Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী 24 ‍September 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪২৮

শিক্ষকদের মূল্যবোধ বিকাশে শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন শিক্ষকদের সততা, নিষ্ঠা ও মূল্যবোধ আরো বিকশিত করতে হবে। শিক্ষকতাকে মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, এটা পেশার চেয়েও অধিক কিছু। শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের নিয়ামক শক্তি। 
মন্ত্রী আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ’মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষককে বিদেশে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মানোন্নয়নের চেষ্টা অব্যাহত আছে। মধ্যম আয়ের দেশ এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকদের মানসিকতা আমূল পরিবর্তন করতে হবে। আমাদের মূল্যবোধ ও মানসিকতার বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। তিনি বলেন, দেশব্যাপী ২৩ হাজার ৫০০ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। তিনি মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস নেয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও মনিটরিং জোরদার করার ওপর গুরত্বারোপ করেন। মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী । 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহিউদ্দিন খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক ড. মোঃ সেলিম মিয়া বক্তব্য রাখেন।
পরে শিক্ষামন্ত্রী’মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং অ্যাপস’ উদ্বোধন করেন। 
#

আফরাজুর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪২৭ 
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :
 
দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মোঃ মাহবুব আলী, এ এম নাইমুর রহমান, নাহিম রাজ্জাক, মোঃ কবিরুল হক ও মোঃ নুরুল ইসলাম তালুকদার বৈঠকে অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর প্রতিটি খেলার মাঠ, গ্যালারি এবং অন্যান্য সকল স্থাপনার নাম ক্রীড়াক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি অবদান রেখেছেন তাদের নামে নামকরণের সুপারিশ করা হয় বৈঠকে। ফেডারেশন ও ক্রীড়া সংস্থাগুলোর বিপরীতে অনুদান প্রদানের ক্ষেত্রে ফেডারেশন ও ক্রীড়া সংস্থাগুলোর দক্ষতা এবং ক্রীড়াক্ষেত্রে সফলতা বিবেচনা করে আনুপাতিক হারে অর্থ অনুদান দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ সামিট ২০১৭-তে শ্রেষ্ঠ যুব ও ক্রীড়ামন্ত্রী বিবেচিত হওয়ায় তাকে কমিটির পক্ষ থেকে অভিন্দন জানানো হয়। 
 
যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
মিজানুর/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪২৬ 
 
রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ
মানবতার কল্যাণে এক উজ্জ্বল দৃষ্টান্ত
                          -- স্পিকার
কক্সবাজার, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্য ও আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসী নেতৃত্বের জন্য। 
 
তিনি আজ সংসদ সদস্যদের পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার বালুখালি-২ নম্বর শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
 
স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ সব সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে-হাত বাড়িয়েছে বন্ধুত্বের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বেশির ভাগ নারী ও শিশু। নির্যাতিত এ সকল নারী ও শিশুদের পাশে দাঁড়াতে সংসদ সদস্যগণ এখানে ছুটে এসেছেন।
 
এ সময় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মোঃ শাহাব উদ্দিন, কাজী ফিরোজ রশিদ, নূর ই আলম চৌধুরী, সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আশেক উল্লাহ রফিক, সাহজাহান কামাল, সাগুফতা ইয়াসমিন এমিলি, আয়েশা ওয়াসিকা খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
 এ সময় স্পিকার শিশুদের জন্য জীবন রক্ষাকারী বিশ কার্টন ঔষধ ও নগদ দশ লাখ টাকার ত্রাণের চেক বিতরণের জন্য জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন।
 
#
 
তারিক/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৪২৫ 
 
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ এর আবেদন গ্রহণের শেষ সময় ২৫ অক্টোবর
 
ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :
 
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ প্রদান উপলক্ষে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র গ্রহণের  সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলি সংগ্রহ করে তা পূরণপূর্বক ২৫ অক্টোবরের মধ্যে উপজেলা কামিটির নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই পূর্বক ৬ নভেম্বরের মধ্যে জেলা কমিটির নিকট প্রেরণ করবেন এবং জেলা কমিটি ২০ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।
 
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ধ.মড়া.নফ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফধব.সড়ধ.মড়া.নফ; কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট িি.িধরং.সড়ধ.মড়া.নফ; সকল জেলা প্রশাসকের কার্যালয় এবং সকল উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে পাওয়া যাবে।
 
#
 
ফারহানা/সেলিম/শেফায়েত/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪২৪     
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

দশম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী,
মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নজরুল ইসলাম বাবু, মোঃ মামুনুর রশীদ কিরণ, এ কে এম রেজাউল করিম তানসেন, মোঃ নূরুল ইসলাম ওমর এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।

গত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, ‘‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল, ২০১৭’’ এবং ‘‘বীজ বিল, ২০১৭’’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার জন্য যে বীজতলা তৈরি করা হয়েছিল সে সকল বীজ কিভাবে কোথায় বিতরণ করা হয়েছে এর সর্বশেষ অবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল, ২০১৭ বৈঠকে পরীক্ষা নিরীক্ষা করা হয়।  বিলটি আরো পরীক্ষা নিরীক্ষার জন্য এই বিলের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে মন্ত্রণালয়কে বৈঠক করার সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বীজ উইংয়ের মহাপরিচালক, বিএডিসি’র চেয়ারম্যান,
বিএআরসির মহাপরিচালক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
এমদাদুল/সেলিম/শেফায়েত/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৩৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪২৩     
 
দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের মানবিক ভূমিকা ব্যাপক প্রশংসিত হচ্ছে
                                                                       - সেতুমন্ত্রী
 
নাইক্ষ্যাংছড়ি (বান্দরবান), ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) : 
 
 
দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের সাহসী ও মানবিক ভূমিকা ব্যাপক প্রশংসিত হচ্ছে, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে ত্রাণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে একথা বলেন। 
তিনি আরো বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল সুস্পষ্ট। প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবগুলোর মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান রয়েছে বলেও তিনি জানান। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে সকল আনুষ্ঠানিকতা বাদ দিয়ে এ অর্থ রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় দেয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
এসময় নাইক্ষ্যাংছড়িতে ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ও আহতদের পরিবারকে রেড ক্রিসেন্ট 
এর পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও এক লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি। সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দ্বী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। 
#
 
নাছের/রিফাত/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৫১৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪২২ 
 
এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে তুরস্ক
  -ত্রাণমন্ত্রী
 
ঢাকা, ৯ আশ্বিন  (২৪ সেপ্টেম্বর ) :      
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বায়ক আহমেদ রফিক সাক্ষাৎ করেন ।
সাক্ষাৎকালে তুরস্কের প্রতিনিধি বলেন, রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য তুরস্ক আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে। আশ্রয়কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তিনি আরো জানান, তুরস্ক শীঘ্রই ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুতকৃত ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী প্রদান করবে। এগুলোর হস্তান্তর নিয়েও তারা আলোচনা করেন। আহমেদ রফিক আরো বলেন, শীঘ্রই তুরস্কের উপপ্রধান মন্ত্রী রিসেপ আব্বাস বাংলাদেশ সফর করবেন। 
সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ করেন। রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টিকে অমানবিক হিসেবে উল্লেখ করে দ্রুত এর সমাধান আশা করেন তারা। ত্রাণমন্ত্রী জানান, একান্ত মানবিক কারণে বাংলাদেশ মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এসময় মন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকারের মনোভাব ও অবস্থান সম্পর্কে আহমেদ রফিককে অবহিত করেন। 
 
#
 
ওমর ফারুক/রিফাত/জসীম/রফিক/শামীম/২০১৭/১৪১২ ঘণ্টা
 
 
 
 
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon