Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০১৫

তথ্যবিবরণী 05/05/2015

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২৯২

বাজার তদারকি
২৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৩টি প্রতিষ্ঠানকে একলাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকার কলাবাগান, ধানম-ি ও মোহাম্মদপুর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আশা বাজারকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে যথাক্রমে ভোজন বিলাশ রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা ও কড়াই গোশত রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্যবিক্রয়ের অপরাধে স্বাক্ষর ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা এবং  পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্যবিক্রয়ের অপরাধে অলিম্পিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে  ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অপরদিকে চট্টগ্রামের ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা, সিলেটের গোপালগঞ্জ উপজেলায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫শ’ টাকা এবং গাজীপুরের মাঝিরখোলা ও ফকিরবাড়ি এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা  জরিমানা  করা হয় ।
#

সাইফুল্লাহ/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২৯০
গণতন্ত্র এবং জঙ্গিবাদের লড়াইয়ে মধ্যপন্থা নেই
                                       -- তথ্যমন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র এবং জঙ্গিবাদের লড়াইয়ে কোনো মধ্যপন্থা নেই। যারা আগুন-সন্ত্রাসীদের গণতন্ত্রে হালাল করার অপচেষ্টায় লিপ্ত তারা গণতন্ত্রের শত্রু।
    গণতন্ত্রের পথে জঙ্গিবাদকে একটি বড়বাধা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গিতৎপরতা দেশে গণতন্ত্র ও উন্নয়নের পথে যে প্রতিবন্ধকতা তৈরি করছে, সরকারকে তা মোকাবিলা করতে হচ্ছে। ঠিক এই সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
    মন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অভ্ লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত বাংলাদেশ’স চেইঞ্জিং মিডিয়াস্কেপ: ফ্রম স্টেট কন্ট্রোল টু মার্কেট ফোর্সেস (ইধহমষধফবংয’ং ঈযধহমরহম গবফরধংপধঢ়ব: ঋৎড়স ঝঃধঃব ঈড়হঃৎড়ষ ঃড় গধৎশবঃ ঋড়ৎপবং)  বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গণমাধ্যম গবেষক ড. ব্রায়ান শুস্মিথ (উৎ. ইৎরধহ ঝযড়বংসরঃয) এবং জুড উইলিয়াম জেনিলো (ঔঁফব ডরষষরধস এবহরষড়) সম্পাদিত বইটি যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়েছে।
    ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের সভাপতিত্বে বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা জাকের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বইটির অন্যতম সম্পাদক-লেখক ড. ব্রায়ান শুস্মিথ এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা জুডিথা ওলমাকার (ঔঁফরঃযধ ঙযষসধপযবৎ) বইটির বিভিন্ন অধ্যায়ের ওপর আলোকপাত করেন।
    স্বৈরতন্ত্র থেকে উত্তরাধিকারসূত্রে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান পাওয়া যায়নি মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমাদের যেমন পুরনো আইন হালনাগাদ করতে হচ্ছে, তেমনি গড়ে তুলতে হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানও। তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, প্রস্তাবিত সম্প্রচার কমিশন অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের ক্ষেত্রে গণতান্ত্রিকতা নিয়ে আসছে, বলেন তিনি।
    মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। ২০০৯ সালের যেখানে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল ছ’শ’, সেখানে এখন এ সংখ্যা এগারোশ’রও বেশি। সরকার বেসরকারিখাতে টেলিভিশন এবং এফএম রেডিও প্রবর্তনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চালু করেছে কমিউনিটি রেডিও।
    বাংলাদেশ’স চেইঞ্জিং মিডিয়াস্কেপ বইটিতে বাংলাদেশে গণমাধ্যমের এই প্রসারের বিষয়টি বিধৃত হওয়ায় মন্ত্রী বইটির লেখক ও সম্পাদকদের অভিনন্দন জানান।
    গণমাধ্যমের উদ্দেশে মন্ত্রী এসময় বলেন, ‘গণমাধ্যমের প্রসার ও পবিত্রতা রক্ষায় উস্কানি দেয়া, অর্ধসত্য লেখা বা বিচ্ছিন্ন ঘটনাকে প্রাধান্য দেয়া পরিহার করতে হবে।’

#
আকরাম/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০৫৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২৮৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মোঃ মাহবুব আলী, মোঃ নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে সদ্য পাশকৃত যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন ২০১৫ বিষয়ে আলোচনা হয় এবং উক্ত আইন কার্যকর করার জন্য বিধিমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়।
    বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। ফাউন্ডেশনের সিডমানি বৃদ্ধির জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন করা এবং ফাউন্ডেশনের অর্থবরাদ্দের পূর্ণ চিত্র সংসদীয় কমিটির কাছে পেশ করার সুপারিশ করা হয়।
    বাংলাদেশ সুুইমিং ফেডারেশনের কার্যক্রমসম্পর্কেও বৈঠকে আলোচনা করা হয় এবং জাতীয় সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোরবোর্ড, ড্রাইভিং পুল সচল করা এবং সাঁতার প্রশিক্ষণার্থীদের আবাসনের সুব্যবস্থা করার সুপারিশ করা হয়।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/২০৩২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১২৮৮
    

গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আলহাজ মোঃ দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোঃ জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, মোঃ আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে উত্তরা ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে রাজউক ও গণপূর্ত বিভাগের কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং ফ্ল্যাটনির্মাণ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে এ২এ চুক্তিসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, হাতিরঝিল প্রকল্প, ফ্লাইওভার নির্মাণসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের দৃশ্যমান প্রকল্পসম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে ঢাকা মহানগরের নকশাবহির্ভূত ও ত্রুটিপূর্ণ ইমারতের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নামজারি ও ভূমিব্যবহার অনুমোদন কার্যক্রমসম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া, সরকারি কর্মকর্তাগণের আবাসিক প্রকল্পসমূহের নিরাপত্তা, পরিস্কারপরিচ্ছন্নতা ও গৃহপালিত প্রাণীর উপদ্রবসম্পর্কেও আলোচনা করা হয়।
  বৈঠকে জানানো হয়, উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ‘বি’ ও ‘সি’ ব্লকে প্রায় ১০০টি ১৬ তলা এপার্টমেন্ট ভবন নির্মাণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি একটি উৎধভঃ গধংঃবৎ অমৎববসবহঃ মালয়েশিয়ায় প্রেরণ করেছে। মালয়েশিয়ার সম্মতি পেলে এগ্রিমেন্টটি পুনরায় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হবে। বৈঠকে আরো জানানো হয়, উত্তরার ফ্ল্যাটনির্মাণ প্রকল্পে ‘এ’ টাইপের ৭৯টি ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রাজউকের তত্ত্বাবধানে ৪০টি ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩৯টি ভবন নির্মাণ করা হবে। কমিটি সকল ধরনের দালানকোঠা নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোড অনুসরণ ও ভূমিকম্পসহনীয় করে নির্মাণের সুপারিশ করে।
এছাড়া বৈঠকে জানানো হয়, বৃষ্টির পানিসংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যাপ্রতিরোধকল্পে ‘বেগুনবাড়ী খাল’ ও হাতিরঝিলের নিম্নএলাকা খনন ও উন্নয়ন এবং প্রকল্প এলাকার যানজটনিরসনে ওভারপাসসহ সড়ক নির্মাণের লক্ষ্যে বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়নশীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির শতকরা ৯৩ দশমিক ৬৭ ভাগ ভৌত অগ্রগতি হয়েছে। কমিটি চলমান প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।  
কমিটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকাসমূহের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রক্ষার্থে জরুরিভিত্তিতে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করে। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
শিবলী/সাইফুল্লাহ/মিজান/আলম/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২১১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর :  ১২৮৭

নৌমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
পায়রা বন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

আজ ঢাকায় সচিবালয়ে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে সাক্ষাৎশেষে সাংবাদিকদের একথা বলেন।

এছাড়া তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ব্যবসাবাণিজ্যের পরিচালক রুজিনা হুসেইন এসময় উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯১৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১২৮৬

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সিলেবাস মানোন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (ডিপ্লোমা) কোর্সের সিলেবাসের মানোন্নয়ন বিষয়ক এক সেমিনার আজ ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তথ্যসচিব মরতুজা আহমদ ইনস্টিটিউটের অগ্রযাত্রায় সকলকে সম্পৃক্ত হয়ে চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সেমিনারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, মহিউদ্দিন ফারুক, পঙ্কজ পালিত, মানজারে হাসীন মুরাদ, মতিন রহমান, মোহাম্মদ হোসেন জেমী ও কোর্স পরিচালক মসিহ্ উদ্দিন শাকের অংশগ্রহণ করেন।
চলচ্চিত্র কোর্সের সিলেবাসের মানোন্নয়ন বিষয়ে সেমিনার পেপার উপস্থাপন করেন কোর্স সমন¦য়ক শাহনাজ নাসরীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষজ্ঞগণ চলচ্চিত্র সিলেবাসের মানোন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ করেন।
#


জাহাঙ্গীর/সাইফুল্লাহ/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২৮৫

অদূর ভবিষ্যতে বাংলাদেশ তৈরিপোশাক রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান দখল করবে
                                                      Ñ বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় সকল ক্ষেত্রে এগিয়ে রয়েছে। ভারতের নোবেল বিজয়ী অমর্ত সেনের মতে সামাজিক অনেক ক্ষেত্রে ভারতের থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে।

    মন্ত্রী আজ ঢাকায় ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জার্মান কোম্পানি ঝঅচ ঞৎধরহরহম অপধফবসু আয়োজিত “জগএ ঞঊঢঞওখঊঝ ্ ঞজঅওঘওঘএ রহ ইধহমষধফবংয” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, জার্মনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। একক দেশ হিসেবে জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তৈরিপোশাক রপ্তানি বাজার। বাংলাদেশ জার্মানিতে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরিপোষাক রপ্তানি করে থাকে।

    মন্ত্রী বলেন, একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার একনম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের  বাজারে প্রতিবছর প্রায় ৫ দশমিক ৪ এবং ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানি হয়ে থাকে।

    তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরিপোশাক রপ্তানিকারক দেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন। চীন তৈরিপোশাক রপ্তানিতে আগ্রহ কমিয়েছে। অদূরভবিষ্যতে বাংলাদেশ তৈরিপোশাক রপ্তানিতে প্রথমস্থান দখল করবে। তৈরিপোশাক রপ্তানিকারকগণ বাংলাদেশের ৫০ বছরপূর্তিতে আগামী ২০২১ সালে শুধু তৈরিপোশাক রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ ক*েরছে।

    মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুন্যহাতে যাত্রা শুরু করেছিলেন। সাড়ে সাতকোটি মানুষের জন্য দেশে খাদ্যঘাটতি ছিল, আজ দেশে প্রায় ষোলকোটি মানুষ, খাদ্যের কোন অভাব নেই। বাংলাদেশ চাউল রপ্তানি শুরু করেছে। নেপালের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ খাদ্যসহায়তা হিসেবে চাউল প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থোমাস প্রিঞ্জ (উৎ. ঞযড়সধং চৎরহু) অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
#

বকসী/সাইফুল্লাহ/আলম/জসীম/রেজাউল/২০১৫/১৯২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১২৮৪

ডিআরইউতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযোদ্ধাদের হেয় করার ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের
বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বদ্ধপরিকর, দেশে বিদেশে যারা মুক্তিযোদ্ধাদের হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
    মন্ত্রী আজ ঢাকা রিপোটার্স ইউনিটিতে ব্রিটিশ আইনজীবী জিওফরী রবার্টসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধী বলার প্রতিবাদে স্বাধীনতাযোদ্ধা অধিকার ফোরাম আয়োজিত সংবাদসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মন্ত্রী বলেন, ব্রিটিশ আইনজীবী জিওফরী রবার্টসনের মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্যটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে। যেহেতু তিনি বিদেশি নাগরিক তাই তার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জটিলতা রয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দেয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
    সংবাদসম্মেলনে সভাপতিত্ব করেন স্বাধীনতাযোদ্ধা অধিকার ফোরামের মহাসচিব মোঃ জামাল উদ্দিন শিকদার।
#

আব্দুল্লাহিল/সাইফুল্লাহ/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২৮৩

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন
৯ মে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ৯ মে, শনিবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচন উপলক্ষে দাউদকান্দি উপজেলা পরিষদ এর নির্বাচনী এলাকার সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান-এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী এলাকাধীন সকল সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাঁদের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটগ্রহণের দিন এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা থাকে তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীগণকে এ সাধারণ ছুটির আওতাবহির্ভূত রাখা হবে।
#

সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪২ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২৮২

শীঘ্রই আরো ১০ হাজার নার্স নিয়োগ করা হবে
                                      -স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
শীঘ্রই আরো ১০ হাজার নার্স নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চিকিৎসকদের সাথে আনুপাতিক হারে তাদের নিয়োগ দিতেই এই ব্যবস্থা করা হয়েছে।
 আজ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক মিডওয়াইফ (ধাত্রী) দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নৈরাজ্য সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে না। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে বলে আমাদের দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছে। তাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না।
  বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গরীব মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। মাতৃ ও শিশুমৃত্যুরহার কমিয়েছে তাই সবাই সরকারকে সহযোগিতা করবেন।
 এর আগে মন্ত্রী নার্সিং দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
 এ সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২৮১

এম বি খান মজলিশ-এর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক  

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
    সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম বি খান মজলিশের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার গভীর শোক প্রকাশ করেছেন।
    এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    উল্লেখ্য, এম বি খান মজলিশ (৮৫) গতকাল রাতে তাঁর ঢাকাস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...............রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম-এর বড় ছেলে তারেক ইকবাল খান মজলিশ ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।  
#

শফিকুল/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/    ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২৮০

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
    দশম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটি সভাপতি শওকত আলী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আব্দুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।
    সভায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন সংস্থা ও ইষ্টার্ণ উড ওয়ার্কস এর সার্বিক কার্যক্রম সম্পর্কে এবং সংস্থাগুলির অডিট এবং আর্থিক বিষয়াদি সমন্বয় সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন চন্ডীপুর লঞ্চঘাট হতে ওয়াবদা লঞ্চঘাট এবং সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীর ডান তীর ভাংগন রক্ষা প্রকল্পে প্রয়োজনীয় অর্থ ছাড়ের উদ্যোগ নিতে সুপারিশ করা হয়। এছাড়া, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে কমিটি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#

সাব্বির/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২৭৯  

সন্তানকে সুশিক্ষিত করতে মায়েদের দায়িত্ব নিতে হবে
                            - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

দিনাজপুর (ফুলবাড়ী), ২২ বৈশাখ (৫ মে) :   
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, বর্তমান সরকার জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মায়েদের দায়িত্ব নিতে হবে। সে কারণে সরকার মায়েদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।  
    তিনি গতকাল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সুজালপুর উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়ারোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মন্ত্রি আরো বলেন, সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে শিশুদের স্কুলে প্রেরণের ব্যবস্থা করতে হবে। শিশুরা যাতে স্কুল শিক্ষা থেকে ঝরে না পরে সে ব্যাপারে পিতা-মাতাকে সজাগ থাকতে হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজিসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
    সমাবেশে উপজেলার প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।
#

রবীন্দ্রনাথ/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২৭৮   

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে সরকারের ব্যাপক কর্মসূচি

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :    
    আগামী ২৫ বৈশাখ ১৪২২/৮ মে ২০১৫ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।    
    এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে। শাহজাদপুরের পাইলট হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ঐদিন বিকেলে এবং পরবর্তী তিনদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রনাথের চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে।
    ঢাকাসহ কবিগুরুর সৃ¥তিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, নওঁগার পতিসর ও খুলনার দক্ষিণডিহিতে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় তাঁর ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।
    এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপনের থিম (ঞযবসব) নির্ধারণ করা হয়েছে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় কবির জন্মবার্ষিকী উদ্যাপন করবে। এ উপলক্ষে ৯ মে বাংলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে বাংলা একাডেমি। ঢাকাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্যভাবে উদ্যাপন করা হবে।  
    বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। যে সকল জেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে না, সে সকল জেলার জেলা প্রশাসকগণ স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করবে।
    জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলসমূহ ব্যাপকভাবে সম্প্রচার করবে।
#

কুতুবুদ-দ্বীন/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১১৩০ ঘণ্টা
 

 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon