Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০১৭

তথ্যবিবরণী ২ জুলাই ২০১৭

 
তথ্যবিবরণী                                            নম্বর : ১৭৫১
 
 
বজ্রপাতে ৫ জনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
 
 
কুষ্টিয়া, ১৮ আষাঢ় (২ জুলাই) :
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে 
৫ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মিরপুরের ছাতিয়ান ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় রোববার দুপুরে বজ্রপাতে একইসাথে ৫ জনের প্রাণহানির ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করে মন্ত্রী তাদের আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

এসময় হাসানুল হক ইনু বজ্রপাতে প্রাণহানি রোধে সর্বোচ্চ সতর্কতা অনুসরণে জনসাধারণকে আহ্বান জানান ও এ বিষয়ে প্রচারবৃদ্ধির জন্য জেলা তথ্য অফিসকে জরুরি নির্দেশ দেন।
 
#
 
আকরাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                     নম্বর : ১৭৫০
 
স্পিকারের সাথে মরক্কোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত  মাজিদ হালীম (গধলরফ ঐধষববস) আজ তাঁর  কার্যালয়ে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের সংসদীয় কার্যক্রম, বাণিজ্য সুবিধা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
 
স্পিকার বলেন, বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এখন দৃশ্যমান। এ সময় তিনি মরক্কোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোলমডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গৃহীত একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রামীণ অর্থনীতি তথা সার্বিক প্রবৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে-যা অনুসরণ যোগ্য।
 
রাষ্ট্রদূত বলেন, মরক্কোর জাতীয় সংসদে ৩৯৫ জন সংসদ সদস্য রয়েছেন-যার মধ্যে ৮১ জন নারী। এ সময় তিনি ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ সম্মেলনে মরক্কোর অংশগ্রহণের কথা উল্লেখ করেন এবং সম্মেলনের সফল আয়োজনের জন্য স্পিকারের প্রশংসা করেন। 
 
স্পিকার  দু’দেশের মধ্যে সংসদ সদস্যদের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের উপর গুরুত্বারোপ করে বলেন, এতে করে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
 
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন।
 
#
তারিক/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৫৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                          নম্বর : ১৭৪৯
 
স্পিকারের সাথে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সাক্ষাৎ
 
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) :
 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে তাঁরা  সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি), টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।
 
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে এর কার্যক্রম বিস্তৃত করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন। এ সময় তিনি এসডিজির বিভিন্ন লক্ষ্যের সাথে মানবাধিকারের সংশ্লেষ থাকায় জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের উদ্যোগে ঢাকায় একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।
 
স্পিকার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এর উদ্যোগের  প্রশংসা করে বলেন, এসডিজি অর্জনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
 
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
 
#
তারিক/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৪৮ 
 
বিচারকদের শৃঙ্খলা বিধি ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে
                                                                           - আইনমন্ত্রী
ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই) : 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আশা প্রকাশ করেছেন, জুলাই মাসের 
১৫ তারিখের মধ্যেই অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশ করা সম্ভব হবে। 
আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি, বিচার বিভাগের শৃঙ্খলার ওপর একটা প্রভাব রাখবে। সেজন্য  অত্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখে এই বিধানটি করা উচিত, সে কারণে এটাকে অত্যন্ত সূক্ষভাবে দেখা হচ্ছে এবং আমি আশা করছি চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই এটা গেজেট হয়ে যাবে।
এর আগে আইনমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কোয়ালিটি জুডিসিয়ারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারও জনগণকে কোয়ালিটি জুডিসিয়ারি উপহার দিতে বদ্ধ পরিকর। আর এই কোয়ালিটি জুডিসিয়ারি প্রতিষ্ঠায় নবীন বিচারকরা হলেন প্রথম সারির সহযোদ্ধা। তবে কোয়ালিটি জুডিসিয়ারির জন্য আমাদের চ্যালেঞ্জসমূহও কম নয়। দেশের আদালতসমূহের মামলাজট কমিয়ে আনার লক্ষ্যে  বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে।  
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বিচারক হয়ে ওঠার পেছনে এ দেশের গরীব-দুঃখী-মেহনতি মানুষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান রয়েছে। আর আপনাদের কর্মক্ষেত্রই হল বিচারপ্রার্থী এসব মানুষের শেষ ভরসাস্থল। তাই বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এসব সাধারণ জনগণ বিচার বিভাগকে কোন্ দৃষ্টিতে দেখছেন কিংবা তাদের চোখে ন্যায়বিচারের ধারণাই বা কেমন সেটিকে বিবেচনায় নিয়ে আপনাদের কাজ করতে হবে। মোটকথা বিচারপ্রার্থী জনগণের অল্প সময়ে, অল্প ব্যয়ে ও সহজে ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করণে আপনাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। 
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ড. শেখ গোলাম মাহবুব স্বাগত বক্তৃতা করেন।
#
রেজাউল/অনসূয়া/গিয়াস/শহিদ/আসমা/২০১৭/১৫৫০ ঘণ্টা  
Todays handout (2).docx Todays handout (2).docx