Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০১৯

তথ্যবিবরণী ২৫ মে ২০১৯

তথ্যবিবরণী                                                                             নম্বর : ২০৬১
 
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে
                                                  -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) : 
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরাপদ  ইন্টারনেট অপরিহার্য। এ জন্য লাগসই করণীয় নির্ধারণ করে  সমন্বিতভাবে কাজ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি একক কোনো বিভাগ ও সংস্থার কাজ নয়। তিনি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি সমন্বিত উদ্যোগে এগিয়ে নিতে নবগঠিত ডিজিটাল নিরাপত্তা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
 
মন্ত্রী আজ ঢাকায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা এবং করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব আলোচিত হওয়ার তিন বছর আগে ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশ প্রথম করবে এটাও কেউ ভাবেনি।  ডিজিটাল জগতের নিরাপত্তা একটি বিশাল বিষয়। এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। আগামীর বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনে আমি যখন আমার শিশুটিকে প্রোগ্রামিং শেখাব, ওয়েবসাইট থেকে যখন এ বিষয়ক অ্যাপস ডাউন লোড করতে বলবো  সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে ৫ বছরের শিশু থেকে নতুন প্রজন্মকে যেন নিরাপদ ইন্টারনেট দিতে পারি। যদি না পারি তাহলে আমি জেনেশুনে অপরাধ করছি। একটি খারাপ জায়গায় জেনেশুনে নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছি। একদিকে ডিজিটাল দক্ষতা অর্জনের কথা বলব অন্যদিকে নিরাপত্তার কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করব, এভাবে আমরা জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উপযোগী মানুষ তৈরি করতে পারব না উল্লেখ করেন টেলিযোগাযোগ মন্ত্রী। 
 
ভবিষ্যতের বিস্ময়কর প্রযুক্তির ফলে ড্রাইভারবিহীন গাড়ি চলবে, রোবট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে মানুষের বিকল্প হিসেবে কাজ করবে উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সরকার ডিজিটাল প্রযুক্তি চায় কিন্তু মানুষকে বাদ দিয়ে নয়। আমরা ডিজিটাল প্রযুক্তি চাই মানুষের জীবনযাপনকে সহজ করার জন্য, জীবনকে উন্নত করার জন্য। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পকে সামনে রেখে প্রযুক্তি ব্যবহার করে আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই। 
 
মন্ত্রী যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রযুক্তিকে নিরাপদ রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, গত তিন মাসে ২২ হাজার পর্নো সাইট, আড়াই হাজারেরও বেশি জুয়ার সাইট বন্ধ করা হয়েছে, টিক টক নামের একটি অ্যাপের ২ লাখেরও বেশি ভিডিও নামিয়ে  ফেলতে বাধ্য হয়েছে। 
 
আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অপরাজিতা হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের ভিসি ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। কর্মশালায় মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এবং আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।
#
 
শেফায়েত/ইসরাত/রাহাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২১১৫ ঘণ্টা
তথ্যবিবরণী   নম্বর : ২০৬০
বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন হলে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়িত হবে
          -- শিক্ষামন্ত্রী
 
ত্রিশাল (ময়মনসিংহ), ১১ জ্যৈষ্ঠ (২৫ মে): 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও কাজী নজরুল ইসলামের স্বপ্ন এক সুতায় গাথা। নজরুল ও বঙ্গবন্ধু উভয়েই শোষিতের পক্ষে ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে নজরুলের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। 
মন্ত্রী আজ কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারের নজরুল জন্মবার্ষিকীর স্লোগান হলো ‘নজরুল চেতনায় - বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
মন্ত্রী বলেন, নজরুল তাঁর লেখিনীতে যে সাম্যের ইঙ্গিত দিয়েছেন তা স্বাধীন, গণতন্ত্র, মানবতা এবং সুবিচারের এষণায় তীক্ষ্ম, তীর্যক, উজ্জ্বল। সমাজের অসঙ্গতি, স্ববিরোধিতা জাতিবৈষম্য, শ্রেণী বৈষম্যের প্রতি তার কণ্ঠ সব সময়ই ছিল সোচ্চার। এ সকল কিছুর মূল ছিল মানবমুক্তি ও মানবকল্যাণ। 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমিন মাদানী, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুত চক্রবর্তী। স্মারক বক্তা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। 
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত, সাহিত্য ও রাজনৈতিক দর্শন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্দোলন, সংগ্রাম ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় যুগিয়েছে অনাবিল অনুপ্রেরণা। জাতির পিতা ছিলেন এ মহান কবির একান্ত অনুরক্ত। বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির পিতার ঐকান্তিক উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামকে কলকাতা হতে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয় এবং তাঁর চল্ চল্ চল্ সংগীতকে রণসংগীত হিসেবে গ্রহণ করা হয়।
#
খায়ের/ইসরাত/সঞ্জীব/রেজাউল/২০১৯/২০১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ২০৫৯

 

ইউএন-হ্যাবিটেট এসেম্বলিতে যোগ দিতে কেনিয়া সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

 

ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :

 

          কেনিয়ার রাজধানী নাইরোবীতে অনুষ্ঠেয় ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে সেদেশ সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ কেনিয়ার রাজধানী নাইরোবীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

 

          উল্লেখ্য, কেনিয়ার রাজধানী নাইরোবীতে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। উক্ত অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি-বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণের যোগ দেওয়ার কথা রয়েছে।

 

          অধিবেশনে মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য প্রদানের কথা রয়েছে।

 

#

 

ইফতেখার/ইসরাত/রাহাত/রেজাউল/২০১৯/১৭০০ ঘণ্টা

Todays handout (2).docx Todays handout (2).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon