Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২৭ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৭৬
 
এসডিজি-৪ বাস্তবায়নে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে
                        -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসডিজি-৪ বাস্তবায়নে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে একটি জ্ঞাননির্ভর ও প্রযুক্তিভিত্তিক মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 
    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে খধঁহপযরহম ঊাবহঃ ড়ভ ঈধঢ়ধপরঃু ইঁরষফরহম ভড়ৎ ঊফঁপধঃরড়হ (ঈধঢ়ঊউ) চৎড়মৎধসসব রহ ইধহমষধফবংয শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনেস্কো ঢাকা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    মন্ত্রী বলেন, শিক্ষানীতিতে এসডিজি-৪ এর কিছু কিছু বিষয়ে দিকনির্দেশনা দেওয়া আছে। শিক্ষার মান উন্নয়নে সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে আমাদের দ্রুত এগুতে হবে। লক্ষ্য অর্জনে ঈধঢ়ঊউ চৎড়মৎধসসব এর মাধ্যমে কৌশলগত ও বিশেষজ্ঞ সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল করতে সরকার শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণও দিচ্ছে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান,  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, ইউনেস্কো ঢাকা অফিস প্রধান বিয়াট্রিস কালডুন (গং. ইবধঃৎরপব কধষফঁহ) , ইউনেস্কো প্রধান কার্যালয়ের ইউনিট প্রধান আসট্রিড গিলেট (গং. অংঃৎরফ এরষষবঃ), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং ইউআইএস-এর আঞ্চলিক উপদেষ্টা শৈলেন্দ্র সিগডেল (ঝযধরষবহফৎধ ঝরমফবষ) বক্তব্য রাখেন ।
#

আফরাজ/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০১০ ঘণ্টা

    
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৭৪
 
আশ্রিত মিয়ানমার নাগরিকদের জন্য স্যানিটেশন
ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ পুরোদমে চলছে

উখিয়া (কক্সবাজার), ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ জোরগতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকূপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে নলকূপ ও টয়লেটের সংখ্যা।

আজ  ১ শত ৮৩টি নলকূপ বসানো ও ৯৫টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হয়েছে।
 
এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ৮ শত ৮১টি নলকূপ এবং ১ হাজার ১ শত ৪২টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে।
 
উল্লেখ্য, এসব কেন্দ্রে ১ হাজার ২ শ’টি সুপেয় পানির উৎস ও ১ হাজার ২ শ’টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে।

#
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৭৫
 
আশ্রিত মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায়  ৩টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।

আজ কুতুপালং ক্যাম্পে ৬ শত ১ জন পুরুষ ও ৮৪ জন মহিলা মিলে ৬ শত ৮৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৮৫ জন পুরুষ ও ৬ শত ৯ জন নারী মিলে ১ হাজার ৯৪ জন, থাইংখালী ক্যাম্পে ৭ শত ৫৭ জন পুরুষ ও ১ শত ৪০ জন মহিলা মিলে ৯ শত ১ জন এবং পুরোদিনে ২ হাজার ৬ শত ৮০ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ২৩ হাজার ৫ শত ৯২ জনের নিবন্ধন করা হয়েছে।

#

সাইফুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৭৩
 
সংবাদ উপস্থাপক সম্মেলনে তথ্যমন্ত্রী
রাজাকার-খলনায়কেরা নয়, উপস্থাপনায় যেন মুক্তিযোদ্ধারাই মহিমানি¦ত হন
 
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) : 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজাকার-খলনায়কেরা নয়, সংবাদ উপস্থাপনায় যেন মুক্তিযোদ্ধারাই মহিমানি¦ত হন।’
আজ রাজধানীতে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অভ্ বাংলাদেশ (এনপিএসবি) এর নবনির্বাচিত পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সংবাদ উপস্থাপকেরা ইলেক্ট্রনিক গণমাধ্যমে খবরের একটি বড় আকর্ষণ বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংবাদ জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে উপস্থাপকেরা শুধু খবর পাঠ করেন না, তারা দর্শক-শ্রোতার সাথে গণমাধ্যমের সংযোগ ঘটান। সংবাদের ব্যঞ্জনা, গুরুত্ব ও তাৎপর্য তাদের অভিব্যক্তিতেই মূর্ত হয়ে ওঠে। এ কারণে খবরের ভেতরের খবর জানা না থাকলে পূর্ণ সংবেদনশীলতার সাথে সংবাদ উপস্থাপন সম্ভব নয়।
এনপিএসবি’র সভাপতি দেওয়ান সাঈদুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ নাসির উদ্দিন আহমেদ, এনপিএসবি’র সাধারণ সম্পাদক রেহানা পারভীন, অভিষেক কমিটির আহ্বায়ক খালেদ মাসুদ খান প্রমুখ সভায় বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সংবাদ উপস্থাপক এহসান আহমেদ, জায়েদ ইকবাল, শেখ তোফাজ্জল হোসেন, ফারাহ কবীর, মুনমুন রহমান এবং সাজাহান খন্দকার (মরণোত্তর)কে বিশেষ সম্মাননা দেয়া হয়।
 
#
 
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৭২
 

সরকার পর্যটনকে উন্নয়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে
                -- রাশেদ খান মেনন

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের সম্ভাবনাকে  কাজে লাগানো গেলে এটি হবে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের প্রধান খাত। এছাড়া মানুষের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টির পাশাপাশি একটি দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে পর্যটন শিল্পের বিকল্প নেই। তাই সরকার পর্যটনকে উন্নয়নের  অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
 
    মন্ত্রী আজ সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) ও বিভিন্ন পর্যটন সংস্থা আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে এসব কথা বলেন। বর্ণাঢ্য এ র‌্যালি মৎস্যভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মোঃ ইমরান, বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ নাসির উদ্দিন, বিপিসি’র চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব, ট্রিডাব, ট্রিয়াভসহ বিভিন্ন সংস্থার কয়েক হাজার সদস্য।

    র‌্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের চেয়ারম্যান ড. সাকের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

    বিকেলে পর্যটন মন্ত্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

    দিবসটি উদযাপনে বিভিন্ন সংগঠন ১২ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে টকশো ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।

    বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘ঝঁংঃধরহধনষব ঞড়ঁৎরংস : ধ ঞড়ড়ষ ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ’  বা ‘টেকসই পর্যটন : উন্নয়নের মাধ্যম’।

#

মাহবুব/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৭১

সংকট শেষ না হওয়া পর্যন্ত সরকার রোহিঙ্গাদের পাশে থাকবে
                                           --- ওবায়দুল কাদের

উখিয়া (কক্সবাজার), ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) : 
রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে। এ সংকট শেষ না হওয়া পর্যন্ত সরকার রোহিঙ্গাদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ উখিয়ার কুতুপালংয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন আয়োজিত স্বাস্থ্যক্যাম্প পরিদর্শন এবং থ্যাংখালী বাগগুনায় ত্রাণ বিতরণকালে একথা বলেন। তিনি বলেন, টেকনাফ ও উখিয়া এলাকার বারোটি রোহিঙ্গা ক্যাম্পে দশ হাজার স্যানিটারি ল্যাট্রিন প্রয়োজন। চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও নিরাপদ পানি নিশ্চিত করতে দেশ-বিদেশের সাহায্য সংস্থাসমূহের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
এসময় অন্যান্যের মাঝে সংসদ সদস্য আবদুর রহমান উপস্থিত ছিলেন।

#

নাছের/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭০
 
ফুটবলার সাবিনার মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) : 
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য ও কৃতি নারী ফুটবলার সাবিনা ইয়াসমিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং উপমন্ত্রী আরিফ খান জয়।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, সাবিনার অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি সাবিনার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় উপমন্ত্রী বলেন, সাবিনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। তিনি সাবিনার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।   
#
শফিকুল/রিফাত/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৬৯
 
সিলেটে জিওবি-সূর্যের হাসি সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত
 
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর ) :  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে দেশের সকল মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। এ বিষয়ে তথ্য অধিদফতরও কাজ করছে। এসকল উদ্যোগের মধ্যে ‘কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য’ উদ্যোগটি বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। 
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার আজ সিলেট জেলা পরিষদ হলরুমে জিওবি এবং সূর্যের হাসি সমন্বিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সরকারের স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ আটটি মন্ত্রণালয় ও অন্যান্য এনজিও’র সমন্বয়ে সূর্যের হাসি ক্লিনিক কাজ করছে। ২০৩০ সালের মধ্যে অধিকতর টেকসই ও সুন্দর বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে সার্বজনীনভাবে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্যের একটি ‘সুস্বাস্থ্য কল্যাণ’ বাস্তবায়নে ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই এ কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে বলে প্রধান তথ্য অফিসার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান তথ্য অফিসার গতকাল সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব এবং আজ সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
কর্মশালায় তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মাসুদা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
#
রিফাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৬৮
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর ) :  
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠক আজ কমিটির সভাপতি  রেবেকা মমিনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মনোয়ারা বেগম এবং রিফাত আমিন অংশগ্রহণ করেন। 
বৈঠকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন ‘জাতীয় দিবস’ হিসেবে পালন করার সুপারিশ করা হয়। কমিটি প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য ‘বাল্যবিবাহ’ নিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টার একটি সেশন নেয়ার সুপারিশ করে।
বৈঠকে ঢাকার ধানম-িতে ‘জয়িতা টাওয়ার’ নির্মাণ প্রকল্প, জয়িতা ফাউন্ডেশনের জনসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা, মেয়েদের প্রশিক্ষণ এবং জয়িতা’র ব্র্যান্ডিং ইমেজ তৈরি করার সুপারিশ করা হয়। কমিটি ছোট্ট শিশুদের নিরাপদ ‘ডে কেয়ার’ সেন্টার নির্মাণ করার সুপারিশ করে।
‘উঘঅ আইন ২০১৪’ ও ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ -এর বাস্তবায়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
 
#
নুরুল/রিফাত/সাহেলা/রফিকুল/শামীম/২০১৭/১৪৩৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৬৭
 
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে সৃজনশীল বই পড়ার সুযোগ দিতে হবে
           -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর ) : 
   জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরের পাবলিক ময়দানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরণ ও শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল উদ্যোগসমূহের সুফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ পেতে শুরু করেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের অন্যান্য সৃজনশীল বই পড়ার সুযোগ করে দিতে হবে। এতে ছাত্রছাত্রীদের মেধা ও মননের বিকাশ ঘটবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঝবপড়হফধৎু ঊফঁপধঃরড়হ ছঁধষরঃু ধহফ অপপবংং ঊহযধহপবসবহঃ চৎড়লবপঃ (সেকায়েপ)-এর আওতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন ও যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে ২৬শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
 
#
মাসুম/রিফাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৪৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৬৬ 
 
পারমানবিক অস্ত্রনিরোধ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর
নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর : 
বাংলাদেশ এবছর ৭ জুলাই গৃহীত পারমানবিক অস্ত্রনিরোধ চুক্তি সমর্থন করেছে। সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে প্রথম গ্রুপ থেকে গত সপ্তাহে বাংলাদেশ এ চুক্তি স্বাক্ষর করে। জাতিসংঘ সদরদপ্তরে ২৬ সেপ্টেম্বর ‘পারমানবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবস’ এর স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের প্লেনারি সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একথা বলেছেন।  
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ মনে করে পারমানবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলই হতে পারে এর ব্যবহার বন্ধের একমাত্র পূর্ণ নিশ্চয়তা। 
এ সময় তিনি ২০১৩ সালের সেপ্টেম্বরে আয়োজিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চপর্যায়ের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তৃতার উদ্ধৃতি দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, পরমাণুঅস্ত্র চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পারে না। এই নিশ্চয়তা প্রদান সম্ভব যদি শিক্ষা, আর্থসামাজিক অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করা যায় এবং শান্তি অর্জনে মানুষের সামর্থ্যকে ব্যবহার করা যায়।’ 
#
রিফাত/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৭/১০৪০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৬৪
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) : 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে টেকসই উন্নয়ন সাধন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
জনগণের ক্ষমতায়নে তথ্য একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। জনগণের এ অধিকারকে সম্মান দিয়ে নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আমরা নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ পাস করি এবং কমিশন গঠন করি। ফলে জনগণ ও গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। 
আওয়ামী লীগ সরকার দেশে গণমাধ্যমের বিকাশ ও অগ্রযাত্রায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই প্রথম দেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দেই। তথ্যের অবাধ প্রবাহকে আরো বিস্তৃত করতে আমরা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশনের পাশাপাশি ৪৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ২২টি এফএম বেতারকেন্দ্র এবং ৩২টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অনুমতি দিয়েছি। ফলে তথ্যপ্রকাশ ও প্রচারের ব্যবস্থা সহজতর হয়েছে। সংসদ টেলিভিশন চালুর ফলে গণমানুষের কাছে সংসদের কার্যক্রম সরাসরি পৌঁছানো অত্যন্ত সহজ হয়েছে। 
প্রায় ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে আমরা ‘জাতীয় তথ্য বাতায়ন’ চালু করেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি ছাড়িয়ে গেছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন আজ আর স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের ও ২০৪১ সালের আগেই উন্নতসমৃদ্ধ দেশে পরিণত করব, ইনশাআল্লাহ। 
আমি আশা করি, তথ্য অধিকার আইনের অধিকতর ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে। আমি ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করছি। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
 
ইমরুল/রিফাত/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১০৪০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৬২
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর ) :     
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৭’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে টেকসই উন্নয়ন সাধন’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৭' পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। 
তথ্যপ্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে তথ্য জানার অধিকার মানুষের অন্যতম মৌলিক ও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে জনগণের চিন্তা ও বিবেক, বাক্ ও ভাবপ্রকাশ এবং সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তথ্যজানার অধিকারকে অগ্রাধিকার দিয়েই বর্তমান সরকার ‘তথ্য অধিকার আইন ২০০৯’ প্রণয়ন করেছে এবং এ লক্ষ্যে তথ্য কমিশন গঠন করেছে। ফলে তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
তথ্যই শক্তি। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তথ্যের অবাধ প্রবাহ যেমন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক, তেমনি তা সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের তথ্য অধিকার ও 
তথ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সরকারি অফিসগুলোতে ওয়েব পোর্টালের পাশাপাশি নতুন নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল, বেতার ও কমিউনিটি রেডিও এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে স্বচ্ছধারনা পাচ্ছে এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালনের মাধ্যমে তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পাবে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে এবং জনগণের ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত হবে।
প্রতিষ্ঠার পর থেকে জনগণ ও সরকারের মধ্যে আস্থার পরিবেশ গড়ে তুলতে তথ্য কমিশন সহায়ক ভূমিকা পালন করছে জেনে আমি খুশি হয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো সুসংহত করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সকলকে এগিয়ে আসতে হবে। তথ্য জানা ও পাওয়ার পথ সহজতর হোক, জনগণ এর সুফল পাক, সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হোক-এ প্রত্যাশা করি।
আমি  ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৭’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/রিফাত/শহিদ/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১০৪৬ ঘণ্টা 
 
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon