Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী - 26.1.2019

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৩০
  
সমাজ বিনির্মাণে সক্ষম চলচ্চিত্র নির্মাণ করুন 
                                  -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : 
 
উন্নত, শান্তিময় ও সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্রকারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
 
আজ রাজধানীর সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘চলচ্চিত্রের দর্শক কমেনি, স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখাই তা প্রমাণ করেছে। দর্শকদের প্রয়োজন সুন্দর পরিবেশ ও সুস্থ বিনোদনের চলচ্চিত্র।'
 
স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমানের সভাপতিত্বে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্রের  শক্তি তরুণদের মাঝে অমিত দেশপ্রেম সঞ্চারে সক্ষম। আমাদের সেই চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণদের উজ্জীবিত করবে।’
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চলচ্চিত্রবান্ধব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্র্রতি জেলায় সিনেপ্লেক্স নির্মাণের বিষয়ে কাজ করবে সরকার।’
 
মন্ত্রী এর আগে দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘সহিংসতা ও উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা’ উদ্বোধনকালে বলেন, ‘মেধার সাথে দেশপ্রেমের সমন্বয় হলেই কেবল মেধার সুষ্ঠু বিকাশ সম্ভব।’ 
 
রাজনৈতিক অঙ্গনকে সহিংসতা ও উগ্রবাদ থেকে মুক্ত রাখতে যে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন, এ ধরনের বিতর্ক তা এগিয়ে নিতে পারে, বলেও তিনি জানান। 
 
ডিবেট ফর ডেমোক্র্যাসি’র কর্ণধার হাসান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।
 
#
 
আকরাম/নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২২০০ ঘণ্টা

Handout                                                                                                                  Number : 329

BD will confer honour on all the martyred

heroes of the Indian Liberation War
                              -- Minister of Liberation War Affairs

Dhaka. 26 January 2019 :

            Liberation War Affairs Minister A K M Mozammel Huq said, recognizing the supreme sacrifices made by the 1661 Indian armed forces personnel in the great Liberation War of Bangladesh in 1971, the Prime Minister Sheikh Hasina decided to honour those martyrs posthumously. Accordingly, in April 2017 during her State visit to India she personally conferred honour to the next of kin of 7 martyred Indian Armed Forces Personnel. On 16 December 2018, at the Fort William of Kolkata, the minister himself handed over the honour to relatives of 12 personnel of the Indian Armed Forces. He said, Bangladesh will complete conferring honour on all the martyred heroes of the Indian Armed Forces in Liberation War very soon.

            Today at evening the Minister said this while delivering speech as chief guest at a function for the celebration of 70th Republic Day of India in International Convention City Bashundhara (Hall-3), Dhaka arranged by Indian High Commission Dhaka.

            The Minister said, Bangladesh-India relationship is multifaceted in nature and is rooted in our shared history and geographical proximity. The links between the two countries are civilizational, cultural, social and economic. India’s critical role in support of Bangladesh’s war of independence under the leadership of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman in 1971 was a watershed moment in our relations. India was one of the first countries to recognize Bangladesh on 06 December 1971 as an independent country. Today, under the leadership of Prime Minister Sheikh Hasina, daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, the relations stand at a new height and marked by a mutually benefitting partnership.

            He said, this relationship is a dynamic one and evolving towards an increasingly ascending trajectory. Over the past ten years, we have witnessed remarkable progress on cooperation in different conventional and unconventional areas like security, power, trade & commerce, energy, connectivity, infrastructure development, environment, renewable energy, education, culture, people-to-people contact and health. At the same time we have expanded our cooperation in newer areas such as blue economy and maritime cooperation, peaceful use of nuclear energy, cooperation in outer space, internet bandwidth sharing and cyber security, among others. Our engagement in connectivity & Power sector are advancing at a faster pace bringing businesses and people together.

            Our Prime Minister is of the view that regional cooperation can do away with many of our social problems and that is why she advocates seamless connectivity among the countries in our region. Under her guidance and with the advantage of our unique geographical position in the region, we are offering to be a gateway to Nepal, Bhutan and the north-eastern States of India.

            The Minister also said, the people of Bangladesh are striving to make country prosperous with the mandate of the people. The people of Bangladesh overwhelmingly reposed their trust on the pragmatic leadership of our Prime Minister Sheikh Hasina reflected in the verdict of the free, fair and participatory 11th Parliamentary elections held last month. With the wholehearted support of the people and under the able stewardship of our Prime Minister, we are confident that Bangladesh will become a developed country by 2041 - the 70th year our independence. The Minister conclude, by saying the friendship between these two countries will continue to grow from strength to strength in the days ahead.

            Among others the Deputy High Commissioner of High Commission of India, Speaker of Parliament, Ministers, Member of Parliament and different distinguished guests were present on the occasion.

#

Dipankar/Nice/Sanjib/Salim/2019/2030 Hrs.

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩২৮
  
৪র্থ জাতীয় সবজি মেলার সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী
৩ দিনে ২২ লক্ষাধিক টাকার সবজি বিক্রি হয়েছে
 
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : 
 
২৪-২৬ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় সবজিমেলার সমাপনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মেলার বিভিন্ন স্টল সরেজমিনে ঘুরেফিরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। সবজি মেলায় মোট ৬৮টি স্টল ও প্যাভেলিয়ন বসে। তিনদিনে মেলায় ২২ লক্ষাধিক টাকার পণ্য বিক্রি হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ প্রতিমন্ত্রীকে জানান।  
 
মেলা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন সবজি ও ফলমূলের বারোমাসি জাতের উদ্ভাবনের প্রয়োজনের ওপর জোর দেন। তিনি উপজেলা পর্যায়েও নিয়মিত সবজি মেলা ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, মেলার স্টলগুলো থেকে দর্শনার্থীদের অর্গানিক সবজি উৎপাদনের নিয়মকানুন ব্যাখ্যার পাশাপাশি পারিবারিকভাবে সবজি চাষাবাদের জন্য উদ্বুদ্ধকরণের দরকার।  
 
মেলা পরিদর্শনের পর কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি কৃষিপণ্যসহ শাক-সবজি ও ফলমূলে মাত্রাতিরিক্ত কীটনাশক পরিহারের পাশাপাশি অসময়ে অপরিপক্ব সবজি বিক্রি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
 
প্রতিমন্ত্রী এর আগে সবজি উৎপাদনে অবদান রাখায় মেলার স্টল ব্যতীত ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ২০১৮ সালের কৃষি পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।  
 
#
শাহআলম/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/২০৩১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩২৭

দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল 

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ২৬ জানুয়ারি :

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক গতকাল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

প্রথমবারের মতো বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে খন্দকার আব্দুল্ল¬াহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। ক্যাপ্টেন আব্দুল্ল¬াহ তার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে এই সম্মানজনক পদ লাভ করেন। অন্য পুলিশ কর্মকর্তা সাঈদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুষ্কৃতকারীকে প্রতিহত করে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে ব্রুকলিন ব্যুরো সাউথ পেট্রোলের নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চিফ চার্লস শল (উবঢ়ঁঃু ঈযরবভ ঈযধৎষবং ঝপযড়ষষ, ঊীবপঁঃরাব ঙভভরপবৎ ড়ভ চধঃৎড়ষ ইড়ৎড়ঁময ইৎড়ড়শষুহ ঝড়ঁঃয), বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর সভাপতি সুজাত খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বাপার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

রাষ্ট্রদূত মাসুদ বলেন, আমার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের সকল প্রবাসী বাঙালি সম্প্রদায়ের বেড়ে উঠা নতুন প্রজন্ম ক্যাপ্টেন আব্দুল্ল¬াহ ও অফিসার সাঈদ আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে। তারা মেধা ও জ্ঞানের চৌকর্যে উজ্জীবিত হয়ে বিশ্বে স্ব স্ব দেশ ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
 
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকবৃন্দ ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

#

আয়শা/নাইচ/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা  

Handout                                                                                                           Number : 326                                      

British Foreign Secretary and Austrian

Foreign Minister congratulate Foreign Minister Dr. Momen

 

Dhaka, 26 January:

 

            Welcoming Dr. AK Abdul Momen's appointment as Foreign Minister of the new government British Foreign Secretary Jeremy Hunt said 'The UK and Bangladesh have an important relationship and I look forward to working closely with you to strengthen it in the coming years'. He further referred to the 'living bridge of 5 Lakh British Bangladeshis in the UK and also referred to the next round of Strategic  Dialogue between Bangladesh and the UK, to be held later in the year, as an important platform and opportunity to make progress in bilateral relations for the mutual benefits of our peoples.

 

            In her letter of congratulations the Austrian Minister for Europe, Integration and Foreign Affairs Dr. Karin Kneissl said, she looked forward to her official bilateral visit to Bangladesh in February 2019 and 'to discussing ways and means to intensify cooperation between the two countries.

 

#

 

Tohidul/Nice/Sanjib/Abbas/2019/1919 Hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩২৫
 
সিপিডি’র সংলাপে বাণিজ্যমন্ত্রী
কোনো শ্রমিক হয়রানির শিকার হবে না
 
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের যৌথভাবে কাজ করতে হবে। সুসম্পর্ক রেখে কাজ করলে দেশের তৈরি পোশাক শিল্প অনেকদূর এগিয়ে যাবে। পোশাক শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতের শৃঙ্খলা ধরে রাখা একান্ত জরুরি। এ জন্য শ্রমিক পক্ষের আলোচক নির্দিষ্ট থাকা প্রয়োজন। তা হলে অপপ্রচার ও গুজব ছড়ানোর সুযোগ থাকবে না। কোনো শ্রমিক অন্যায়ভাবে কোনো ধরনের হয়রানির শিকার হবে না।
 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘পোশাকখাতে সাম্প্রতিক মজুরি বিতর্ক : কী শিখলাম?’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
সিডিপি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এর সঞ্চালনায় সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 
 
#
 
বকসী/নাইচ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৪ 
 
প্রণব মুখার্জি ভারতরতেœ সম্মানিত হওয়ায় পররাষ্ট ্রমন্ত্রীর অভিনন্দন
 
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : 
 
পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরতœ পাওয়ায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানান।  
 
পররাষ্ট্র মন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন সত্যিকারের রতœ। বাঙালি এ রাজনীতিবিদ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের জনগণ তাঁর অবদানকে স্মরণে রাখবে। 
 
#
তৌহিদুল/নাইচ/সঞ্জীব/পারভেজ/আব্বাস/২০১৯/ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩২৩
 
রেলওয়ে জনগণের আস্থার বাহনে পরিণত হয়েছে
                                     ---রেলপথ মন্ত্রী
 
নীলফামারী, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : 
 
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, এক সময়ের অবহেলিত বাংলাদেশ রেলওয়ে আজ জনগণের আস্থায় পরিণত হয়েছে। নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী বাহন হিসেবে মানুষ রেলওয়েকে তাদের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করছে। 
 
রেলপথ মন্ত্রী আজ নীলফামারী রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। 
 
রেলপথ মন্ত্রী বলেন, সরকার রেলওয়েকে গুরুত্ব দিয়ে এর  সেবাকে জনগণের কাছাকাছি নেওয়ার চেষ্টা করছে। নীলফামারীসহ বিভিন্ন পয়েন্টে উত্তরাঞ্চলের সাথে ভারতের রেলওয়ে যোগাযোগ স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ভুটান, নেপালের সাথেও রেলওয়ে যোগাযোগ স্থাপিত হবে। ফলে দেশগুলোর মধ্যে যাতায়াতসহ পণ্য আমদানি রপ্তানি সহজ হবে। 
 
মন্ত্রী আরো বলেন, রেলের উন্নয়নে নতুন অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং হচ্ছে। আমরা এখন হাইস্পিড ট্রেন নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। টিকেট কালোবাজারি রোধে এনআইডি নম্বর ব্যবহার করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
 
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) সৈয়দ শহিদুল হক ও প্রধান প্রকৌশলী (পশ্চিম) মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন। 
 
#
শরিফুল/নাইচ/সঞ্জীব/পারভেজ/আব্বাস/২০১৯/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২২  
 
রংপুর অঞ্চলের উন্নয়নে একসাথে কাজ করতে হবে
   --বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : 
  
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার দায়িত্ব সবার। সম্মিলিতভাবে কাজ করলে রংপুর আর পিছিয়ে থাকবে না। রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়নের ক্ষেত্র নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। 
 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মহসীনুল করিম লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, মুফদি আহমেদ, সহসভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ প্রমুখ।
 
#
বকসী/নাইচ/সঞ্জীব/পারভেজ/আব্বাস/২০১৯/১৮৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৩২১
 
কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ও আহত শ্রমিকদের
 জন্য আর্থিক সহায়তা ঘোষণা 
 
 
কুমিল্লা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) : 
 
কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ও আহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ  মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়। 
 
আজ সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। 
 
গতকাল শুক্রবার ভোরে চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইট ভাটার তেরো জন শ্রমিক নিহত এবং পাঁচ জন শ্রমিক আহত হন। নিহত এবং আহত শ্রমিকদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়।
 
#
আকতার/নাইচ/সঞ্জীব/পারভেজ/আব্বাস/২০১৯/১৭৪৪ ঘণ্টা
Todays handout (13).docx Todays handout (13).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon