Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 14/03/2016

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫১

বাণিজ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :
    ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক (অষরংড়হ ইষধশব) আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা বাড়ানো, দিল্লিতে স্থানান্তরিত ব্রিটিশ ভিসা অফিস পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধি আলোচনায় প্রাধান্য পায়।
    বৈঠকে বাণিজ্যমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারকে জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এজন্য সরকার শিগগিরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষ আন্তর্জাতিক সার্ভিস প্রোভাইডার নিয়োগ করবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাজ্য বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র।
    মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই ঢাকাতে ব্রিটিশ ভিসা অফিস চালু ছিল। কিন্তু ১৮ মাস পূর্বে  হঠাৎ করে ভিসা অফিস দিল্লিতে স্থানান্তর করা হয়। এতে বাংলাদেশের জনগণ বিশেষ করে ব্যবসায়ী সমাজ বিড়ম্বনার শিকার হচ্ছেন। তাই ব্রিটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনতে তিনি হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
    তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের কোনো ঝুঁকি নেই। বাংলাদেশে যে কোন বিনিয়োগ শতকরা একশ’ ভাগ নিরাপদ। তাই তিনি বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ উদ্দিন আকবর এসময় উপস্থিত ছিলেন।
#

রেজাউল/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫০

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :

    জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ কমিটি সভাপতি মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী এবং রোকসানা ইয়াসমিন ছুটি অংশগ্রহণ করেন।

    বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ট্রেড ইউনিয়ন ও সিবিএ বিষয়ে কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারীদের
দাবিদাওয়ার বিষয়ে প্রাপ্ত আবেদন সম্পর্কে আলোচনা হয়।

    বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ শ্রম আইনের ৩৪৫ ধারায় সমকাজের জন্য সমমজুরি প্রদানের বিষয় উল্লেখ রয়েছে এবং সরকার মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্ন সেক্টরের মালিকপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে মজুরি নির্ধারণ করে থাকে। বিভিন্ন সেক্টরের  মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ এবং তাদের আর্থিক সক্ষমতা একই পর্যায়ে না হওয়ায় অভিন্ন মজুরি কাঠামো নির্ধারণ করা আপাতত সম্ভব নয়।

    ঝুঁকিপূর্ণ শিশুশ্রমকে নিরুৎসাহিত করার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে আরএমজি সেক্টরে শিশুশ্রম নিরসন হয়েছে। শিশুশ্রম নিরসনের বিষয়টি ২০১৫-২০১৬ সালের শ্রম পরিদর্শন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম আদালতে ২০১৫ সালে ৪০টি  এবং এবছর ৬টি মামলা দায়ের করা হয়েছে। সরকার ৩৮টি কাজকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ঘোষণা করেছে এবং ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা’ প্রণয়ন করে গৃহকর্মে নিয়োজিত শিশুদের কল্যাণ ও সুরক্ষার বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখছে।

    বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
মিজানুর/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৮৪৯

সংসদে মাতৃস¦াস্থ্য বিষয়ক এসপিসিপিডি প্রকল্পের সভা

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :

ইউএনএফপিএ’র অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’ সাবকমিটির তৃতীয় সভা আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাতৃমৃত্যু হার কমানোর জন্য মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের নীচে না কমানো এবং মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গতিশীল করার সুপারিশ করা হয়।

কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, কাজী ও স্কুল শিক্ষকদের সম্পৃক্ত করে প্রচারণা জোরদার করার সুপারিশ করে। এছাড়াও দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে বাল্যবিবাহ প্রতিরোধের দায়িত্ব অর্পণ করা এবং ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করা হয়।  

বৈঠকে মাতৃমৃত্যু প্রতিরোধে ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের সেবাপ্রাপ্তি উন্নতকরণ ও নিশ্চিতকরণের সুপারিশ করা হয় এবং মাতৃমৃত্যু প্রতিরোধে প্রসব নিশ্চিত করার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও কমিউনিটি ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগ এবং ২৪/৭ সেবা প্রদান নিশ্চিত করারও সুপারিশ করা হয়। এছাড়াও নির্যাতিত, দুঃস্থ ও অসহায় নারীদের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণের জোরালো সুপারিশ করা হয়।

চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে সেমিনারে সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেছা, এড. উম্মে কুলসুম স্মৃতি, ডা. মো. এনামুর রহমান, বেগম রেবেকা মমিন এবং বেগম সানজিদা খানম উপস্থিত ছিলেন ।  

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

#
হালিম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৪৮

বিদু্যুৎ প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগরি এ উইলকক (এৎবমড়ৎু অ ডরষপড়পশ) সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাঁরা বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয়ে সহযোগিতাসহ এলএনজি টার্মিনাল স্থাপন, আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
 
    হাইকমিশনার জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী। এলএনজি টার্মিনাল নির্মাণসহ অবকাঠামোর উন্নয়নে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আগামী ১১ থেকে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে এলএনজির উপর গবেষণা, নেটওয়ার্কিং, প্রাইসিং, কনসালটিংসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠেয় সেমিনারসমূহে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানান।

    প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে উভয় দেশ লাভবান হতে পারে। বাংলাদেশের বিদ্যুৎ প্রয়োজন এবং তা অর্জনে অস্ট্রেলিয়াসহ উন্নত দেশের প্রযুক্তি, অভিজ্ঞতা, বিশেষজ্ঞ সহায়তা কাজে লাগাতে চায়।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের সিনিয়র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার নিকোলা ওয়াটকিনসন (ঘরপড়ষধ ডধঃশরহংড়হ) সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।  

#
আসলাম/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৪১ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৮৪৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে আজ ঢাকায় তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের উন্নতি বিশ্বব্যাপী প্রশংসিত। মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে যেকোনো ধরনের সহযোগিতা করতে পারলে ভারত সরকার এবং ভারতীয় জনগণ সম্মানিত বোধ করবে।
    মন্ত্রী ভারতকে বাংলাদেশে আরো বিনিয়োগের এবং মেডিকেল ভিসা সহজীকরণের আহ্বান জানান। তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সেনাদের বাংলাদেশ সম্মাননা দেবে এবং আশুগঞ্জে ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
    অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী দুই দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জঙ্গিবাদ মোকাবিলা করে উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং নয়া হাইকমিশনারের কর্মকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান এ সময় উপস্থিত ছিলেন।

#
মারুফ/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯০০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৪৬

 এপ্রিলে চালু হচ্ছে ঢাকা-দিল্লি ফ্লাইট
ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :    

    আগামী এপ্রিলে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহুল প্রত্যাশিত ঢাকা-দিল্লি ফ্লাইট চালু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ের অফিসে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ঐধৎংযধ ঠধৎফধযধহ ঝযৎরহমষধ) এক বৈঠকে এ ফ্লাইট চালু সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও হাইকমিশনার ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।  

    একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও বিকাশ দু’দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়। বৈঠকে উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনে গুরুত্বারোপ করা হয়। এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। মন্ত্রী এ ব্যাপারে উদ্যোগের আশ্বাস দেন।

    উত্তরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তিস্তার পানি বণ্টন চুক্তি জরুরি বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করলে হাইকমিশনার জানান এ ব্যাপারে ভারত অত্যন্ত সজাগ ও সচেতন।

    বৈঠকে বাংলাদেশে স্কলারশিপ আরও বাড়ানো হবে উল্লেখ করে হাইকমিশনার জানান, এ অঞ্চলে সবচেয়ে বেশি স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের দেয়া হয়।

    ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি নিনান্দ দেশপান্ডে (ঘরহধহফ উবংযঢ়ধহফব),  এসময় উপস্থিত ছিলেন।

#
মাহবুবুর রহমান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৪৫


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :
     মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দফতরে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি সাক্ষাৎ করেন। এসময় তাঁরা দ্বিপাক্ষিক স¦ার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
    রাষ্ট্রদূত বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, সৌদি আরব বাংলাদেশের সহায়তায় মৎস্যচাষে অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, তার দেশ মরুঅঞ্চলসহ লোহিত সাগরের আশপাশের বিস্তীর্ণ এলাকায় মাছচাষ করতে চায়। এজন্য আগামী মে মাসে একটি সৌদি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ সফরে আসবে বলেও তিনি মন্ত্রীকে জানান।
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক মৎস্যচাষে সৌদি আরবের আগ্রহের ব্যাপারে বলেন, বাংলাদেশ সবসময় সৌদি সরকারের পাশে আছে এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সম্ভাব্য সবরকম সহযোগিতা প্রদানে আগ্রহী। তিনি সৌদিতে বাংলাদেশের মাছ রপ্তানিতেও রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।  
    মন্ত্রী মন্ত্রণালয়ের অগ্রগতিসহ বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকার জনকল্যাণে নিয়োজিত বলেই দেশের আমিষের চাহিদা পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ও উৎপাদনে কাজ করে যাচ্ছে।
#

শাহ আলম/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৪৪


সংসদের দক্ষিণপ্লাজায় আতাউর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :

জাতীয় সংসদ সচিবালয়ের এপিএই/মাইক অপারেটর আতাউর রহমান-এর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় সংসদের সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
জানাজা শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সচিব ড. মো. আবদুর রব হাওলাদার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে মরহুমের সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং লিভার সিরোসিসে তাঁর অকাল মৃতুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#

নুরুল/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫১০ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৪২

আদ্দিস আবাবার উদ্দেশে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :   

    স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ইউনিসেফ এর উদ্যোগে আয়োজিত “সবার জন্য স্যানিটেশন ও পানি” শীর্ষক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করতে আজ আদ্দিস আবাবার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

    ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১৫-১৬ মার্চ উক্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সম্মিলিত উদ্যোগ, দায়িত্ব, কর্তব্য, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ এবং নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’র চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।

    বিশ্বের ৬০টি দেশের মন্ত্রী পর্যায়ের এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবে।

    স্থানীয় সরকার মন্ত্রী তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়ালি উল্লাহ্ এবং মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম।

    মন্ত্রী আগামী ১৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

#

শহিদুল/মোবাস্বেরা/রফিকুল/কামাল/২০১৬/১২৩৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৪১


সংসদ সচিবালয়ের কর্মচারী আতাউর রহমানের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৩১ ফাল্গুন (১৪ মার্চ) :

জাতীয় সংসদ সচিবালয়ের এপিএই/মাইক অপারেটর মো. আতাউর রহমান (৩৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবাণীতে স্পিকার বলেন, মো. আতাউর রহমান একজন সরকারি কর্মচারী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। জনকল্যাণে তাঁর অব্যাহত প্রয়াস এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#

নুরুল/মোবাস্বেরা/খাদীজা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১১৪৫ ঘণ্টা

Todays handout (7).doc Todays handout (7).doc