Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী 10/11/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৭২

ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে আবাসন গড়ে তুলতে হবে
                                         -- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর):
স'ানীয় সরকার, পলিস্নউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাসস'ান একটি মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের আয়তন কম কিন' জনসংখ্যা বেশি। এই কম আয়তনের মধ্যে অধিক জনসংখ্যার বাসস'ান নিশ্চিত করতে প্রয়োজন পরিকল্পিত আবাসন ব্যবস'া গড়ে তোলা। 
মন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রি-ডি সেমিনার হলে বিপিইআরবি ও মুক্ত আকাশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত “গ্রামীণ-নগরীয় আবাসন : বাসত্মবতা ও করণীয়” শীর্ষক সেমিনার এবং “মুক্ত আকাশ সম্মাননা ২০১৬” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে আবাসন গড়ে তুলতে হবে, অন্যথায় ভবিষ্যতে দেশকে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সরকার কৃষি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে শহর এলাকার পাশাপাশি পলিস্ন এলাকায় পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করছে। গ্রামীণ এলাকায় বহুতল ভবন নির্মাণ করে কৃষিজমি রক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে পরিকল্পিত আবাসন ও কৃষি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
বিপিইআরবি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঞা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গ (রাজউক)’র চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী।
পরে মন্ত্রী বিভিন্ন ড়্গেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের মাঝে “মুক্ত আকাশ সম্মাননা ২০১৬” প্রদান করেন।
#

শহিদুল/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৭১

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ইতালির উপপররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) : 

    ইতালির উপপররাষ্ট্র মন্ত্রী সিনেটর বেনদেত্তো দেলা ভেদোভা (ইবহফবঃঃড় উবষষধ ঠবফড়াধ) আজ একদিনের সফরে ঢাকা এসেছেন। তিনি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলমের সাথে এক দ্বিপাড়্গিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ভেদোভা গত ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেসেত্মারাঁয় জঙ্গি হামলায় অন্যান্য দেশের নাগরিকসহ ৯ জন ইতালীয় নাগরিকের মৃত্যু পরবর্তী ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বাংলাদেশ সরকারের তড়িৎ ও কার্যকর পদড়্গেপ গ্রহণ এবং দ্রম্নততার সাথে মরদেহসমূহ নিজ নিজ দেশে প্রেরণের বিষয়ে সনেত্মাষ প্রকাশ করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলা করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাড়তি পদড়্গেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাড়্গিক স্বার্থসংশিস্নষ্ট বিষয়ে আলোচনা হয়। এছাড়া দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, বাংলাদেশ নৌবাহিনীর সাথে ইতালীয় সরকারের মালিকানাধীন একটি জাহাজ নির্মাণ কোম্পানির যৌথ উদ্যোগে কার্যক্রম শুরম্নর বিষয়, অভিবাসন সমস্যা এবং বৈধ উপায়ে অভিবাসন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে  আলোচনা হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপড়্গ কর্তৃক বিমান চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক যন্ত্রপাতি ও সেবা সরবরাহের জন্য ইতালীয় কোম্পানি ‘লিওনার্দো’ নির্বাচিত হওয়ায় ভেদোভা সনেত্মাষ প্রকাশ করেন। 

চামড়াজাত দ্রব্যাদি ও পাদুকা শিল্পে ইতালির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের কথা উলেস্নখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম এ ড়্গেত্রে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধির জন্য ইতালির সহায়তা কামনা করেন।

    বৈঠকে অংশগ্রহণের পূর্বে আজ ইতালির উপপররাষ্ট্র মন্ত্রী গুলশানে হোলি আর্টিজান রেসেত্মারাঁ পরিদর্শন করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাড়্গাৎ করেন। 

    ইতালির উপপররাষ্ট্র মন্ত্রী সিনেটর বেনদেত্তো দেলা ভেদোভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাড়্গাৎ করেন। 

    আজ রাতে তার স্বদেশ প্রত্যাবর্তনের কথা রয়েছে। 
#

খালেদা/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৪৭০

একনেকে ৯ হাজার ৬৬৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর):
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়  ৯ হাজার ৬৬৩ কোটি  ৯৯ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সম্বলিত ১২টি নতুন ও সংশোধিত প্রকল্প  অনুমোদন দেয়া হয়েছে। আজ ঢাকায় শেরেবাংলা নগরে  প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশিস্নষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সচিবগণ বৈঠকে উপসি'ত ছিলেন।
    সভার শুরম্নতে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল গত অক্টোবর  মাসের মূল্যস্ফীতি এবং গত চার মাসের এডিপি বাসত্মবায়ন হার উপস'াপন করেন। গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। গত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হারের তুলনায় শতকরা  শূন্য দশমিক ৪ ভাগ বেশি। গত চার মাসে  এডিপি বাসত্মবায়ন হার ১৪ শতাংশ। গত বছরে একই সময়ে এ হার ছিল ১১ শতাংশ। টাকার অংকে ব্যয় হয়েছে ১৬ হাজার চারশত কোটি টাকা যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ হাজার কোটি টাকা বেশি।
    পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে সভার বিসত্মারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, বাংলাদেশ হবে এশিয়া প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের সুপার করিডোর। সড়ক ও রেল যোগাযোগের পাশাপাশি নৌ-পথের যোগাযোগ ব্যবস'ার উন্নয়নে অভ্যনত্মরীণ নদীসমূহের নাব্যতা বৃদ্ধি করা হবে। তিনি জানান, ২০২১ সালে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কর্মসূচি সফলভাবে এগিয়ে চলছে। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী  নতুন করে মহাসড়ক নির্মাণ করার সময় সড়কের পাশে জলাধার তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরম্নত্বারোপ করেছেন ।
    একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে, ‘বাংলাদশে আঞ্চলিক অভ্যনত্মরীণ নৌ-পরবিহণ প্রকল্প-১’ ‘(চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স'াপনাদি নির্মাণ)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ২শ’ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩২০.০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৮৮০.০০ কোটি টাকা। ‘ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর সড়ক উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৮৬.৭৫ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘১৯টি নৌ পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৭.০০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কে ৩টি পিসি গার্ডার সেতু নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭০.০৯ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দড়্গতা উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৯৮২.৩৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১২৫৩.১১ কোটি টাকা, সংস'ার নিজস্ব অর্থায়ন ৪৮৬.৭৪ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১২৪২.৫৩ কোটি টাকা। তিতাস গ্যাস ফিল্ডিং লোকেশন-এ ওয়েলহেড কম্প্রসের স'াপন’ প্রকল্প। ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮৬৯.৭১ কোটি টাকা। এরমধ্যে জিওবি ৮২৩.৩৭ কোটি টাকা এবং সংস'ার নিজস্ব ৪৬.৩৪ কোটি টাকা। ‘নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস'ার উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩২৪.৯৯ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। কুমার নদ পুনঃখনন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৩৭.২৬ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘সিএমএইচ, ঢাকা সম্প্রসারণ ও আধুনিকীকরণ (২য় পর্যায়)’ প্রকল্প।
#
শেফায়েত/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৬৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) : 

    দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন। 
 
    কমিটি তিন পার্বত্য অঞ্চলে উপজাতি ও জেলা কোটায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসক এবং শিড়্গকদের পার্বত্য অঞ্চলে পদায়ন করার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা এবং বদলি ও পদায়নের সময় জেলা পরিষদকে অবহিতকরণ  এবং পদায়ন ব্যতীত কোনো কর্মকর্তা, কর্মচারীকে বদলি না করার জন্য সংশিস্নষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।

    বৈঠকে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিসি'তি নিয়ে বিসত্মারিত আলোচনা হয় এবং পার্বত্য অঞ্চলের স'ানীয় পরিষদসমূহে দ্রম্নত নির্বাচনের ব্যবস'া করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

নীলুফার/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৬৮

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) : 

দশম জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আলহাজ মো. দবিরম্নল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 

কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গ (রাজউক) নিয়ন্ত্রণাধীন এলাকার আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সুপারিশ করে। 

বৈঠকে রাজউক কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্ল্যাটের কাজ ত্বরান্বিতকরণ এবং আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয়ের ব্যবস'া গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপড়্গের এবং রাজউকের সকল প্রকল্পের পস্নট, ফস্ন্যাট বরাদ্দের জন্য একটি যুগোপযোগী বরাদ্দ নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। এছাড়া স'ান এলাকা ভেদে বরাদ্দ নীতিমালা পরিবর্তন করা হলেও ক্যাটাগরি ও কোটার হার অপরিবর্তিত রাখারও সুপারিশ করা হয়।

কমিটি বাংলাদেশের ভূমির গঠন, ভূমিকম্পন প্রবণতা, পরিবেশ ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপড়্গ কর্তৃক আনত্মর্জাতিক মানসম্পন্ন পদ্ধতি অনুসরণ করার সুপারিশ করে। 

কমিটি মানিক মিয়া এভিনিউর পাশে অবসি'ত ন্যাম ভবন থেকে সংসদে যাতায়াতের জন্য টানেল, গাড়ি চালকদের বসার ছাউনি, গাড়ি পাকিংয়ের স'ানসহ শোভাবর্ধনমূলক স'াপনা নির্মাণের সুপারিশ করে। 

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উদ্দিন খন্দকারসহ সংশিস্নষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন। 

#

হালিম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৬৭

পরিবেশবান্ধব শহর গড়তে বর্জ্যরে বহুমুখী ব্যবহার বাড়াতে হবে
                                                    --বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব শহর গড়তে বর্জ্যরে বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারলে শহরও পরিচ্ছন্ন থাকবে।
    প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি গঠন সংক্রান্ত সভায় আলোচনাকালে এসব কথা বলেন। তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন তুলনামূলকভাবে ব্যয়বহুল, তবুও বৃহত্তর স্বার্থে সরকার এভাবে উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে।
    সভায় টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য সিদ্দিক জোবায়ের সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও সংগ্রহের উপর একটি তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা শহরে প্রতিদিন ৪২০০ টন বর্জ্য উৎপাদন হয়। এ থেকে ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এভাবে বিদ্যুৎ উৎপাদিত হলে বায়ু ও পানি দূষণ হ্রাস পাবে।
    মেয়রগণ বিদ্যুৎ বিভাগের এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করে বলেন, বর্জ্য হতে যৌথভাবে বা বিদ্যুৎ বিভাগের সাথে বা ইকুইটি শেয়ারের মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহী। এভাবেই বর্জ্যের ব্যবস্থাপনা সুষ্ঠু ও আধুনিক হবে।
    এ সময় অন্যান্যের মাঝে ঢাকা উত্তরের মেয়র মো. আনিসুল হক, নারায়ণগঞ্জের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৬৬

তরম্নণ সমাজকে  গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তুলতে হবে
                                                            -- স্পিকার

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) : 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী তরম্নণ সমাজকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার ওপর গুরম্নত্বারোপ করে বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের মোট জনসংখ্যার বিপুল অংশ তরম্নণ সমাজ। গণতন্ত্রের সুফল  পেতে এই তরম্নণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আগ্রহী ও শিড়্গিত করে গড়ে তুলতে হবে।

স্পিকার আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের উত্তর পস্নাজায় বাংলাদেশ পার্লামেন্ট ও সিপিএ আয়োজিত ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর একই মূল্যবোধ, সংসদীয় গণতন্ত্র, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে তরম্নণ সমাজকে  অবহিতকরণ ও শিড়্গিত করে গড়ে তোলার লড়্গ্যে ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর মার্চ মাসে বাংলাদেশ থেকে এ কর্মসূচি শুরম্ন হয় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বছরব্যাপী এ কর্মসূচি বাসত্মবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি ও সংসদ সদস্য পংকজ নাথ বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মো. মাহবুব আলী, সাগুফতা ইয়াসমিন এবং উম্মে কুলসুম স্মৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার  এসময় উপসি'ত ছিলেন।

অনুষ্ঠানে হলিক্রস স্কুল এন্ড কলেজ, শহিদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও নটরডেম কলেজের ১০০ শিড়্গার্থী অংশগ্রহণ করে। উন্মুক্ত আলোচনা পর্বে শিড়্গার্থীরা সংসদ সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। পরে শিড়্গার্থীরা সংসদ ভবন ঘুরে দেখে।

#

কামাল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৬৫

বিএসটিআই’র অটোমেশন কার্যক্রম উদ্বোধন
অনলাইনে মিলবে মানসনদ

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর):
    ডিজিটাল পদ্ধতিতে বিএসটিআই’র সনদ প্রদানের জন্য প্রতিষ্ঠানটির সার্টিফিকেশন মার্কস্ বা সিএম অটোমেশন কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে অনলাইনেই বিএসটিআই’র মানসনদ পাওয়া যাবে। এতে করে শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়ের খরচ ও সময় সাশ্রয় হবে।
    বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সহযোগিতায় বিএসটিআইয়ে বাস্তবায়িত স¦য়ংক্রিয় মানসনদ (সার্টিফিকেশন মার্কস্) বা ‘সিএম অটোমেশন’ এর উদ্বোধন অনুষ্ঠানে আজ এ তথ্য জানানো হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএসটিআই এ অনুষ্ঠানের আয়োজন করে।
    অনুষ্ঠানে জানানো হয়, বিএসটিআই’র মানসনদ পেতে আগ্রহী উদ্যোক্তা বা ভোক্তা অনলাইনে আবেদন করতে পারবেন। মানসনদ আবেদনকারীর ই-মেইলে পাঠানো হবে। একই সাথে আবেদনকারী মোবাইলে একটি পাসওয়ার্ড পাবেন। প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারী ই-মেইল থেকে সার্টিফিকেট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। এছাড়া কোনো পণ্য বিএসটিআই’র সনদপ্রাপ্ত কি-না তাও বিএসটিআই’র ওয়েবসাইট থেকে যাচাই করা যাবে।
    অনুষ্ঠানে বক্তারা বিএসটিআই’র সিএম অটোমেশন কার্যক্রমকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এর মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে লিড টাইম কমে আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিযোগিতায় বাংলাদেশি পণ্যের টিকে থাকার সক্ষমতা বাড়বে।
    প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস্ অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
    বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশ্বব্যাংকের বাণিজ্য ও সক্ষমতা বিষয়ক ঊর্ধ্বতন অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, সিনহা বাংলাদেশ ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ মতিন ও বিএসটিআই এর পরিচালক (সিএম) রেজাউল করিম বক্তব্য রাখেন।
#
জলিল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৬৪

‘দুর্যোগে শূন্য মৃত্যুহার’-এর দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে
                           -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) :
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করবে। তার আলোকে কর্মকর্তাদেরকে প্রস্তুত হতে হবে।
    তিনি আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল বিশেষ অতিথির বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার হিসেবে ‘দুর্যোগে শূন্য মৃত্যুহার’ এর দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। তার আলোকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত হতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতির পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে কেন্দ্রকে জানাতে হবে।
    মন্ত্রী বলেন, দুর্যোগের পর ত্রাণ বিতরণের প্রথাগত পদ্ধতি ছেড়ে দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর মনোযোগ দিতে হবে। যে কোন দুর্যোগে প্রতিবন্ধী, মহিলা ও শিশুদের উদ্ধার এবং পুনর্বাসনে অগ্রাধিকার দেয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
    বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিতে¦ অনুষ্ঠানে সিনিয়র শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশ্বব্যাংকের বাণিজ্য ও সক্ষমতা বিষয়ক ঊর্ধ্বতন অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, সিনহা বাংলাদেশ ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ মতিন ও বিএসটিআই এর পরিচালক (সিএম) রেজাউল করিম বক্তব্য রাখেন।
#

ওমর ফারুক/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৬৩

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৮ হাজার টাকা জরিমানা আদায়

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) : 

    বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত আজ ঢাকা মহানগরীর বিভিন্ন স'ানে অভিযান চালিয়ে ৭৫টি মামলায় ৭৮ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া অতিরিক্ত ভাড়া দাবি এবং মিটারে যেতে অস্বীকার করায় ৪ জন সিএনজি অটোরিকশার চালককে অর্থদ- প্রদান করেছে। অভিযানে ১টি মোটরযানকে ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৯টি যানবাহনের কাগজপত্র জব্দ করা হয়।

    বিআরটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। সিএনজি অটোরিকশাসহ পরিবহণ সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে বিআরটিএ সংশিস্নষ্ট সকলের আনত্মরিক সহযোগিতা কামনা করেছে।

#

নাজমুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৬২

তথ্য যাচাই করে পরিবেশন করা গণমাধ্যমের দায়িত্ব 
                                     -- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) : 
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্বশীলতার সাথে তার কাজ করবে, জনগণ ও সরকার এটাই আশা করে। সরকারের তল্পিবাহক হওয়া বা অন্যদিকে জঙ্গির সঙ্গীদের ওকালতি করা, কোনটিই গণমাধ্যমের কাজ নয়।
    মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
    বস'নিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরম্নত্বারোপ করে মন্ত্রী বলেন, তথ্যের সঠিকতা যাচাই করে পরিবেশন করা গণমাধ্যমের পবিত্র দায়িত্ব। রাগ-অনুরাগ বা ব্যক্তিগত উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হওয়া গণমাধ্যমের কাজ নয়। গণমাধ্যমের পবিত্রতা রড়্গা করার মূল দায়িত্ব গণমাধ্যমকর্মীদেরই। 
    সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহম্মদ এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর সভায় বক্তব্য রাখেন। 
    মতবিনিময় সভায় পরিষদের মহাসচিব  আলী আকবর সাপ্তাহিক পত্রিকা সম্পাদকদের জন্য সরকারি পস্নট বরাদ্দ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, পরিবারের সদস্যদের বিশেষ শিক্ষা ও চিকিৎসা সুবিধা, সরকারি মিডিয়া তালিকাভুক্তি ছাড়াও তথ্য অধিদফতরের অ্যাক্রেডিটেশন কার্ড প্রদানের দাবিসহ ১৪ দফা দাবি উপস'াপন করেন। তথ্যমন্ত্রী দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আইনসিদ্ধ পদড়্গেপ নেবার প্রতিশ্রম্নতি দেন। পরিষদের সহসভাপতি মকছুদের রহমান মানিকসহ  সদস্যবৃন্দ সভায় মুক্ত আলোচনায় অংশ নেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনে তথ্যমন্ত্রী
    অন্যের আদলে নয়, নিজের মতো গড়তে হবে নিজের জীবন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    উপসি'ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজের শিক্ষা ও অর্জনের ওপর আস'া রেখে এবং কোনো ব্যর্থতায় হতোদ্যম না হয়ে দেশ ও সভ্যতার কল্যাণে আত্মনিয়োগের মাঝেই জীবনের সার্থকতা।
    একাডেমির চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস' ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক জিম স্কার্থ (ঔরস ঝপধৎঃয) এবং একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরম্নজ্জামান বক্তৃতা করেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৬১

নাগরিক সেবায় ন্যাশনাল হেল্পডেস্ক চালু

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) :

বিশ্বের উন্নত দেশগুলোর মতো নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে জাতীয় ন্যাশনাল হেল্পডেস্ক (৯৯৯) সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে সরকার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিচালিত একটি পাইলট কর্মসূচির আওতায় এই সেবাটি পরীক্ষামূলক কাঠামোর মাধ্যমে নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্র্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার জন্য চালু হয়েছে।
সম্প্রতি ঢাকায় ১৯-২১ অক্টোবর অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে উন্মোচন করা হয় ন্যাশনাল হেল্পডেস্ক এর অ্যাপ ও ওয়েবসাইট। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই অ্যাপ ও ওয়েবসাইট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। 
 এই মোবাইল অ্যাপ ব্যবহার করে ৯৯৯ জরুরি সেবার কলসেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করতে পারবেন। এছাড়া এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে বিভিন্ন তথ্য লোকেশনসহ জানা যাবে।
“৯৯৯ হেল্পডেস্ক” মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করে গ্রাহক নিজের এবং নিকটবর্তী মানুষের জরুরি প্রয়োজনে কল সেন্টারে সরাসরি কথা বলতে পারবেন। কল সেন্টারের প্রশিক্ষিত এজেন্ট সেবা গ্রহীতার চাহিদা অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস বিভাগের সাথে সংযোগ ঘটিয়ে দিবে এবং প্রয়োজনীয় মুহূর্তে নাগরিকদের অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তিতে সহযোগিতা করবে।
 বর্তমানে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরীক্ষামূলক কার্যক্রম চালু রয়েছে যা আগামী সপ্তাহ থেকে ২৪ ঘন্টায় চালু থাকবে। 
৯৯৯ হেল্পডেস্ক মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড লিঙ্ক: যঃঃঢ়://নরঃ.ষু/২ভয়হযবু.
#
                          
নাছের/অনসূয়া/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৫৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৬০

গ্রন্থাগার আধুনিকায়নে অফিস উদ্বোধন

ঢাকা, ২৬ কার্তিক (১০ নভেম্বর) :

সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ আজ শাহবাগস্থ গণগ্রন্থগার অধিদপ্তরে ইরষষ ্ গবষরহফধ এধঃবং ঋড়ঁহফধঃরড়হ (ইগএঋ) এর অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িতব্য খরনৎধৎরবং টহষরসরঃবফ প্রকল্পের জন্য একটি অফিস উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ইধৎনধৎধ ডরপশযধস ও প্রকল্প পরিচালক দিদারুল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। 
এ প্রকল্পের আওতায় ১৮ মাসব্যাপী একটি পাইলট ফেজ এর জন্য ১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা প্রায়)  অর্থায়নে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগারকে আধুনিকায়ন তথা ডিজিটাল ও ই-গ্রন্থাগারতে রূপান্তর করা হবে। এর মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরাধীন ২৫টি এবং অপরাপর (যেমন-শিশু একাডেমি গ্রন্থাগার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এনজিও সংশ্লিষ্ট) গ্রন্থাগারের সংখ্যা ৫ (পাঁচ)টি।
পাইলট ফেজ এর ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ফেজ এর উন্নয়ন কার্যক্রম নির্ধারিত হবে। সেক্ষেত্রে ইগএঋ হতে ৩ মিলিয়ন থেকে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার (২৪ কোটি-২৮ কোটি টাকা প্রায়) ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
এ প্রকল্পের পাইলট ফেজ এ যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে তা হলো-প্রচার (গবফরধ ঈধসঢ়ধরমহ), সংশ্

Todays handout (12).docx Todays handout (12).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon