Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 7 February 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৩

   শিল্পমন্ত্রীর জর্ডান যাত্রা

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে জর্ডান থেকে ফসফরিক এসিড ও রক ফসফেট আমদানির বিষয়ে আলোচনার জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ জর্ডানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
জর্ডান ফসফেট মাইনস কোম্পানি পিএলসি এর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সফরে গেছেন। তিনি সেখানে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ, বিসিআইসি’র পরিচালক মো. আব্দুল হাই এবং বিসিআইসি’র ক্রয় বিভাগের ইনচার্জ মো. সহিদুল ইসলাম প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
জর্ডান সফরকালে শিল্পমন্ত্রী সে দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জারুব কুদাহ (ণধৎঁন ছঁফধয) এর সাথে বৈঠক করবেন। তিনি জর্ডান ফসফেট মাইনস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও পৃথকভাবে মতবিনিময় করবেন।
বৈঠককালে শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে অর্জিত সাফল্য তুলে ধরবেন। তিনি দেশে বিরাজমান অনুকূল বিনিয়োগ পরিবেশের কথা উল্লেখ করে বাংলাদেশের উদীয়মান শিল্পখাতগুলোতে জর্ডানি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানাবেন। এছাড়া, তিনি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় জর্ডান হতে রক ফসফেট আমদানির বিষয়ে ইতোপূর্বে প্রস্তুতকৃত খসড়া চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এ সফরে জর্ডান থেকে বিসিআইসি’র জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ফসফরিক এসিড আমদানির বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হবে।
শিল্পমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জর্ডানের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রীর ১২ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।
#

জলিল/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮২

   
সকলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন 
                      -- তথ্যমন্ত্রী 

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিরাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরেপক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।
আজ সচিবালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সকল দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপি’র আগামী  নির্বাচনে না আসার আর অজুহাত রইলোনা।
বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নতুন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকুরিজীবনের বিষয় কারো করুণায় নয়, আইনীভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারও ওপর ক্ষোভ বা অনুরাগের কোনো বিষয় নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা মঙ্গলজনক বলে মনে করি। 
#

আকরাম/মাহমুদ/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮১

   
স্পিকারের সাথে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ সংসদ সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর রাষ্ট্রদূত  ডক্টর সাঈদ বিন হাজার আল শেহী (উৎ.ঝধববফ ইরহ ঐধলধৎ অষ ঝযবযর)  সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা  ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর এসেম্বলি নিয়ে আলোচনা করেন।  
স্পিকার বলেন, আগামী ১-৫ এপ্রিল ঢাকায় আইপিইউ এর ১৩৬তম এসেম্বলি অনুষ্ঠিত হবে। আইপিইউভুক্ত দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও অন্যান্য প্রতিনিধিসহ প্রায় ১৩০০ প্রতিনিধি এ এসেম্বলিতে অংশগ্রহণ করবেন।
 তিনি বলেন, এসেম্বলি সংলগ্ন স্থানে বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শনীর আয়োজন করা হবে। এসেম্বলিতে আগত প্রতিনিধিগণ এ মেলা থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী ক্রয় ও এর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। 
রাষ্ট্রদূত আসন্ন আইপিইউ সম্মেলনে ইউএই পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসেম্বলিতে অংশগ্রহণ করবেন বলে স্পিকারকে অবহিত করেন।
#

কামাল/মাহমুদ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

থ্যবিবরণী                                                                     নম্বর : ৩৮০

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) : 
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সংবলিত ৮টি নতুন ও  সংশোধিত প্রকল্প  অনুমোদন দেয়া হয়েছে। পুরো টাকাই জিওবি’র।
    আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। 
    একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব এবং সচিববৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ৫ দশমিক ১৫ ভাগ হয়েছে বলে সভায় জানান। তিনি বলেন, ডিসেম্বর ২০১৬ মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩ ভাগ। জানুয়ারিতে মোটা চাউলের দাম কিছুটা বৃদ্ধি এবং বছরের শুরুতে শিক্ষার্থীদের ভর্তিসহ বাড়তি ব্যয়ের কারণে গতমাসে কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে। তিনি গত ছয় মাসের এডিপি বাস্তবায়নের চিত্র তুলে ধরে জানান, গত ছয় মাসে ৩৯ হাজার ৯ শত ১৪ কোটি টাকা এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে। বাস্তবায়নের এ হার শতকরা ৩২ দশমিক ৪২ ভাগ। গত বছর একই সময়ে এ হার ছিল শতকরা ২৮ ভাগ।
    পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে সভার বিস্তারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করার মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য চারশত বায়ান্ন কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সংবলিত প্রকল্পটি অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর নদীভাঙন থেকে রক্ষায় ২শত ৭৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা' শীর্ষক প্রকল্প অনুমোদন পেয়েছে। একনেক সভায় অনুমোদিত অপর প্রকল্পসমুহ হচ্ছে ৩৯৫ দশমিক ৪৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (গোপালগঞ্জ জোন)’ প্রকল্প; ১৮২ দশমিক ১৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ’ প্রকল্প; ১২৮ দশমিক ৫৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘দুইটি সংযোগ সড়ক (নিরালা এভিনিউ ও খুলনা বিশ্ববিদ্যালয় এভিনিউ) নির্মাণ’ প্রকল্প; ৩২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প; ৫২ দশমিক ২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘বরিশাল বিসিক শিল্পনগরীর অনুন্নত এলাকা উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুননির্মাণ’ প্রকল্প এবং ২৬৫ দশমিক ৪৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড এনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্প।

#

শেফায়েত/মাহমুদ/রেজাউল/২০১৭/১৯১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৭৯

   
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ভাড়া কমলো

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
     শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চভাড়া ৫ টাকা কমে ৩০ টাকা এবং স্পিডবোট ভাড়া ৩০ টাকা কমে ১২০ টাকা নির্ধারিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সকাল থেকে ভাড়া কার্যকর হবে। এর আগে লঞ্চ ভাড়া ছিল ৩৫ টাকা আর স্পিডবোট ভাড়া ছিল ১৫০ টাকা।   
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোট এর ভাড়া পুন:নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট রুটের লঞ্চমালিক সমিতি ও স্পিডবোট মালিক সমিতির সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
 কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়িতে নতুন ঘাট স্থানান্তরের ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে দূরত্ব কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ লঞ্চের ভাড়া এবং ২০১৩ সালে  স্পিডবোটের ভাড়া নির্ধারন করা হয়েছিল। 
#

জাহাঙ্গীর/মাহমুদ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৭৮

   
ইউরোপীয় ইউনিয়নের চাহিদা অনুযায়ী 
তৈরি পোশাক কারখানার আধুনিকায়ন করা হয়েছে
       -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের কলকারখানা বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো ইউরোপীয় ইউনিয়নের চাহিদা মোতাবেক আধুনিকায়ন করা হয়েছে। সেখানে শ্রমিকরা এখন কর্মবান্ধব পরিবেশে নিরাপদে কাজ করতে পারছেন। আন্তর্জাতিক মানদ-ে বাংলাদেশের অনেক ফ্যাক্টরি এখন গ্রিন ফ্যাক্টরির মর্যাদা পেয়েছে। 
তিনি আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ঞযব গরফ- ঞবৎস ঊাধষঁধঃরড়হ ড়ভ ঃযব ঊট’ং এঝচ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেওয়া ‘এভরিথিংস বাট আর্মস (ইবিএ)’- কর্মসূচির আওতায় বাংলাদেশকে দেওয়া রপ্তানি ক্ষেত্রে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা বাংলাদেশের কর্মসংস্থান ও আর্থসামজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। এর ফলে সার্বিক রপ্তানি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি দিন দিন বাড়ছে। এছাড়া কারখানায় মহিলাদের কাজের সুযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এখন দেশে দরিদ্র মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে এবং আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হচ্ছে। এজন্য ইউরোপীয় ইউনিয়নের অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে স¥রণ করে।
ওয়ার্কশপে ‘ইভালুয়েশন প্রসেস এন্ড অবজেকটিভস’ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ‘ইবিএ ঃ বাংলাদেশ পার্সপেকটিভ’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন।
বাংলাদেশের রপ্তাানি বাণিজ্যকে আরো গতিশীল ও সংহত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে ওয়ার্কশপে বক্তাগণ অভিমত প্রকাশ করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চরবৎৎব গধুধৎফড়হ, ইউরোপীয় কমিশনের বাণিজ্য বিষয়ক ডিরেক্টর জেনারেল উরহরবষ কৎধসবৎ, ইউরোপীয় ইউনিয়নের জিএসপি ইভেলুয়েশন টিমের প্রধান ডরষষরধসঠধহফবৎ এববংঃ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মাফরুহা সুলতানা। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতসহ উন্নয়নসহযোগী বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
#

বকসী/মাহমুদ/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৭৭

   
টাঙ্গাইল-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ১৩৩ টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁনকে শপথ বাক্য পাঠ করান। 
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম ও মোঃ শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং সংসদ সদস্য ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।
#

কামাল/মাহমুদ/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৭৬

ই-নাইন সম্মেলনে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে
          -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ই-নাইন সদস্য রাষ্ট্রসমূহের শিক্ষা বিষয়ক লক্ষ্য বাস্তবায়নে ফোরামের সদস্য রাষ্ট্র ও ইউনেস্কোর যৌথ প্রয়াস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা সম্মেলনে ই-নাইন সদস্য রাষ্ট্রসমূহ নিজেদের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি একশন প্লান গ্রহণ করার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করেছে।  
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় হোটেল র‌্যাডিসনে ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ  সর্বসম্মতিক্রমে ই-নাইন চেয়ার, সদস্য রাষ্ট্র ও ইউনেস্কোর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট টার্মস্ অভ রেফারেন্স গৃহীত হয়েছে। এর ফলে সদস্য রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, যা ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে সহায়ক হবে। তিনি বলেন, ফোরামের সদস্য দেশগুলোর সাধারণ সমস্যা, যেমন বয়স্ক শিক্ষার হার বাড়ানো, মেয়ে শিশুদের স্কুলে নিয়ে আসা, ঝরে পড়া কমানো এবং মানসম্মত শিক্ষা অর্জনে আরো সুনির্দিষ্ট ও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ফোরামের নতুন সভাপতি হিসেবে এর কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সকল দেশের সহযোগিতা কামনা করেন। 
এ সময় অন্যান্যের মধ্যে ভারতের মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী টঢ়বহফৎধ কঁংযধিযধ, ইউনেস্কো প্রতিনিধি জর্ডান নাইডু (ঔড়ৎফধহ ঘধরফড়ড়) এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা সফলভাবে এ সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং এ সম্মেলন আয়োজনে সার্বিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাকে ধন্যবাদ জানান। তারা এ সম্মেলনকে ই-নাইন ফোরামের অন্যতম সফল সম্মেলন বলে উল্লেখ করেন।
#

আফরাজুর/মাহমুদ/জয়নুল/২০১৭/১৭৩৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৭৫   

 
তথ্য অধিদফতরের অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুতে প্রধান তথ্য কর্মকর্তার শোক 
চট্টগ্রাম, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) :   

 তথ্য অধিদফরের অবসরপ্রাপ্ত ব্রোমাইড প্রিন্টার হাসমত আলী ৬ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..............রাজিউন)। 
হাসমত আলীর মৃত্যুতে প্রধান তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গভীর শোকপ্রকাশ করেছেন। এছাড়া তথ্য অধিদফতর ঢাকা ও আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম এর কর্মকর্তা কর্মচারীগণও শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।   
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বৎসর। মরহুম হাসমত আলীকে গতকাল তাঁর নারায়ণগঞ্জস্থ রূপগঞ্জ থানার তারাইল গ্রামে দাফন করা হয়েছে। মরহুম হাসমত আলীর ছেলে নূর মোহাম্মদ চট্টগ্রাম পিআইডিতে কর্মরত। 
#

সাইফুল/অনসূয়া/শহিদ/রফিকুৃল/শামীম/২০১৭/১৫৩২ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৭৪ 


মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি


ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি) : 

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে (পুরাতন ও নতুন সিলেবাস) ২০১৪ সালের মাস্টার্স এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা 
৭ ফেব্রুয়ারি হতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড়/সভ ও িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।   
#
ফয়জুল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৭৩  

মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক 
ঢাকা, ২৫ মাঘ (৭ ফেব্রুয়ারি ) :  
  
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম রাব্বানী গতকাল মাগুরায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রাব্বানীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুমের মৃত্যুতে মাগুরার রাজনীতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  
মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


#
শফিকুল/অনসূয়া/জসীম/রফিকুৃল/শামীম/২০১৭/১২৪২ ঘণ্টা 

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon