Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৬

তথ্যবিবরণী ৩ আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৬৮


সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক শোক দিবসের আলোচনাসভায় সেতুমন্ত্রী

 

ঢাকা, ৩রা ভাদ্র  (১৮ই আগস্ট):
    সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যারা নিষেধের বেড়াজালে বঙ্গবন্ধুকে আটকে রাখতে চেয়েছিল ইতিহাসের পাতা থেকে, আজ তারাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ’৭৫ এ একজন শেখ মুজিবের মৃত্যু হয়েছিল, কিন্তু জাতির পিতার মৃত্যু হয়নি, বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি মুজিবাদর্শের। তিনি বলেন, মুজিব একটি চেতনার নাম, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন থাকবে লাল-সবুজের পতাকা, যতদিন এদেশের আকাশে পাখিরা গাইবে, নদীরা বইবে- ততদিন তিনি বেঁচে থাকবেন।
    মন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওস্থ সড়ক ভবন প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোকদিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
    সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, বিগত দিনে অনেক চেষ্টা হয়েছে অবমূল্যায়নের ছোরা দিয়ে, অপপ্রচারের কলম দিয়ে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে; কিন্তু তারা সফল হয়নি। তিনি বলেন, যার যার অবস্থান থেকে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশকে সমৃদ্ধ করার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে আমাদের।
    
#
নাছের/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/২১১০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৬৩

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্জ্য অপসারণ সম্ভব
                                        -- নৌমন্ত্রী

ঢাকা, ৩রা ভাদ্র  (১৮ই আগস্ট):
    সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্জ্য অপসারণ সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্জ্য অপসারণে সরকার অনেক কাজ করেছে। ভবিষ্যতে আরো কাজ করতে হবে।
নৌপরিবহণ মন্ত্রী ও নদীর নাব্যতা রক্ষার্থে গঠিত টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্জ্য অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন।
সভায় বর্জ্য অপসারণের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (টাস্কফোর্স) নুর-উর-রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- শিল্প, পরিবেশ ও এলজিআরডি মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, জাতীয় নদী রক্ষা কমিশন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিসিক, এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি। কমিটি আগামী তিন মাসের মধ্যে টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহণ মন্ত্রীর নিকট বাস্তবধর্মী সুপারিশ পেশ করবে।
মন্ত্রী বলেন, রাজধানীর বর্জ্য অপসারণে বেশ কিছু কাজ করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। ঢাকা ওয়াসার আওতাধীন বিভিন্ন খাল উদ্ধার ও খনন করে বর্জ্য অপসারণ করা হয়েছে। মিটফোর্ড হাসপাতালের, বাবুবাজার ফলের এবং শ্যামবাজার সবজির আড়তের ময়লা নদীতে ফেলা বন্ধ করা হয়েছে।
সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পরিবেশ অধিদপ্তরের মাহাপরিচালক, স্থানীয় সরকার, ভূমি, শিল্প, গণপূর্ত, পানি সম্পদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রাজউক, জাতীয় নদীরক্ষা কমিশন, বিআইডব্লিউটিএ এবং ঢাকা উত্তর সিটি করপোরশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    টাস্কফোর্সের বিভিন্ন সভার সিদ্ধান্তের আলোকে বর্জ্য অপসারণে করণীয় বিষয়ে আজ এ সভার আয়োজন করা হয়।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ২৪৬২

শিড়্গামন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাড়্গাৎ

ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট): 

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সাড়্গাৎ করেন। 

    সাড়্গাৎকালে তাঁরা শিড়্গাসহ বিভিন্ন ড়্গেত্রে দু’টি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

    মন্ত্রী বাংলাদেশে শিড়্গার উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে শিড়্গাসহ বিভিন্ন ড়্গেত্রে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

    শিড়্গা সচিব মো. সোহরাব হোসাইন এ সময় উপসি'ত ছিলেন।

#

সাইফুলস্নাহ/আফরাজ/মাহমুদ/সেলিম/২০১৬/১৯৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ২৪৬১

ইয়াং চেঞ্জ মেকারস কোয়ালিশনের উদ্বোধন করলেন শিড়্গামন্ত্রী

ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট): 

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, শিড়্গাড়্গেত্রে পরিচালিত বিভিন্ন যুগানত্মকারী কর্মসূচি দেশের উন্নয়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী ড়্গমতায়ন, বিদ্যালয়ে শতভাগ শিশু ভর্তি, ছাত্রছাত্রী সংখ্যাগত বৈষম্য নিরসন, বাল্যবিবাহ হ্রাস প্রভৃতি অর্জন সরকারের শিড়্গাবান্ধব কর্মসূচি বাসত্মবায়নের ফলে সম্ভব হয়েছে।

    মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১২টি জাতীয় ও আনত্মর্জাতিক সংস'ার যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয়ে গঠিত ‘ইয়াং চেঞ্জ মেকারস কোয়ালিশন’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
    
    স্বেচ্ছাসেবী সংগঠন সেরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব রণজিত কুমার দাশ বক্তৃতা করেন। 

    মন্ত্রী বলেন, শিড়্গার প্রসারের পাশাপাশি শিড়্গার্থীদের নেতৃত্বের গুণাবলির বিকাশ, মানবিক ও নৈতিক মূল্যবোধ উজ্জীবিত করতে যুব সংগঠনসমূহ গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জঙ্গি তৎপরতাসহ সব ধরণের অপসংস্কৃতি ও অপশক্তির বিরম্নদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার জন্য সংগঠনসমূহের প্রতি আহ্বান জানান শিড়্গামন্ত্রী।

    ১২টি জাতীয় ও আনত্মর্জাতিক সংস'ার যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয়ে ইয়াং চেঞ্জ মেকারস কোয়ালিশন গঠন করা হয়। কোয়ালিশনের সদস্যদের মধ্যে রয়েছে পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, সেরাক বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, এসএনভি নেদারল্যান্ড, ভিএসও ইন্টারন্যাশনাল, ইয়ুথ এলায়েন্স ইন্টারন্যাশনাল, এনসিটিএফ এবং ইয়ুথ ফর চেঞ্জ।

#

সাইফুলস্নাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৬০

গাভী পালনকারীদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম সফল করতে হবে
                                                                         -- প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):
    বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে পাঁচ শতাংশ সুদে ব্যাংকঋণ বিতরণ কর্মসূচির মনিটরিং এবং আসন্ন পবিত্র ঈদুল আযহায় নিরাপদ মাংস উৎপাদনে প্রাণিসম্পদ অধিদফতরের কার্যক্রম পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তারা ব্যাংক ঋণ প্রদানে যথাযথ ব্যক্তিদের চিহ্নিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তা গ্রহণসহ তাদেরকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তারা বলেন, বেশি দুগ্ধদানকারী গাভী পালনের লক্ষ্যে প্রদত্ত স্বল্পসুদের এই ঋণ যাতে অপাত্রে না যায় তা নিশ্চিত করা না গেলে এ কর্মসূচি মূল্যহীন হয়ে পড়বে।   
    ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা। অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে সারাদেশ থেকে অধিদপ্ততরের আওতাধীন উপজেলা, জেলা ও বিভাগীয় কর্মকর্তা এবং ঋণদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দুধের ঘাটতি পূরণেই ১২টি বাণিজ্যিক ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান থেকে মাত্র পাঁচ শতাংশ সুদে গাভী পালনকারীদের মাঝে ২০০ কোটি টাকার ঋণ বিতরণ কার্যক্রম চলছে, যার সফল বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। দেশের অভ্যন্তরীণ দুধের উৎপাদন ৭২ দশমিক ৭৫ লাখ মেট্রিক টন এবং আমাদের দুধের ঘাটতি পূরণ করতে হলে এই উৎপাদন অবশ্যই দ্বিগুণ করতে হবে।    
    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাংস, মাছ, দুধ ও ডিম উৎপাদনেও আমাদের স্বয়ম্ভরতা অর্জন করতে হবে।
#

শাহ আলম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৫৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে রাশিয়া ফেডারেশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সজান্ডার ইগনাটভ (অষবীধহফবৎ ওমহধঃড়া) সাক্ষাৎ করেন।
    রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অতুলনীয় ভূমিকার জন্য রাশিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    বাংলাদেশ ও রাশিয়ার সরকার এবং নেতৃবৃন্দের সদিচ্ছার  ফলে সম্প্রতি দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হয়েছে মর্মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাশিয়ার রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। উভয়েই দু’দেশের মধ্যে বিরাজমান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারনের পক্ষে মত প্রকাশ করেন এবং দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকল্পে ব্যাংকিং সেবাসমূহ সহজতর করার বিষয়ে আলোচনা করেন।
 শাহ্রিয়ার আলম ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরকালে স্বাক্ষরিত আন্তঃসরকার চুক্তির আওতায় রূপপুর আণবিক শক্তি প্লান্টে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য রাশিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
    প্রতিমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে ঢাকায় তাঁর কর্মকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#

খালেদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর :  ২৪৫৮

বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ঔষধ পথ্য মজুত রাখার নির্দেশ স্বাস'্যমন্ত্রীর

ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):

দেশের বন্যা কবলিত এলাকায় জনগণের স্বাস'্যসেবা নিশ্চিত করতে ৬৯৬টি মেডিকেল টিম কাজ করছে। ইতোমধ্যে উপদ্রম্নত এলাকায় বিশ্ব স্বাস'্য সংস'ার সহায়তায় স্বাস'্য অধিদপ্তর থেকে খাবার স্যালাইন, কলেরা স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস'্য মন্ত্রণালয়ের সভাকড়্গে দেশের সার্বিক বন্যা পরিসি'তি এবং দুর্গত এলাকায় চিকিৎসা কার্যক্রম সংক্রানত্ম জরম্নরি বৈঠকে এ তথ্য জানানো হয়। স্বাস'্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাস'্যমন্ত্রী বন্যা উপদ্রম্নত এলাকায় রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম জোরদার করার জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দিয়ে বলেন, বন্যা পরবর্তী পরিসি'তি মোকাবিলায় সংশিস্নষ্ট অঞ্চলের চিকিৎসকদেরকে সার্বড়্গণিক তৎপর থাকতে হবে। বন্যার্তদের মাঝে দ্রম্নততার সাথে যেন পর্যাপ্ত প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম পৌঁছে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রয়োজনীয় ঔষধ ও পথ্যের পর্যাপ্ত মজুত রাখার জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দেন। 

সভায় জানানো হয়, উপদ্রম্নত এলাকায় ৩ হাজার ৩২৭ জনের বিভিন্ন রোগে আক্রানত্ম হওয়ার খবর পাওয়া গেছে। রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস'্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিসি'তির সার্বড়্গণিক পর্যবেড়্গণ ও সমন্বয় করা হচ্ছে। ইতোমধ্যে বন্যাদুর্গত ১৪ জেলার সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

 বন্যাদুর্গত এলাকায় রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় সম্পর্কে স্বাস'্য অধিদপ্তরের উদ্যোগে প্রতিদিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ তথ্য কনিকা প্রকাশ করা হচ্ছে বলে সভায় জানানো হয়। উপদ্রম্নত অঞ্চলের রোগ ও স্বাস'্যসেবা সংক্রানত্ম তথ্য নিয়মিতভাবে স্বাস'্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 

সভায় অন্যান্যের মধ্যে স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনসহ স্বাস'্য মন্ত্রণালয় ও স্বাস'্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।   

#

পরীড়্গিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৫০ ঘণ্টা 

Handout                                                                                                           Number : 2457

UNHCR Representative presents credentials to Foreign Minister

Dhaka, August 3 :  

            Country Representative of the United Nations High Commissioner for Refugees (UNHCR) Shinji Kubo presented his credentials to Foreign Minister Abul Hassan Mahmood Ali at his office in Dhaka today

            Welcoming the new Representative to Bangladesh, the Foreign Minister thanked the UNHCR for its continued support to the Myanmar refugees residing in two camps.  He added that the Government would continue dialogue with UNHCR to ensure sustained protection and assistance for the registered Myanmar refugees, pending their return.

            The minister assured the new Country Representative of the Government’s continued support to UNHCR’s work in Bangladesh and wishes him all success in his new assignment.

#

Khaleda/Afraz/Mahmud/Sanjib/Joynul /2016/1905hours

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৫৬

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি সুষ্ঠুভাবে আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা


ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যুব ও ক্রীড়া সচিব কাজী আখতারউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, চাইনিজ তাইপে, হংকং, ওমান, চীন ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করবে।
সভায় টুর্নামেন্টটি সফল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিভাগ ও দপ্তরসমূহের সহযোগিতা কামনা করা হয়।
সভায় দেশি-বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের ঢাকায় অবস্থানকালীন সার্বিক নিরাপত্তা ও খেলার মাঠে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা এবং ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রবেশমুখে দুই পাশের ১০০ গজ পরিসরে যানবাহন, ফুটপাতের দোকান ও বাসস্ট্যান্ড অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়।
#


শফিকুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর :  ২৪৫৫

১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):

জাতীয় শোক দিবস উপলড়্গে আগামী ১৫ আগস্ট সারাদেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যনত্ম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ঐ সময় রোগীরা রক্ত পরীড়্গা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীড়্গাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকড়্গে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলড়্গে কর্মসূচি গ্রহণ বিষয়ে এক সভায় এই সিদ্ধানত্ম গ্রহণ করা হয়। 

ঐদিন সকাল ৭টায় স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করা হবে। এছাড়াও সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সেদিন মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধানত্ম গৃহীত হয়েছে। শোক দিবসের দিন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করবেন।

#

পরীড়্গিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা 


 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৪৫৪ 

ট্যানারি শিল্প সাভারে স'ানানত্মরে সরকার বদ্ধপরিকর 
                               -- নৌপরিবহণমন্ত্রী

সাভার (ঢাকা), ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):

    হাজারীবাগের ট্যানারি শিল্প কারখানা সাভারে স'ানানত্মরে সরকার বদ্ধপরিকর। এড়্গেত্রে  কোনো ধরনের ছাড়  দেয়া হবে না। নৌপরিবহণমন্ত্রী এবং নদীর নাব্যতা, দখল ও দূষণরোধে গঠিত টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান আজ সাভারে ট্যানারি শিল্পনগরী পরিদর্শনকালে এ কথা বলেন।

    সাভারে ট্যানারি শিল্প কারখানা চালু করতে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট পস্নান্ট (সিইটিপি) এর নির্মাণ কাজ দ্রম্নত সম্পন্ন করতে মন্ত্রী সংশিস্নষ্টদের নির্দেশ দেন। তিনি ট্যানারি শিল্প কারখানার মালিকদের আনত্মরিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এড়্গেত্রে সবধরনের সহযোগিতা করা হবে। 
    টাস্কফোর্সের সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরম্নল ইসলাম, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, জাতীয় নদী রড়্গা কমিশনের চেয়ারম্যান  মো. আতাহারম্নল ইসলাম, শিল্প সচিব মো. মোশাররফ  হোসেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম ম-ল, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের  চেয়ারম্যান মো. শাহীন আহমেদ এবং বাংলাদেশ ফিনিশড  লেদার,  লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের  চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন এসময় উপসি'ত ছিলেন।

    সাভারে প্রায় ২শ’ একর জমির ওপর ট্যানারি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এখানে ২০৫টি পস্নট রয়েছে। এগুলোর মধ্যে শিল্প ইউনিট পস্নট ১৫৫টি। সিইটিপি’র জন্য ১৭ একর জায়গা রয়েছে। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৮ কোটি টাকা। এর মধ্যে ট্যানারি হসত্মানত্মর ব্যয় ২৫০ কোটি, সিইটিপি নির্মাণের জন্য ৬৩৮ কোটি এবং অন্যান্য ব্যয় ১৯০ কোটি টাকা।
     
    
#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৪৫৩

সন্ত্রাসের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে তৈরিপোশাক ক্রেতারা খুশি
                                                    -- বাণিজ্যমন্ত্রী


ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপে তৈরিপোশাক ক্রেতারা প্রশংসা করেছে। বাংলাদেশের মানুষ নিজ নিজ অবস্থানে থেকে যে ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তাতে বিদেশিরা খুশি।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত খবড়হর ঈঁবষবহধবৎব-এর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।
    বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তায় সরকার গৃহীত পদক্ষেপ সন্তোষ প্রকাশ করেছে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। মন্ত্রী বলেন, নেদারল্যান্ড বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশ এখন প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে নেদারল্যান্ডে, দিন দিন এ রপ্তানি বাড়ছে। নেদারল্যান্ড বাংলাদেশের তৈরিপোশাক খাতকে আরো আধুনিক ও টেকসই করে গড়ে তোলার জন্য সহযোগিতার প্রস্তাব দিয়েছে। এ জন্য আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় ‘সাসটেইনেবল সোর্সিং ইন দ্য গার্মেন্টস সেক্টর’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবে।  
    মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান কঠোর। দেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে এখন অনেক বেশি সচেতন। দেশের সর্বস্তরের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে যাতে আর কোনো সন্ত্রাসী কার্যকলাপ না ঘটে, সেজন্য সরকার দেশবাসীকে সাথে নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
    নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বিদেশিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা প্রশংসনীয়। নেদারল্যান্ড বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র দেখতে চায়। বাংলাদেশে নেদারল্যান্ড বাণিজ্য বাড়াতে আগ্রহী। এ জন্য আগামী সেপ্টেম্বরে ঢাকায় ‘সাসটেইনেবল সোর্সিং ইন দ্য গার্মেন্টস সেক্টর’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করছে নেদারল্যান্ড। বাংলাদেশের তৈরিপোশাক শিল্পকে আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে নেদারল্যান্ড সরকার প্রয়োজনীয় সবধরণের সহযোগিতা প্রদান করবে। অল্প সময়ের মধ্যে নেদারল্যান্ডের ফরেন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।
    তোফায়েল আহমেদ বলেন, সরকার বাণিজ্য ও উন্নয়ন কর্মকা-ে নিয়োজিত বিদেশিসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্রাসেলস-এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
#

লতিফ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                    নম্বর :  ২৪৫২

জঙ্গিবাদবিরোধী অনুষ্ঠান বেতারে সরাসরি সম্প্রচার ৫ আগস্ট

ঢাকা, ১৯শে শ্রাবণ (৩রা আগস্ট):

    জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় অনুষ্ঠান ৫ আগস্ট সকাল ১০টায় খুলনায়  হোটেল সিটি ইন- এ অনুষ্ঠিত হবে। 
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপসি'ত থাকবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন।
    অনুষ্ঠানটি বাংলাদেশ  বেতার ঢাকা  কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে, এফএম ১০৩.২  মেগাহার্জে, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ  বেতারের িি.িনবঃধৎ.মড়া.নফ ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ  বেতারের আঞ্চলিক  কেন্দ্রসমূহ অনুষ্ঠানটি একযোগে রিলে করবে। এছাড়া বাংলাদেশ  বেতার খুলনা  কেন্দ্র ওবি ভ্যানের মাধ্যমে স'ানীয়ভাবে অনুষ্ঠানটি সম্প্রচার করবে।    
    
#

হক/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৫১

বানভাসী মানুষের পুনর্বাসন করা হবে
                           -- ত্রাণ মন্ত্রী

রৌমারী (কুড়িগ্রাম), ১৯ই শ্রাবণ (৩রা আগস্ট):  
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, কাগজে কলমে ত্রাণ বিতরণ হয় না। বানভাসী মানুষের সুখ দুঃখ সরাসরি শুনে সে মোতাবেক ত্রাণ বিতরণ ও পুনর্বাসন পরিকল্পনা করতে রৌমারী এসেছি।
    মন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত উপজেলা রৌমারীতে বানভাসী মানুষের সাথে আলোচনায় এ কথা বলেন। তিনি বলেন, প্রান্তিক মানুষের সুখ দুঃখ বুঝতে হলে শহর ছেড়ে গণমানুষের কাছে আসতে হয়। তাদের সুখ দুঃখ শুনতে হয়।
    স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, কুড়িগ্রাম  জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এবং উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী এসময় উপস্থিত ছিলেন।  
    মন্ত্রী বলেন, বন্যার পানি না নামা পর্যন্ত বন্যাদুর্গত প্রত্যেকটি মানুষকে সরকারিভাবে খাদ্য, পানীয়, ঔষধ ও অন্যান্য সামগ্রী সরকারের পক্ষ থেকে দেয়া হবে। কোন মানুষ যাতে ত্রাণ থেকে বাদ না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আহ্বান জানান। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। কোন মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় এ ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। একজন মানুষও যাতে বন্যার কারণে কষ্ট না পায় সেদিকে সতর্ক থাকতে তিনি আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন।
    তিনি আরো বলেন, নদী ভাঙনের কবলে পতিত সকল পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য মন্ত্রী জেলা প্রশাসকদের নির্দেশ দেন। ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কবল থেকে রৌমারীবাসীকে রক্ষা করতে বাঁধ নির্মাণে আশ্বাস দেন মন্ত্রী।
    তিন দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে আজ মন্ত্রীর জামালপুরে ত্রাণ বিতরণের কথা রয়েছে। এই নিয়ে তিনি মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করলেন।
#

ওমর ফারুক/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৫০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র  বৈঠক
ঢাকা, ১৯ই শ্রাবণ (৩রা আগষ্ট)
         জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
       বৈঠকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ অতিদ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত কনস্ট্রাকশনের কাজ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দ্রুত সম্পাদনের জন্য জনবল বৃদ্ধির সুপারিশ করে। তাছাড়া প্রতিটি জেলায় একজন করে নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদায়নের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বিশেষজ্ঞ পরিদর্শন টিমের প্রতিবেদন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখা এবং গোপালগঞ্জে ইডিসিএল প্রকল্পের কাজ নিষ্পন্ন করার সকল প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয় বৈঠকে ।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততায় জনগণের মধ্যে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করা হয়। তাছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ভৌত সেবা অবকাঠামোগুলোতে শতভাগ প্রসবের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

হালিম/মোবাস্বেরা/সাহেলা/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৫৪০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৪৯

শিল্পমন্ত্রীর সাথে ইতালিয় চামড়া শিল্প উদ্যোক্তাদের বৈঠক
ঢাকা লেদার কোম্পানিকে গ্রিন ট্যানারি হিসেবে চালুর প্রস্তাব


ঢাকা, ১৯

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon