Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০১৬

তথ্যবিবারণী ১৮.০৪.২০১৬

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ১২৯৬
       কলকাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর আলোকচিত্র প্রদর্শনী

কলকাতা, ১৮ এপ্রিল :

    কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ ও আইসিসিআর এর পরিচালক গৌতম দে।

    আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে উপহাইকমিশনার বলেন, ঐতিহাসিক এ দিনটি বাংলাদেশ উপহাইকমিশন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। তিনি আরো বলেন, ১৮ এপ্রিল ১৯৭১-এ তৎকালীন বাঙালি কর্মকর্তা ও কর্মচারীগণ অসীম সাহসিকতার সাথে কলকাতা মিশনে পতাকা উত্তোলন করেন। তাই দিনটিকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকি।

    গৌতম দে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন এসব অসাধারণ ছবি দেখে আমি অভিভূত হলাম। এক একটা ছবি মনে হয় এক একটা দলিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ভয়াবহ হত্যাকা- ঘটেছিল ছবি দেখে তা বুঝা যায়।

    আলোকচিত্র প্রদর্শনীতে ১৮৪টি ছবি প্রদর্শিত হয়েছে। দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চলবে।

    উল্লেখ্য, স¦াধীন বাংলাদেশের পতাকা দেশের বাইরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতা মিশনে প্রথম উত্তোলিত হয়েছিল। তাই এ দিনটি উপলক্ষে বাংলাদেশ উপহাইকমিশন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

#
ইকবাল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১২৯৫
         সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয়েই উপকৃত হবে
                                                                                ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ বৈশাখ (১৮ এপ্রিল) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয়েই উপকৃত হবে। ভূরাজনৈতিক অবস্থা বিবেচনা করে পরষ্পরের অভিজ্ঞতা বিনিময় করে দু’দেশ তাদের অর্থনৈতিক অবস্থা আরো মজবুত করতে পারে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকার একটি হোটেলে ভারতের সাথে যৌথভাবে এলপিজি স্থাপন নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। এ সময় এলএনজি টার্মিনাল স্থাপন, প্রাকৃতিক গ্যাস আমদানি, পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি, সাগরে তেল-গ্যাস অনুসন্ধান, প্রশিক্ষণ, ভূতাত্তি¦ক জরিপ ইত্যাদি বিষয় আলোচনা হয়।

    সমঝোতা স্মারকে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের পক্ষে এর চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর চেয়ারম্যান বি আশোক সাক্ষর করেন।

    পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। এ সময় ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলাদেশ সবসময়ই ভারতের ভালো বন্ধু। দু’দেশের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে এখন ভালো। ভারতের প্রতিমন্ত্রী বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রীর আমন্ত্রণে এদেশে আসতে পেরে খুবই আনন্দিত এবং বাংলাদেশের আতিথিয়েতায় মুগ্ধ হয়েছেন বলে জানান।
   
    এ সময় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।

#
আসলাম/আফরাজ/মাহমুদ/আব্বাস/২০১৬/১৯৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ১২৯৪
সংসদে উইমেন্স কর্নার স্থাপন সংক্রান্ত কমিটির বৈঠক
 
ঢাকা, (৫ বৈশাখ) ১৮ এপ্রিল :

জাতীয় সংসদ লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, এডভোকেট নাভানা আক্তার ও ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপন সম্পর্কিত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত করা হয় এবং কর্নারের জন্য স্থান নির্ধারণ করা হয়।

উইমেন্স কর্নারে বিভিন্ন মহিয়সী নারীদের অবদান সংরক্ষণ ও প্রদর্শন, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরাঙ্গনা নারীদের তথ্য সংরক্ষণসহ মুক্তিযুদ্ধে নারীর অবদান ও আলোকচিত্র সংবলিত বই সংরক্ষণের সুপারিশ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত যতগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেগুলোর ছবিসহ অ্যালবাম সংরক্ষণ ও প্রদর্শন করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উইমেন্স কর্নারের জন্য আলাদা ওয়েবসাইটসহ জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবপেইজের সাথে এর লিংক রাখার সুপারিশ করা হয়।

জাতীয় সংসদের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

ইনামুল/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৯৩

গণপরিবহণে পোড়া মবিলের ব্যবহার বন্ধ করা হবে
                             -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ বৈশাখ (১৮ এপ্রিল) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, কিছু অসৎ ব্যবসায়ী পোড়া মবিল রিফাইন করে গণপরিবহণে ব্যবহার করছে। এসব মবিল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের আয়ুষ্কাল কমে গিয়ে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। পোড়া মবিলের ব্যবহার বন্ধ করা হবে। এছাড়া আমদানিকৃত গাড়ির টায়ার সঠিক মানদন্ডের কিনা তা বিএসটিআইয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে। এসব ব্যাপারে কোন অনিয়ম বরদাশ্ত করা হবে না।
আজ ঢাকায় পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সড়ক ও মহাসড়ক রক্ষার্থে এক পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিআরটিএ’র নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কিছু কিছু ট্রাক ও কাভার্ডভ্যানের আকার ও আকৃতি পরিবর্তন করছে। এগুলো সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরণের যানবাহনে অতিরিক্ত পণ্যসামগ্রী পরিবহণে মহাসড়কের পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুপারিশমালা প্রণয়নে ২৪ মার্চ, ২০১৬ তারিখে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আাগমী ১১ মে সড়ক পরিবহণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এক কর্মশালার আয়োজন করবে। এ কর্মশালার সুপারিশমালা শীঘ্রই সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে প্রতিবেদন আকারে পেশ করা হবে।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুল হক ট্রাক, কাভার্ডভ্যান এবং বাংলাদেশে মালবাহী গাড়ির আকার পরিবর্তন করায় সংঘটিত দুর্ঘটনার কথা তুলে ধরেন। এসময় তিনি জনবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
#
আহসান/আফরাজ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ১২৯২
উন্নয়নমূলক সংবাদ পরিবেশনের ওপর জোর দিতে হবে
                              ----- প্রধান তথ্য অফিসার
রাজশাহী, (৫ বৈশাখ) ১৮ এপ্রিল :

    প্রধান তথ্য অফিসার  এ কে এম শামীম চৌধুরী বলেছেন,  সাংবাদিকতায় পেশাদারিত্বের পরিচয় দিতে হবে এবং সাংবাদিক হিসেবে যোগ্যতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আমরা নেতিবাচক সংবাদের প্রতি বেশি আকৃষ্ট হই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশনের ওপর জোর দিতে হবে।
    প্রধান তথ্য অফিসার আজ রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    প্রধান তথ্য অফিসার বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, একে শক্তিশালী করতে পারলে গণতান্ত্রিক চর্চা ও  সামাজিক মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটবে। তিনি সাংবাদিকদের বিভাগীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, সময়ের চাহিদার প্রেক্ষিতে নিজেদেরকে পরিবর্তন করে সংবাদ পরিবেশনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।
    মতবিনিময়কালে স্থানীয় কমিউনিটি রেড়িও, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণ প্রধান তথ্য অফিসারের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন। সাংবাদিকগণ বিভিন্ন সমস্যার কথা জানালে তিনি তা সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন।
    আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ মুনীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) সুশান্ত চন্দ্র রায়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ  উপস্থিত ছিলেন।  
#
নাফেয়ালা/আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৯১

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
                                                                              

ঢাকা, (৫ বৈশাখ) ১৮ এপ্রিল :

দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত’র সভাপতিত্বে কমিটির সদস্য আইন মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, মো. শামসুল হক টুকু  ও এড. মো. জিয়াউল হক মৃধা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠকে Speaker and Deputy Speaker (Remuneration and Privileges) (Amendment) Bill, 2016; Members of Parliament (Remuneration and Allowances) (Amendment) Bill, 2016; Civil Courts (Amendment) Bill, 2016; Court Fees (Amendment) Bill, 2016 এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৫ এর উপর বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হালিম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২৯০

আগামীকাল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

ঢাকা, ৫ বৈশাখ (১৮ এপ্রিল) :
    আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফতে পাওয়া যাবে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।
    উল্লেখ্য, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আগে আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা/থানাভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।
#
রবীন্দ্রনাথ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৬৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৮৮ 

বৃহন্নলা’র পরিবর্তে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ শ্রেষ্ঠ চলচ্চিত্রে ভূষিত 

ঢাকা, ৫ বৈশাখ (১৮ এপ্রিল) :

    তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ এর তিনটি ক্ষেত্রে ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের অনুকূলে ঘোষিত তিনটি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র-বৃহন্নলা, শ্রেষ্ঠ কাহিনিকার-মুরাদ পারভেজ, বৃহন্নলা ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা-মুরাদ পারভেজ, বৃহন্নলা বাতিল করে উক্ত তিনটি ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র-নেকাব্বরের মহাপ্রয়াণ, প্রযোজক মাসুদ পথিক; শ্রেষ্ঠ কাহিনিকার-আখতারুজ্জামান ইলিয়াস, মেঘমল্লার; শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা-জাহিদুর রহিম অঞ্জন, মেঘমল্লার নাম ঘোষণা করে।  
#

মোবাস্বেরা/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৮৭
                  শিক্ষার্থীদের মেধাবিকাশে মানসম্মত শিক্ষা গ্রহণে স্পিকারের গুরুত্বারোপ
                                                                              

ঢাকা, (৫ বৈশাখ) ১৮ এপ্রিল:
         জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শক্তি তার অবকাঠামো কিংবা বহিরাবরণ নয়, মূল শক্তি ছাত্রছাত্রীদের মেধার বিকাশ সাধন, জ্ঞানার্জন ও মানসম্মত শিক্ষা গ্রহণ।  
       তিনি গতকাল পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের কে,জে ইসলাম বালিকা স্কুল ও কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৬ এ  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
স্পিকার বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার উন্নয়নে সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, বৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ফলে শিক্ষাসহ সমাজের সকল ক্ষেত্রে বিশেষ করে দেশকে মধ্যম আয়ের দেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরা সমানভাবে অবদান রাখছে। তিনি নারীদের অর্জিত সফলতা অক্ষুণœ রেখে সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের একসাথে কাজ করার আহ্বান জানান।
        স্পিকার বলেন, আমাদের মেয়েরা হিমালয় জয় করেছে। তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কারণ তাদের মেধা আছে। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা হলে জ্ঞানার্জনের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত করতে পারবে। ফলে তাদের সহযোগিতার দ্বার খুলে যাবে। তিনি বাল্যবিবাহ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নারীদের জন্য বিশেষায়িত শিক্ষা নিশ্চিত করতে হবে।  
      বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী জওয়াহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ মোতাহেরুল হক বাবলু, সাধারণ সম্পাদক এড. মিঞা মো. তাজিমুল ইসলাম শামীম বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্পিকার ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
       স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলার লালদিঘীতে সুইড বাংলাদেশ কর্তৃক নির্মিত ফতেপুর অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ফলক উন্মোচন করেন এবং প্রতিবন্ধীদের কল্যাণে যাতে প্রতিষ্ঠানটি কাজ করে সে লক্ষ্যে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এসময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রংপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়াদাত হোসেন বকুল, প্রমুখ উপস্থিত ছিলেন।    
#

হুদা/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/মিজান/আলী/কামাল/২০১৬/১৫৫০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৮৬
বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী  

ঢাকা, ৫ বৈশাখ (১৮ এপ্রিল) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এ সংগঠনের সকল নেতাকর্মী ও কৃষক সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
    দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।   
    আজ আমি স্মরণ করছি ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের সারসহ কৃষি উপকরণ বিতরণে অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিহত ১৮ জন কৃষক এবং ২০০৬ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে হত্যার শিকার ২৪ জন কৃষক ও কৃষক পরিবারের সদস্যদের।
    বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার। আমরা ১৯৯৬-২০০১ মেয়াদে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। পরবর্তীকালে বিএনপি-জামাত জোট সরকার বাংলাদেশকে আবারও খাদ্য ঘাটতির দেশে পরিণত করে।   
    গত ৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের কৃষক ও কৃষিখাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আমরা কৃষককে ভরতুকি মূল্যে সার, বীজ, যন্ত্রপাতি দিয়েছি। সেচ মওসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। স্বল্পসুদে ও সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করা হচ্ছে। কৃষি ঋণের পরিমাণ বহুগুণে বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ সরকার ১৯৯৮ সাল থেকে কৃষি ব্যাংকের মাধ্যমে বর্গাচাষিদের স্বল্পসুদে বিনা জামানতে কৃষি ঋণ প্রদান করে যাচ্ছে। আমরা কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি বহুমুখীকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করেছি। পাটের জীবনরহস্য উন্মোচন এবং জলবায়ু পরিবর্তনে সহনশীল ফসলের জাত, প্রযুক্তি ও কৌশল উদ্ভাবনের ফলে দেশের কৃষি নতুন মাত্রা পেয়েছে। দেশে প্রথমবারের মতো ২ কোটি ৫ লক্ষ ৭৫ হাজার ৩ শত ৯৭ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের জন্য ১০ টাকার ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করা হয়েছে। ৪১ লক্ষ ১৩ হাজার ২ শত বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তাগণ প্রতিমাসে ৪ শত টাকা হারে ভাতা পাচ্ছেন। টিআর, কাবিখা, আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ কৃষক ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।  
           চলমান পাতা/২    
    -০২-

    বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। আমরা এখন বিদেশে চাল রপ্তানি করছি। বিএনপি-জামাত জোট আমলে ১৯৯৪-১৯৯৫ অর্থবছরে খাদ্য উৎপাদন ছিল ১ কোটি ৮০ লক্ষ ৭৯ হাজার মেট্রিক টন। আওয়ামী লীগ আমলে ২০০০-২০০১ অর্থবছরে খাদ্য উৎপাদন ছিল ২ কোটি ৬৭ লক্ষ ৫৮ হাজার মেট্রিক টন। ২০১৪-২০১৫ অর্থবছরে খাদ্য উৎপাদন ৩ কোটি ৮৪ লক্ষ ১৯ হাজার মেট্রিক টন। ২০১৫ সালে দেশে ৩৬ দশমিক ৮৪ লক্ষ মেট্রিক টন মাছ, ৫৮ দশমিক ৬০ লক্ষ মেট্রিক টন মাংস, ৬৯ দশমিক ৭০ লক্ষ মেট্রিক টন দুধ এবং ১০৯৯ দশমিক ৫২ কোটি ডিম উৎপাদিত হয়েছে। দেশের কৃষিখাতে এ সকল সফলতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ কৃষক লীগের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি কৃষক লীগ ১৯৮৫ সাল থেকে দেশব্যাপী পহেলা আষাঢ় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।
    আমি আশা করি, কৃষক লীগের নেতা-কর্মীগণ কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আরো বেশি আত্মনিয়োগ করবেন। জাতির পিতার ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।
    আমি বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।        
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১৩০০ ঘণ্টা      
        

Todays handout (12).doc Todays handout (12).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon