Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০১৯

তথ্যবিবরণী 8/8/2019

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৯৬৯

 

অর্থমন্ত্রীর সাথে কোকাকোলা প্রেসিডেন্টের সাক্ষাৎ

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে কোকাকোলার প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার Brian Smith সাক্ষাৎ করেন।

 

          সাক্ষাৎকালে Brian Smith বাংলাদেশে আগামী পাঁচ বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার প্রস্তাব করেন। পাশাপাশি তিনি বর্তমান কর ব্যবস্থায় বিদ্যমান সম্পূরক কর ও মূল্য সংযোজন কর হ্রাস করা যায় কি না সেই বিষয় বিবেচনা করার বিষয়টি আলোচনা করেন। মন্ত্রী কোকাকোলাকে আরো অধিক বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পুঁজিবাজারে নিবন্ধনের জন্য পরামর্শ প্রদান করেন। তিনি অধিক বিনিয়োগ সম্পৃক্তকরণের মাধ্যমে কোকাকোলার সম্পূরক কর হ্রাস করার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। কোকাকোলার ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন।

 

          মন্ত্রী বলেন,  দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ রয়েছে বাংলাদেশে। তাই কোকাকোলার উচিত বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করা এবং এ দেশের তরুণ ও বর্ধমান জনসংখ্যার সুযোগ নেওয়া। বর্তমানে বাংলাদেশে ‘ডেমোগ্রাফিক ডেভিডেন্ট’ সুযোগ বিদ্যমান। আগামী ২০৩০ সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে। চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে বাংলাদেশ কৌশলগত ভৌগোলিক অবস্থানে রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে আঞ্চলিক যোগাযোগ, বিদেশি বিনিয়োগ এবং গ্লোবাল আউটসোর্সিংয়ের একটি কেন্দ্রে পরিণত করেছে। সুতরাং কৌশলগত কারণেই বাংলাদেশকে এড়িয়ে বিশ্বের সার্বিক অগ্রগতি সম্ভব নয়।

 

#

 

তৌহিদুল/মাহমুদ/রাহাত/রফিকুল/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৯৬৮

 

ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে

                      --- নৌপ্রতিমন্ত্রী

 

বিরল (দিনাজপুর), ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, খেলাধুলা সুস্থ্য ও সুন্দর জাতি গঠনের মোক্ষম হাতিয়ার। এক সময় দেশে বছরব্যাপী খেলাধুলা হতো। আওয়ামী লীগ সরকারের সময় অন্যান্য ক্ষেত্রের ন্যায় ক্রীড়াক্ষেত্রেও অনেক উন্নতি হয়েছে। সারাদেশে বিভিন্ন ধরনের খেলাধুলা চলমান রয়েছে।

          প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলাস্থ বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

          বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু এবং বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ।

          এবছর বিরল উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সুখদেবপুর প্রাথমিক বিদ্যালয়।

          এর আগে প্রতিমন্ত্রী একই স্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বিরল উপজেলার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

#

 

জাহাঙ্গীর/মাহমুদ/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :   ২৯৬৭

 

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে আরো বেশি ভূমিকা রাখতে হবে

 

চট্টগ্রাম, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘জীবন হচ্ছে বাইসাইকেল চালানোর মতো। সাইকেল চালাতে যেমন ভারসাম্য রাখতে হয়, জীবনে সফল হতে হলেও তেমনি সবকিছুতে ভারসাম্য থাকা চাই। চলার পথে জীবনকে যুদ্ধক্ষেত্র মনে করতে হবে। নিজের স্বপ্ন ঠিক করে তা বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। সফলতা একদিন ধরা দেবেই।’

 

আজ চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত ম্যাথ এন্ড সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান বাংলাদেশের গর্ব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে অবিশ্বাস্য কাজ করছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। যারা এ শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছে তারা ভাগ্যবান। সবাই একদিন স্বপ্নের চেয়েও বড় হবে এবং নারীর ক্ষমতায়নে আরো বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, শেভরনের পরিচালক-কর্পোরেট অ্যাফেয়ার্স ইসমাইল চৌধুরী,  বুয়েটের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ, এইউডব্লিও’র রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড, প্রফেসর এ কে এম মুনিরুজ্জামান মোল্লা প্রমুখ।

 

ড. হাছান মাহ্মুদ বলেন, ‘বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও এখন অনেক সন্তান বাবা-মাকে অবহেলা করে। তাদের সেবা করে না। নির্যাতন করে। ফলে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এসব বন্ধ করতে হবে। তবেই শান্তি ফিরে আসবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে সংসদে আইন পাস করেছে। আইনের বাস্তবায়নও আমরা করবো।’

 

মন্ত্রী এ সময় প্রসঙ্গক্রমে বলেন, ‘সরকারের পক্ষ থেকে নবম ওয়েজ বোর্ড প্রজ্ঞাপন জারি করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। মন্ত্রীসভা কমিটি চূড়ান্ত করে সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেবিনেটে পাঠানোর জন্য আমরা সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলেছি। সেই পর্যায়ে আদালত থেকে স্থিতাবস্থার একটি রায় এসেছে। সংবাদপত্র মালিকদের পক্ষ থেকে আদালতে গেছে। সংবাদপত্র মালিকদের যে মামলা সেটাতে সরকার এবং ওয়েজবোর্ডকে বিবাদী করা হয়েছে। যেহেতু তারা আদালতে গেছে, আদালতে আমরা এটি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আমাদের বক্তব্য অবশ্যই উপস্থাপন করবো। যাতে করে এটি বাস্তবায়ন করা সম্ভবপর হয়। আদালত স্থিতাবস্থা ও যেসব ব্যাখ্যা চেয়েছে সেগুলো আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।’

 

ডেঙ্গুর কারণে সারাদেশে উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি হয়েছে এমতাবস্থায় ডেঙ্গু নিয়ে সরকারের মন্ত্রীদের প্রতীকী কর্মসূচি নিয়ে কেউ কেউ নানা সমালোচনা ও প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন ‘কিছু লোক আছে যারা কোনো কাজ করেন না, অন্য কেউ কাজ করলে সমালোচনা করে। বিএনপি’রও একই দশা হয়েছে। এখন কি দেশের মানুষ নির্বাচন দাবির দিশায় আছে!' প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।

#

 

আকরাম/মাহমুদ/ফারহানা/মোশারফ/সেলিম/২০১৯/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ২৯৬৬

 

সমুদ্রবন্দরসমূহের জন্য তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

 

          ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায়, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

          মৌসুমী নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খ- ও তৎসংলগ্ন এলাকায় স্থল মৌসুমী নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স  কো-অর্ডিনেশন সেন্টারের দুপুর ২টার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

 

          আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিঃ মিঃ বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি-সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ- হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

          এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি-সহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

          প্রতিবেদন অনুযায়ী আজ ৮ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

          এদিকে, গঙ্গা-পদ্মা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের ৫৭ স্থানে নদীর পানি হ্রাস পেয়েছে। বৃদ্ধি পেয়ে ৩৪ স্থানে। সকল নদ-নদীর পানি বিপদসীমার নীচে  নেমে এসেছে।

         

          সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৮ হাজার ৬৫০ মে. টন চাল, ৪ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা, ১ লাখ ১৮ হাজার কার্টুন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৭০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৪১ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে

#

 

কাদের/মাহমুদ/রাহাত/রফিকুল/সেলিম/২০১৯/২১১৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৯৬৫

 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সবচেয়ে জরুরি

                                      --- স্বাস্থ্যমন্ত্রী

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

          স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বাসা-বাড়ি ও স্কুল-কলেজে জমে থাকা স্বচ্ছ পানি প্রতি ৩ দিনে ১ বার পরিবর্তন করার আহ্বান জানিয়ে বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতা এখন সবচেয়ে জরুরি।

আজ রাজধানীর বাড্ডায় যুগান্তর বোর্ড রুমে দৈনিক যুগান্তর পত্রিকা আয়োজিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সচেতনতায় করণীয় শীর্ষক গোলটেবিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএসএমএমইউ-এর মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আব্দুল্লাহ, বিএসএমএমইউ-এর প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর চৌধুরী, কীটনাশক বিশেষজ্ঞ এ কে আজাদ এবং আইসিডিডিআরবি এর প্রাক্তন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন প্রমুখ।

          আলোচনা সভায় বক্তারা এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় উপায়সমূহ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় জানাতে প্রচারণা বৃদ্ধির পরামর্শ দেন। ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণেরও কথা জানান বক্তারা।

#

মাইদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা

  

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৯৬৪

 

সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব

                                 --- মোস্তাফা জব্বার

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আতঙ্কিত না হয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে পুরো দেশবাসীর সাথে একাত্ম হয়ে কাজ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু সমস্যা কেবল বাংলাদেশের সমস্যাই নয়, এটি একটি বৈশ্বিক দুর্যোগ।

          মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পারভিন আক্তার এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তৃতা করেন।

          মন্ত্রী অনুষ্ঠানে ডেঙ্গু সম্পর্কে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এডিস মশার জন্মস্থল সম্পর্কে সচেতন থাকতে হবে। সেটা নিজের আঙ্গিনা বা ঘরের অভ্যন্তরে হওয়ায় অনেক ক্ষেত্রেই তা নগর পরিচ্ছন্ন কর্মীর নাগালের বাইরে থাকে। নিজেদের উদ্যোগে নিজেদের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরির জন্য কাজ করতে হবে, অন্যদেরও সচেতন করতে হবে। নিজ উদ্যোগে নিজ নিজ অফিস পরিচ্ছন্ন রাখতে হবে।

          পরে মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশিত ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক তথ্য সংবলিত লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

#

 

শেফায়েত/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ২৯৬৩

 

ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও অভিযান অব্যাহত থাকবে

                                     -- স্থানীয় সরকার মন্ত্রী

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

 সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্ট করা, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ রাজধানীর বেইলী রোড এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন-সহ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

          প্রতিবেশী দেশ ভারতের কলকাতার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তারা এখন সারা বছর ধরে এডিস মশার উৎসস্থল ধ্বংস করে ও সচেতনতামূলক কার্যক্রম চালায়। আমাদেরও বছরব্যাপী কাজ করতে হবে যাতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকে।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের উপস্থিতিতে নির্মাণাধীন রূপায়ন স্বপ্ন নিলয় টাওয়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

#

 

হাসান/মাহমুদ/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৯৬২

 

বাংলাদেশ ট্রেড পোর্টাল বিশ্ববাণিজ্যের অগ্রযাত্রায় সহায়ক হবে

                                                        -- বাণিজ্যমন্ত্রী

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ট্রেড পোর্টাল বিশ্ববাণিজ্যের অগ্রযাত্রায় সহায়ক হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে সংশ্লিষ্ট তথ্য জানা একান্ত প্রয়োজন। ট্রেড পোর্টালে দেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের বাণিজ্য সংক্রান্ত হালনাগাদ তথ্য থাকলে ব্যবসায়ীগণ উপকৃত হবেন।

 

মন্ত্রী আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ট্রেড পোর্টাল তথ্য সমৃদ্ধ করার জন্য সরকারের বাণিজ্য সংশ্লিষ্ট ৩৯টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের সঙ্গে বাণিজ্য  মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলামের সাথে ৩৯টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিগণ এতে স্বাক্ষর করেন।

 

মন্ত্রী বলেন, তথ্য সমৃদ্ধ বাংলাদেশ ট্রেড পোর্টাল দেশি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সহায়ক হবে। অবাধ বাণিজ্যের যুগে সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। বাংলাদেশ ট্রেড পোর্টালে বিশ্ববাণিজ্য দেখা যাবে, বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানা যাবে। ব্যবসা সহায়ক এ ট্রেড পোর্টাল দেশের বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা করলো।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের  বিআরসিপি-১ এর টাস্ক টিম লিডার এরিক নোরাপ।

 

এরপর বাণিজ্যমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল ট্রেড এন্ড ট্রান্সপোর্ট ফেসিলিটেশন কমিটির তৃতীয় সভায় সভাপতিত্ব করেন।

 

#

 

বকসী/মাহমুদ/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৯৬১

 

সকলের জন্য নির্দেশনা

নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও দ্রুত বর্জ্য অপসারণ

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

                            

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক ও মহাসড়কে পশুর হাট না বসানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। বাড়ির আঙ্গিনায় কোরবানির পর নিজ দায়িত্বে বর্জ্য অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আঙ্গিনায় পশু কোরবানি করা হলে আয়োজকদের স্ব-উদ্যোগে বর্জ্য অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। সারা দেশে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই নিশ্চিত করার জন্য সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। কোনোক্রমেই উন্মুক্ত স্থানে কিংবা সড়কে কোরবানি  দেওয়া যাবে না।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের নির্দেশনার আলোকে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত দুটি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।              

 

          সভায় জানানো হয়, কোরবানির প্রতিটি পশুর হাটে সংশ্লিষ্ট এলাকার নির্ধারিত  কোরবানির স্থান ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লেতে জনগণকে জানানোর ব্যবস্থা করা হবে।  কোরবানির জন্য নির্ধারিত স্থানসমূহ স্বাস্থ্যসম্মত রাখার পাশাপাশি বর্ষাকাল বিবেচনায় সামিয়ানা/ ত্রিপল টাঙানো হবে। জবাইকৃত পশুর রক্ত অপসারণের জন্য ড্রেনেজ ও প্রয়োজনীয় বসার ব্যবস্থা গ্রহণ করা হবে। পশু জবাই কাজে স্থানীয় যুব সংগঠন, সমবায় সংগঠনকে সম্পৃক্ত করা যেতে পারে।

 

          প্রতিটি হাটে ভেটেরিনারি সার্জনের সমন্বয়ে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিম ক্ষতিকর স্টেরয়েড প্রয়োগকৃত পশু ও অসুস্থ পশু সনাক্ত করবে এবং এ ধরণের পশু যাতে পশুর হাটে প্রদর্শন বা বিক্রি না হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া মসজিদের ইমামগণকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

          স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোরবানির পশুর হাট ও কোরবানির পশু জবাই কার্যক্রমের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর হাটে জাল নোট সনাক্তকরণের জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

 

#

 

হাসান/মাহমুদ/রাহাত/রফিকুল/সেলিম/২০১৯/১৯১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৯৬০

 

ডেঙ্গু মোকাবিলায় কীটনাশক আমদানি উন্মুক্ত

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

           দেশের চলমান ডেঙ্গু রোগ পরিস্থিতি পর্যালোচনা এবং এ রোগের রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এবং কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের সাথে গতকাল (৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মজিফুল ইসলাম। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

          সভায় বাণিজ্য সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিধক/কীটনাশক আমদানি উন্মুক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বা ঔষধ প্রশাসন অধিফতরের অনাপত্তিক্রমে আমদানিকারকগণ ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য যদি কোনো ডেঙ্গু প্রতিরোধক ঔষধ, ওডোমস/রিপেলেন্ট বা এডিস মশা নিধনকারী কীটনাশক আমদানি করতে চায়, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তা সরাসরি আমদানির অনুমতি প্রদান করবে।

          সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়, ডেঙ্গুজরের প্রতিষেধক হিসেবে দেশে পর্যাপ্ত পরিমাণে প্যারাসিটামল ও আইভি ফ্লুইড মজুত রয়েছে। প্রয়োজনে অতি অল্প সময়ের মধ্যে এ ঔষধ প্রস্তুত করার জন্য ফ্যাক্টরিগুলোর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। কোনো ঔষধের মূল্য যাতে কৃত্রিম উপায়ে বৃদ্ধি না পায়, এ বিষয়ে দেশের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তৎপর রয়েছে।

#

বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯২০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ২৯৫৯

 

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

ডিএফপিতে পক্ষকালব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রাঙ্গণে (তথ্য ভবনে) পক্ষকালব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

 

          দেশে ও বিদেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর গৃহীত একশর বেশি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।

 

          প্রদর্শনীটি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং বাংলাদেশ সেন্সর বোর্ডের  যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।

 

#

 

ইসতাক/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৯৫৮

 

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

          স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৩৪ হাজার ৬ শত ৬৬ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ হাজার ৮ শত ৭২ জন। এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

          বর্তমানে ঢাকায় ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১ শত ৪০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬ শত ২৫ জন। দেশে বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩ শত ২৬ জন।

#

মাহমুদ/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৯৫৭

 

আগামী ৫ বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে কোকাকোলা

 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

           কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানি আগামী ৫ বছরে বাংলাদেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আগামী বছর ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এই বহুজাতিক প্রতিষ্ঠান।

          কোকাকোলা কোম্পানির ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এই পরিকল্পনার কথা জানায়। শিল্প সচিব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত সচিব পরাগ এ সময় উপস্থিত ছিলেন। কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ব্রায়ান স্মিথ (ইৎরধহ ঝসরঃয) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

          শিল্পমন্ত্রী কোকাকোলার সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। কোকাকোলা কোম্পানি বেভারেজ পানীয় কোকাকোলা ছাড়াও অন্যান্য পানীয় উৎপাদন করছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বাংলাদেশে বোতলজাত পানিসহ অন্যান্য স্বাস্থ্যসম্মত পানীয় তৈরিতে এগিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

          শিল্প সচিব বলেন, বাংলাদেশের একটি বিশাল বাজার রয়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে। নতুন নতুন পণ্যের প্রতি মানুষ অধিক আগ্রহ দেখাচ্ছে।

          ব্রায়ান স্মিথ বলেন, বাংলাদেশে কোকাকোলার বাজার অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে সরবরাহ বাড়াতে কোকাকোলার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন মাত্রার চিনিযুক্ত কোকাকোলা পানীয় উৎপাদন করা হবে।

#

মাসুম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৪৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                           &nb

Todays handout (12).docx Todays handout (12).docx