Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৮ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৩৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর শুরু
ঢাকা, ৩রা আশ্বিন (১৮ই সেপ্টেম্বর):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) ও চার বছর মেয়াদি প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০শে অক্টোবর পর্যন্ত চলবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান)  কোর্সে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
    ভর্তি সংক্রান্ত  বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং. হঁ.বফঁ.নফ এবং হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে জানা যাবে।

প্রথম বর্ষ (সম্মান) পরীক্ষার ফরম পূরণ
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন অনার্স  প্রথম বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদানসহ (নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি) যাবতীয় কার্যক্রম অনলাইনে ৬ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।  
    ফরম পূরণ সংক্রান্ত  বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
#

ফয়জুল/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৩৪

পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩রা আশ্বিন (১৮ই সেপ্টেম্বর):
দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, ড. মো. এনামুর রহমান এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা বৈঠকে অংশগ্রহণ করেন।
 বৈঠকে পাট অধিদপ্তর প্রস্তাবিত ‘পাটনীতি ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান বিশে^ পরিবেশবান্ধব তন্তু হিসেবে আবারো পাটের ব্যাপক সম্ভাবনার কারণে পাটশিল্পের উন্নয়ন, সম্প্রসারণ এবং হারানো গৌরব পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার ও পরিকল্পনা পাটনীতিতে প্রতিফলনের সুপারিশ করা হয়।
পাট উৎপাদনের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের ফলপ্রসূ আলোচনা এবং বিষয়টির হালনাগাদ অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
এছাড়া বৈঠকে রেশম চাষের বিষয়ে ‘একটি বাড়ি, একটি খামার প্রকল্প’ এবং রেশম বোর্ডের  
২০১৬-১৭ সালের কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। প্রকল্পের সাথে তুঁত চাষ সমন্বয় কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, রেশম খাতে বর্তমান অর্জন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবন ও অভিযোগ প্রতিকারের মাধ্যমে সেবার মানোন্নয়ন আলোচনায় স্থান পায়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্পোরেশনের চেয়ারম্যানগণ এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
লাবণ্য/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর : ২৯৩৩     

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩রা আশ্বিন (১৮ই সেপ্টেম্বর) :

    দশম জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, তালুকদার আ. খালেক, মো. আব্দুল হাই, মো. হাবিবুর রহমান, এম আব্দুল লতিফ এবং রণজিৎ কুমার রায় বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে  চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    বৈঠকে জানানো হয়, ২০২১ সালের মধ্যে ৩৫ দশমিক ৯৫ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যে যে পরিমাণ জেটি, ইয়ার্ড, বার্থ এবং যন্ত্রপাতি প্রয়োজন সেসব ঘাটতি মোকাবিলা করে দক্ষতার সাথে বন্দরের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নানাবিধ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তন্মধ্যে পতেঙ্গা টার্মিনাল, বে-টার্মিনাল, নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ড, কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য। নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ডটি নির্মিত হলে ১ লাখ ১০ হাজার বর্গমিটার জায়গা পাওয়া যাবে, যা ২০১৮ সালে পুরোদমে চালু করা সম্ভব হবে।

    বৈঠকে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি আধুনিক ট্রমা সেন্টার নির্মাণ করার সুপারিশ করা হয়। 

    নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৯৩২

অক্টোবরের মধ্যেই এপিআই শিল্পপার্কে প্লট বরাদ্দ সম্পন্ন হবে  
                                                            -শিল্পমন্ত্রী

ঢাকা, ৩রা  আশ্বিন (১৮ই সেপ্টেম্বর) :
চলতি বছরের অক্টোবরের মধ্যেই এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস) শিল্পপার্কে প্লট বরাদ্দ সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্লট বরাদ্দ প্রদানের পরপরই শিল্প নগরীতে ওষুধের কাঁচামাল উৎপাদনের কারখানা স্থাপন শুরু হবে। এর ফলে ওষুধ শিল্পের কাঁচামাল খাতে আমদানি খরচ শতকরা ৭০ ভাগ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
বিসিকের আওতায় বাস্তবায়নাধীন ওষুধ শিল্পনগরী প্রকল্পের (এপিআই শিল্প পার্ক) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির প্রতিনিধিদলের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওষুধ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় শিল্পনগরীতে ৪২টি শিল্প ইউনিটের অনুকূলে প্লট বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শিল্প উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রী বলেন, ওষুধ শিল্প বাংলাদেশে একটি উদীয়মান শিল্পখাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ ইতোমধ্যে বিশ্বের ১৩৩টি দেশে রপ্তানি হচ্ছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ পেটেন্টেড ওষুধ উৎপাদনের জন্য ডব্লিউটিও থেকে ২০৩৩ সাল পর্যন্ত ছাড় পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তিনি দ্রুত এপিআই শিল্পপার্ক বাস্তবায়নে উদ্যোক্তাদের সহায়তা কামনা করেন। এটি বাস্তবায়িত হলে ওষুধ শিল্পখাতে আমদানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বলে তিনি জানান।
উল্লেখ্য, বর্তমানে দেশের ওষুধ শিল্পখাতে প্রায় ৯ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন হচ্ছে। এ উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৭ ভাগ মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এপিআই শিল্পপার্ক স্থাপন করা হলে ওষুধ শিল্পের কাঁচামালের দেশীয় চাহিদার শতকরা ৭০ ভাগ যোগান দেয়া সম্ভব হবে।
বৈঠকে ওষুধ শিল্প উদ্যোক্তারা বরাদ্দপ্রাপ্ত প্লটের বিপরীতে মূল্য পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং সার্ভিস চার্জ কমানোর জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে শিল্পমন্ত্রী বরাদ্দকৃত প্লটের মূল্য পরিশোধের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে দশ বছর এবং বিসিক নির্ধারিত সার্ভিস চার্জ শতকরা ২০ ভাগ থেকে কমিয়ে শতকরা সাড়ে ১২ ভাগ নির্ধারণ করেন। এর ফলে পরিবেশবান্ধব এ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওষুধ শিল্প মালিক সমিতির সদস্যরা মন্ত্রীর এ সিদ্ধান্তে  সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিসিকের নব নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সফিউদ্দিনসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
#
জলিল/মোবাস্বেরা/সাহেলা/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৬২৫  ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৯৩১

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন মো. আব্দুল হাই  

ঢাকা, ৩রা  আশ্বিন (১৮ই সেপ্টেম্বর) :
রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মো. আব্দুল হাইকে নিয়োগ প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ প্রদান করা হয়।

#
সুমনা/মোবাস্বেরা/সাহেলা/রফিকুল/কামাল/২০১৬/১৫৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর : ২৯৩০     

তৌফিক সিদ্দিকীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক  

ঢাকা, ৩রা আশ্বিন (১৮ই সেপ্টেম্বর) :

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, তৌফিক সিদ্দিকীর মর্মান্তিক মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ মেধাবী শিক্ষককে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। 
উল্লেখ্য সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক তৌফিক সিদ্দিকী গতকাল দুপুরে বান্দরবানের রুমায় ঝর্ণার পানিতে গোসল করার সময় নিখোঁজ হন। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 
#
সাইফুল্লাহ/মোবাস্বেরা/সাহেলা/আলী/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা 

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon