Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 18 January 2017

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯২

রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠনে
বাংলাদেশ মুসলিম লীগ এবং জাকের পার্টির আলোচনা

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):

    বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরম্নজ্জামান খানের নেতৃত্বে ১০ সদস্য এবং জাকের পার্টির চেয়ারম্যান মোসত্মফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল পৃথকভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রানত্ম আলোচনায় অংশগ্রহণ করে।

    আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশে উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার স্বার্থে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন জরম্নরি। তারা  নির্বাচন কমিশন গঠনে ৪ দফা প্রসত্মাব পেশ করেন। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সিদ্ধানত্ম গ্রহণে ও বাসত্মবায়নে দৃঢ় মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রসত্মাব করেন। তারা একজন মহিলা কমিশনার নিয়োগেরও প্রসত্মাব করেন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির এ উদ্যোগ সফল হবে এবং দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে বলে প্রতিনিধিদল আশা প্রকাশ করে।

    পৃথক আলোচনায় অংশ নিয়ে জাকের পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আলোচনার ফলে সংবিধান অনুযায়ী একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। তারা  নির্বাচন কমিশন গঠনে ৮ দফা প্রসত্মাব পেশ করেন। তারা প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে সার্চ কমিটি গঠনের প্রসত্মাব করেন। তারা একটি স্বাধীন, স্বতন্ত্র এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন গঠনেরও প্রসত্মাব করেন। তারা নির্বাচন কমিশনে একটি গবেষণা উইং স'াপনেরও প্রসত্মাব করেন।

    রাষ্ট্রপতি বলেন, ইতোমধ্যে বিভিন্ন দল সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠনে সুচিনিত্মত প্রসত্মাব ও মতামত পেশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রসত্মাব ও মতামত বিবেচনা করে একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়-য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপসি'ত ছিলেন। উলেস্নখ্য, এ পর্যনত্ম ৩১টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রানত্ম আলোচনায় অংশ নিয়েছে।
#

হাসান/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯১

রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচনা 

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এ এ মান্নানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করে।
নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা নির্বাচন কমিশন গঠনে ৬ দফা প্রস্তাব পেশ করেন। তারা বলেন, স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনই একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে। তারা আলাদা কমিশন সচিবালয় গঠন এবং কমিশন সচিবালয়কে আর্থিক স্বাধীনতা প্রদানের প্রস্তাব করেন। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে যার মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিনিধিদল আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক অবদান রাখবে। 
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
#

হাসান/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২৫ঘণ্টা

 

থ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯০

২০২১    সালের মধ্যে সকলের জন্য ইন্টারনেট
                                                   -- প্রতিমন্ত্রী পলক

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
২০২১ সালের মধ্যে দেশের সকল জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভার ‘ইনোভেশনস টু কানেক্ট দ্য আনকানেক্টেড’ শীর্ষক এক ফোকাস গ্রুপ ডিসকাসনে অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, ইতোমধ্যে দেশের ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। আগামী ৫ বছরে এ সংখ্যা শতভাগে নিয়ে যেতে আমরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছি। 
এ ফোকাস গ্রুপ ডিসকাশনে আরো অংশ নেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে (চধঁষ কধমধসব), জাপানের ইকোনমি, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী হিরোশি সেকো (ঐরৎড়ংযরমব ঝবশড়), ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক স্যার টিম বার্নস লি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হাওলিন ঝাও, ইউনেস্কোর মহাসচিব ইরিনা জর্জিয়েভা বোকাভা (ওৎরহধ এবড়ৎমরবাধ ইড়শড়াধ)সহ আরো অনেকে।  
প্রসঙ্গত গত বছরের ১২ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহ্মেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার মনোনীত করে। 
#

নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৮৯

৩য় এবিইউ মিডিয়া সামিট, ঢাকা
তথ্য মন্ত্রণালয়ে আনত্মঃমন্ত্রণালয় সভা

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):

    আগামী ১০-১২ মে ঢাকায় অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে ৩য় এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) মিডিয়া সামিট (৩ৎফ অইট গবফরধ ঝঁসসরঃ ড়হ ঈষরসধঃব ঈযধহমব ্‌ উরংধংঃবৎ জরংশ জবফঁপঃরড়হ) আয়োজন উপলক্ষে আজ আনত্মঃমন্ত্রণালয় প্রস'তি সভা করেছে তথ্য মন্ত্রণালয়।

    তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে সম্মেলনের নির্বাহী আয়োজক সংস'াদ্বয় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিনিধি সভায় যোগ দেন।

    সকলের জন্য তথ্য : গণমাধ্যমের মাধ্যমে প্রাণরক্ষা (ওহভড়ৎসধঃরড়হ ভড়ৎ ধষষ: ঝধারহম খরাবং ঃযৎড়ঁময গবফরধ) প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলনে এবিইউ সদস্য ৬৯টি দেশের প্রায় ৩৫০ জন বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা, দুর্যোগকালীন জরম্নরি সমপ্রচার ব্যবস'া এবং দুর্যোগ মোকাবিলায় সমপ্রচারকারীদের বাসত্মব অভিজ্ঞতাসহ সংশিস্নষ্ট বিষয়ে বিসত্মারিত আলোচনা করবেন বলে সভায় জানান তথ্যসচিব।

    তথ্যসচিব বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অভ্‌ দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ বিশ্বের বুকে যে অনন্য নজির স'াপন করেছে এবং এদেশে গণমাধ্যমের যে দ্রম্নত বিকাশ ঘটেছে, আসন্ন এবিইইউ সম্মেলনে তা তুলে ধরা হবে।

    এসময় অতিথিদের আবাসন, সেবা ও পর্যটনের বিষয়সহ সম্মেলনে প্রদর্শনের জন্য আনত্মর্জাতিকমানের ভিডিও ও তথ্যচিত্র নির্মাণেরও  নির্দেশনা দেন তথ্যসচিব।

    বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারম্নন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আঞ্জুমান আরা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরম্নন নাহারসহ দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য অধিদফতর এবং বাংলাদেশ বেতারের  কর্মকর্তাবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৮৮

শিল্পমন্ত্রীর সাথে ডিসিসিআই এর নতুন কমিটির সাক্ষাৎ 
পাটজাত পণ্যে ভারতের এন্টি-ডাম্পিং সম্পর্কে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    ভারতে পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত এন্টি-ডাম্পিং ব্যবস্থা সম্পর্কে কলকাতা সফরে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণের জন্য তিনি আগামীকাল কলকাতা যাচ্ছেন। সফরকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ ভারত সরকারের নীতি নির্ধারকদের সাথে তিনি এ বিষয়ে কথা বলবেন। 
    ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর নতুন কমিটির নির্বাচিত নেতারা আজ শিল্পমন্ত্রীর সাথে তাঁর মন্ত্রণালয়ে বৈঠক করতে এলে তিনি এ কথা জানান। সিনিয়র শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, ডিসিসিআই এর নতুন সভাপতি আবুল কাসেম খান, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি হোসেন এ সিকদারসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা  বৈঠকে উপস্থিত ছিলেন। 
বৈঠকে পাট থেকে কাগজ তৈরি, হালাল খাবারের অনুকূলে বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন, এসএমই উদ্যোক্তাদের ইকনোমিক জোনে প্লট বরাদ্দ প্রদান, সিঙ্গেল ডিজিটে অর্থায়ন, বিভিন্ন শিল্পখাতে ব্যাক-ওয়ার্ড লিংকেজ স্থাপন, এসএমই উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ফি হ্রাস, বাইসাইকেল শিল্পখাতে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে আলোচনা হয়। 
ঢাকা চেম্বারের নেতারা বলেন, পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত এন্টি-ডাম্পিং ব্যবস্থার ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বন্ধুপ্রতিম প্রতিবেশি রাষ্ট্র হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার ও বাণিজ্য ঘাটতি কমাতে এ বিষয়ে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন। তারা এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। 
বৈঠকে ডিসিসিআইয়ের নেতারা ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টির পথ সংকুচিত হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। তারা বলেন, এর ফলে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে। তারা এসএমই শিল্প উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ প্রদান, সিঙ্গেল ডিজিট সুদে অর্থায়ন এবং প্যাকেজের আওতায় শুল্ক পরিশোধের বিদ্যমান প্রথা বহাল রাখার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিল্পমন্ত্রী এসব বিষয় দ্রুত নিষ্পত্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবেন বলে আশ্বাস দেন। 
শিল্পমন্ত্রী বলেন, বিশ্বের ১৫০ কোটি মুসলমানের জন্য হালাল খাদ্যের বিশাল বাজার রয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানির জন্য বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতায় হালাল সার্টিফিকেশনের ব্যবস্থা করা হবে। বিসিক শিল্পনগরী এবং নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসএমই উদ্যোক্তাদের জন্য আলাদাভাবে প্লট বরাদ্দ দেয়ার পাশাপাশি সিঙ্গেল ডিজিট সুদে অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। পাটের পাল্প থেকে কাগজ তৈরির লক্ষ্যে কাঁচামাল প্রাপ্তির বিষয়টি অগ্রাধিকার দেয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। 
#

জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭

জ্বালানি সাশ্রয়ে জ্বালানি নিরাপত্তার অধিক্ষেত্র বাড়ানো হবে
                                            -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সাশ্রয় বাড়াতে জ্বালানি নিরাপত্তার অধিক্ষেত্র বাড়ানো হবে। 
তিনি আজ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো)-এর সম্মেলন কক্ষে ঝঃধশবযড়ষফবৎং ঠধষরফধঃরড়হ ডড়ৎশংযড়ঢ় ড়হ ঘধঃরড়হধষ ঊহবৎমু অঁফরঃ জবমঁষধঃরড়হ শীর্ষক কর্মশালায় বক্তব্যকালে এসব কথা বলেন। 
তিনি বলেন, আর্কিটেকচার, রাজউক, চেম্বার বডি বা বিজিএমইএ কে জ্বালানির সাশ্রয় ও দক্ষ ব্যবহার সম্পর্কে সচেতন করার উদ্যোগ ¯্রডোকেই নিতে হবে। ২০২০ সালের মধ্যে ১৫ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রাথমিকভাবে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির মূল্য একটু বেশি হলেও চূড়ন্তভাবে মূল্য সাশ্রয়ী। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সাশ্রয়কে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, জ্বালানি সাশ্রয় করতে পারলে উৎপাদন খরচও কম হবে। ২০২০ সালের মধ্যে ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব হলে প্রায় ৭ হাজার ৪৮২ গিগাওয়াট-আওয়ার বিদ্যুৎ সাশ্রয় হবে যা ২ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পাওয়ার প্ল্যান্টে প্রায় ১ বছর উৎপাদিত বিদ্যুতের সময়। 
¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের তার মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, শিল্পখাতে ৫৪ শতাংশ জ্বালানি ব্যবহৃত হয়। সচেতনভাবে জ্বালানি ব্যবহার করলে এখান থেকে ৩১ ভাগ সাশ্রয় করা সম্ভব হবে। 
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস কর্মশালায় বলেন, জ্বালানি নিরীক্ষা করার জন্য বিধিমালা থাকা প্রয়োজন। কর্মশালা থকে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করে নীতিমালাটিকে বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী করার আহ্বান জানান তিনি। 
অন্যান্যের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন। 
#

আসলাম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৮৬

অপরিশোধিত তেল দেশেই পরিশোধন করা হবে
              -- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, অপরিশোধিত তেল দেশেই পরিশোধন করা হবে। দেশ পেট্রোল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, অকটেনও উৎপাদন করা হচ্ছে।

    তিনি আজ মন্ত্রণালয়ের সভাকড়্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ফ্রান্সের প্রতিষ্ঠান টেকনিপ এর সাথে ‘ইনস্টলেশন অভ্‌ ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্প বাসত্মবায়নের লড়্গ্যে ‘ঋৎড়হঃ ঊহফ ঊহমরহববৎরহম উবংরমহ (ঋববফ) ঝবৎারপব’ চুক্তি স্বাড়্গর অনুষ্ঠানে এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের বর্তমান চাহিদা ৫ দশমিক ৫০ মিলিয়ন মেট্রিক টন। ইস্টার্ন রিফাইনারিতে বার্ষিক ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধিত হয়। ইউনিট-২ চালু করা হলে এখান থেকে ৩ মিলিয়ন মেট্রিক টন তেল পরিশোধিত করা যাবে। অর্থাৎ ইস্টার্ন রিফাইনারিতেই ৪ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন তেল পরিশোধিত করা হবে এবং জ্বালানি নিরাপত্তা আরো মজবুত হবে।

    চুক্তিতে বিপিসির পড়্গে পরিচালক (অপারেশন) সৈয়দ মো. মোজাম্মেল হক এবং টেকনিপ এর পড়্গে টেকনিপ মালয়েশিয়ার পরিচালক আমরান বিন আহমেদ ও টেকনিপ ফ্রান্সের সেলস্‌ ম্যানেজার দিদিয়ার লিকোক্স (উরফরবৎ খবয়ঁবী) স্বাড়্গর করেন।

    ইনস্টলেশন অভ্‌ ইআরএল ইউনিট-২ প্রকল্পের  প্রাক্কলিত ব্যয় প্রায় ১৬ হাজার ৭৩৯ কোটি টাকা এবং বাসত্মবায়নকাল জানুয়ারি ২০১৮ হতে ডিসেম্বর ২০২০ পর্যনত্ম। প্রকল্পটি বিপিসি‘র নিজস্ব অর্থায়নে বাসত্মবায়ন করা হবে। প্রসত্মাবিত ইআরএল ইউনিট-২ প্রকল্পে আনত্মর্জাতিক মানসম্পন্ন অর্থাৎ ইউরো-৫ মানের পেট্রোলিয়াম পণ্য উৎপাদিত হবে। বর্তমান রিফাইনারীর সাথে নতুন স'াপিত রিফাইনারীর  সমন্বয় সাধন করা হবে। প্রকল্পটি বাসত্মবায়িত হলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা সাশ্রয় হবে।   

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিপিসির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মূনীম এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি আবার্ট (ঝড়ঢ়যরব অঁনবৎঃ) বক্তব্য রাখেন।

#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৮৫

শিড়্গা প্রতিষ্ঠান মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরো গতিশীল করতে হবে
                                                                 -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):

     শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, শিড়্গা প্রতিষ্ঠান মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরো গতিশীল করতে হবে। সে জন্য শিড়্গা মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস'াকে যথাযথ মনিটরিং ও মূল্যায়ন নির্দেশক (ওহফরপধঃড়ৎ) নির্ধারণ করে এ কাজ করতে হবে। সঠিক মূল্যায়ন শিড়্গার মান উন্নয়নে সহায়ক হবে।

    মন্ত্রী আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে  ‘পরিবীড়্গণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিড়্গা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং এ কর্মশালার আয়োজন করে।

    মন্ত্রী বলেন, শিড়্গার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদড়্গেপ গ্রহণ করেছে। শিড়্গার মান উন্নয়নের জন্য বিভিন্ন  কর্ম নির্ধারণ করে তা পর্যায়ক্রমে বাসত্মবায়ন করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানসমূহের কার্যকর মনিটরিং ও মূল্যায়ন খুবই জরম্নরি। স্কুল মনিটরিংয়ের জন্য পিয়ার ইভালুয়েশন ব্যবস'া চালু করা হয়েছে। তিনি বলেন, শিড়্গায় আমাদের অনেক উন্নতি হয়েছে। শিড়্গা নারীর ড়্গমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে। স্কুল পর্যায়ে ঝরে পড়া অনেক কমেছে এবং জেন্ডার সমতা অর্জিত হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চ শিড়্গা অধিদপ্তরের  মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিড়্গা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিড়্গা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিড়্গা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মহিউদ্দিন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুলস্নাহ আবু সাইদ, মাউশির মনিটরিং এন্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামান বক্তৃতা করেন।

#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৪

ভূমিকম্প গণসচেতনতা বিষয়ে জাতীয় প্রচারাভিযান উদ্বোধন


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
ভূমিকম্প গণসচেতনতা বিষয়ে জাতীয় প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ প্রচারাভিযান উদ্বোধন করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ ২০টি স্থানসহ ভূমিকম্পপ্রবণ জেলাগুলোতে আগামীকাল থেকে এ প্রচারাভিযানের কাজ শুরু হবে। 
ইউএনডিপি প্রচারাভিযানের ডকুমেন্টারি, প্রচারপত্র ইত্যাদি তৈরি করেছে। ভূমিকম্প তথ্য দিয়ে সাজানো একটি ক্যারাভান রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে সাধারণ মানুষকে বিভিন্ন তথ্য অবহিত করে সচেতন করবে। এ সময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে অবহিত করার জন্য নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, বাংলাদেশ বন্যা ও সাইক্লোনে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হারে কমিয়ে আনতে পারলেও বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা না থাকায় প্রস্তুতি নিয়ে কিছুটা পিছিয়ে আছে। শতবছর পূর্বে এদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ায় পুনরায় বড় ধরনের ভূমিকম্প হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই সাধ্যমতো পূর্ব প্রস্তুতি গ্রহণপূর্বক সচেতনতা তৈরি করতে হবে। তিনি বলেন, নিজেদের জীবন রক্ষার তাগিদেই বিল্ডিং কোড মেনে বাড়িঘর তৈরি করা প্রয়োজন। তিনি আরো বলেন, ভূমিকম্প মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে ঘরবাড়ি ধ্বংস হয়ে। তাই ঘরবাড়ির ধ্বংসস্তুপ থেকে সবাইকে নিরাপদ থাকতে হবে। 
ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
#

ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৩


রপ্তানি আয় ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে
                                               -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালে রপ্তানি আয় ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। 
তিনি আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী বাংলাদেশ গার্মেন্টস্ এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সেপোর্টাস এসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত  ‘গার্মেন্টেক-২০১৭’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরিপোশাক রপ্তানিতে কোটা প্রথা বাতিল করা হয়। সে সময় অনেকেই মনে করেছিলেন বাংলাদেশের তৈরিপোশাক শিল্প আর এগুতে পারবে না। এ শিল্পে  শিশু শ্রম বন্ধের চ্যালেঞ্জ এসেছিল। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের তৈরিপোশাক শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরিপোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর সেখানে রপ্তানি হয়েছে ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরিপোশাক।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে কৃষিপণ্য রপ্তানিতে ২০ শতাংশ, চামড়াজাত পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ, জাহাজ রপ্তানিতে ১০ শতাংশ, ফার্নিচার রপ্তানিতে ১৫ শতাংশ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে রপ্তানি দ্রুত বাড়ছে। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ ভাগ হবে। চলতি বছর শেষে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ ভাগ। 
অষ্টমবারের মতো আয়োজিত এ মেলায় ২৪টি দেশের ৪০০টি প্রতিষ্ঠানের প্রায় ৮০০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বিজিএপিএমইএ-এর প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, এফবিসিসিআই-এর প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিইডিএস-এর সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনিন আহমেদ, ভারতের এ এস কে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক  নন্দ গোপাল কে।
#

বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮২

ডেন্টাল কলেজে ক্লাশ শুরু ৪ ফেব্রুয়ারি


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    ঢাকা ডেন্টাল কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
    এ উপলক্ষে আগামী ২৮ জানুয়ারি, শনিবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে অভিভাবকসহ পরিচিতি ক্লাশে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
#

ইকবাল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা

Handout                                                                                                                           Number : 181

A Press-briefing held in Tashkent on tourism potential of Bangladesh

Tashkent, 18 January :

Bangladesh Embassy in Tashkent held a press-briefing dedicated to Tourism Potential of Bangladesh with participation of editors and journalists of most prominent mass media companies and travel agencies of Tashkent. The objective of the briefing was to let Uzbek journalists and tour operators get familiar with the rich  tourism potential of Bangladesh as well as learn about visa procedures to reach there.

            Ambassador of Bangladesh Uzbekistan Mosud Mannan in his speech said that Bangladesh is a land of exhilarating mix with fascinating history, vibrant culture, panoramic beauty, historical ruins, flora and fauna, hills and forests, sandy sea beaches and wildlife. Uzbek nationals  will therefore be impressed discovering so much variety of attractiveness within  a small geographic boundary. Bangladesh has   world’s longest sandy beach- Coxsbazar, the world’s single largest mangrove forest- Sundarbans, Oceanic Kuakata, Coral island-Saint Martins, the green roof of the country-Bandarban, a land of colorful Indigenous people and Lake City-Rangamati. Bangladesh is indeed a ideal land for tourists, researchers, wildlife and nature lovers to explore.

#

Nripendra/Nusrat/Dipankar/Asma/2017/1600 hours  

তথ্যবিবরণী                                                                     নম্বর : ১৮০

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    গতকাল বান্দরবান পার্বত্য জেলা শহরের বিভিন্ন স্থানে মোট ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। প্রকল্পসমূহের মধ্যে রয়েছে- ১ কোটি টাকা ব্যয়ে শহরের বিভিন্ন রাস্তায় রিজিড পেভমেন্টকরণ, ৫০ লাখ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা নতুন পাড়া থেকে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ পর্যন্ত গতি প্রতিরোধসহ কালভার্ট নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে কোর্ট জামে মসজিদের সংস্কার এবং ৩০ লাখ টাকা ব্যয়ে বনরুপা জামে মসজিদের দোতলা নির্মাণ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন।
    অগ্রাধিকারমূলক প্রকল্পসমূহের ভিত্তিফলক উন্মোচনকালে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে অগ্রধিকারমূলক নানামুখি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রাম অনগ্রসরতা ও পশ্চাৎপদতা থেকে বেরিয়ে এসে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মুল ¯্রােতধারায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে।
    এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, বান্দরবান সদর পৌরসভার মেয়র ইসলাম বেবী এবং পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।


জুলফিকার/নুসরাত/সাহেলা/শহিদ/শামীম/২০১৭/১৫৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৭৯ 


ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা পরিষদকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুসংহত গণতন্ত্র চর্চার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে জেলা পরিষদ কার্যকরী ভূমিকা রাখবে। মন্ত্রী আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরো শক্তিশালী ও গণমুখী করার জন্য ১৩১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশের ৬১ টি জেলা পরিষদে গত বছরের ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটিকে অধিকতর জনকল্যাণমুখী ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টায় ‘জেলা পরিষদ আইন-২০০০’ প্রণীত হয়। বর্তমান সরকারের আমলে পুনরায় ২০১৬ সনে আইনটি সংশোধন করা হয়। এ আইন প্রণয়নের ফলে জেলা পরিষদ কাঠামো শক্তিশালী হয়েছে বলে মন্ত্রী জানান। 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে জেলা পরিষদ কর্তৃক প্রত্যন্ত অঞ্চলে গৃহীত ও বাস্তবায়িত ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রী নবনির্বাচিত সদস্যদের জনগণের কল্যাণে নিজেদেরকে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এর আগে মন্ত্রী দুই পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নব নির্বাচিত

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon