Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী ০১ নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৫২৯

 

আধুনিক বান্দরবানের নেতৃত্বে দিতে শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার আহ্বান পার্বত্য মন্ত্রীর

 

বান্দরবান, ১৬ কার্তিক (১ নভেম্বর):

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামী দিনে আধুনিক বান্দরবানের নেতৃত্বে আসবে, তাই নিজেদের সেভাবেই তৈরি করতে হবে।’

 

আজ বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের   উদ্যোগে পার্বত্য জেলার ৬৯৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থবছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।

 

বান্দরবান জেলার বিভিন্ন কলেজ পর্যায়ে ২৬৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ১৮ লাখ ৫৫ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৩০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৪ লাখ ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লাখ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন পার্বত্য মন্ত্রী।

 

এ সময় মন্ত্রী বলেন, চাকুরিতে কারো সুপারিশ নয় নিজের যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে। একসময় পার্বত্য বান্দরবান জেলাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো, এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল ভোগ করছে পার্বত্য এলাকার মানুষ। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, আগামীতে দূরদূরান্তের  শিক্ষার্থীদের আবাসিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেক কলেজে আবাসিক হোস্টেল সুবিধা রাখার পরিকল্পনা আছে।

 

এর আগে পার্বত্যমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের নবর্নিমিত ভবনের উদ্বোধন করেন।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ, সদস্য (প্রশাসন) মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম নুরুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল মাওয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষীপদ দাশ।

 

#

 

রেজুয়ান/পাশা/রফিকুল/সেলিম/২০২৩/২২৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৫২৮

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক নির্বাচিত হওয়ায়

সায়মা ওয়াজেদ পুতুলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

 

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর):

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা, বিশ্বখ্যাত অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

প্রতিমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় সায়মা ওয়াজেদ পুতুলের এ গৌরবময় ও অবিস্মরণীয় সাফল্যে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

অভিনন্দন বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল সারাবিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্বদরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।

 

কে এম খালিদ বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক। প্রতিমন্ত্রী তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

#

 

ফয়সল/পাশা/রফিকুল/সেলিম/২০২৩/২২২৮ ঘণ্টা

Handout                                                                                                                                                                Number: 1527

 

The response of Bangladesh with reference to a press briefing note by OHCHR

Dhaka, November 01:

With reference to a press briefing note, issued by Office of the High Commissioner for Human Rights (OHCHR) on 31 October 2023 on Bangladesh, the response of the Government of Bangladesh as follows: 

The Government of Bangladesh is deeply shocked at the unprecedented show of violence and public disorder by the Bangladesh Nationalist Party (BNP) in the name of its one-point unconstitutional demand of holding the next general elections under a non-party caretaker administration. As per BNP’s request, the Dhaka Metropolitan Police (DMP) gave permission to hold its rally in front of its party office on 28 October 2023 under some specific conditions. However, BNP activists took recourse to indiscriminate street violence, arson and other forms of attacks on persons and properties. The main targets of such rampant violence have been the apolitical law enforcement agencies, the judiciary, innocent civilians, state institutions and public properties.

Numerous horrific images and video footages show that a member of the Police was mercilessly beaten to death – in broad daylight, on wide-open public street, dozens of other law enforcement agents were attacked and injured, a bus conductor was burned alive along with the bus, scores of other vehicles including fire service trucks were torched, the residences of the Chief Justice and other judges of the highest court of the land were vandalized, police hospital premises and ambulance were set on fire and several police stations were vandalized, reporters and camera personnel were attacked. Even in the face of such continued atrocities of the BNP, the Government of Bangladesh and its law enforcement forces showed utmost restraint and patience and applied minimal and optimal force to ensure public order.

The Government of Bangladesh rejects any insinuation suggesting that the ‘masked individuals’ riding on motorcycles are “thought to have been” the ruling party supporters. Widely circulated video footages show that the attacks on the journalists were made, and residence of Chief Justice were vandalized from the BNP rally. Media reports identified one person wearing protective vest and posing to be a law enforcement agent/press personnel and putting fire on vehicles as Robiul Islam Noyon, Member Secretary of Dhaka City South branch of Jubo Dal (the youth wing of the BNP). The injured journalists did not claim that they were attacked by ruling party members – masked or not. Moreover, the Bangladesh Federal Journalist Union (BFUJ), on a press release issued on 28 October 2023, condemned the attacks to BNP activists on the journalists.  

From BNP’s activities, it is evident that it is resorting to violence, particularly arson with a clear intention to create a public nuisance, disturb life and livelihood, disrupt economy, collapse of public communication, transport and logistics and ensure total anarchy in the country. The BNP also resorted to misinformation in order to misguide the international community and thus gain sympathy. In a press conference in BNP Headquarters, it introduced a fake ‘adviser to the US President’. The motive of BNP behind terrorizing the nation and misguiding the people of Bangladesh and the international community is to disrupt the ensuing election and constitutional processes. Unfortunately, the OHCHR may have fallen for BNP’s misinformation campaign.  

Office of the High Commissioner for Human Rights is mandated by the Member States to champion human rights globally. Its work must reflect the principles of objectivity, neutrality, impartiality and non-selectivity. In this context, it is advisable that the Office reviews its method of collection and verification of the information before publishing. The Government expects that the OHCHR will rectify its 31-October press briefing note based on authentic facts. If the OHCHR's statements are not highly objective, the Office will lose people's support, acceptability and credibility.

The Government of Bangladesh is committed to ensure people’s right to vote at any cost and to holding a free, fair, credible and peaceful election. For the sake of democracy, which the people of Bangladesh achieved after countless sacrifices, the Government of Bangladesh will support the independent Election Commission to hold the next general election on time as per our constitution. 

The Election Commission – independent constitutional body–is regularly holding dialogue with registered political parties ahead of next general elections. The Election Commission attaches great importance to observation of the election process to ensure transparency. In this regard, the Election Commission invited international election observers and foreign media to observe the upcoming 12th Parliamentary Elections of Bangladesh.

#

Masum Billah/Pasha/Rafiqul/Salim/2023/22.00 Hrs.

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৫২৬

 

পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতি

সৌধ উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর):

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি একটি কুচক্রি মহল কাজ করে যাচ্ছে। আমরা এ কুচক্রি মহলকে একাত্তরের পরাজিত  করেছি। এবার আমরা একাত্তরের পরাজিত শক্তি ও তাদের বিদেশি প্রভুদের যুদ্ধের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে পরাজিত করব।

 

মন্ত্রী আজ সিরাজগঞ্জের কামারখন্দে পলাশডাঙ্গা যুবশিবিরে পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের  উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে  মহান স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ  ৯ মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বিজয় সমুচিত করে মাতৃভূমির স্বাধীনতা অর্জন করেছে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায়  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা, চিকিৎসা, কবর বাধাই করা ছাড়াও ইতিহাস খ্যাত জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে। তারই আলোকে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার  মধ্য ভদ্রঘাট কালিবাড়িতে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে।

 

মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সমন্বয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ বক্তৃতা করেন।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে প্রায় ৪ বিঘা জমির উপর পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ২০২১ সালে এর নির্মাণ কাজ শুরু করা হয়। দ্বিতল ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও ৭১ ফুট দৈর্ঘ্যের স্মৃতিসৌধ নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা।

 

#

 

এনায়েত/পাশা/রফিকুল/সেলিম/২০২৩/২১২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৫২৫

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রি সুপার থারমাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট উদ্বোধন

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর) :   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত মৈত্রি সুপার থারমাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসি লিঃ এর যৌথ উদ্যোগে (৫০:৫০) প্রতিষ্ঠিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল) এর মাধ্যমে ২x৬৬০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প ব্যয় প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রকল্পের Debt equity ratio ৮০:২০। প্রকল্পের অর্থায়নকারী (ঋণদাতা) প্রতিষ্ঠান ভারত এক্সিম ব্যাংক। বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিঃ (BHEL)-এর সাথে ইপিসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২২ সালের ২৩ ডিসেম্বর ইউনিট-১ এর Commercial Operation Date (COD) অর্জিত হয়েছে। দ্বিতীয় ইউনিটে পূর্ণ লোড অপারেশন অর্জিত হয়েছে গত ২৪ অক্টোবর ২০২৩।

উদ্বোধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রতিযোগিতামূলক মূল্যে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা সুসংহত করবে এবং বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য ব্যয়বহুল জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করবে। প্রকল্পটি বাংলাদেশের Grid Stability নিশ্চিতকরণের পাশাপাশি সাশ্রয়ী, মানসম্পন্ন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রকল্প এলাকায় ১ লাখ ১৬ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। প্রকল্পের আশপাশের এলাকায় পরিবেশ সংক্রান্ত Parameter সারা বছর মনিটর করার জন্য CEGIS নামক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিদ্যুৎ প্রকল্প এলাকায় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিটে তিন পয়সা হিসেবে লেভী ধার্য করে উক্ত অর্থ দিয়ে একটি উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে, যা প্রকল্প এলাকার মানুষের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।  

#

আসলাম/পাশা/সঞ্জীব/শামীম/২০২৩/১৯১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৫২৪

মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তির সুবিধার্থে ভূমিসেবা সিস্টেমের ডাটা এক্সেস শেয়ার করা হবে

                                                                                                                    --- ভূমি সচিব

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর):

          ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ২য় ভার্সনের স্মার্ট ভূমিসেবা সিস্টেমের প্রযোজ্য সব ডাটা এক্সেস আইন ও বিচার বিভাগের সাথে শেয়ার করা হবে। এতে আদালতে বসেই জজ এবং ম্যাজিস্টেটগণ ভূমি বিষয়ক ডকুমেন্ট যাচাই করতে পারবেন। ফলে ভূমি বিষয়ক প্রযোজ্য তথ্য দ্রুত যাচাই করা যাবে এবং সংশ্লিষ্ট মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে।

          আজ তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারী সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত স্মার্ট ভূমিসেবা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব এই তথ্য জানান।

          সচিব বলেন, দলিলমূলে স্বয়ংক্রিয় নামজারি চালুর জন্য ইতোমধ্যে ১৭টি উপজেলায় পরীক্ষামূলকভাবে রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ভূমি অফিস এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে এ আন্তঃসংযোগ দ্রুত দেশব্যাপী বিস্তৃত করা হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দক্ষ ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রধানমন্ত্রী ভূমিসেবা ডিজিটাইজেশনের ওপর খুবই গুরুত্ব দিয়েছেন।

          কর্মশালায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচিত্র উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব মোজাফ্ফর আহমেদ; ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক যুগ্মসচিব মোঃ আরিফ; বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান; উপ-পরিচালক (প্রশিক্ষণ) যুগ্ম জেলা ও দায়রা জজ ড. মোঃ আলমগীরসহ ভূমি মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঢাকা মহানগর সার্কেল ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

#

কামাল/পাশা/রফিকুল/জয়নুল/২০২৩/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৫২৩

 

ন‌্যাশনাল রোমিং যুগে ডিজিটাল সংযুক্তির সম্প্রসারণে আরো

একটি নতুন মাইলফলক স্থাপন করলো বাংলাদেশ

                                             -- টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর) :

 

ন‌্যাশনাল রোমিং যুগে প্রবেশের মাধ‌্যমে ডিজিটাল সংযুক্তি সম্প্রসারণে আরো একটি মাইলফলক স্থাপন করলো বাংলাদেশ। বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল  চালু করা হয়। এই ব্যবস্থায়  বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা কোনো স্থানে তাদের ব্যবহৃত নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত হলে সেখানে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তারা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় নিরবচ্ছিন্নভাবে সেবার সুযোগ পাবেন।  আপাতত এই ব্যবস্থার সীমিত পর্যায়ের ফিল্ড ট্রায়াল উদ্বোধন করা হলো আজ।

 

            ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় রোমিং ফিল্ড ট্রায়ালের উদ্বোধন করেন।  ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার, বাংলালিংক এর সিইও এরিক অস এবং টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বক্তৃতা করেন।

 

মন্ত্রী জাতীয় রোমিং ফিল্ড ট্রায়ালের উদ্বোধনকে ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় জীবনে ডিজিটাল সংযুক্তির সম্প্রসারণে আরো একটি নতুন মাইলফলক স্থাপন করলো বাংলাদেশ। তিনি বলেন, এমন একটি দিনের জন‌্য সুদীর্ঘ সময়ের অপেক্ষা ছিল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে কর্মসূচির ধারাবাহিকতায় ইতোমধ্যেইে ডিজিটাল সংযুক্তিতে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল সংযুক্তি শ্বাস প্রশ্বাসের মতো অপরিহার্য হয়ে ওঠেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেতৃত্বে বিটিআরসির  নিরলস প্রচেষ্টায় গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এক দেশ এক রেট ব্রডব‌্যান্ড ইন্টারনেট সেবা প্রবর্তনসহ গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। মন্ত্রী বলেন, স্মার্ট কানেক্টিভিটির সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে  স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা শুরু হয়েছে। টেলিটক ও বাংলালিংকের মধ‌্যে রোমিং চালুর বিষয়টি দেশের ডিজিটাল সংযুক্তির বিকাশে আরও একটি মাইলফলক বলে মন্ত্রী  উল্লেখ করেন। ডিজিটাল প্রযুক্তি বিপ্লবের এই অগ্রদূত বলেন, বাংলালিংক ও টেলিটকের মধ‌্যে  এই কৌশলগত অংশীদারিত্ব দেশব্যাপী টেলিটক ও বাংলালিংক গ্রাহকদের মোবাইল সংযোগের পরিসর বৃদ্ধি করার পাশাপাশি অপারেটর দুইটির মধ্যে অবকাঠামো শেয়ারিংয়ে ভূমিকা রাখবে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পরে সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন,  এর ফলে গ্রাহকরা দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে ভয়েস, এসএমএস ও ডেটা ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগ দেশে শক্তি সংরক্ষণ ও পরিবেশ-বান্ধব অবকাঠামো নির্মাণকেও উৎসাহিত করবে। ভারত, থাইল‌্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল‌্যান্ড, পর্তুগাল, স্পেন, নেদারল‌্যান্ড, ইতালি ও দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর ২২টি দেশে ন‌্যাশনাল রোমিং চালু রয়েছে। এটি গ্রাহক এবং অপারেটরের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি পদ্ধতি বলে মন্ত্রী উল্লেখ করেন।

 

বঙ্গবন্ধুর বাণী সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন

 

এর আগে মন্ত্রী বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানির উদ্যোগে কোম্পানির চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদ সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই উপলক্ষ‌্যে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার, সাবেক মুখ‌্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

#

 

শেফায়েত/পাশা/সঞ্জীব/সেলিম/২০২৩/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৫২২

 

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

 

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর):

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। একইসাথে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মামলার পরামর্শ দেন তিনি। 

আজ সচিবালয়ে জাতীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে বিশৃঙ্খল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে এবং গত ২৮ অক্টোবর ঢাকা শহরে বিএনপির সমাবেশের নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং কার্যত রাষ্ট্রের ওপর হামলা হয়েছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা, হাসপাতালে, জাজেস কমপ্লেক্সে হামলা আগে কখনো ঘটেনি। রাষ্ট্রের ওপর এই হামলাকারীরা চিহ্নিত, তারা বিএনপি জামায়াতের নেতা-কর্মী। এটাকে নিছক রাজনীতি বলে এর দায় আমরা এড়াতে পারব না, ঐতিহাসিকভাবে ভুল হবে।’

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সেদিন সাপ পিটিয়ে মারার চেয়েও জঘন্যভাবে একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইসরাইলি বাহিনীর কায়দায় পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে এম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডেমরায় ট্রাক ও বাসের সাথে ঘুমন্ত হেলপারদেরও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এর পরে হরতাল-অবরোধ ডেকেও তারা যানবাহন ও মানুষের ওপর চোরাগোপ্তা হামলা পরিচালনা করেছে, দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’ 

‘রাজনীতির নামে এই সন্ত্রাস কোনোভাবেই কাম্য নয় এবং সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম মানুষের ধ্যান-ধারণা তৈরি করে’ উল্লেখ করে হাছান বলেন, ‘বিএনপির হামলায় ৩০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছে এবং তাদের ওপর হামলার ভয়াবহতা, নির্মমতা, নিষ্ঠুরতা কি রকম ছিল সেটি সারাদেশের জনগণ জানে না। এটা জানানোর দায়িত্ব আপনাদের। এর ওপর প্রত্যেকটি পত্রিকায় রিপোর্টিং হওয়া দরকার যে এতজন সাংবাদিক এই ভাবে নির্যাতিত হয়েছে। পুরো পরিস্থিতির ভয়াবহতার মধ্যে এটা হারিয়ে গেছে। সে কারণে এই রিপোর্র্টিংটা ধারাবাহিকভাবে হওয়া দরকার।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েক দশকেও পৃথিবীর কোথাও রাজনীতির নামে মানুষ পোড়ানো হয়নি। অথচ আপনারা টেলিভিশনে দেখেছেন একজন গাড়ির মালিক বিলাপ করে করে বলছে যে- “বৌ আমার গাড়িটা জ্বালাইয়া দিছে”। বিএনপির যে দুষ্কৃতকারী গাড়িটা পুড়িয়ে দিয়েছে তার বুকের বেল্টে “প্রেস” লেখাছিল। এভাবে সাংবাদিকদের মানহানি বা এবিউজ করা হয়েছে। এটার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। এবং জনমত তৈরি করতে হলে এগুলো লিখতে এবং বলতে হবে। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিবৃতি দিয়েছে, সবারই দেওয়া প্রয়োজন।’ 

আমি আশ্চর্য হয়েছি যে, কথায় কথায় যারা মানবাধিকারের কথা বলে, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিবৃতি দেয়, কারো গালে একটা ঘুষি পড়লো সে জন্য বিবৃতি দেয়, এখন তাদের কোনো বিবৃতি দেখি নাই। তারা যে এখন নিশ্চুপ আছে সে জন্য আপনাদের বিবৃতি দিয়ে মনে করিয়ে দিতে হবে ‘হোয়াই আর ইউ সাইলেন্ট’। আপনাদের সম্মিলিতভাবে চিঠি লেখা দরকার- তোমরা এখন নিশ্চুপ কেন। সেই চিঠি আবার গণমাধ্যমে প্রকাশ করা দরকার।’

-২-

মন্ত্রী ড. হাছান এসময় বলেন, ‘যে সমস্ত সাংবাদিক হামলা-নির্যাতন-নির্মমতার শিকার হয়েছে, যদি আইনগত ব্যবস্থা নিতে হয়, সংশ্লিষ্ট হাউজ থেকে মামলা করতে হবে। পাশাপাশি কোনো হাউজ যদি চায়, আহত সাংবাদিকদের তালিকা দিলে কল্যাণ ট্রাস্ট থেকে আমরা চিকিৎসার জন্য সহায়তা করব।’ 

দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘২৮ তারিখে অনেক সাংবাদিক আহত হয়েছে, গণমাধ্যমের গাড়ি ও যানবাহনও ভাঙচুর হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ, পুলিশকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, হাসপাতালের ওপর আক্রমণ, সেগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। সাংবাদিকদের ওপর আক্রমণকে আমরা মনে করি সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ। ভীতিপ্রদ পরিবেশ সৃষ্টি করে সুস্থ সাংবাদিকতা হতে পারে না।’ 

দৈনিক আমাদের নতুন সময়ের এমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, ‘বিএনপি দ্বারা আক্রান্ত হওয়া কিন্তু নতুন কিছু নয়। তারা যখন ক্ষমতায় ছিল তখন জাতীয় প্রেসক্লাবে আক্রমণ করে প্রায় ৫০-৬০ জন সাংবাদিককে আহত করেছিল। বিএনপি সাংবাদিকদের ওপর যে আক্রমণ করেছে, যে নৃশংসতা এবং সন্ত্রাস করেছে তাতে আমরা নাগরিক হিসেবে চরম উদ্বিগ্ন ও তাদের নিন্দা জানাই। বিএনপির সব হামলার ঘটনা একত্রিত করে পুস্তিকা প্রকাশ প্রয়োজন। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে, উন্নয়নের পক্ষে আছি, শুধু দাবি হলো, আমরা যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আমরা পেশাগত দায়িত্ব পালন করতে পারি।’

সভায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কালের কন্ঠের সম্পাদক শাহেদ মোহম্মদ আলী, ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী, ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, প্রতিদিনের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বাংলাদেশ টুডের সম্পাদক  জোবায়ের আলম, ডেইলি পিপলস লাইফের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, আমাদের নতুন সময়ের সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন সাংবাদিকদের ওপর হামলা এবং রাজনীতির নামে সন্ত্রাসের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। এর বিরুদ্ধে তাদের লেখনি অব্যাহত থাকবে বলে জানান। 

#

আকরাম/পাশা/সঞ্জীব/রেজাউল/২০২৩/১৮২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৫২১

আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়

                                                         --- খাদ্যমন্ত্রী

পোরশা (নওগাঁ), ১৬ কার্তিক (১ নভেম্বর):

          আগুন সন্ত্রাস করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের সমর্থন পাবে না বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে সন্ত্রাসীদের প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

           আজ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

          খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী নয় এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। কৃষক প্রণোদনা পাচ্ছে, তারা শান্তিতে আছে। কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি দেশের উন্নয়ন করতে পারে নাই। শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় তারা। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক আবার চালু করেছেন। কমিউনিটি ক্লিনিকে এখন ২৮ ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।

          গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনার রশীদের সভাপতিত্বে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

#

কামাল/পাশা/সঞ্জীব/জয়নুল/২০২৩/১৮১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৫২০

আলু আমদানির আপডেট

ঢাকা, ১৬ কার্তিক (

2023-11-01-17-02-f8719bc24844e07539eabb008ee6d3ce.docx 2023-11-01-17-02-f8719bc24844e07539eabb008ee6d3ce.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon