Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৭

তথ্যবিবরণী ২২ মার্চ ২০১৭

Handout                                                                                                        Number : 822

UNODC Representative presents Credentials to FM

Dhaka, 22 March :  

           The Representative of United Nations Office on Drugs and Crime (UNODC) for the South Asia, Ambassador Sergey Kapinos presented his Credentials to the Foreign Minister Abul Hassan Mahmood Ali at the latter’s office today. During the meeting, Ambassador Kapinos updated the Foreign Minister about the recent activities of UNODC in this region. Minister Ali expressed deep appreciation of the Government to UNODC for its continued engagement with Bangladesh.

            In continuation of the existing cooperation, Ambassador Kapinos sought the support of the Government of Bangladesh particularly the Foreign Minister to address the priority areas in the UNODC Regional Program for the period of 2018-2021.  Minister Ali assured him of the government’s continued support to UNODC in all key areas including counter-terrorism, human trafficking and drug control.

             Ambassador Kapinos is currently visiting Bangladesh from 20-23 March 2017 and was present during the inaugural session of the Workshop today on Preventing and Countering Violent Extremism in Bangladesh. The Ministry of Foreign Affairs in partnership with the United Nations Office on Drugs and Crime (UNODC) has organized this two day Workshop on 22-23 March 2017. Md. Shahidul Haque, Foreign Secretary and Dr. Kamal Uddin Ahmed, Secretary, Public Security Division, Ministry of Home Affairs inaugurated the workshop at UNCLOS Conference Room of the Ministry. A total of 30 participants mostly from Bangladesh Government including the representatives of the civil society are taking part in the workshop. The workshop aims to identify and share the established practices and approaches in this region and beyond to preventing and countering violent extremism and would provide an opportunity amongst the participants to assess its applicability in Bangladesh.   

 #

MOFA/Mahmud/Sanjib/Joynul/2017/2045hours  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮২১
  
মিজারুল কায়েসের স¥রণে শোক সভা অনুষ্ঠিত
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মরহুম মিজারুল কায়েস স¥রণে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, সাবেক রাষ্ট্রদূতগণ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। বক্তারা মরহুম কায়েসের বর্ণাঢ্য ও দীর্ঘ কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
পরিশেষে মরহুম রাষ্ট্রদূত কায়েসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
#

লৎফর/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা 

থ্যবিবরণী                                                                                          নম্বর : ৮২০
  
নেপালের স্পিকারের সাথে বাংলাদেশের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ নেপালের স্পিকার অনসারি ঘার্তি মাগার (ঙহংধৎর এযধৎঃর গধমধৎ) এর সাথে নেপালের পার্লামেন্টে সৌজন্য সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা এ সময়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নেপাল বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া সংসদীয় প্রতিনিধি সফরের মাধ্যমে দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হবে। এতে দু’দেশের গণতন্ত্র ও জনগণ উপকৃত হবে। 
স্পিকার এ সময়ে আগামী ১-৫ এপ্রিল, ২০১৭ ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম এসেম্বলি সম্পর্কে নেপালের স্পিকারকে অবহিত করেন।
#

কালাম/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮১৯

ড্যাপ বাসত্মবায়নের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করা হবে
                                   -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :

    স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিটেইল্ড এরিয়া পস্ন্যান (ড্যাপ) বাসত্মবায়নের মাধ্যমে ঢাকাকে অধিকতর বাসযোগ্য করে গড়ে তোলা হবে। ঢাকা মহানগরীর প্রাকৃতিক জলাশয়সমূহকে যে কোন মূল্যে রড়্গা করা হবে।

    তিনি আজ স'ানীয় সরকার বিভাগের সম্মেলন কড়্গে রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গ প্রণীত ডিটেইল্ড এরিয়া পস্ন্যান (ড্যাপ) রিভিউয়ের লড়্গ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১১তম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।

    সভায় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, স'ানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উলস্না খন্দকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদসহ কমিটির অন্যান্য সদস্য।
    
    মন্ত্রী বলেন, ড্যাপ বাসত্মবায়ন হলে ঢাকার জলাবদ্ধতা দূর হবে। এর ফলে ঢাকা মহানগরী একটি সমন্বিত কাঠামোয় গড়ে উঠবে। ঢাকা মহানগরীতে ধারণড়্গমতার চেয়ে অধিক জনসংখ্যা বাস করায় অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র বাড়ি-ঘর, শিড়্গা প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। এড়্গেত্রে প্রাকৃতিক জলাধারসমূহ সংকুচিত হয়ে পড়েছে। তাই ঢাকা জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। তিনি বলেন, উত্থাপিত আপত্তিসমূহ নিষ্পত্তির মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি ড্যাপ উপহার দেয়া হবে।

    তিনি ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সরবরাহের বিষয়গুলো উলেস্নখ করে বলেন, ঢাকা মহানগরীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া শুধু ঢাকা নয়, সারাদেশে ৬৪ হাজার গ্রামে একটি করে পুকুর খনন করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
    
#

জাকির/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৮১৮

  থাইল্যান্ডের সরাসরি বিনিয়োগ চাইলেন বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ (এফডিআই) করলে লাভবান হবেন। এফডিআইকে বাংলাদেশ সরকার উৎসাহিত করছে, এক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সরকার আইন করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করেছে। উদার বিনিয়োগ নীতিতে বিনিয়োগকারীগণ শতভাগ বিনিয়োগ করতে পারবেন এবং প্রয়োজনে সম্পূর্ণ বিনিয়োগের অর্থ ফিরিয়ে নিতে পারবেন। থাইল্যান্ডের বিনিয়োগকারীরা চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোন থেকে থাইল্যান্ডকে এক বা একাধিক জোন বরাদ্দ দেওয়া হবে।
তিনি আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস এবং থাইল্যান্ড সরকারের ডিপার্টমেন্ট অভ্ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশনের যৌথ উদ্যোগে আয়োজিত থাই পণ্যের ১৫তম প্রদর্শনী ‘থাইল্যান্ড উইক-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশে^র মধ্যে উন্নয়নের রোল মডেল। বিশ^বাণিজ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বাংলাদেশ গত বছর রপ্তানি করেছে ৩৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, এ বছর রপ্তানি হবে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১ সালে এ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলারে। দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল এবং মধ্য আয়ের দেশ। 
তিনি আরো বলেন, মেলার মাধ্যমে উভয় দেশের মানুষ বিভিন্ন পণ্যের সাথে পরিচিত হবার সুযোগ পান। মেলার মাধ্যমে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ থাইল্যান্ডে ৩৫ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৬৬৮ দশমিক শূন্য ৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। থাইল্যান্ডে পণ্য রপ্তানি বৃদ্ধি করে এ বাণিজ্য ব্যবধান কমানো সম্ভব। থাইল্যান্ড ইতোমধ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। বাণিজ্য সহযোগিতা আরো বৃদ্ধি করা হলে বাংলাদেশের রপ্তানি বাড়বে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমোন সোয়ান্নাপং (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব), মিনিস্টার কনস্যুলার (কমার্শিয়াল) সিবস্যাক ডেনবুনরিয়াং (ঝঁবনংধশ উধহমনড়ড়হৎঁবহম)। মন্ত্রী ফিতা কেটে উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
চারদিনের এ মেলা ২২-২৩ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ২৪-২৫ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় থাই পণ্যের উৎপাদক ও রপ্তানিকারকগণ সরাসরি অংশ নিয়েছে। মেলায় চিকিৎসা সেবা, কসমেটিকস, সৌন্দর্যবর্ধক, তৈরিপোশাক, ফ্যাশন সামগ্রী, ইলেক্ট্রনিক পণ্য, স্পা, জুয়েলারি, কনফেকশনারি, গৃহস্থালি পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে।
#

বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮১৭
  
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণা 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) : 
সরকার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনের ক্ষেত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ২৫ মার্চ তারিখকে ‘গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ বিষয়ে পরিপত্র জারী করা হয়।
#

ওয়াসিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮১৬

বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে জনগণের কল্যাণে কাজ করতে হবে 
                                                           -ভূমি প্রতিমন্ত্রী      

সিডনি, ২২ মার্চ ২০১৭:
    ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে দলের প্রতিটি নেতাকর্মীকে জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
    অস্ট্রেলিয়ার সিডনিতে দ্য ক্লোভ কুজ বীচ হোটেলে ১৭ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া কেন্দ্রীয় শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
    ভূমি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনমানুষের নেতা। তিনি সোনার বাংলা গড়ার জন্য স্বাধীনতা উত্তর প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বিপথগামী কিছু সেনা প্ররোচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সোনার বাংলা গড়ার পথকে রুদ্ধ করে দেয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের মানুষকে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ সোনার বাংলা বাস্তবায়ন করতে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। 
    বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চুন্নু, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্মসচিব প্রদীপ কুমার দাস, উপসচিব কামরুল ইসলাম ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

#
রেজুয়ান/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬০৫  ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮১৫

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :    
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটি দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম রাজধানী ঢাকা শহর থেকে বাংলাদেশের সকল জেলা উপজেলায় সম্প্রসারণের সুপারিশ করে। এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান সরকারের সামাজিক কর্মকান্ড দৃশ্যমান করার লক্ষ্যে ‘পথে কোন শিশু থাকবে না শেখ হাসিনার হাত ধরে পথের শিশু যাবে ঘরে’-এ কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করে। 
বৈঠকে রাস্তাঘাটে কোন দুস্থ শিশু এবং কোন ভবঘুরে যাতে না থাকে সেজন্য ভবঘুরের কেন্দ্রের কার্যক্রম গতিশীল করার সুপারিশ করা হয়। এছাড়া বিধবা ভাতা ও বয়স্ক ভাতা প্রদানের ক্ষেত্রে যাদের বয়স ৮০ বছরের বেশি তাদের মাসিক এক হাজার টাকা প্রদানের সুপারিশ করা হয়। 
কমিটি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, বিশেষ ভাতা, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উত্তর সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়া ম্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে ভাতা প্রদানের বিষয়টিও বিবেচনা করার সুপারিশ করে। 
কমিটি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক ইত্যাদি রোগে আক্রান্ত রোগীর আবেদনের সত্যতা যাচাইপূর্বক স্বল্প সময়ের মধ্যে তাদের অনুকূলে সরকারি সাহায্যের অর্থ পৌঁছানোর বাস্তব পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। এছাড়া জটিল রোগীদের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে সত্যতা যাচাই সংক্রান্ত কমিটির নীতিমালাটি সহজ করারও সুপারিশ করে। 
কমিটি দারিদ্রমোচনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্পের উপজেলাওয়ারি অর্থ আদায় ও অনাদায়ীর একটি পরিসংখ্যান প্রকাশের সুপারিশ করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।  
#
হালিম/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮১৪

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :    
    সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ৩০তম বৈঠক আজ কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন। 
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক ভূমি মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়।
    বৈঠকে জানানো হয় যে, ২০১৬-১৭ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০১৭) ভূমি মন্ত্রণালয়ের অধীন মোট ১১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার অগ্রগতি শতকরা ৪৫ দশমিক ২৯ ভাগ। যা জাতীয় গড় অগ্রগতির তুলনায় শতকরা ৮ দশমিক ৩৮ ভাগ বেশি।
    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি খাস জমি অসহায়, গরিব, অসুস্থ ভূমিহীন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে জেলা প্রশাসকদের মাধ্যমে দ্রুত ও সঠিকভাবে বন্টন করার পরামর্শ দেওয়া হয়।
    ভূমিহীনদের মাঝে সরকারি খাসজমি বন্টনের জন্য সরকারি কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে তালিকা প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়।   
    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে যে সকল সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।  
    ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/অনসূয়া/আসমা/২০১৭/১৫০৫ ঘণ্টা  

Handout                                                                                                                 Number : 813 

Prime Minister’s Message on the World Meteorological Day

Dhaka, 22 March :  

            Prime Minister Sheikh Hasina has given the following message on the World Meteorological Day : 

"I am happy to know that 'World Meteorological Day 2017' is being observed in Bangladesh as elsewhere in the world. This year the theme of the day 'Understanding Clouds', I think, is appropriate.

Within the global warming reality, united efforts are necessary to stabilize global temperatures. The frequency and intensity of extreme events such as cyclones, floods, droughts and sea level rise are being increasingly felt. The United Nations Sustainable Development Goal 13 encourages taking urgent action to combat climate change and its impacts. In this context, science based climate information and future scenario generation, seasonal forecasting and short range forecasting and their timely delivery to the end users are very important. Bangladesh Meteorological Department can play a vital role in these areas through delivery of quality services.

Weather and climate science has neither political nor geographical boundaries. The prediction of weather and climate for any part of the globe depends intrinsically on access to information from other parts. The current worldwide concern over global weather and climate issues has increased, the need for international cooperation. Bangladesh continues to participate- actively in international bodies and formal frameworks including World Meteorological Organization.

Our government has recently approved the 'Bangladesh regional weather and climate services' project aiming at improving the delivery of weather and climate services to communities leveraging the latest meteorology and ICT technologies.

I hope that the modernization of weather services and continuous development of an effective early warning system will help us reduce the losses of lives and properties from natural disasters.

I wish the 'World Meteorological Day 2017' a grand success.

            Joi Bangla, Joi Bangabandhu

                  May Bangladesh Live Forever."

 

#

Emrul/Anasuya/Shamim/2017/1521 hours


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮১২ 
বিশ্ব আবহাওয়া দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):    
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০১৭’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০১৭’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মেঘমালাকে অনুধাবন’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
    বৈশ্বিক উষ্ণায়নের বাস্তবতায় তাপমাত্রাকে স্থিতাবস্থায় নিয়ে আসার জন্য সম্মিলিত চেষ্টার প্রয়োজন। সামুদ্রিক ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং সমুদ্রের উপরিতলের উচ্চতা বৃদ্ধির মতো চরম ঘটনাগুলোর সংখ্যা, তীব্রতা ও মাত্রা পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ১৩ জলবায়ু পরিবর্তন ও এর ঘাত মোকাবিলায় জরুরি কার্যক্রম গ্রহণে সকলকে উৎসাহিত করে। এই পরিপ্রেক্ষিতে বিজ্ঞানভিত্তিক আবহাওয়া ও জলবায়ুর তথ্য এবং ভবিষ্যৎ দৃশ্য রূপায়ন, ঋতুভিত্তিক পূর্বাভাস এবং স্বল্পকালীন পূর্বাভাস সময়মত জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লিখিত ক্ষেত্রসমূহে আদর্শ মানসম্পন্ন সেবা প্রদান করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
    আবহাওয়ার কোন রাজনৈতিক বা ভৌগলিক সীমারেখা নেই। বিশ্বের কোন অংশের আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রস্তুতি নির্ভর করে ঐ জায়গা ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জায়গার অন্তর্নিহিত আবহাওয়া তথ্য প্রাপ্তির ওপর। বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন বিষয়ের ওপর বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের ফলে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ব আবহাওয়া সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আয়োজিত কর্মসূচিসমূহে অব্যাহত ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
    আমাদের সরকার সম্প্রতি ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া এবং জলবায়ু সেবা’ প্রকল্পটি অনুমোদন করেছে। প্রকল্পটির লক্ষ্য আবহাওয়া ও টেলিযোগাযোগের অত্যাধুনিক প্রযুক্তির সাহয্যে উন্নত আবহাওয়া ও জলবায়ুর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। 
    আমি আশা করি, আবহাওয়া অধিদপ্তরের আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ একটি কার্যকরী আগাম পূর্বাভাস ব্যবস্থা গড়ে তুলবে। এটি আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসে সহায়তা করবে।
    আমি ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করি। 
             জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                বাংলাদেশ চিরজীবী হোক।”
#

ইমরুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫০০ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৮১১ 

শীতের শুরুতেই সপ্তাহব্যাপী জাতীয় শিল্প মেলা 
                                         -শিল্পমন্ত্রী
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :      
আগামী শীতের শুরুতেই সপ্তাহব্যাপী জাতীয় শিল্প মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, শিল্পখাতে অর্জিত অগ্রগতি তুলে ধরতে এ মেলার আয়োজন করা হবে। এর ফলে দেশীয় পণ্যের বাজার প্রসারের পাশাপাশি শিল্পখাতে গুণগত পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।  
তিনি আজ মন্ত্রণালয়ে বাংলাদেশ চেম্বার অভ্ ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর নব-নির্বাচিত কমিটির নেতাদের সাথে বৈঠককালে এ কথা জানান। 
বৈঠকে বিসিআই এর নেতারা শিল্প মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে জাতীয় শিল্প মেলা আয়োজনের প্রস্তাব করেন। তারা বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানার অব্যবহৃত জমিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে  নতুন শিল্প স্থাপন এবং নতুন মূসক আইন শিল্পবান্ধব করতে বেশ কিছু সংশোধনের প্রস্তাব তুলে ধরেন।  
শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। নতুন মূসক আইন শিল্পবান্ধব করতে সংশোধনের প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার জন্য প্রেরণ করা হবে তিনি উল্লেখ করেন। 
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিআই এর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহসভাপতি রঞ্জন চৌধুরী, পরিচালক দেলোয়ার হোসেন রাজা, প্রীতি চক্রবর্তী, রেহানা বেগম, আবুল কালাম ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
প্লাস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
    এর আগে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা শিল্পমন্ত্রীর সাথে বৈঠক করেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা প্লাস্টিক শিল্পখাতে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। 
বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, পশুখাদ্য প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার হলে ফাংগাসের মাধ্যমে গুণগতমান নষ্ট হয়ে যায়। এজন্য তারা এ জাতীয় পণ্যে পাটের পরিবর্তে প্লাস্টিকের প্যাকেজিং ব্যবহারের সুযোগ চান। একই সাথে তারা উন্নত বিশ্বের আদলে একটি যুগোপযোগী প্যাকেজিং আইন প্রণয়নের দাবি জানান। 
    এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত কেমিক্যাল ও দাহ্য পদার্থ বিরোধী অভিযানের ফলে প্লাস্টিক ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্লাস্টিক শিল্পনগরী প্রকল্প সমাপ্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্থানান্তরের সুযোগ করে দিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগ পর্যন্ত তারা কোনো ধরনের হয়রানি ছাড়াই অনুমোদিত প্লাস্টিক পণ্যের কাঁচামাল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার সুযোগ চান। 
    শিল্পমন্ত্রী এ বিষয়ে ব্যবসায়ীদের যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। এ লক্ষ্যে খুব শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়, এফবিসিসিআই, প্লাস্টিক ও কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের সমন্বয়ে একটি যৌথ বৈঠকের আয়োজন করা হবে বলে তিনি জানান। 
#
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৮১০

আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ড. ফরাসউদ্দিনের জাতিসংঘে আনুষ্ঠানিক সভায় যোগদান
                                            
নিউইয়র্ক, ২২ মার্চ ২০১৭ : 
    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ২০ মার্চ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইএসসিএস) এর প্রথম আনুষ্ঠানিক সভায় যোগদান করেন। উল্লেখ্য, তিনি গত ০৪ নভেম্বর ২০১৬ জাতিসংঘে অনুষ্ঠিত আইএসসিএস এর নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বিজয়ী হয়ে চার বছর মেয়াদি এর কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করে।
কমিশনের চেয়ারম্যান কিংস্টোন পি রোডেস (করহমংঃড়হ চ জযড়ফবং) তাঁর বক্তৃতায় ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এর প্রশংসা করে বলেন, ‘বিভিন্ন দেশে আবাসিক প্রতিনিধি ও আবাসিক সমন্বয়কারী হিসেবে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন জাতিসংঘ ব্যবস্থাপনার সাথে ওতোপ্রতোভাবে সম্পর্কিত একজন ব্যক্তিত্ব। নিজ দেশে পাবলিক ও ব্যাংকিং সেক্টরে এবং শিক্ষাবিদ হিসেবে তার কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 
 ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের পূর্বসূরি আইএসসিএস এর ২০১৩ থেকে ২০১৬ মেয়াদের সদস্য, বাংলাদেশের খ্যাতিমান কূটনীতিক, সাবেক পররাষ্ট্র সচিব, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কিংস্টোন পি রোডেস তার বক্তৃতায় বলেন, ‘কায়েস এর সাথে আমাদের সকলেরই ব্যক্তিগত স্মৃতি রয়েছে। তার জ্ঞান, পা-িত্য বিশেষ করে বাংলা ও ইংরেজি সাহিত্য তার অগাধ দখল, তার বিনয়, প্রজ্ঞা ও প্রকৃত বন্ধুবৎসলতা আমাদের মনে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই কমিশন ও জাতিসংঘ তাঁর অবদান কখনই বিস্মৃত হবেনা’।
উল্লেখ্য, আইএসসিএস জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গপ্রতিষ্ঠান। জাতিসংঘের কর্মীদের চাকুরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনার সমন্বয়সহ জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা জাতিসংঘের সাধারণ ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং এই কমিশনের নিয়ম-নীতি অনুসরণ করে, সেকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইআসসিএস। এই কমিশনে ১৫ জন স্বাধীন বিশেষজ্ঞ রয়েছেন।

#

অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১১০৬  ঘণ্টা 


Handout                                                                                                          Number : 809

President's message on the World Meteorological Day

Dhaka, 22 March :  

            President Md. Abdul Hamid has given the following message on the occasion of the World Meteorological Day :       

            “I am delighted to know that Bangladesh Meteorological Department, Ministry of Defence is observing the ‘World Meteorological Day 2017’ in Bangladesh as elsewhere in the world.

            The impact of weather on earth and lives is immense. Since the primitive time, the phenomena of weather and climate have been playing a very significant role to flourish human civilization, culture, life style, art and literature as well as development and advancement. Considering the magnitude of climate, it can be stated that climate is one of the main determinants of civilization and development. The impact of climate change is now being noticed worldwide. Therefore, it needs coordinated initiatives and global co-operation to reduce the risks of climate change. Exchange of information on weather, climate and water is critical to decision-making for sustainable development. These information also play a vital role in formulating national policy, making plan and strategy, building awareness, mitigating the adverse impact of climate change along with to face natural disasters and climate related risks. Thus the clear concept and right idea regarding weather and climate is imperative for that.

            Cloud play a vital role in maintaining the earth’s energy balance and at the same time it help to drive entire water cycle and climate system. Against this backdrop, ‘Understanding Clouds’, the theme of the ‘World Meteorological Day 2017’ will thus help people to expand their knowledge about the impact of clouds on global weather, climate and water cycle. Bangladesh is a member state of ‘World Meteorological Organization (WMO). Therefore, the exchange of inter-state weather forecast and the pertinent information regarding climate and water could play an important role for socio economical development.

            Accurate and timely forecasts of weather have a great role in formulating policy including protecting the lives and properties form natural calamities. Nowadays, the use of technology has immensely strengthened the capacity of weather forecasting. The Government of Bangladesh has recently approved a project titled `Bangladesh regional weather and climate services’ which, I believe, will play a pivotal role to disseminate weather and climate related services to the grassroots’ level people especially to farmers. I hope that people from all strata will continue their endeavour to understand weather and climate phenomena to save lives, protect properties and assist the communities towards building a more resilient Bangladesh.

            I wish the observance of the ‘World Meteorological Day 2017’ a grand success.

            Khuda Hafez, May Bangladesh Live Forever.”

#

Azad/Anasuya/Shahid//Asma/2017/1100 hours 

তথ্যবিবরণী                                                                                             নম্ব

Todays handout (9).docx Todays handout (9).docx