Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 3/10/2015

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৮৫৬

শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম
                                             -- মৎস্য প্রতিমন্ত্রী

ডুমুরিয়া (খুলনা), ১৮ আশ্বিন (৩ অক্টোবর) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। এ কারণে সরকার খেলাধুলার ওপর বেশ গুরুত্ব দিচ্ছে। 

প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়া খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খলসী সমাজকল্যাণ সমিতি সংঘ আয়োজিত ফাইনাল ফুটবল খেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সৃজনশীল কর্মকা-ের পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। একজন ক্রীড়াবিদ দেশের সম্পদ। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যমই নয়, এর সাথে দেহ ও মনের সুস্থতার সম্পর্ক রয়েছে। সরকার খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়নস অভ্ দ্য আর্থ পুরস্কার লাভ করেছেন। এটা সারাদেশবাসীর অর্জন এবং এ পুরস্কার তিনি দেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন। 

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু, খানজাহান আলী বিমানবন্দর এবং রেল লাইনের নির্মাণ কাজ সম্পন্ন হলে খুলনা অঞ্চলের অর্থনীতিতে আরো গতিশীলতা আসবে। এজন্য প্রতিমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাজকল্যাণ সমিতি সংঘের সভাপতি শেখ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আলী মুনসুর উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ডুমুরিয়া রূপরামপুর নব পল্লি জাগরণী বহুমুখী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ এবং থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে মতবিনিময়সভায় যোগদান করেন। 
#

সুলতান/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা     

Handout                                                                                Number: 2855

 

Nahid’s call upon teachers

Take your profession as a holy mission of building the nation

 

Dhaka, 3 October:

 

          Education Minister Nurul Islam Nahid has called upon the teachers to take noble profession teaching not as a mere job, rather to take it as a holy mission of building the nation.

 

          The Minister made the urge while addressing a function of Shamsul Haq Khan School and College at its campus at Matuail in Dhaka today.

 

          The institution arranged the function to accord reception to its meritorious students.

 

          The Minister said, the teachers have the most important role to play in uplifting the nation by imparting global standard education to our students. He said, the students are facing hurdles to cope with the newly introduced creative system. He said, a huge programmes including training up of lacs of teachers  are being  implemented to help the students to adjust with the new system.
Mr. Nahid said, we have been able to overcome the problem to a great extent with the cooperation of all quarters concerned.

 

          The Minister, in his address, expressed the hope that the teachers would play a more devoted role in the classrooms so that their students do not feel any   need to go to coaching centres which is a serious burden for the poor guardians.

 

          Earlier, the Education Minister laid the foundation stone of Dr. Mahbubur Rahman Molla College at its new campus at Demra Road in the city.

 

          Habibur Rahman Molla MP and Dr. Mahbubur Rahman Molla, Principal of Shamsul Haq Khan School and College also spoke on the occasion.

 

#

Saifullah/Afraz/Sanjib/Abbas/2015/1741 Hours

তথ্যবিবরণী                                            নম্বর : ২৮৫৪  

যুক্তরাষ্ট্র সফর শেষে ডেনমার্কে শিল্পমন্ত্রী  

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):

যুক্তরাষ্ট্র সফর শেষে আজ ডেনমার্ক পৌঁছেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ডেনিশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। 

তিনি সেখানে  আন্তর্জাতিকমানের পানি পরিশোধনাগার পরিদর্শন করবেন। তিনি ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জর্ন নিরগার্ড লেসেন (ঔড়ৎহ ঘববৎমধৎফ খধংবহ), বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন (খধৎং ঞযঁবংবহ), সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটি এর প্রধান শারলট স্লেন্ট (ঈযধৎষড়ঃঃব ঝষবহঃব) এর সাথে পৃথকভাবে বৈঠক করবেন। 

এছাড়া, মন্ত্রী ডেনমার্কের বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো (ঐধষফড়ৎ ঞড়ঢ়ংড়ব) এর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। 

শিল্পমন্ত্রী আগামী ৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

#
জলিল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭১২ ঘণ্টা  

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon