেন।

          মন্ত্রী গতকাল তাজিকিস্তানের দুশানবেতে ‘টেকসই উন্নয়নের জন্য পানি’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের সাধারণ অধিবেশনে কান্ট্রি স্ট

2024-06-12-15-36-a6234cde9e2092bddd97c58ccd938b95.docx 2024-06-12-15-36-a6234cde9e2092bddd97c58ccd938b95.docx