Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০২৪

তথ্যবিবরণী ২৪ জানুয়ারি ২০২৪

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৫৩৪

 

১ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

          আগামীকাল ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে  জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

 

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং  প্রাথমিক  নিবন্ধনের সময় প্রদত্ত টাকা ফেরত পাওয়া যাবে না।

 

উল্লেখ্য, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হতে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

 

#

 

আবুবক্কর/পাশা/সঞ্জীব/সেলিম/২০২৪/২২১০ ঘণ্টা

Handout                                                                                                                   Number : 2533

French Ambassador calls on Environment Minister Saber Hossain Chowdhury
Climate adaptation agreement between Bangladesh and France to be signed
Dhaka, 24 January:

            Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said that climate adaptation agreement will be signed between Bangladesh and France.  The agreement may cover issues such as protection of people from the effects of climate change, conservation of biodiversity, capacity building of institutions etc.  He said, I hope to finalize the draft agreement within the next month. Then I think that our honorable Prime Minister and the President of France will sign together. He mentioned that during his visit to Bangladesh, the French President had expressed his interest in concluding a climate adaptation agreement between France and Bangladesh.

            The Environment Minister said these things in response to questions from journalists after a meeting with a delegation led by France's ambassador to Bangladesh, Marie Masdupuy, in his office room at the Bangladesh Secretariat on today.

            In response to another question, the Environment Minister said, "We want to issue an alert if air pollution goes to a bad level." To tell the public that the air quality we have today is a serious health hazard.  So if they do not have urgent work, they should not go out of the house. He said that illegal brick kilns around Dhaka are being demolished to control air pollution.Tomorrow we will announce the 100 day program. There will be details on these matters.

            France's Ambassador to Bangladesh Marie Masdupuy said that France's partnership with Bangladesh is deep and strong.  The two countries will work together on climate change, environmental issues, implementation of national climate plan etc.

            At that time, among others, the First Counselor and Deputy Head of Mission of the French Embassy in Dhaka, Guillaume Audren de Kerdrel, Julien Deur, Economical Adviser, French Embassy, Dhaka, Cecilia Cortese, Deputy to the AFD Country Director in Bangladesh, AFD; David Thiery, Personal Secretary to the French Ambassador, Dhaka etc were present among others.

#

Dipankar/Pasha/Shafi/Sanjib/Joynul/2024/2220 hour



তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ২৫৩২

স্মার্ট নাগরিক হতে হলে সৎ, মানবিক ও নৈতিকতাবোধসম্পন্ন মানুষ হতে হবে

                                                                                  --- সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

            সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, স্মার্ট নাগরিক হতে হলে সৎ, মানবিক ও নৈতিকতাবোধসম্পন্ন মানুষ হতে হবে।

            মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে এথিকস ক্লাব বাংলাদেশের আয়োজনে ১৩তম নৈতিকতা দিবসের আলোচনা ও আদর্শ শিক্ষক সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

            মন্ত্রী দেশে নৈতিকতার বিকাশ ও চর্চার বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, জাতির পিতাকে হত্যার পর  পাকিস্তানি কায়দায় সামরিক শাসন আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেয়া হলো। সেটির মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম, আমাদের পুরো সমাজে একটা দুর্বৃত্তের রাজনীতিকীকরণ এবং একই সাথে রাজনীতির দুর্বৃত্তায়ন দুুটোই ঘটেছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি থেকে বের হয়ে আসার চেষ্টা চলছে।  সমাজকে ভালোর দিকে নেয়ার জন্য এখনও আমাদেরকে অনেক আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখনও সেই পাকিস্তানের প্রেতাত্মাদের সাথে যুদ্ধ করতে হয়। এখনও আমাদেরকে শুনতে হয় যে যারা জ্বালাও পোড়াও করে, যারা মানুষকে হত্যা করে, তাদের অংশগ্রহণ ছাড়া নাকি গণতন্ত্র হয় না। এখনও আমাদেরকে শুনতে হয়, যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, সেই যুদ্ধাপরাধের দায়ে যারা দায়ী এবং তাদের যারা দোসর তাদেরকে একেবারে জয়ী হওয়ার নিশ্চয়তা  যদি দেয়া না যায়, তা না হলে  তারা নির্বাচনে আসছেন না। তা হলে সেটা গণতন্ত্র আর থাকবে না, এবং সেই গণতন্ত্রের সনদ তাদের কাছ থেকেই নিতে হবে। এরকম অবস্থার মধ্যে নৈতিকতার বিকাশের পথ প্রতিকূল। তারপরও আমাদের নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে।

            মন্ত্রী বলেন,  নিজের কাজটুকু ভালোভাবে করতে পারলে আমরা আরও উন্নত মানুষ হবো। এথিকস ক্লাব বাংলাদেশ দীর্ঘ দিন ধরে নৈতিকতা দিবস পালন করে আসছে এবং আদর্শ শিক্ষকদের সম্মাননা দিচ্ছে। এর মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলের আদর্শ শিক্ষকদের সম্পর্কে জানার সুযোগ পাই। শিক্ষকদের আদর্শ দেখে আমরা অনুপ্রাণিত হই।

            এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন। অনুষ্ঠানে ক্লাবের ঘোষণাপত্র পাঠ করেন ক্লাবের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা। অনুষ্ঠানে ১৩তম নৈতিকতা দিবসের আলোচনা এবং প্রয়াত উপদেষ্টাদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।          অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি ও প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম।

            প্রসঙ্গত, শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘আদর্শ শিক্ষক’ সম্মাননা পান দেশের ১০ জন শিক্ষক। সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, রাঙ্গামাটির নারায়ণ গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মু. নুুরল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সংগীত কলেজের শিক্ষক গনেশ সরেন, সিরাজগঞ্জের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমন আরাস্তা শিউলী, বান্দরবানের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।

#

জাকির/পাশা/শফি/সঞ্জীব/জয়নুল/২০২৪/২২১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৩১

 

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

আজ ঢাকায় এনইসির সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় সরকারি বিনিয়োগের গতিধারা পর্যালোচনা; পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণের সাথে এডিপি বরাদ্দের অসামঞ্জস্যতা; সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন/সংশোধন; নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর/বিভাগ ভিত্তিক উল্লেখযোগ্য বিষয় পর্যালোচনা হয়।

 

নয় বছর পর বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভা হয়েছিল।

 

          সভায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারপারসন ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারপারসন ও পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব, কমিশনের সদস্যবর্গ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সচিব, অর্থসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#

শাহেদ/পাশা/শফি/সঞ্জীব/সেলিম/২০২৪/২০৫০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৩০

 

যথার্থতা যাচাই ছাড়া কোন প্রকল্প গ্রহণ করা যাবে না

                                     -- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের প্রয়োজনীয়তা, প্রকল্পের রিটার্ন কী হবে এবং যথার্থতা কী এই তিনটি বিষয় কঠোরভাবে মেনে প্রকল্প গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, গৃহীত প্রকল্প বাস্তবায়নে সততা, দক্ষতা  এবং জবাবদিহিতা থাকতে হবে। এর ব্যত্যয় হলে দায়ী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করেন।

সভার শুরুতেই সজীব আহমেদ ওয়াজেদ জয় আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের মেধাবী ও সাহসী পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ ৪টি মূল পিলার ইতোমধ্যে সজীব ওয়াজেদ জয় ভাই তুলে ধরেছেন। স্তম্ভসমূহ হচ্ছে স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এই চারটি পিলার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে আগামী ৫ বছরে এই মন্ত্রণালয় কী করবে তিনটি ধাপে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা তিনটি খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছি। সেটি হচ্ছে  আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা, বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

সভায় ডাক ও  টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসি, ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর, সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, টেলিটক এবং টেশিসসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় টেলিযোগাযোগ বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগন নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া চলমান প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান প্রকল্প বাস্তবায়নে যে কোনো অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যব‌স্থা গ্রহণের ব্যাপারে দৃঢ় ভূমিকা গ্রহণে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

#

শেফায়েত/পাশা/শফি/সঞ্জীব/সেলিম/২০২৪/২০৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৫২৯           

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) : 

 

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :    

মূলবার্তা :

আগামীকাল ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে’-ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

#

আবুবকর/শফি/সঞ্জীব/শামীম/২০২৪/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৮

 

চট্টগ্রামে গণহত্যার নায়ককে পুরস্কৃত করেছিল এরশাদ-খালেদা

                                                   -- পররাষ্ট্রমন্ত্রী

 

চট্টগ্রাম, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে গণহত্যার মাধ্যমে যে কালো অধ্যায় রচিত হয়েছিল তার মূল নায়ক ছিল পুলিশ কমিশনার রকিবুল হুদা। তাকে এরশাদ সাহেবও প্রমোশন দিয়েছেন, পরবর্তীতে বিএনপি নেত্রী খালেদা জিয়াও প্রমোশন দিয়েছেন।’ তিনি বলেন, ‘সেদিন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই বৃষ্টির মতো গুলি ছুঁড়ে ২৪ জনকে হত্যা করা হয়েছে। সেটির দায়ে পুলিশ কমিশনারকে অভিযুক্ত করা হয়নি বরং পুরস্কৃত করা হয়েছে।’

 

আজ ‘চট্টগ্রাম গণহত্যা দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

ড. হাছান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত দেশ। ন্যাম সামিটে জাতিসংঘ ও কমনওয়েলথ সেক্রেটারিসহ বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছে। প্রত্যেকেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি আবার নতুনভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। এ সব দেখে, নির্বাচন কেন করলাম না- বিএনপির মধ্যে এখন এ নিয়ে গভীর হতাশা। সারা পৃথিবী যখন অভিনন্দন জানাচ্ছে, তখন তারা দিশেহারা হয়ে গেছে, খেই হারিয়ে ফেলেছে।’

 

জননেত্রী শেখ হাসিনা একজন সাহসী নেত্রী উল্লেখ করে ড. হাছান বলেন, রণাঙ্গনে যেমন সেনাপতি যুদ্ধ পরিচালনা করেন তেমনি সবসময় জীবন ও মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি কখনো বিচলিত হন নাই। ঢাকার  বুকে যেদিন নুর হোসেন নিহত হয় সেদিনও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মিছিলের নেতৃত্বে ছিলেন।

 

এ দিবসের প্রেক্ষাপট বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামেও ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। সেদিনও পাখি শিকারের মতো মানুষ শিকার করে গুলি ছুঁড়ে জননেত্রীকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। সেদিন নিহতের সংখ্যা ২৪ জন বলা হলেও অনেক লাশ গুম করা হয়েছে, বহু মানুষ আহত হয়েছিল। সন্ধ্যায় সমস্ত শহর অন্ধকার করে দেওয়া হয়েছিল। নেত্রীর ট্রাকের আশপাশের কয়েকজন নিহত হয়েছেন, এমনকি নেত্রীকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয়েছিল। গুলিবর্ষণ খানিকটা থেমে গেলে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নেত্রীকে কোর্ট বিল্ডিংয়ে নিয়ে যান।’

 

চট্টগ্রাম সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৬৬ সালে ছয়দফা ঘোষণা করার পর, ছয়দফার সমর্থনে প্রথম জনসভা হয় লালদিঘির পাড়ে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তৎকালীন অবিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান পাঠ করে শুনিয়েছিলেন। ১৮৫৭ সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে সুবেদার রজব আলী বিদ্রোহ ঘোষণা করেন। সমগ্র বিশ্বব্যাপী বিস্তৃত ব্রিটিশ সাম্রাজ্য, যেখানে সূর্য অস্তমিত হতো না, সেই ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সূর্যসেন এবং চট্টগ্রামকে এগারো দিন স্বাধীন রেখেছিলেন।’

 

পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের নেত্বত্বে এবং সরকারের সার্বিক সহযোগিতায় দেশে একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশে-বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তিনি বলেন, ভোট নিয়ে যারা প্রশ্ন তোলার চেষ্টা করে তারা আসলে নিজের মুখটা রক্ষা করার জন্য প্রশ্ন উত্থাপন করছে। বিএনপি এখন আগের নেতৃবৃন্দকে বাদ দিয়ে ড. মঈন খানকে নামিয়েছে। সুন্দর সুন্দর কথা বলে তিনি যদি কিছু করতে পারেন।

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘আসলে বিএনপি রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনাকে মোকাবিলা করতে তারা ব্যর্থ হয়েছে। ভেতরে ভেতরে তারেক রহমানের বিরুদ্ধে প্রচণ্ড অসন্তোষ। সেই অসন্তোষ কোনো একসময় বিস্ফোরণ ঘটবে। সাত সমুদ্র তের নদীর ওপার থেকে সিদ্ধান্ত দেয় নির্বাচন না করার, আর গাড়ি ঘোড়ায় পেট্রোল বোমা নিক্ষেপ করার।’

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।

 

#

 

আকরাম/পাশা/শফি/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৭

 

প্লাস্টিক সার্জন ডা. মোঃ শাখাওয়াত হোসেনের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ন্যাশনাল ইনস্টিটিটিউট অভ্‌ ট্রমাটোলজি, অর্থোপেডিক এন্ড রিহ্যাবিলিটেশন (NITOR) হাসপাতালে কর্মরত প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শাখাওয়াত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম বৈঠকে অংশ নিতে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, দেশের প্লাস্টিক সার্জিক্যাল চিকিৎসায় ডা. মোঃ শাখাওয়াত হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। কিন্তু এই বয়সেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে সব কাজে নিজের নাম সফলদের কাতারে লিখতে পেরেছেন। বেঁচে থাকলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতেন। তাঁর এই অকাল মৃত্যু শুধু প্লাস্টিক সার্জারি পরিবারের জন্য নয়, বরং গোটা চিকিৎসক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, ডা. মোঃ শাখাওয়াত রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

#

 

মাইদুল/পাশা/শফি/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৬

 

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণের

উদ্দেশ্যে বস্ত্র ও পাট মন্ত্রীর ঢাকা ত্যাগ

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণের জন্য ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।

 

বস্ত্রমন্ত্রী ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আয়োজকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জার্মানির ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

 

এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তাঁর সফরসঙ্গী হয়েছেন ।

 

মন্ত্রী আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ।

 

#

 

সৈকত/পাশা/শফি/সঞ্জীব/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৭

 

প্লাস্টিক সার্জন ডা. মোঃ শাখাওয়াত হোসেনের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ন্যাশনাল ইনস্টিটিটিউট অভ্‌ ট্রমাটোলজি, অর্থোপেডিক এন্ড রিহ্যাবিলিটেশন (NITOR) হাসপাতালে কর্মরত প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শাখাওয়াত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম বৈঠকে অংশ নিতে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, দেশের প্লাস্টিক সার্জিক্যাল চিকিৎসায় ডা. মোঃ শাখাওয়াত হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। কিন্তু এই বয়সেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে সব কাজে নিজের নাম সফলদের কাতারে লিখতে পেরেছেন। বেঁচে থাকলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতেন। তাঁর এই অকাল মৃত্যু শুধু প্লাস্টিক সার্জারি পরিবারের জন্য নয়, বরং গোটা চিকিৎসক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, ডা. মোঃ শাখাওয়াত রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

#

 

মাইদুল/পাশা/শফি/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৬

 

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণের

উদ্দেশ্যে বস্ত্র ও পাট মন্ত্রীর ঢাকা ত্যাগ

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

 

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণের জন্য ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।

 

বস্ত্রমন্ত্রী ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আয়োজকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জার্মানির ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

 

এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তাঁর সফরসঙ্গী হয়েছেন ।

 

মন্ত্রী আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ।

 

#

 

সৈকত/পাশা/শফি/সঞ্জীব/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৫২৫

আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে

                                                            --- ধর্মমন্ত্রী

জামালপুর, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

          ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছি। এখন আমাদের স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

          আজ ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে বিজ্ঞান মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

          ফরিদুল হক খান বলেন, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রধান সারথী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন বলেই বাংলাদেশ বদলে গেছে। নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত যেমন বদলে যাচ্ছে বিশ্ব, সেই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে। বিগত ১৪ বছরে তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ -এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

          ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

          বিজ্ঞান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তির উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে।

#

আবুবকর/পাশা/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/১৯২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৫২২

গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরো বাড়ানো হবে

                                               --- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

          গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

          মন্ত্রী বলেন, ইলিশ যেমন আমাদের গৌরবের জায়গা, তেমনি ইলিশ জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় ক্ষেত্র। তাই এটিকে লালন-পালন, পরিচর্যা এবং বিভিন্ন গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে সামনে এটিকে আরো বেশি উৎপাদন বাড়ানো এবং এটিকে সত্যিকার অর্থে একটি বড় সম্পদ হিসেবে বিবেচনা করেই এগোতে হবে।

          মৎস্য মন্ত্রী বলেন, দেশে ইলিশের অভায়শ্রম কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। সে জায়গাগুলো থেকে উত্তরণ করা দরকার। ইলিশের বিচরণ পথ সুগম ও নিরাপদ করতে হবে। তা না হলে ইলিশের উৎপাদন বাধাগ্রস্ত হবে। এজন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রকৃত মৎস্যজীবীদের একটা সুনির্দিষ্ট তালিকা করা জরুরি। এছাড়া মৎস্যজ

2024-01-24-16-46-a5d92de12b0a4d788afaf946f1225905.docx 2024-01-24-16-46-a5d92de12b0a4d788afaf946f1225905.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon