Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ২০ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৫৭১
 
ধর্ম নিয়ে গোঁড়ামি সমাজ থেকে দূর করতে হবে
                         -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
 
কেশবপুর (যশোর), ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
 
ধর্ম নিয়ে গোঁড়ামি সমাজ থেকে দূর করতে হবে। সব ধর্মই মানুষকে ভালো হওয়ার পথ দেখায়।
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে  রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৩তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, যুগে যুগে মহাপুরুষরা শান্তির বাণী শিক্ষা দেন। মানুষকে সত্য ও সঠিক পথে চলার দিকনির্দেশনা দিতেন। আগামী প্রজন্মকে মহামানবদের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
 
মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রম আয়োজিত সেবাশ্রমের উপদেষ্টা তপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ ও স্বামী আত্মবিভানন্দজী মহারাজ এবং কলকাতার মাসিক উদ্বোধনের সম্পাদক  চৈতন্যানন্দজী মহারাজ বক্তব্য রাখেন।
 
এর আগে প্রতিমন্ত্রী কেশবপুরের সাগরদাঁড়িতে  কেশবপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। ১৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয় কলেজটি নির্মাণ করবে।
 
#
 
মাসুম/নাইচ/সঞ্জীব/সেলিম/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৭০
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ০৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৩টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
আজ কুতুপালং ক্যা¤েপ ২ শত ৬০ জন পুরুষ, ২ শত ৫৫ জন নারী মিলে ৫ শত ১৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ শত ১২ জন পুরুষ, ১ শত ৩ জন নারী মিলে ২ শত ১৫ জন, থাইংখালী ক্যাম্পে ১ শত ৫৫ জন পুরুষ, ১ শত ৪৩ জন নারী মিলে ২ শত ৯৮ জন এবং পুরোদিনে ৩ টি কেন্দ্রে মোট ১ হাজার ২৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৭৪ হাজার ৪ শত ৯৮ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করেছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। মা ও বাবা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
#
 
বশার/নাইচ/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৬৯
 
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট 
গঠনের লক্ষ্যে আইন চূড়ান্তকরণে কমিউনিটি গঠন
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠনের লক্ষ্যে আইন চূড়ান্তকরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী ১৫ দিনের মধ্যে আইনটির খসড়া বিশ্লেষণ করে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী আজ সচিবালয়ে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন’ এর খসড়া পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
কমিটিতে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় জানানো হয়, এই আইনের বলে ট্রাস্টের অধীনের কর্মচারীগণের চাকুরি স্থায়ীকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি, পদোন্নতি, অবসরভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা সরকারি চাকুরির ন্যায় বলবৎ হবে।
সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যান ক্লিনিক প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আবুল হাশেম খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
 
পরীক্ষিৎ/নাইচ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৬৮

দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ১৯তম (২০১৮ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নি¤œলিখিত দু’টি বিলে আজ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 
বিলগুলো হলো : আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৮ এবং কবি নজরুল ইনস্টিটিউট বিল, ২০১৮।
#

নুরুল আবছার/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৬৭    
 
তথ্য অধিদফতরের কর্মকর্তাদের দৈনিক ইত্তেফাক অফিস পরিদর্শন
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
 
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :      
 
তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ফায়জুল হকের নেতৃত্বে আজ তথ্য অধিদফতরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে ২৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল দৈনিক ইত্তেফাক অফিসের কার্যক্রম পরিদর্শন করেন।
এ কার্যক্রম পরিদর্শনের পূর্বে পরিদর্শনকারী কর্মকর্তাগণ বার্তা সম্পাদকসহ ইত্তেফাক প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তারা সরকারের উন্নয়ন কর্মসূচি ও নীতিসমূহ তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ যোগাযোগ যত বৃদ্ধি পাবে, জনগণের কল্যাণ তত নিশ্চিত হবে বলে সভায় তথ্য অধিদফতর ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধিগণ একমত পোষণ করেন।
জনসংযোগ ও গণমাধ্যম একই সূত্রে গাঁথা। জনগণকে নির্ভুল তথ্য জানানোর ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে সহযোগিতা না থাকলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যা কারো কাম্য নয় বলে সভায় উল্লেখ করা হয়। 
দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক, বিভিন্ন শাখার প্রতিনিধিবৃন্দ এবং তথ্য অধিদফতরের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
  প্রতিনিধিদলের সদস্যরা দৈনিক ইত্তেফাক অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।   
#
অনসূয়া/নাইচ/রফিকুল/রেজাউল/২০১৮/১৭৪০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫৬৬     
 
স্বাধীনতা পুরস্কার-২০১৮ জন্য ১৬ জন মনোনীত 
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :   
সরকার জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৮’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে।
মনোনীত ব্যক্তিগণ হলেন -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মরহুম কাজী জাকির হাসান (মরণোত্তর); শহিদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর); প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী (মরণোত্তর); এয়ার ভাইস মার্শাল সুলতান মাহ্মুদ, বীরউত্তম, এসিএসসি (অব.); মরহুম এম আব্দুর রহিম (মরণোত্তর); প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর); শহিদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর); মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী (মরণোত্তর); শহিদ আমানুল্লাহ্ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর); শহিদ মতিউর রহামন মল্লিক (মরণোত্তর); শহিদ সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর); আমজাদুল হক।  
এছাড়াও চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী; সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান; সাহিত্যে সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তা অবদানের জন্য ড. মো. আব্দুল মজিদকে এ পুরস্কার প্রদান করা হয়।  
#
 
কামাল/অনসূয়া/শহিদ/আসমা/২০১৮/১৬৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৬৫
 
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে গণতন্ত্র রক্ষা পাবে
                                         -ত্রাণমন্ত্রী
শরীয়তপুর, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই গণতন্ত্র রক্ষা পাবে, দেশের উন্নয়ন হবে। দেশের মানুষ কাজ পাবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা থাকবে।
মন্ত্রী আজ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র কাম একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
কুচাইপট্টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমদ এবং জেলা প্রশাসক মাহমুদ হোসাইন খান উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, ২০১৭ সালের দীর্ঘমেয়াদি বন্যায় কোনো লোক ত্রাণের জন্য কষ্ট পায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাপ্লাবিত প্রত্যেক জেলায় দ্রুত সময়ের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে। 
দেশের চলমান রাজনীতি নিয়ে মায়া চৌধুরী বলেন, খালেদা জিয়াকে সরকার নয় আদালত শাস্তি দিয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন করতে পারা না পারা আদালতের এখতিয়ার। তবে বিনা কারণে তারা রাজনীতির মাঠ গরম করতে চাইলে বা আইনশৃঙ্খলার অবনতি করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবেনা। আগামী নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী এরপর ডামুড্যা চর নারায়ণপুর মাদ্রাসায় আরেকটি বন্যা আশ্রয়কেন্দ্র কাম একাডেমিক ভবনের উদ্বোধন করেন। 
উল্লেখ্য, চলমান প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যাপ্রবণ এলাকায় ১৫৬টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। নতুন প্রকল্পের আওতায় আরো ৪২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
 #
 
ফারুক/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৮/১৬১৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৬৪
 
গণপূর্তের নীতিমালায় হলো ব্লক ব্যবহার অন্তর্ভুক্ত করা হবে
                                                 -গণপূর্তমন্ত্রী
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
মিরপুর কল্যাণপুরে দারুস সালাম রোডের হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) প্রদর্শনী হলে আজ থেকে শুরু হলো এইচবিআরআই উদ্ভাবিত নির্মাণসামগ্রী ও প্রযুক্তি প্রদর্শনী। প্রদর্শনীতে পোড়া ইটের বিকল্প হিসেবে থারমাল ব্লক, হলো ব্লক, ফেরোসিমেন্ট ইত্যাদির মাধ্যমে ভবন নির্মাণ এবং এ সংক্রান্ত প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এখানে। 
এ উপলক্ষে ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময়ে গণপূর্ত মন্ত্রী বলেন ভূ-উপরিভাগের মাটি রক্ষার জন্য পোড়া ইটের বিকল্প হিসেবে থারমাল ব্লক, হলো ব্লক ইত্যাদিকে গণপূর্ত নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে। পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করা না হলে ভবিষ্যতে দেশ খাদ্যসংকটে পড়বে। পোড়ামাটির ইটের চেয়ে হলো ব্লক বা থার্মাল ব্লক অনেক সাশ্রয়ী। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০২০ সালের মধ্যে পোড়া ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার কথা রয়েছে। সরকার সে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। 
মোশাররফ বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য কৃষিজমি সুরক্ষা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। নগর ও অঞ্চল পরিকল্পনা আইনে কৃষিজমি সুরক্ষার বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে আইনটি ভেটিং-এ রয়েছে। শীঘ্রই এ আইন সংসদে তোলা হবে। 
বিশেষ অতিথির বক্তৃতায় স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ভারতে ভূপৃষ্ঠের উপরিভাগের মাটি দিয়ে ইট তৈরি বন্ধ করা হয়েছে। এ জন্য বাংলাদেশ থেকে ভারতে ইট রপ্তানি হচ্ছে। ভিয়েতনামে শতকরা ৩০ ভাগ হলো ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচবিআরআই-এর পরিচালক মোহাম্মদ আবু সাদেক।
প্রদর্শনীতে মোট ৩০ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী খোলা থাকবে। এ প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
#
 
কিবরিয়া/অনসূয়া/শহিদ/শামীম/২০১৮/১৫৪২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৬৩
সরকার ধর্মীয়মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে কাজ করছে 
                                                  - প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
গংগাচড়া (রংপুর), ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। 
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বাগপুর দক্ষিণপাড়া বায়তুল হুদা জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টিনেতা আলহাজ মো. শামসুল আলম ও হাজী মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।  
মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। মহানবী (স.) এঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতি ইহকাল ও পরকালে মুক্তি পাবে। তিনি বলেন, এই সরকারের শাসন আমলে সকল ধর্মীয় জনগোষ্ঠীর মানমর্যাদা সুরক্ষা ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে নানামুখী কার্যক্রম চলছে। 
এর আগে প্রতিমন্ত্রী রংপুর জেলাপরিষদের আওতায় নির্মাণাধীন সিটি সেন্টার মার্কেট পরিদর্শন ও জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া প্রতিমন্ত্রী ধনতলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
#
 
আহসান/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৮/১৫০০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৬১ 
শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
“মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে।
আজকের এই দিনে আমি ভাষা শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল ভাষা সৈনিকের প্রতি।
১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবে ছাত্রলীগ, তমদ্দুন মজলিশ ও অন্যান্য ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১১ মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম পরিষদ ধর্মঘট ডাকে। এদিন সচিবালয়ের সামনে থেকে বঙ্গবন্ধুসহ অনেক ছাত্রনেতা গ্রেফতার হন। ১৫ মার্চ তাঁরা মুক্তি পান। ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জাতির পিতা। আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।
ঐ বছরের ১১ সেপ্টেম্বর ফরিদপুরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ১৯৪৯ সালের ২১ জানুয়ারি তিনি মুক্তি পান। ১৯ এপ্রিল আবারও তাঁকে গ্রেফতার করা হয়। জুলাই মাসের শেষে মুক্তি পান। ১৪ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধুকে আবার গ্রেফতার করা হয়। কারাগার থেকেই তাঁর দিকনির্দেশনায় আন্দোলন বেগবান হয়। সেই দুর্বার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভাঙতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ভাষা শহিদরা।
মহান একুশে ফেব্রুয়ারির সেই রক্ত¯œান গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হচ্ছে। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডা প্রবাসী সালাম ও রফিকসহ কয়েকজন বাঙালি উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। যার ফলে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আজ সারাবিশ্বের সকল নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিশ্বের ২৫ কোটি মানুষের ভাষা বাংলাকে জাতিসংঘের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতিদানের উদ্যোগ নিয়েছি আমরা। জাতিসংঘ সাধারণ পরিষদে দাবি উত্থাপন করেছি। বিশ্বের সকল ভাষা সংক্রান্ত গবেষণা এবং ভাষা সংরক্ষণের জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি।
অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত নয় বছরে আমরা দেশের প্রতিটি সেক্টরে কাক্সিক্ষত অগ্রগতি অর্জন করেছি। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। ২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করব, ইনশাআল্লাহ।
আসুন দলমতনির্বিশেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।
আমি সকল ভাষা শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।” 
#
শহিদুল/অনসূয়া/রিফাত/শহিদ/আসমা/২০১৮/১০৩০ ঘন্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫৯
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :    
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“মহান ‘শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আমি বাংলাভাষীসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগণ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহিদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা শহিদদের। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন। স্মরণ করি তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তকে যিনি পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে ঐতিহাসিক প্রস্তাব তুলে ধরেন। আমি স্মরণ করি ড. মোহাম্মদ শহীদুল্লাহসহ সকল ভাষা সংগ্রামীকে, যাঁদের দূরদৃষ্টি, অসীম ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে। বাঙালি পায় মাতৃভাষার অধিকার।
মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। অমর একুশের অবিনাশী চেতনা আমাদের স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে যুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাসের পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং এরই ধারাবাহিকতায় আসে বাঙালির চির কাক্সিক্ষত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ বিশ্বে বিরল ঘটনা। ১৯৯৯ সালে কয়েকজন মাতৃভাষাপ্রেমী বাঙালির প্রাথমিক উদ্যোগে এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত আগ্রহ ও ঐকান্তিক চেষ্টায় জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। এ ছিল বাঙালি হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ অর্জন। যথাযথ চর্চা, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে বিশ্বে আজ বহুভাষা ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। নিজস্ব মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ অর্জন করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইতিবাচক অবদান রাখবে বলে আমার বিশ্বাস। পৃথিবীর বিকাশমান ও বিলুপ্তপ্রায় ভাষাগুলোর মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে ২০০১ সালে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। তাছাড়া দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নে তাদের নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। দেশ বিদেশে বহুভাষী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও কৃষ্টি সংরক্ষণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। 
বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। এ চেতনাকে ধারণ করে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, লুপ্তপ্রায় ভাষাগুলো আপন মহিমায় নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে উজ্জীবিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ কামনা করি। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/রিফাত/শহিদ/আসমা/২০১৮/১০৩০ ঘণ্টা  
 
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon