Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুলাই ২০১৭

তথ্যবিবরণী ৫ জুলাই ২০১৭

তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৭৭৪

প্রতি সপ্তাহে বিডা’র নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) :
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী পরিষদের সভা প্রতি মাসের পরিবর্তে প্রতি সপ্তাহে সোমবার অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জুলাই, ২০১৭ থেকে এটি কার্যকর হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগে উৎসাহ প্রদান, রেমিটেন্স, রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ, অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসন বিষয়ক প্রস্তাব দ্রুত অনুমোদন ও নিষ্পত্তি, বিডা’র অভ্যন্তরীণ সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন ও সর্বোপরি বিডা’র কার্যক্রম দ্রুত ও বেগবান করার মাধ্যমে দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর ফলে বিনিয়োগ সেবা প্রত্যাশীদের এ সংক্রান্ত সেবা পেতে আর মাসাধিককাল অপেক্ষা করতে হবে না। অতি দ্রুত সময় তথা এক সপ্তাহের মধ্যেই রেমিটেন্স, রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ও অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসন বিষয়ক প্রস্তাব নিষ্পত্তি করা সম্ভব হবে।
বিডা’র নির্বাহী পরিষদের ৮ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  আজ ঢাকায় বিডা’র বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম। সভায় বিডা’র নির্বাহী সদস্য মোঃ আলতাফ হোসেন, নাভাস চন্দ্র মন্ডল ও অজিত কুমার পাল এফসিএসহ বিডা’র সংশ্লিষ্ট পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কোন রকম পরিবর্তন ও পরিমার্জন ছাড়াই বিডা’র ৭ম সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং নির্বাহী পরিষদের বিগত ৭ম সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
#

ফয়সল/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৭৭৩

এনজিও’র কাজের মধ্যেও স্বচ্ছতা জরুরি
              --- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার বাংলা গঠন ও এসডিজি বাস্তবায়নে জিও এবং এনজিওর সমন্বয় খুবই জরুরি।  ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এনজিও’র দায়বদ্ধতা আছে। সরকারের অর্থায়নে যে সকল এনজিও কাজ করছে তাদের কাজের স¦চ্ছতা নিশ্চিত করতে হবে। তারা তাদের কাজের জন্য  জনগণের  কাছে দায়বদ্ধ।
তিনি আজ ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরে মাল্টিপারপাস হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির অধীন যে সকল এনজিও মাঠপর্যায় কাজ করে তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাহমুদা শারমীন বেনু। এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং অতিরিক্ত সচিব মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক একেএম মিজানুর রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহ নেওয়াজ দিলরুবা।   
সভায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচির অধীন যে সকল এনজিও মাঠপর্যায় কাজ করে  তাদের  প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই শিশু। শিশুরা জাতীয় সম্পদ। এই সম্পদকে যথাযথভাবে সুরক্ষা করা গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। একটি সুস্থ মা-ই পারে একটি সুস্থ শিশুর জন্ম দিতে। শূন্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৮০ শতাংশ বিকাশ সাধিত হয়। শহরাঞ্চলের কর্মজীবী দরিদ্র মায়েরা যাতে পুষ্টিকর খাবার খেতে পারে সে জন্য কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচি চালু করা হয়েছে।
উল্লেখ্য, আগে গ্রামাঞ্চলের হতদরিদ্র মায়েদেরকে ভাতা প্রদান করা হতো কিন্তু শহরাঞ্চলে কর্মজীবী  মায়েদেরকে কোন ভাতা প্রদান করা হতো না। কর্মজীবী ল্যাকটেটিং মাদার  সহায়তা তহবিল কর্মসূচির মাধ্যমে
২ লাখ কর্মজীবী দরিদ্র মায়েদের ভাতা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দেশের সব ক’টি সিটি কর্পোরেশন, জেলা সদর, উপজেলা সদর ও পৌরসভায় এ কর্মসূচি চালু আছে। এই কর্মসূচির আওতায় প্রতি মাকে মাসে ৫০০/-টাকা করে দেয়া হয় এবং কর্মজীবী মায়েদেরকে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাতৃদুগ্ধপান, স্যানিটেশন, প্রজনন স্বাস্থ্য, টিকা, পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়। এনজিওদের মাধ্যমে এ সকল প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।
#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৭৭২
 
প্রধান শিক্ষককে তথ্য কমিশনের জরিমানা
 
ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই ) :    
 
তথ্য অধিকার আইনে প্রার্থিত তথ্য না দেওয়ায় বরগুনার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।
 
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন কার্যালয়ে এক শুনানি শেষে এ নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এবং তথ্য কমিশনার  নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ।
 
২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ও ম্যানেজিং কমিটি সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে চেয়ে বরগুনা সদরের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছিলেন আবুল হাসান বেল্লাল। শিক্ষা অফিসার আবেদনকারীকে তথ্য প্রদানের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও আবেদনকারীকে তথ্য না দেওয়ায় পরবর্তীতে কৈফিয়ত তলবসহ তথ্য প্রদানের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। তথ্য না পেয়ে এর পর আবেদনকারী আপিল করেন। আপিল করেও তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। উভয় পক্ষের উপস্থিতিতে আজ শুনানিতে উক্ত জরিমানা করা হয়।
 
তথ্য কমিশন আজ ৯টি অভিযোগের শুনানি করে ৭টি অভিযোগের নিষ্পত্তি করে। ২টি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়।
 
#
 
লিটন/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৭১
স্পিকারের সাথে মেক্সিকোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই ) :    
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে মেক্সিকোর সফররত রাষ্ট্রদূত গবষনধ চৎরধ আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের সংসদীয় কার্যক্রম, বাণিজ্য সুবিধা,নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী ও শিশুর সুরক্ষা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
 স্পিকার সংসদ সদস্যদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ়  হবে ।
রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ’র এসেম্বলিতে মেক্সিকোর অংশগ্রহণের কথা উল্লেখ করেন এবং এসেম্বলির সফল আয়োজনের জন্য স্পিকারের প্রশংসা করেন।
#
কামাল/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৭ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৭০  
 
পাঁচ লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় 
 
ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) :
 
দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটাতে লবণের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় 
৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রার তুলনায় দেশে লবণ উৎপাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েক দিনের মধ্যে এ লবণ আমদানি করা হবে এবং শীঘ্রই এ সংক্রান্ত এসআরও জারি করা হবে।  
ভোজ্য লবণের সরবরাহে ঘাটতি বা মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য ভোক্তাদের স্বার্থে সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার কর্তৃক নির্ধারিত আমদানিকারকগণ এ লবণ আমদানি করতে পারবেন। আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে লবণ বাজারজাত করতে হবে। একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট ২ দশমিক ৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানি করেছে সরকার। 
শিল্প মন্ত্রণালয়ের হিসাব মতে এবছর দেশে লবণের চাহিদা ১৫ দশমিক ৭৬ লাখ মেট্রিক টন, এর বিপরীতে দেশে লবণ উৎপাদন হয়েছে ১৩ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন। হিসাব মতে ঘাটতি ২ দশমিক১২ লাখ মেট্রিক টন। ঘূর্ণিঝড় মোরা’য় এবং বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। 
#
 
লতিফ/অনসূয়া/নুসরাত/রফিকুল/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৯ 
 
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
 
ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) :
 
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে মেট্রোরেল প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রকল্পের কাজ সুচারু, সুষ্ঠু ও দ্রুততার সাথে সমাপ্ত করার সুপারিশ করা হয়। 
কমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করার সুপারিশ করে।
সেতু বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
 
নীলুফার/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৩০০ ঘণ্টা
 
                                                                         
                                                                                               
 তথ্যবিবরণী                                            নম্বর : ১৭৬৮
 
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে 
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ 
 
ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) : 
বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সরকারি, বেসকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের 
২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 
বিদ্যুৎ বিভাগ উক্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে অবহিত করে এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়। সম্প্রতি কোনো কোনো দপ্তরে উক্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বিধায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।    
#
 
আলাউদ্দিন/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৩৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৭ 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) :
 
জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
 
কমিটির সদস্য ইমরান আহমেদ, মোহাম্মদ আমান উল্লাহ, আয়েন উদ্দীন এবং নুরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল, ২০১৭ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
 
সাব্বির/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৩০০ ঘণ্টা 
 
Todays handout (2).docx Todays handout (2).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon