Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০২৩

তথ্যবিবরণী ১২ মার্চ ২০২৩

Handout                                                                                                           Number : 1013

CEO of Global Center on Adaptation calls on Foreign Minister Dr. Momen

Dhaka, 12 March : 

            Dr. Patrick V Verkooijen, Chief Executive Officer of the Global Center on Adaptation (GCA) called on the Foreign Minister Dr. A K Abdul Momen at the State Guest House Padma in Dhaka today. 

            During the call on, Foreign Minister urged GCA to continue its advocacy for mobilizing financing for climate adaptation. The GCA CEO sought support of vulnerable countries like Bangladesh to stress the importance of doubling adaptation financing. They regretted the limited amount of funding available under the much-anticipated Adaptation Fund.

            They also exchanged views on the water-climate nexus and the issues that may be highlighted from climate adaptation perspective at the UN Water Conference from 22-24 March 2023 in New York.

            Dr. Momen responded positively to work with GCA on scaling up climate adaptation efforts on a regional basis, including through a high-level meeting in Dhaka later this year.

            Dr. Verkooijen thanked Bangladesh for hosting the GCA South Asia office and the Global Hub on Locally Led Adaptation in Dhaka. He also appreciated Prime Minister Sheikh Hasina’s global leadership role in climate adaptation.

            He applauded Bangladesh for formulating the Mujib Climate Prosperity Plan and underscored the need for meaningful international support for its implementation.  

            Earlier, Dr. Verkooijen chaired a multi-stakeholder roundtable discussion on climate adaptation in presence of the Minister for Environment, Forests and Climate Change, Government of Bangladesh and of the Minister of State for the Indo-Pacific of the UK Foreign, Commonwealth and Development Office.

            As part of the day’s program, the UK Minister of State Anne-Marie Trevelyan and the Bangladesh State Minister for Foreign Affairs Md. Shahriar Alam signed a bilateral Climate Accord on behalf of their respective governments. The Deputy Minister for Environment, Forest and Climate Change Habibun Nahar was also present.

#

Mohsin/Enayet/Sanjib/Mahmud/2023/2240hour

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১০১২

 

শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ

                                              - স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :

স্থানীয় সরকার মন্ত্রী, মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থায় উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সহজ হয়। সেজন্য সরকার স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে আইন যুগোপযোগী করেছে। তিনি বলেন, সময়োপযোগী আইন প্রণয়নের ফলে সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত স্থানীয় সরকারের বিভিন্ন স্তর শক্তিশালী হয়েছে। ফলে গ্রামের মানুষের কাছেও শহরের সুবিধা পৌছানোর পথ সুগম হয়েছে।

          এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর আয়োজনে আজ রাজধানীর একটি হোটেলে প্রকাশনা উদ্বোধন অনুষ্ঠান ‘Incentivizing Change: How Governance Reforms are Changing the Urban Landscape of Bangladesh’ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী এশিয়ার উন্নয়ন ব্যাংককে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, এশিয়ান উন্নয়ন ব্যাংক স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করায় দক্ষতার পরিচয় দিয়েছে।

          মন্ত্রী বলেন, এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আরবান গভর্নেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইউজিআইআইপি) পৌরসভা পর্যায়ে অবকাঠামো, রাস্তাঘাট নির্মাণ এবং সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন নাগরিক সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে।

          এ সময় মন্ত্রী শহরগুলোয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, উন্নত বিশ্বের দেশগুলো যেরকম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে। তিনি এশিয়ান উন্নয়ন ব্যাংককে এ ধরনের প্রজেক্টে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিভিন্ন প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে সিলেট,সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান।

          অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেন, এডিবির জেষ্ঠ্য সেক্টর ডাইরেক্টর নরিও সাইতো এবং এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বক্তব্য রাখেন।

#

হেমায়েত/এনায়েত/সঞ্জীব/মাহ্‌মুদ/শামীম/২০২৩/২২১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১০১১

বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো -এর যাত্রা শুরু

          আজ বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)-এর যাত্রা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি), শিক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ উপলক্ষ্যে বিএনকিউএফর ভবিষ্যৎ সম্ভাবনা ও কর্মপরিকল্পনার বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়।

          শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর ও ডেলিগেশন-প্রধান এই ই চার্লস হুইটলি।

          বিএনকিউএফ-এর মূল স্টেকহোল্ডারদের অবদানের প্রশংসা করে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘আজকের আয়োজনের মাধ্যমে বিএনকিউএফ এর যাত্রা কেবল শুরু হল। আমি নিশ্চিত করেই বলতে পারি বিএনকিউএফ-এর কার্যক্রম সুষ্ঠভাবে অগ্রসর হবে। বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ খাতে পূর্ণ অভিযোজন নিশ্চিত করতে এবং সময়োপযোগী এবং কার্যকর পদ্ধতিতে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য শিক্ষাবিদ, নিয়োগ কর্তা এবং শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডাররা একসাথে কাজ করবেন।’

          মন্ত্রী আরো বলেন, ‘বিএনকিউএফ-এর মতো আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত যোগ্যতা কাঠামোর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গুণগতমান-ব্যবস্থা নির্ধারণ, শিক্ষাক্রম পরিমার্জন ও আইনগত স্বীকৃতির মাধ্যমে এটি পর্যায়ক্রমে কার্যকর করার সহায়ক উপকরণগুলোর সংযুক্ত করা হবে ’।

          উল্লেখ্য, ২০১৬ সালে আইএলও আয়োজিত এক আন্তর্জাতিক দক্ষতা সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম এই জাতীয় পর্যায়ে সমন্বিত  দক্ষতা যোগ্যতা কাঠামো প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ( টিএমইডি), শিক্ষা মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক অনুদানে পরিচালিত আন্তর্জাতিক শ্রম সংস্থার স্কিলস টোয়েন্টি ওয়ান প্রকল্পের কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় দক্ষতা যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) গড়ে তুলেছে।

#

জাহিদ হোসেন/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/২২৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১০১০

বঙ্গবন্ধুকে হত্যা করে উন্নত বাংলাদেশের স্বপ্নকেই হত্যা করা হয়

                                                              --- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের কাজে যখন হাত দিয়েছিলেন এবং দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যখন অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন তিনি, তখনই ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তার পরিবারের সদস্যদেরও হত্যা করে সোনার বাংলাদেশের স্বপ্ন, উন্নত বাংলাদেশের স্বপ্নকেও হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, কিন্তু ঘাতকের স্বপ্নপূরণ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

          মন্ত্রী আজ ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

          এ সময় বিএনপির সুষ্ঠু নির্বাচন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি'র ডিকশনারিতে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা হচ্ছে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে। বিএনপি'র মতে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসলে সে নির্বাচন আর সুষ্ঠু হয় না।

          স্থানীয় সরকার মন্ত্রী এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করার জন্য বিএনপিকে দায়ী করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পরিকল্পনা থেকে বিচারপতি কে এম হাসানের বয়সসীমা বৃদ্ধি করা, পরবর্তীতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দীনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে সেনা শাসনের পথ সুগম করার জন্য বিএনপিই দায়ী। তিনি বলেন, তখন আওয়ামী লীগের কোন আহ্বানে বিএনপি সাড়া দেয়নি, সুষ্ঠু নির্বাচনের কোন পরোয়া তারা তখন করেনি।

          মন্ত্রী আরো বলেন, জাতির পিতা ৭ই মার্চের ভাষণের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন অথচ সেই মহান নেতার ভাষণই একসময় বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। এ সময় মন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগকে বিএনপি জামাতের এসব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

          স্থানীয় সরকার মন্ত্রী ডঃ মুহাম্মদ ইউনুস প্রসঙ্গে বলেন, আদালতের রায়কে সম্মান না দেখিয়ে বিশ্ব নেতাদের দিয়ে চিঠি ইস্যু করে তিনি নিজের সম্মানহানিই করেছেন।

          আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম  ফরাজী।

#

 হেমায়েত/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/২১২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১০০৯

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে মেধানির্ভর অর্থনীতির দেশ

                                                             --- আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :

          ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে মেধানির্ভর অর্থনীতির দেশ উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে  শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি এক্ষেত্রে সরকার, ব্যবসায়ী এবং একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

          প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এ ÔAccelerating the Trillion Dollar Journey: Harnessing the Digital Economy to Unlock New Frontiers for a Smart BangladeshÕ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথি ও প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসায়িক পরিবেশ তৈরির সুফল বিষয়ে তুলে ধরে  বলেন, বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশি বিনিয়োগ আসছে। কোভিডে ই-কমার্স ব্যবসা- বাণিজ্যের লাইফলাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিলো এতোদিন আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু এখন শ্রমনির্ভর থেকে আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরি দাতা হবে। সমস্যার সমাধানকারী তৈরি করবে। সবশেষে আমরা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো। এভাবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে মেধানির্ভর অর্থনীতি এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ। 

          মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন, বিকাশের ফাউন্ডার এন্ড সিইও কামাল কাদির, দারাজ সিইও বি. মিকালসেন, আজিয়াটা বারহাদের ডিরেক্টর বিবেক সৌধ, বেসিসের সভাপতি রাসেলটি আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অভ্ টেলিনর (এশিয়া) জে. এ রোস্টরাপ।

#

শহিদুল/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/২০৫৫ঘণ্টা

Handout                                                                                                          Number : 1008

UK Minister of State (Indo-Pacific) calls on Foreign Minister Dr. Momen

Dhaka, 12 March : 

            The Minister of State (Indo-Pacific) at the Foreign, Commonwealth and Development Office (FCDO) of the UK, Ms Anne-Marie Trevelyan, MP, called on Foreign Minister Dr. A. K. Abdul Momen at the Ministry of Foreign Affairs in Dhaka today. 

            Lauding the UK’s role in multilateral fora, particularly at the UN Security Council on Rohingya issue, Foreign Minister urged the international community, including the UK to play more decisive role in ensuring the voluntary, safe and sustainable repatriation of the forcibly displaced Rohingyas, temporarily sheltered in Bangladesh, to their homeland in Myanmar at an early date. The Foreign Minister also briefed the British Minister of State on the facilities created in Bhasan Char for the Rohingyas.

            During the call, both sides also discussed various other bilateral and international issues of mutual interest and concerns, including bilateral trade and investment, cooperation on climate change, war in Ukraine, etc.

#

Mohsin/Siraj/Enayet/Sanjib/Joynul/2023/2115hour

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১০০৭

 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখবে

                                                       ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :   

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন  বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখবে। শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে সরকার কাজ করছে। প্রাথমিক জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানো হয়েছে। সকল পরিকল্পনা ২০৪১ সালের উন্নত বাংলাদেশকে কেন্দ্র করেই নেয়া হয়েছে এবং হচ্ছে।

 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেই নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতায়ন এলাকাভিত্তিক উন্নয়নকে সম্প্রসারণ করেছে। ফলে সুষম উন্নয়ন নিশ্চিত হচ্ছে। এসময় তিনি প্রাকৃতিক গ্যাস, এলএনজি, এলপিজি, আগামী দিনের বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা, খনিজ কয়লা, জ্বালানি মিক্স, ক্লিন জ্বালানি, জ্বালানি সংরক্ষণ, জ্বালানির বহুমুখী উৎস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

 

মূল প্রবন্ধে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

 

বুয়েটের অধ্যাপক ডঃ ইজাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব
মোঃ হাবিবুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অভ্ কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, সমিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, জি ই  গ্যাস পাওয়ার সাউথ এশিয়ার প্রধান নির্বাহি কর্মকর্তা দীপেশ নন্দ ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখেন।

 

#

আসলাম/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/আব্বাস/২০২৩/২০৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                নম্বর : ১০০৬

জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে যুক্তরাজ্য এবং GCA-এর সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :

            পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ন্যাপ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে যার একটি বড় অংশ  আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন থেকে সংগ্রহ করতে হবে। তিনি আশা করেন, যুক্তরাজ্য সরকার ন্যাপ-এর চিহ্নিত পদক্ষেপগুলো অর্জনে সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার সম্প্রতি মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা(২০২২-২০৪১) অনুমোদন করেছে এবং এর লক্ষ্য বাংলাদেশের গতিপথকে দুর্বলতা থেকে জলবায়ু সহিষ্ণুতার দিকে নিয়ে যাওয়া। মন্ত্রী আশা করেন, কারিগরি সহায়তার মাধ্যমে জিসিএ বাংলাদেশ সরকারকে অভিযোজন কার্যক্রমে রাখতে সহায়তা করবে।

            আজ ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এডাপটেশন অ্যাকশন ইন বাংলাদেশ শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

            মন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ুর সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে সামাজিক, নৈতিক ও অর্থনৈতিক আবশ্যকতা রয়েছে। বাংলাদেশ উচ্চাভিলাষী অভিযোজন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ন্যাশনাল এডাপটেশন প্ল্যান (২০২৩-২০৫০) বাংলাদেশে মাঝারি এবং দীর্ঘমেয়াদি অভিযোজন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ এবং ফ্রেমওয়ার্ক। এটি কার্যকর অভিযোজন কৌশলের মাধ্যমে একটি জলবায়ু-সহিষ্ণু জাতি গঠন করতে সহায়তা করছে। এটি অন্তর্ভুক্তিমূলক এবং ইকোসিস্টেমভিত্তিক অভিযোজন, উন্নত শাসন, বর্ধিত জলবায়ু অর্থায়ন এবং রূপান্তরকারী ক্ষমতা-নির্মাণ, এবং উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি, অবকাঠামো এবং অন্যান্য আর্থ-সামাজিক খাতগুলির বিকাশ করবে।

            যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম; পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ড. রবার্ট চ্যাটারটন ডিকসন; জিসিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. প্যাট্রিক ভারকুইজেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর; ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক  এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর উপদেষ্টা প্রফেসর ডক্টর সেলিমুল হক  এবং জিসিএ এর বিশিষ্ট ফেলো এবং সিভিএফ বাংলাদেশ প্রেসিডেন্সির সাবেক বিশেষ দূত আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক শাখার মহাপরিচালক ফাইয়াজ মুরশিদ কাজী গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন।

            উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ বাংলাদেশে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-দ্য ইউনাইটেড কিংডম অ্যাকর্ড অন ক্লাইমেট চেঞ্জ’-এর একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত ছিলেন।

#

 

দীপংকর/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                            নম্বর : ১০০৫

 

রেডটন, মালয়েশিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ

অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

 

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :   

 

মালয়েশিয়ার ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান রেডটন, মালয়েশিয়া বাংলাদেশে মোবাইলসহ টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগের গভীর আগ্রহ ব‌্যক্ত করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কোম্পানির একটি প্রতিনিধিদল সৌজন‌্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে চার সদস্যের প্রতিনিধিদলের নেতা রেডটন, মালয়েশিয়ার গ্রুপ সিইও লাও বিক সন বাংলাদেশে বিনিয়োগে তার প্রতিষ্ঠানের এই আগ্রহের কথা ব‌্যক্ত করেন।

 

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা বাংলাদেশ শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে বিস্ময়কর সফলতা অর্জন করেছে।

 

মন্ত্রী বলেন, দেশের প্রায় শতকরা ৯৮ ভাগ এলাকা ফোর-জি মোবাইল নেটওয়ার্ক আওতায় আনতে আমরা সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২জি, ২০১৩ সালে থ্রি-জি, ২০১৮ সালে ফোর-জি চালু করেছেন এবং ২০২১ সালে তারই নেতৃত্বে ফাইভ-জি প্রযুক্তি যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। প্রযুক্তির সর্বশেষ ভার্সন ফাইভ-জিকে এআই, রোবটিক্স, আইওটি, ব্লকচেইনসহ ইন্ডাস্ট্রির প্রয়োজনে ব‌্যবহারের লক্ষ‌্যে সরকার কাজ করছে। ডিজিটাল বৈষ‌‌্যম দূর করতে সরকার গৃহীত কর্মসূচি তুলে ধরে ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, দুর্গম পার্বত‌্য অঞ্চল, চর, হাওর ও দ্বীপাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সুবিধা পৌঁছে দিতে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটককে আমরা কাজে লাগিয়েছি।

 

মন্ত্রী দেশের টেলিযোগাযোগ খাতের লাগসই উন্নয়নে রেডটন, মালয়েশিয়ার যে কোনো উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব‌্য সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। মন্ত্রী দেশে নিরবচ্ছিন্ন মোবাইল সেবা ও অপারেটরদের মধ‌্যে সুস্থ‌ প্রতিযোগিতা নিশ্চিত করতে টাওয়ার শেয়ারিংসহ গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি খাত।

 

লাও বিক সন টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সফলতার ভূয়সী প্রশংসা করেন। ডিজিটাল অবকাঠামো খাতে তিনি তার প্রতিষ্ঠানের দীর্ঘ অভিজ্ঞতা মন্ত্রীকে অবহিত করেন।

 

রেডটন, মালয়েশিয়া প্রতিনিধিদলের অপর সদস‌্যরা হলেন রেডটন মালয়েশিয়ার পরিচালক রেজা ইমরান বিন আবদুল রহিম, হেড অব মার্কেটিং হিসাম উদ্দিন বিন আহমেদ নওয়াজি এবং রেডটন এর স্থানীয় প্রতিনিধি তৌফিক মালেক।

 

#

শেফায়েত/সিরাজ/সঞ্জীব/মাহমুদ/আব্বাস/২০২৩/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১০০৪

 

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ

ক্রিকেট দলকে নৌপরিবহন প্রতিমন্ত্রীর অভিনন্দন  

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :   

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী।

আজ এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট দলের কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।

 

#

জাহাঙ্গীর/সিরাজ/সঞ্জীব/মাহমুদ/আব্বাস/২০২৩/১৯২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ১০০৩

প্রবাসী কর্মীদের জন্য পাঁচ বছর মেয়াদি বিমা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :

          প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিকভাবে লাভবান করার জন্য বাধ্যতামূলক বিমা চালু করেছে। বিমা বেনিফিট ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকায় এবং মেয়াদ ২ বছর থেকে ৫ বছরে উন্নীত হয়েছে।

          আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটরিয়ামে জীবন বিমা কর্পোরেশনের সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচ বছর মেয়াদি প্রবাসী কর্মী বিমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

          মন্ত্রী বলেন, দিনে দিনে এই বিমার সুবিধা বাড়ানো হবে। তিনি বলেন, বাধ্যতামূলক এই বিমার পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণে আরো সুবিধাযুক্ত অন্যান্য বিমা চালুর উদ্যোগ নেওয়া হবে। বিমার সুবিধা যেন প্রবাসী কর্মীরা কাজে লাগাতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।

          ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম ও জীবন বিমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী।

#

রাশেদুজ্জামান/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                               নম্বর : ১০০২

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ দলকে শ্রম প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :   

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। তিনি বলেন, চলমান টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পায়। পরের ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতায় ঐতিহাসিক এ সিরিজ জয়ের গৌরব অর্জন করে। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। টাইগার বাহিনী সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের এ ধারাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

#

আকতারুল/সিরাজ/মাহমুদ/আব্বাস/২০২৩/১৯০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১০০১

2023-03-12-16-49-b741fc20ff2b589836485e1e9e92e667.docx 2023-03-12-16-49-b741fc20ff2b589836485e1e9e92e667.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon