Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 11/2/2018

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৪৮ 
আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবর্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
“বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে এই বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আনসারবাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 
আনসার সদস্যগণ মুক্তিযুদ্ধের শুরুতে অস্ত্রাগারের চল্লিশ হাজার রাইফেল মুক্তিযোদ্ধাদের বিতরণ করে। ’৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের আ¤্রকাননে বাংলাদেশের  প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে সরকার প্রধানকে ১২ জন সদস্য গার্ড অভ্ অনার প্রদান করে। ৬৭০ জন আনসার সদস্য মহান মুক্তিযুদ্ধে শহিদ হন। তাঁদের আমি গভীর শ্রদ্ধার সাথ স্মরণ করছি। স্মরণ করছি ভাষা শহিদ আনসার কমান্ডার আব্দুল জব্বারকে।
বাংলাদেশ আজ ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার আর্থসামাজিক, আইনশৃঙ্খলা, অবকাঠামো, যোগাযোগ, স্থানীয় সরকার ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানিসহ প্রভৃতি  ক্ষেত্রে ব্যাপক উন্নতিসাধন করেছে। সরকারের এ সকল উন্নয়ন ও সাফল্যের অন্যতম অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী। প্রতিষ্ঠার পর থেকে আনসারবাহিনী দেশের জনগণ এবং সম্পদের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। বৃহৎ ও সুশৃঙ্খল বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা অত্যন্ত প্রশংসনীয়। দায়িত্বপালনকালে বাহিনীর হতাহত সদস্য এবং  তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা।  
আমি আশা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের  সোনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী  আরও অগ্রণী ভূমিকা পালন করবে।  
আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/শহিদ/আসমা/২০১৮/১১০০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৪৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি ) :    

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  

"বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশ উপলক্ষে আমি বাহিনীর সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী বাংলাদেশের ইতিহাস, উত্তরণ ও সফলতা সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এ বাহিনীর কর্মদক্ষতা এবং সেবা আমাদের ইতিহাসকে করেছে সমৃদ্ধ। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ৬৭০ জন সদস্য জীবন উৎসর্গ করেন। স্বাধীনতার সূর্যসন্তান বীর আনসার সদস্যদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

প্রায় ৬১ লক্ষ সদস্যের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সারাদেশে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। অর্থনীতির চালিকাশক্তি সচল রাখতে কলকারখানাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে এ বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বপালন করছে। মানবসম্পদ উন্নয়নেও এই বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে যুব ও নারী সমাজকে বিভিন্ন পেশায় বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। আমি আশা করি, 'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা' এ মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবে।

আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সকল কার্যক্রমের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক"

#

আজাদ/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৮/১১০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

Todays handout.docx Todays handout.docx