Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী 5/4/2019

 

Handout                                                                                                             Number:1377

 

Foreign Minister welcomes UK’s decision

to continue to extend EBA facility to Bangladesh

                                                            

Dhaka, 5 April : 

 

            Foreign Minister Dr. A K Abdul Momen welcomed UK’s decision to continue to extend EBA (Everything But Arms) facility to Bangladesh even after the BREXIT. He also expressed hope that UK's support in terms of preferential access would remain in place for Bangladesh’s post-LDC period. Foreign Minister said this as the new British High Commissioner to Bangladesh Robert Chatterton Dickson called on him yesterday. 

 

            Foreign Minister Momen congratulated Mr. Dickson on his appointment as the new British High Commissioner and assured him of best of cooperation during his tenure in Bangladesh.

            The Bangladesh Foreign Minister recalled UK’s full support during Bangladesh’s Liberation War and the historic meeting between Bangabandhu Sheikh Mujibur Rahman and Prime Minister Sir Edward Heath at No 10 Downing Street on 08 January 1972, right after his release from Pakistan jail after our independence.

 

Foreign Minister Momen briefed the High Commissioner about the 11th Parliamentary Elections that was held in Bangladesh on 30 December 2018 in a festive and peaceful atmosphere. He also thanked Prime Minister Theresa May and other global leaders for congratulating Prime Minister Sheikh Hasina and her cabinet on re-election.

 

            Dr. Momen highlighted Bangladesh’s tremendous socio-economic developments particularly during the last one decade in light of Prime Minister Sheikh Hasina’s Vision 2021 and Vision 2041 that envisages the transformation of Bangladesh into Sonar Bangla or Golden Bengal as dreamt by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. British High Commissioner promised UK’s support in terms of increased business and investment between the two countries to realise that dream.


            Rohingya issue figured high in the discussion. Dr. Momen appreciated UK’s strong political and humanitarian support. British High Commissioner promised to maintain persistent pressure on Myanmar for early but safe, dignified and sustainable return of the Rohingyas to their ancestral land in Rakhine.

 

#

 

Tohidul/Mahmud/Mosharaf/Abbas/2019/2052 Hours

তথ্যবিবরণী                           নম্বর : ১৩৭৬ 
 
খেলাধুলার মাধ্যমে সুখী জাতি গড়া যায়
          ---কৃষিমন্ত্রী
 
টাঙ্গাইল, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। অনেক ছেলেমেয়ে আইপড, ল্যাপটপে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে না থেকে এই শক্তিটা মাঠে ব্যয় করতে হবে। কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না, সুখও দেয়। খেলাধুলার মাধ্যমে সুখী জাতি গড়া যায়।
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ টাঙ্গাইলের গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের আয়োজনে আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন। 
 
কৃষিমন্ত্রী বলেন, পরাজয় থেকে শিক্ষা নিতে হবে কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়। প্রতিযোগিতায় উদ্যমের সঙ্গে লড়ে যাওয়াই খেলোয়াড়ের বৈশিষ্ট্য। খেলাধুলা সবার জন্য। স্কুল জীবনের শুরু থেকেই মাঠে যাওয়া উচিত, খেলা উচিত। নিরোগ দেহ ও উন্নত জাতির জন্য খেলাধুলা অবশ্যই দরকার।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও আদর্শ যুব সংঘের সভাপতি এস এম শোয়েব হোসেন নোবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের এমপি মোঃ সানোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
#
 
গিয়াস/মাহমুদ/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২০৩১ ঘণ্টা 
তথ্যবিবরণী                            নম্বর : ১৩৭৫  
 
বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলা পরিহার করতে হবে
                    ---শিল্প প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
 
‘আধুনিকতার নামে আমাদের বাঙালি সত্তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।’
 
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ রাজধানীর মিরপুরের রূপনগরে মনিপুর স্কুল ও কলেজে বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
দৈনন্দিন কথাবার্তায় মাতৃভাষা বাংলার বিশুদ্ধতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলা ও ইংরেজি ভাষা মিশিয়ে কথা বলা পরিহার করতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতির চেতনা ও আদর্শ ছড়িয়ে দেওয়া অপরিহার্য। এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। 
 
মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#
 
মাসুম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২০২৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                    নম্বর : ১৩৭৪ 
 
গণসংগীত জাতির প্রেরণা
             ---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
গণসংগীত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিপুল প্রেরণা যুগিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে চলছে। নতুন নতুন গণসংগীত এখন জনগণের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করবে, মানুষের মূল্যবোধকে উজ্জীবিত করবে, দেশ গড়ায় আত্মনিয়োগে ব্রতী করবে।’  
 
আজ বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় জাতীয় গণসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
 
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী উৎসব উদ্বোধন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আব্দুল কুদ্দুস এবং আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক মানজার তানভীর সুইট উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন।
#
 
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫২ ঘণ্টা 
তথ্যবিবরণী                নম্বর :  ১৩৭৩
 
জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে
                   ---গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, স্বাধীনতাবিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের দল, ক্ষমতার বাইরে বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। আমাদের পরিষ্কার কথা, জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে, মানুষের সেবায়, সেটাই হবে রাজনীতি’।
মন্ত্রী আজ ঢাকায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ কংগ্রেস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে রাজনৈতিক দলসমূহের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি রাজনৈতিক নেতা হয়েছি, মন্ত্রী হয়েছি। আমার যদি টার্গেট থাকে বিত্ত-বৈভব, বিশাল প্রাচুর্যের একটা জায়গা অর্জন করে আমি রাজনীতি করবো, এটা রাজনীতি হতে পারে না। এ রাজনীতি থেকে বেরিয়ে আসার চলমান প্রক্রিয়ায় দেশবাসীকে শামিল হতে হবে’। তিনি বলেন, ‘আমার কাছে বাংলাদেশ, ৩০ লাখ শহীদের রক্তের বাংলাদেশ, অসম্প্রাদায়িক রাজনীতির বাংলাদেশ। চোখের দৃষ্টি বন্ধ করে মনের দৃষ্টিতে একবার তাকিয়ে দেখুন, যে পরিবারের একমাত্র সন্তান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলো, সে পরিবারের বিপন্ন অবস্থার কথা। মানুষের উন্নয়নের রাজনীতিতে আমরা একটা জায়গায় দাঁড়ানোর প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সামাজিক সূচকে, অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে’।
বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিন এবং বিশিষ্ট রাষ্ট্র চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
#
 
ইফতেখার/মাহমুদ/রাহাত/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                      নম্বর : ১৩৭২  
 
পুরুষ ও নারী একে অপরের সহযোগী
        ---শিক্ষামন্ত্রী 
 
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারী অধিকারের বিষয়ে নারী ও পুরুষ উভয়ের মনোজগতে পরিবর্তন দরকার। নারী ও পুরুষ কেউ কারও প্রতিপক্ষ নয়। বরং তারা সহযোগী, সহযোদ্ধা। পুরুষদের সঙ্গে না নিলে নারীরা তাদের প্রতিবন্ধকতা দূর করতে পারবে না। 
 
মন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা উইমেন অভ্ দ্য ওয়ার্ল্ড (ওয়াও)  ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ঢাকা ওয়াও ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার, মানববান্ধব সরকার। নারী অধিকার মানবাধিকার।  নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী, স্পিকার, সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে যে সমস্ত পদে নারীদের অযোগ্য বলে ধরে নেয়া হতো সে সব পদ যেমন ওসি, ডিসি, এসপি এই সমস্ত পদে নারীরা সফলতার সাথে কাজ করছে।  এত কিছুর পরও নারীর অনেক চ্যালেঞ্জ। এখনো নারীরা বিভিন্নভাবে সহিংসতার ও বৈষম্যের শিকার হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও বৈষম্য দূরীকরণে নারী-পুরুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুট কেলি সিবিই, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন প্রমুখ।
 
#
 
খায়ের/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৩৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                     নম্বর :  ১৩৭১
 
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
 
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
১৪৪০ হিজরি সনের পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (৬ এপ্রিল) শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নি¤েœাক্ত টেলিফোন ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ও ফ্যাক্স ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো। 
 
#
 
নিজাম/রাহাত/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী               নম্বর :  ১৩৭০
 
স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
 
 
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় নি¤েœর স্লোগানটি স্ক্রল আকারে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
 
মূল বার্তা:                                                                      
প্রথম জাতীয় শিল্পমেলা ৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান। সুসজ্জিত এসি স্টল। সকল ধরণের উন্নতমানের পণ্য সুলভে পাওয়া যাচ্ছে। কোন এন্ট্রি ফি নেই। আপনারা স্বপরিবারে আমন্ত্রিত।
#
 
রাহাত/আব্বাস/২০১৯/১৬৪০ ঘণ্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon