Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 16/01/2019

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৯০
ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম প্রতিমন্ত্রী
অন্যায় করব না অন্যায় হতে দেবো না
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
        ‘অন্যায় করবো না অন্যায় হতে দেবো না’- বলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শপথ করালেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ।  ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেও কোনো অন্যায় করবো না ধর্ম মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কাউকেও অন্যায় করতে দেবো না। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার সময় এই ওয়াদা করেই দায়িত্বভার গ্রহণ করেছি। বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে সততার সাথে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে চাই।’
আজ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
          হজ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার অঙ্গীকার করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হাজিরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাঁদের চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহর মেহমানদের কোনো প্রকার কষ্ট যাতে না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা ধর্ম মন্ত্রণালয় গ্রহণ করবে। 
         অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্ গভর্নর আলহাজ¦ মিজবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও জালাল আহমদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ১৮৯

কলুষতার ঊর্ধ্বে থাকবএটা আমার শপথ

                     -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ৩ মাঘ (১৬ জানুয়ারি):

            সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘রাজনীতিতে কলুষতার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করব, এটা আমার শপথ। আমি সাংবাদিক সমাজের কাছে কৃতজ্ঞ। কেননা, তাঁদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কারণে আমি আজকের এ দায়িত্বশীল পদে আসতে পেরেছি।’

            প্রতিমন্ত্রী আজ রাতে ময়মনসিংহ জেলা প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও বিকাশের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে কাজ করে যাব, তবে শিক্ষা ও সংস্কৃতি নগরী হিসেবে নিজ জেলা ময়মনসিংহের প্রতি আলাদা দৃষ্টি থাকবে। তিনি এসময় ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের উন্নয়নে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

            ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোঃ নোয়াব আলী ও অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন এবং সদস্য অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ৷

#

ফয়সল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/২০৩৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮৮
 
দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স
                                --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 
 
নেত্রকোনা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণের কথা উল্লেখ করে বলেছেন, এ ব্যাপারে যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। তিনি তাঁর নীতিতে অটল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত এবং নেত্রকোনাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিমন্ত্রী আজ নেত্রকোনায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী মাছের জন্য বিখ্যাত নেত্রকোনা জেলায় একটি মৎস্য গবেষণাগার স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর ওপর অর্পিত মন্ত্রণালয়ের উন্নয়নের দায়িত্বে কোনো কার্পণ্য করা হবে না। তাঁর মন্ত্রণালয়ে অযথা কোনো ফাইল আটকে রাখা হবে না বলেও তিনি জানান। 
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ বীণা, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু বক্তৃতা করেন।
পরে প্রতিমন্ত্রী নেত্রকোনা সদর উপজেলাধীন চল্লিশা ইউনিয়নের হেনা ইসলাম কলেজ পরিদর্শন এবং নেত্রকোনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
#
 
শাহ আলম/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮৭

ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
সকল ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে গতিশীল করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি ক্রীড়াঙ্গনকে বদলে দিয়ে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ক্রীড়াঙ্গনে নতুন সূর্য উঁকি দিচ্ছে। গত ১০ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক এগিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী এক বছরে আমাদের অগ্রাধিকার দিতে হবে যাতে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া যায়।
প্রতিমন্ত্রী আরো বলেন, সম্ভাবনাময় ও আন্তর্জাতিক সাফল্য বয়ে আনা খেলাগুলোকে যথাযথভাবে মর্যাদা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ক্রীড়াঙ্গনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আব্দুল মালেকসহ অন্যান্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
#
আরিফ/মাহমুদ/হাসান/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা 

Handout                                                                                                                  Number : 186

Polish Foreign Minister congratulates his counterpart Abdul Momen

Dhaka, 16 January 2019 :

            Foreign Minister of Poland Jacek Czaputowicz congratulated Dr. A K Abdul Momen on his appointment as the Foreign Minister of Bangladesh.

            In his message, the Polish Foreign Minister expressed his satisfaction with the traditionally friendly relations between Bangladesh and Poland. He expressed hope that the existing political dialogue would manifest into widening cooperation in sectors such as defense, energy, green technologies and agriculture. He also expressed hope for further development of contacts between the two countries in the fora of international organizations.

#

Marzuk/Mahmud/Hasan/Sanjib/Rezaul/2019/2008  hours

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৮৫

দুর্নীতি দূর করতে স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান চালানো হবে
                                                  --- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
দুর্নীতি দূর করতে স্বাস্থ্যখাতের সব জায়গায় শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘আগামী একশ’ দিনের কর্মসূচি’ ঘোষণাকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্বের অন্যতম আধুনিক হাসপাতালে রূপান্তর করার কাজ হাতে নেওয়া হয়েছে। এ হাসপাতালকে ৫ হাজার শয্যায় উন্নীত করা এবং দেশের প্রতিটি বিভাগীয় শহরে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ১০ শয্যার কিডনি ইউনিট স্থাপনের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।  
মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির প্রক্রিয়া চালু করা হচ্ছে; বিশেষ করে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, জনবল উপস্থিতি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলো কঠোর নজরদারির আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে মনিটরিং নেটওয়ার্ক তৈরি করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও কার্যক্রমসমূহ সরেজমিনে পরির্দশন করবেন।  
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যথাযথ প্রচার কার্যক্রম গ্রহণ করা হবে। সব হাসপাতালে সহজে দৃশ্যমান সাইনবোর্ডসহ নিওন সাইনবোর্ড স্থাপন করা হবে। প্রতিটি হাসপাতালে প্রদেয় সেবা এবং বিভিন্ন ইউজার ফি’র তালিকা যথাযথ স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হবে। হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতারা যেসব সমস্যায় পড়বেন তা নিরসনে সেবাগ্রহীতাদের পরামর্শ নেওয়ার জন্য মন্ত্রীর নির্দেশক্রমে ইতিমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি অভিযোগ কর্নার তৈরি করা হয়েছে। ‘একশ’ দিনের কর্মসূচি’ ঘোষণাকালে স¦াস্থ্যমন্ত্রী ল্যাপটপের সাহায্যে অভিযোগ কর্নারটি সাধারণের জন্য উন্মুক্ত করেন। 
একশ’ দিনের কর্মসূচির আওতায় ১২টি কর্মপরিকল্পনা ঘোষণা করে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ  মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান প্রমুখ।
#

পরীক্ষিৎ/মাহমুদ/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা

Handout                                                                                                            Number : 184

Polish Prime Minister congratulates his counterpart Sheikh Hasina

Dhaka, 16 January 2019:

            Prime Minister of the Republic of Poland Mateusz Morawiecki congratulated Prime Minister Sheikh Hasina on her re-appointment as the Prime Minister of Bangladesh.

            In his message, the Polish Prime Minister also expressed his belief that the traditionally friendly Polish-Bangladeshi relations would continue to develop dynamically and would translate into intensification of mutual political and economic cooperation.

#

Marzuk/Mahmud/Hasan/Sanjib/Joynul/2019/1910hours

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৮৩
 সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন নির্ভুল তথ্য উপাত্ত
                                    -- পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি): 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় জীবনে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। কেননা নির্ভুল তথ্য উপাত্ত, সঠিক পরিকল্পনার জন্য অপরিহার্য।
মন্ত্রী আজ ঢাকায় বিবিএস অডিটোরিয়ামে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী যে কোনো তথ্য উপাত্ত উপস্থাপনের সময় বাংলা ভাষা ব্যবহারের ওপর জোর দেন, কেননা গ্রামের সাধারণ মানুষ ইংরেজি বোঝে না।
এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকা-ের ওপর একটি প্র্রেজেন্টেশন দেওয়া হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, ড. কৃষ্ণা গায়েন, আবুয়াল হোসেনসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
#
শাহেদ/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৯/১৮৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮২
সরকারি সম্পদ অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না
                            --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোনো সম্পত্তি অবৈধভাবে কারো দখলে রাখতে বা দখল করতে দেওয়া হবে না। এ সংস্থার জমি বা সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ। সকল প্রকার প্রভাব-প্রতিপত্তি উপেক্ষা করে রাষ্ট্রীয় এ সম্পদ রক্ষা করা হবে। এ জন্য সকলকে তৎপর থাকতে হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম আজ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ) -এর সম্মেলন কক্ষে এনএইচএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
গণপূর্ত মন্ত্রী বলেন, সাধারণত বিত্তবৈভবের মালিক ও প্রভাবশালীরা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকে। এ জন্য প্রয়োজনে তারা আদালতের আশ্রয়সহ নানা কৌশল গ্রহণ করে। এসব অবৈধ দখলদাররা আদালতের আশ্রয় নিলে সরকারের পক্ষ থেকে অভিজ্ঞ, দক্ষ ও বিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া হবে। বিদ্যমান মামলা নিষ্পত্তির জন্যও এসব বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে দ্রুত মামলার নিষ্পত্তি করা হবে। কথিত প্রভাবশালীদের অবৈধ তৎপরতা বন্ধ করতে হলে কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সাথে জনগণের সেবা নিশ্চিত করতে কাজের গতিশীলতা আরো বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, সাংবিধানিকভাইে আবাসন মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করার দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সংস্থাগুলোর। তাই মন্ত্রণালয় বা সংস্থাগুলোকে জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এখানে এসে জনগণ যাতে কোন হয়রানির শিকার না হয়, সে দিকে দৃষ্টি রাখতে হবে। ভূমি বা ফ্ল্যাটের নামজারিতে যাতে কেউ কষ্ট না পায়, বা অহেতুক কালক্ষেপণের শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের  সজাগ থাকতে হবে। 
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম বক্তৃতা করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আফজাল হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য ফজলুল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 
#
কিবরিয়া/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৮১
আমাদের চ্যালেঞ্জ উন্নত বাংলাদেশ গড়া
                     -- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি): 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আমাদের সামনে অনেক নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দুর্নীতির ফ্লু থেকে দেশকে মুক্ত করতে হবে। আমাদের অনেক সফলতার পাশাপাশি ব্যর্থতাও রয়েছে। সকল ব্যর্থতা চিহ্নিত করে গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা না করলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়া আমাদের জন্য চ্যালেঞ্জ।
মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা, পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হতদরিদ্র অবস্থা থেকে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমাদের লক্ষ্য এখন উন্নত জাতিতে পরিণত হওয়া।
মতবিনিময় সভায় জানানো হয়, দেশে ৯০-এর দশকে বিশুদ্ধ পানির কভারেজ ছিল ৭৪ শতাংশ। বর্তমানে দেশের ৮৭ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে। দেশে উন্মুক্ত মলত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। দেশের ১৫৯ টি পৌরসভাতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। ৯০টি পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগরীতে জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করে অচিরেই কাজ শুরু করা হবে এবং চলমান কাজকে ত্বরান্বিত করা হবে। ঢাকা মহানগরীর খাল ও চারপাশের নদীসমূহ দখলমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, জনগণকে মানসম্মত সেবাদানে সবাই আন্তরিকভাবে কাজ করবেন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাতে অংশ নেন।

#

জাকির/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৯/১৮৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৮০ 
 
আইসিটি খাতে বিদেশি বিনিয়োগ
       ফাস্ট ট্র্যাক সেবার সমঝোতা স¥ারক স¦াক্ষরিত 
 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমান সরকার ২০২৩ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছে। এর আগে নির্ধারিত ২০২১ সালের মধ্যে আইসিটি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সরকার আশাবাদী। তিনি আরো বলেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের ঝামেলাবিহীন দ্রুত সেবা নিশ্চিত করার জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার।
মন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে আইসিটি খাতে বিনিয়োগকারীদের ফাস্ট ট্র্যাক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিসিসির লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বিডার সচিব মোঃ মোশাররফ হোসেন  স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জুয়েনা আজিজ, এলআইসিটি কম্পোনেন্ট দলনেতা সামি আহমেদসহ আইসিটি খাতের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ।  
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আমাদেরকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী লক্ষ্য নির্ধারণ করে এখনই কাজ শুরু করতে হবে। স্বল্পমেয়াদি কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগের ক্ষেত্রে অন্তত পাঁচটি অন্তরায় চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ শুরু করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। এজন্য সমাধান পেতে অতীতের ন্যায় হ্যাকাথনের আয়োজন করা যেতে পারে।
সমঝোতা স্মারক অনুযায়ী বিডা ও এলআইসিটি প্রকল্প দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের ঝামেলাবিহীন দ্রুত সেবা নিশ্চিত করার জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করবে। সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়, বিডা আইসিটি খাতে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা, নিবন্ধন ও বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্টস সংগ্রহের ব্যাপারে দ্রুত সেবা নিশ্চিত করবে। তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এবং তাদের মধ্য থেকে আগ্রহী বিনোয়োগকারীদের দ্রুত সেবা নিশ্চিত করার ব্যাপারে বিডা এলআইসিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।    
স্মারকে আরো বলা হয়, এলআইসিটি প্রকল্প বাংলাদেশকে বিদেশে ব্র্যান্ডিং করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে বিডার সুবিধাসমূহ তুলে ধরে ব্র্যান্ডিং ও বিপণনের ডকুমেন্টস তৈরি করবে। এছাড়াও, তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনাময় বিদেশি বিনিয়োকারিদের সঙ্গে আলোচনায় এবং নীতিমালার চ্যালেঞ্জসমূহ বিশ্লেষণ করে দ্রুত সেবা নিশ্চিত করার ব্যাপারে বিডাকে পরামর্শ সহায়তা দেবে এলআইসিটি।
#
শহিদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭৯ 
 
প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
 
 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
মঙ্গলবার রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আমানুল্লাহ কবীর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বছর তিনেক আগে বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ প্রয়াত আমানুল্লাহ কবীরের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালাম। মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান। 
সাংবাদিকতার পাশাপাশি আমানুল্লাহ কবীর ‘দ্য স্ট্রাগলিং ডেমোক্রেসি অভ্ বাংলাদেশ’, ‘নদী ও অন্ধকারের রূপ’, ‘মুখোশবাড়ি’, ‘নিস্তব্ধতার মাতম’, ‘জেলায় জেলায় ভাষা আন্দোলন ও অন্যান্য তথ্য’ গ্রন্থের প্রণেতা।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৭৮
 
নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্ট একপেশে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত
                                                         --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর গতকালের প্রকাশিত রিপোর্টকে একপেশে, মনগড়া, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ যখন বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছে তখন টিআইবি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ত্রুটিপূর্ণ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করছে। তাদের এ রিপোর্ট মোটেও গ্রহণযোগ্য নয়।’ 
মন্ত্রী আজ চট্টগ্রাম নগরীস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল কথা বলেন।
ড. হাছান মাহ্মুদ বলেন, ‘অতীতের সকল সাধারণ নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অথচ টিআইবি তাদের রিপোর্টে তা উল্লেখ করেনি। ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত কেন্দ্রগুলোর নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়লাভের খবর টিআইবি’র প্রতিবেদনে নেই। দেশি-বিদেশি পর্যবেক্ষকগণ নির্বাচনের প্রশংসা করেছে। পৃথিবীর অনেক দেশ ও রাষ্ট্রদূতগণ বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এসব বিষয় টিআইবি’র রিপোর্টে উপস্থাপিত হয়নি। এতে বোঝা যায়, এ রিপোর্ট  উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রণীত।’
  তথ্যমন্ত্রী বলেন, ‘পূর্বের পদ্মাসেতু দুর্নীতির বিষয়ে টিআইবি যে মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছিল তা কানাডার আদালতসহ দেশে-বিদেশে মিথ্যা প্রমাণিত হয়েছে। সে ভুয়া রিপোর্ট উপস্থাপন করে টিআইবি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। বর্তমানেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মনগড়া যে রিপোর্ট প্রকাশ করেছে জনগণ তা বিশ্বাস করে না।’ তিনি আরো বলেন, ‘টিআইবি’র উপস্থাপিত রিপোর্টের সাথে ঐক্যফ্রন্ট বিএনপি ও জামায়াতের রিপোর্টের সাথে কোনো পার্থক্য নেই। এ রিপোর্ট প্রকাশ করে টিআইবি বিএনপি জামায়াতের মতো পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দিয়েছে। তাদের পক্ষেই এ রিপোর্ট উপস্থাপিত হয়েছে।’
জাতি টিআইবি’র কাছ থেকে সঠিক ও সত্য প্রতিবেদন আশা করে উল্লেখ করে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘টিআইবি’র উচিত দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন সঠিক ও বাস্তবসম্মত রিপোর্ট প্রকাশ করে জনসমর্থনের প্রতি সম্মান জানানো। তাছাড়া পূর্বের পদ্মা সেতু দুর্নীতির মিথ্যা রিপোর্ট প্রকাশের জন্য জনগণের কাছে টিআইবি’র ক্ষমা প্রার্থনা করা উচিত বলে তিনি এ সময় উল্লেখ করেন।’ 
পরে মন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সাথে দাপ্তরিক বিষয়ে মতবিনিময় করেন। 
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৭৭ 
 
বিটাক আইন-২০১৯ শীঘ্রই মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে
                                                            ---শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি): 
বিটাক আইন-২০১৯ শীঘ্রই মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম। বিটাকের মহাপরিচালক ড. মোঃ মফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বিটাকের কার্যক্রম উপস্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, দেশে-বিদেশে প্রশিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক চাহিদা আছে। তরুণদের এ সুযোগ কাজে লাগাতে হবে। নারীদেরও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তিনি এ সময় বিটাকের সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিটাককে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে যাতে বিদেশে যন্ত্রপাতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য ব্যাপক প্রশিক্ষিত জনবল প্রয়োজন। এজন্য বিটাকের মাধ্যমে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।
এর আগে শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী বিটাকের কার্যক্রম পরিদর্শন করেন। শিল্পসচিব এ সময় উপস্থিত ছিলেন।
#
মাসুম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭৬ 
 
পাটকাঠি থেকে অ্যাকটিভেটেড চারকোল উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করবে সরকার
 
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি): 
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, পাটকাঠি থেকে অ্যাকটিভেটেড চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এর ফলে কৃষকরা পাট উৎপাদন করে পূর্বের চেয়ে বেশি লাভবান হচ্ছে এবং দিন দিন পাট চাষে আগ্রহী হচ্ছে। পাট থেকে এ ধরনের যত বেশি বহুমুখী পণ্য উৎপাদন করা সম্ভব হবে তত দ্রুত সোনালি আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
মন্ত্রী আজ তাঁর অফিস কক্ষে বাংলাদেশ চারক
Todays handout (17).docx Todays handout (17).docx