Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০১৫

তথ্যবিবরণী 21/06/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৯৬

স্থানীয় সরকার বিভাগে সভা
সিটি কর্পোরেশন, পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে কুরবানীর পশু জবেহ্ করা হবে

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
কুরবানীর পশু জবেহ্ করার স্থান সুনির্দিষ্ট করে দেবার লক্ষ্যে বিভিন্ন সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাগণের সমন্বয়ে এক সভা আজ ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কুরবানীর পশু যেখানেসেখানে বিভিন্নস্থানে জবেহ্ না করে সিটি কর্পোরেশন, পৌরসভা কর্তৃক প্রতিটি মহল্লা, পাড়ায়, সড়কে খোলাজায়গা এবং মাঠ নির্ধারণ করে দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় এ বিষয়ে ব্যাপক জনসচেনতা বাড়াতে এবং জনসংযোগের মাধ্যমে উদ্বুদ্ধকরণের সিদ্ধান্ত নেয়া হয়।


#


মমিনুল/সাইফুল্লাহ/নবী/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৯৫

বাজার তদারকি
২৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৩ প্রতিষ্ঠানকে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর গুলশান এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে মেজবান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, ঢাকা রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজকে ৩০ হাজার টাকা ও মোস্তফা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং গুলশান নদ্দা বাজার এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আবুল উলাইয়া স্টোরকে ৫ হাজার টাকা ও দুলাল জেনারেল স্টোরকে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে মৌচাক ক্যান্টাকি ফাস্টফুডকে ২০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে হট এন্ড কুলকে ১৫ হাজার টাকাসহ আরো ৩ প্রতিষ্ঠানকে  ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সিলেট সদরে ৬ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, চট্টগ্রামের খুলশী ও বায়েজীদ এলাকায়
২ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা এবং হবিগঞ্জ সদরে ৪ প্রতিষ্ঠানকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য উৎপাদন প্রভৃতি অপরাধে ৩ হাজার ৭শ’৫০ টাকা জরিমানা করা হয়।


#


সাইফুল্লাহ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৯৪

বিসিটিআই সেমিনারে তথ্যসচিব
ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ


ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
    দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি এবং মুক্তিযুদ্ধের চেতনায় সৃষ্টিশীল ও টেকসই টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
    তথ্যসচিব আজ রাজধানীর দারুস সালামে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর একবছর মেয়াদি টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা (ডিপে¬ামা) কোর্সের পাঠ্যসূচি পরিমার্জন ও মান উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্বায়নের যুগোপযোগী টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা প্রসঙ্গে একথা বলেন।
    কোর্সের পাঠ্যসূচির বিষয়ে মরতুজা আহমদ বলেন, বিষয় নির্ধারণে লক্ষ্য রাখতে হবে যাতে অনুষ্ঠান প্রযোজকরা দূরদৃষ্টির অধিকারী হন, স্বপ্ন দেখতে সমর্থ হন। একইসঙ্গে অনুষ্ঠান পরিকল্পনা, অর্থায়ন, নির্মাণ, সম্পাদনা ও বিপণনসহ সকল বিষয়ে প্রযোজকদের জ্ঞান থাকা প্রয়োজন বলে উল্লে¬খ করেন তিনি।
    তথ্যসচিব সম্প্রচার কার্যক্রমে ভাষা ও ব্যাকরণের শুদ্ধতা বজায় রাখতে যতœবান হতে সকলকে আহ্বান জানান।
    বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী  ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে  সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কোর্সটির পরিচালক ম. হামিদ।
    জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক, শিক্ষক ড. ভাস্বর বন্দোপাধ্যায়, বিটিভির সাবেক উপমহাপরিচালক ফরিদুর রহমান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক হাশিম রেজা, চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ এবং চলচ্চিত্র সম্পাদক সাজ্জাদ জহির আলোচনায় অংশগ্রহণ করেন। কোর্স সমন্বয়ক মোহাম্মদ আবু সাদেক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।


#


আকরাম/সাইফুল্লাহ/জসীম/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৯৩

সীমান্ত চুক্তি বাস্তবায়ন
ছিটমহলবাসীদের জ্ঞাতব্য

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
 
    বাংলাদেশ এবং ভারতের মধ্যে ১৯৭৪ সালের স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি এবং ২০১১ সালের প্রটোকলটি - কার্যকরের প্রেক্ষিতে ছিটমহলবাসীদের অবগতির জন্য নি¤œলিখিত বিষয়সমূহ জানানো যাচ্ছে :

১.    বাংলাদেশের মূল ভূখ-ে অবস্থিত সকল ভারতীয় ছিটমহল বাংলাদেশের ভূখ- হিসেবে অন্তর্ভুক্ত হবে। একইভাবে ভারতের অভ্যন্তরে অবস্থিত সকল বাংলাদেশী ছিটমহল ভারতের ভূখ- হিসেবে অন্তর্ভুক্ত হবে।
২.    বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহলে/ ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ছিটমহলে ২০১১ সালে পরিচালিত শুমারির তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তি এবং এরপরে জন্মগ্রহণকারী তাদের সন্তানদের বাংলাদেশের/ ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। তারা বাংলাদেশের/ ভারতের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
৩.    জুলাই ২০১৫ এর প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ টিম ছিটমহলবাসীদের মতামত সংগ্রহ করবেন। যারা ভারতীয় নাগরিকত্ব বহাল রাখতে চান এবং ভারতের মূল ভূখ-ে চলে যেতে চান তাদের উক্ত টিমের নিকট নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। একইভাবে যারা বাংলাদেশের নাগরিকত্ব বহাল রাখতে চান এবং বাংলাদেশের মূল ভূখ-ে চলে যেতে চান তাদের উক্ত টিমের নিকট নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
৪.    যদি কোন ব্যক্তি ভারতের/ বাংলাদেশের নাগরিকত্ব বহাল রাখার ইচ্ছা প্রকাশ করেন তবে তাকে ০১-০৮-২০১৫ হতে ৩০-১১-২০১৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নপূর্বক বাংলাদেশের/ ভারতের মূল ভূখ-ে গমন করতে হবে। এ সময়ে উভয় দেশের মধ্যে যাতায়াতের জন্য তাদের প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করা হবে।
৫.    যারা ভারতে/ বাংলাদেশে যেতে চান তারা চিলাহাটি-হলদিবাড়ী, বুড়িমারী-চেংরাবান্ধা, বাংলাবান্ধা-ফুলবাড়ি চেক পয়েন্ট দিয়ে যেতে পারবেন।
৬.    যারা ভারতে/ বাংলাদেশে যাবেন তারা টাকাপয়সাসহ অস্থাবর সম্পত্তি সাথে নিয়ে যেতে পারবেন।
৭.    আগ্রহী ব্যক্তিকে ৩০.১১.২০১৫ তারিখের মধ্যে স্থাবর সম্পত্তি বিক্রি করে ভারতের/ বাংলাদেশের মূল ভূখ-ে চলে যেতে হবে। তবে যদি কোন ব্যক্তি ৩০.১১.২০১৫ তারিখের পূর্বে স্থাবর সম্পত্তি রেখে ভারতে/বাংলাদেশে যেতে চান সেক্ষেত্রে সম্পত্তির দলিলের কপি (যদি থাকে) স্থানীয় জেলা প্রশাসনের হেফাজতে রেখে যেতে পারবেন এবং বিক্রির সময় জেলা প্রশাসনের সহায়তা পাবেন।


#

আলী/সাইফুল্লাহ/বাদশা/মোশারফ/রেজাউল/২০১৫/১৭৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১৭৯২


নিরাপদ নৌ চলাচল বিষয়ক সভায় শাজাহান খান
ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
সরকার নিরাপদ ও সুষ্ঠু নৌচলাচল এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এলক্ষ্য বাস্তবায়নে কোন ধরণের অনিয়ম ও গাফিলতি বরদাশত করা হবে না।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনের  সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি সার্ভিস ও বিভিন্ন স্টিমার, লঞ্চসহ অন্যান্য জলযানের নিরাপদ চলাচল বিষয়ক এক সভায় একথা বলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, ঈদের সময় কোনক্রমেই লঞ্চে যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না। লোড লেভেল ক্রস করার আগেই লঞ্চ ছেড়ে দিতে হবে। সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর পথিমধ্যে লঞ্চ থামিয়ে নৌকা বা অন্য কোন মাধ্যমে যাত্রী বা মালামাল উঠানো যাবে না।
সভায় আরো সিদ্ধান্ত হয় যে, ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতকল্পে নৌপথে সকল মাছ ধরার জালপাতা বন্ধ রাখতে হবে।  লঞ্চে যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীর অবস্থান নিশ্চিত করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় যে, ঈদের পূর্বে তিনদিন ও ঈদের পরে তিনদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে। রাতের বেলায় (সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত) সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। মাওয়া ও পাটুরিয়াঘাটে অধিক যাত্রী হলে প্রয়োজনে ফেরি দিয়ে যাত্রী পার করা হবে। সূর্যাস্তের পর স্পিডবোট চলবে না। স্পিড বোটের যাত্রীদের অবশ্যই লাইফজ্যাকেট পড়তে হবে।  
সভায় সিদ্ধান্ত হয় যে, সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য নৌপরিবহণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ডিজিলেন্স টিম গঠন করবে। ফেরিঘাট ও লঞ্চঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় যে, গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরে ঈদের ছুটি পুনঃবিন্যাস করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএকে অনুরোধ জানানো হবে। ফেরিঘাটে সিরিয়াল প্রদানের বিষয়ে কোন প্রকার অনিয়ম করা যাবে না। যাত্রীসেবা নিশ্চিত ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
সভায় জানানো হয় যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃক পরিচালিত ১৪টি ফেরিঘাট ও ফেরিঘাট সংলগ্ন লঞ্চ ঘাটগুলোতে ১লা জুলাই থেকে ইজারা প্রথা বন্ধ থাকবে। ফেরিতে উঠার আগে বড় বাস ও ট্রাক প্রতি ৪০ টাকা এবং ছোট গাড়ি প্রতি ২০ টাকা দিতে হবে।
 সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সমুদ্র পরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম ভূঁইয়া, নৌ-পুলিশের মহাপরিচালক লঞ্চ মালিক, শ্রমিক, সড়ক পরিবহণ ফেডারেশন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।


#


জাহাঙ্গীর/সাইফুল্লাহ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৯১

চট্টগ্রামে তেলবাহী ওয়াগন দুর্ঘটনা
পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে চেয়ারম্যান করে সমন্বয় কমিটি গঠন

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
    চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকায় রেলসেতু ভেঙে তেলবাহী ওয়াগন পড়ে গিয়ে ফার্নেস অয়েল ছড়ানোর কারণে পরিবেশ বিপর্যয় ঠেকাতে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। আজ ২১ জুন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রী বলেন এটি একটি আকস্মিক দুর্ঘটনা। এটি মোকাবেলা করার মত যথেষ্ট সামর্থ্য আমাদের রয়েছে। আশা করি সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
    পরিবেশ সচিব ড. কামাল উদ্দিন আহ্মেদ বলেন, আকস্মিকভাবে সংঘটিত এ দুর্ঘটনাকে কার্যকর সমন্বয়ের সাথে স্বল্পতম সময়ের মধ্যে মোকাবেলা করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে চেয়ারম্যান করে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
    এদিকে গত ১৯ তারিখ ঘটনার  পরপরই পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অফিসের পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষয় বিবেচনা করে দ্রুত তেল অপসারণের কাজ চলছে। অপসারিত তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নগদ মূল্যে ক্রয় করবে। রেল ওয়াগন দ্রুত অপসারণ করার জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো  হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য  পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।
    স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে কর্মকর্তাবৃন্দ ও জনসাধারণের অংশগ্রহণে পানিতে ভাসমান তেল সংগ্রহ এবং তেল যাতে পানির  সাথে আশেপাশের এলাকায় ও কর্ণফুলী নদীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য বাঁশ, কলাগাছ, কচুরিপানা ও খড়ের দ্বারা আড়াআড়ি বাঁধ দিয়ে তেল নিঃসরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
    বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ পেট্রেিিলয়াম কর্পোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


#


পাশা/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৭২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৯০

সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
    
    দশম জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ১০ম জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম প্রতিবেদনের খসড়া অনুমোদন করা হয়।
         বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


#


মিজানুর/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৮৯

কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর বাহামা যাত্রা

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    কমনওয়েলথভুক্ত দেশসমূহের শিক্ষামন্ত্রীদের ১৯তম সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতরাতে বাহামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
    ২২ থেকে ২৬ জুন বাহামার রাজধানী নাসাউতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ছঁধষরঃু ঊফঁপধঃরড়হ ভড়ৎ ঊয়ঁরঃধনষব উবাবষড়ঢ়সবহঃ : চবৎভড়ৎসধহপব, চধঃযং ধহফ চৎড়ফঁপঃরারঃু।
    নতুন উদ্ভাবন ও প্রবণতার সাথে সামঞ্জস্য বিধান করে কমনওয়েলথভুক্ত দেশসমূহ তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে যাতে তথ্যভিত্তিক নীতি, কর্মপন্থা ও পরিকল্পনা গ্রহণ করতে পারে তা নির্ধারণ করাই হবে ঈড়হভবৎবহপব ড়ভ ঈড়সসড়হবিধষঃয ঊফঁপধঃরড়হ গরহরংঃবৎং-১৯ঈঈঊগ এর মূল বিবেচ্য বিষয়। সম্মেলনে শিক্ষার মান, পাঠদানের দক্ষতা এবং প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
    ওহঃবৎহধঃরড়হধষষু অমৎববফ এড়ধষং–ওঅএং এর সমাপ্তিকালে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশসমূহের শিক্ষামন্ত্রীগণের জন্য ওঅএং এর সাফল্য পর্যালোচনাসহ ২০১৫ উত্তর উন্নয়ন এজেন্ডার আলোকে শিক্ষা বিষয়ে কৌশল নির্ধারণের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যায়।
    কমনওয়েলথ সচিবালয় কর্তৃক প্রস্তুতকৃত অনলাইন জ্ঞানভা-ার (ঊফঁপধঃরড়হ ঐঁন) এ সম্মেলনে উদ্বোধন করা হবে। শিক্ষামন্ত্রী ২৩ জুন আঞ্চলিক শিক্ষামন্ত্রীদের ককাশ (জবমরড়হধষ গরহরংঃবৎরধষ ঈধঁপঁং-২) মিটিং এ সভাপতিত্ব করবেন।

 
#

ঢালী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪০০ ঘণ্টা    

 

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৮৮

সমুদ্রবন্দর সমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নি¤œচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি ২০ জুন মধ্য রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০৫ কি: মি: পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কি: মি: পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নি¤œচাপ কেন্দ্রের ৪৪ কি: মি: এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি: মি: যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কি: মি: পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।      
    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।


#


সালমা/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা    

 

Todays handout (1).doc Todays handout (1).doc