Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুলাই ২০১৭

তথ্যবিবরণী 25 July 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯২৬

ডিসি সম্মেলনে তথ্যমন্ত্রী
তথ্যের অবাধ প্রবাহ সময়ের দাবি

ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জেলা প্রশাসকদের নিজ নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

    আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বছরের জেলা প্রশাসক সম্মেলনে তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এ আহ্বান জানান। তথ্যসচিব মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনারবৃন্দসহ সকল জেলা প্রশাসক এসময় উপস্থিত ছিলেন।  

    তথ্যমন্ত্রী জেলা প্রশাসনের দায়িত্বকে জনগণের সবচেয়ে কাছে থেকে তাদের সেবাদানের অন্যতম  সর্বোত্তম সুযোগ বলে অভিহিত করে জেলা প্রশাসকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘সংবিধান ও সুশাসনের প্রকৃষ্ট ধারক হিসেবে সংবিধানের মর্মবাণী জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া, বৈষম্যহীন উন্নয়ন পরিকল্পনা, সকল উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণকে স্বতস্ফূর্ত করা, সহকর্মীদের জনকল্যাণে উৎসাহ দেয়া ও সর্বোপরি নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের একনিষ্ঠ হওয়া একান্ত জরুরি। মনে রাখতে হবে তথ্যের অবাধ প্রবাহ এখন সময়ের দাবি।’

    কালের যাত্রায় বাংলাদেশ এখন ফেরত যাত্রার প্রেক্ষাপটে রয়েছে বর্ণনা করে ইনু বলেন, ‘পঁচাত্তরের পর যে অন্ধকারে দেশ ডুবে গিয়েছিল, সেই  সাম্প্রদায়িক-সামরিক-বিচারহীনতার শাসনের গহ্বর থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে টেনে তোলার ফেরত যাত্রায় দেশ এখন মোকাবিলা করছে জঙ্গি সমস্যা, আনছে বৈষম্যহীন উন্নয়ন ও হাঁটছে সুশাসনের পথে।’

    ফেরতযাত্রার পথে উপনিবেশ, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করা, আইনের শাসন প্রতিষ্ঠা, পরিবেশের অভিঘাত মোকাবিলা, বৈষম্যমুক্ত সমৃদ্ধি অর্জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি করায়ত্ত করা এবং বিশ্বায়ন ও আঞ্চলিকায়নের সঙ্গে খাপ খাওয়ানোর ছ’টা প্রধান চ্যালেঞ্জ দেশকে মোকাবিলা করতে হচ্ছে, বলেন মন্ত্রী।  

    এই ছয় চ্যালেঞ্জ মোকাবিলায় সংবিধান, গণতান্ত্রিক ও জাতীয় মূল্যবোধ, আইনের শাসন, ইতিহাস- ঐতিহ্য ও  দেশপ্রেম সমুন্নত রেখে সুশাসনের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহিতা, সম্পদের সুষম বণ্টন এবং জনগণের সম্মতি ও সন্তুষ্টি অর্জনের কোনো বিকল্প নেই।

আকরাম/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯২৫

ডিসি সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী
শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর

ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):

         শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) বলেছেন, শিশুশ্রম একটি লজ্জাজনক বিষয়। যে কোন উপায়ে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপুর্ণ শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মোদাতি ইউনিয়নকে বাংলাদেশের প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

         তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় একথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসনে মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে, ঝুঁকিপূর্ণ কাজে কী পরিমাণ শিশু নিয়োজিত রয়েছে তা নিরূপণে চারটি বিভাগীয় শহরে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুশ্রম নিরসনে জনসচেতনতা বৃদ্ধি এবং কী ভাবে সফল হওয়া যায় এ বিষয়ে মতামত গ্রহণের জন্য বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, এনজিও কর্মীদের অংশগ্রহণে কর্মশালা করা হয়েছে। শিশুশ্রম নিরসনে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
     
       মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ।

#

আকতারুল/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                  নম্বর : ১৯২৪
 
জেলা প্রশাসক সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ দুর্ঘটনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ডিসিদের ভূমিকা অপরিহার্য
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শহর ও শহরতলীর বিতরণ লাইন ও সাবস্টেশন ভূগর্ভস্থ করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৫ বছর গ্রিডের জন্য কী পরিমাণ জমি প্রয়োজন হবে তা এখনই নির্ধারণ করে অধিগ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। জমি অধিগ্রহণ বা ক্রয় প্রক্রিয়া দ্রুততর করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী, আজ জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসের দ্বিতীয় কার্য অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, জনগণকে গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করা হচ্ছে। এলপিজি ও লাইনের প্রাকৃতিক গ্যাসের মূল্য প্রায় সমান। এলপিজি’র মূল্য আরো কমবে। তাছাড়া দেশের ২৪ লাখ গ্রাহক প্রাকৃতিক গ্যাস ব্যবহার  করলেও অন্যান্য নাগরিকরা বিকল্প জ্বালানিই ব্যবহার করে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, বিদ্যুৎ জনিত দুর্ঘটনা সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসকরা কার্যকরী অবদান রাখতে পারে।  
বিশেষ অতিথির বক্তৃতার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী, বীর বিক্রম  জেলা প্রশাসকদের মেধা, প্রজ্ঞা ও আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, চাহিদা অনুসারে গ্যাস দেয়া আপাতত সম্ভব হচ্ছে না। এলএনজি এলেই এ অবস্থার উন্নতি হবে। 
এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনজি সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। 
#
আসলাম/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯২৩

ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী
ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত ত্রাণ বিতরণে আরো তৎপর হওয়ার আহ্বান

ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বছর সংগঠিত প্রত্যেকটি দুর্যোগে জেলা প্রশাসকদের চাহিদার ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রীর বরাদ্দ পাঠানো হয়েছে। অনেক জায়গায় চাহিদাপত্রের পূর্বেই বরাদ্দ পাঠানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবং দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতার বিচারে এ পদক্ষেপ নজীরবিহীন। এ ধারা অব্যাহত থাকবে।

    তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিদ্যুৎ ও জ¦ালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী, বীরবিক্রম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ এ সময় উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, কোন মানুষ যাতে দুর্যোগে খাদ্য, বাসস্থান ও চিকিৎসায় কষ্ট না পায় তার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণে তৎপর হতে তিনি জেলা প্রশাসকদের আহ্বান জানান। টিআর কাবিখার বরাদ্দ মার্চ মাসের মধ্যে ছাড় প্রদানে জেলা প্রশাসকদের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, কিছু কিছু জেলায় প্রথম কিস্তির কাজ শেষ করতে বিলম্ব করায় দ্বিতীয় কিস্তি ছাড় করতে সময় লাগে। প্রথম কিস্তির প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে দ্বিতীয় কিস্তির বরাদ্দ মার্চের পূর্বেই দেয়া সম্ভব বলে মন্ত্রী উল্লেখ করেন। হাওর এলাকায় জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ বরাদ্দ ছাড়ের অনুরোধে মন্ত্রী বলেন, প্রথম কিস্তির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা গেলে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ বরাদ্দ দেয়া হবে। সময়মতো প্রকল্প তালিকা পেতে সংসদ সদস্যদের সাথে যোগাযোগ আরো নিবিড় করতে মন্ত্রী জেলা প্রশাসকদের অনুরোধ করেন। যেসব বেড়িবাঁধ বন্যায় ভেঙে যাওয়ার ঝুঁকি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত এসব বেড়িবাঁধ মেরামতের অনুরোধ করেন মন্ত্রী।
    
#

দেওয়ান/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                  নম্বর : ১৯২২
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
দশম জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স¦াস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মোঃ ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, সেলিনা বেগম এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন। 
বৈঠকে চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে ইতোমধ্যে ৩ হাজার ৭০০ জন ডাক্তারকে প্রশিক্ষণ প্রদানের বিষয়টি অবহিত করা হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সভায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং আইসিইউ’র সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটি গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস লিঃ তৃতীয় শাখা স্থাপন প্রকল্পে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করে। 
কমিটি ১৯টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে  আবাসিক বেসরকারি চিকিৎসকদের জন্য মাসিক জনপ্রতি ২০ হাজার টাকা সম্মানি প্রদানের সুপারিশ করে।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
কামাল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা
 

Handout                                                                                                               Number : 1921

India removes entry restrictions on BD nationals 

Dhaka, 25 July :         

            The Indian authority has removed entry and exit restrictions on visas issued to Bangladesh nationals. By removal of this restriction, now, any Bangladesh national having Indian visa with name of entry and exit point will be able to enter and exit from India through any of the 24 international airports and two integrated check posts in India in addition to entry and exit point mentioned in the visa.

            The International Airports include Ahmedabad; Amousi (Lucknow); Amritsar; Bagdogra; Bangalore; Calicut; Chandigarh; Chennai; Cochin; Coimbatore; Dabolim (Goa); Delhi; Gaya; Guwahati; Hyderabad; Jaipur; Kolkata; Mangalore; Mumbai; Nagpur; Pune; Trichy; Trivandrum and Varanasi. The  Integrated Check Posts are Benapole-Haridaspur and Darshana-Gede.

#

Anasuya/Rezzakul/Asma/2017/1530 hours

 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৯২০
ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির আমন্ত্রণে ভিয়েতনাম সফর শেষে আজ দেশে ফিরেছেন।
সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট ঘমুঁবহ ঞযর করস ঘমধহ ভিয়েতনামের প্রেসিডেন্ট ঞৎধহ উধর ছঁধহম এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ঘমঁবহ চযঁ ঞৎড়হম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় তাঁরা দু’দেশের বাণিজ্য সম্পর্ক, আমদানি-রপ্তানি, যৌথ বিনিয়োগ, পাটসহ কৃষিজাত দ্রব্যাদি, পর্যটন শিল্প ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড মো. আবদুর রব হাওলাদার স্পিকারের সফর সঙ্গী ছিলেন।
স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
#
কামাল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫০৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯১৯
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থবছরের উন্নয়ন ও অনুন্নয়ন বাজেট, হাওর বোর্ডের কার্যক্রম এবং তিস্তা প্রজেক্ট এর বগুড়া ক্যানেল খননের সর্বশেষ অবস্থা সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি সন্তোষজনকভাবে মোকাবিলা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরো বৃদ্ধি করার সুপারিশ করে। বৈঠকে জাতীয় পানিনীতির অনুকরণে হাওরসমূহের বাঁধ ব্যবস্থাপনা, তদারকির জন্য গ্রাম পর্যায়ে সমিতি, ইউনিয়ন পর্র্যায়ে এসোসিয়েশন এবং উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠনপূর্বক এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফেডারেশনের ওপর দেয়ার সুপারিশ করা হয়। 
এছাড়া, কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তরের চলমান ড্রেজিং কার্যক্রম তদারকি, এডিপিভুক্ত প্রকল্প কর্তৃক জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বর্ষা আসার আগে খাল পুনঃখনন করা, সীমান্ত নদী সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং ওয়ারপো’র (ডধঃবৎ জবংড়ঁৎপবং চষধহহরহম ঙৎমধহরুধঃরড়হ) জনবল  সমস্যা সমাধানে প্রত্যেক উপজেলায় জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৪১৪ ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon