তথ্যবিবরণী নম্বর : ২৫০০
সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর চূড়ান্ত ফল প্রকাশ
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৯ হাজার ৭৬৭ জন।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (িি.িসড়ঢ়সব.মড়া.নফ) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (িি.িফঢ়ব.মড়া.নফ) -এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর পাওয়া যাবে।
#
রবীন্দ্রনাথ/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৮/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৯
এশিয়ার সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে
--- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এশিয়ার সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে। খুব দ্রুততা ও দক্ষতার সাথে সর্বাধুনিক হাসপাতাল নির্মাণে সহায়তার জন্য সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউট উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
মন্ত্রী আজ রাজধানীর চানখাঁরপুলে নির্মাণাধীন ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় বার্ন ও প্লাস্টিক সার্জারি জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামসহ সেনাবাহিনী ও বার্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সভাকক্ষে সেনাবাহিনী ও ইউনিটের কর্মকর্তাদের সাথে বার্র্ন ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
#
পরীক্ষিৎ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৮
আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১১ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১২ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জহির আহমদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সৈয়দ আবুল হাসনাত, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শহিদুজ্জামান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
#
শারমিন/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২০২১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৭
আসন্ন এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
আসন্ন এমবিবিএস ভর্তি পরীক্ষা নিখুঁত ও নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করতে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত কয়েক বছরের সাফল্যের ধারাবাহিকতা উজ্জ্বলতর করতে এবারের ভর্তি পরীক্ষায় বাড়তি সতর্কতা ও কঠোর পন্থা অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হলো পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক বা কর্মকর্তা কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। প্রতি কেন্দ্রের অভ্যন্তরে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঁচটি অ্যানালগ মোবাইল ফোন সরবরাহ করা হবে।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত আসন্ন এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পাদনে ওভারসাইট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। আগামী ৫ অক্টোবর সারাদেশের ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছর যাবত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অভিভাবক, ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের কাছে পরীক্ষাগুলো শতভাগ গ্রহণযোগ্য হয়েছে। এবারের পরীক্ষাও আরো নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মন্ত্রী।
এসময় পরীক্ষা প্রক্রিয়া নিয়ে কোনো অমূলক সন্দেহ নিরসন বা ভুয়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো রকমের গুজব প্রতিরোধে সতর্ক থাকার জন্য নাগরিক সমাজ, গণমাধ্যম, অভিভাবক ও ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এবারের পরীক্ষায় অন্যবারের তুলনায় আরো আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আরো কঠোরতা অবলম্বন করা হবে। যাতে কোনো দুর্বলতার সুযোগ থাকবে না। তিনি বলেন, সরকার ১০ বছর পর এবার সরকারি মেডিকেল কলেজে আরো ৭০০ আসন বাড়িয়েছে। ফলে গতবারের তুলনায় এবারে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এবং মেধাবীরাই ভর্তি হতে পারবে।
সভায় জানানো হয় এবার সরকারি কলেজে ৪ হাজার ৬৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৭৫১টি আসন রয়েছে। গত ৩১ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ থাকবে।
সভায় শুরুতে ওভারসাইট কমিটির সদস্য মরহুম সাংবাদিক ও সমকাল-এর সাবেক সম্পাদক গোলাম সারওয়ারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর স্থলে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে ওভারসাইট কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/১৯১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৬
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চায়না
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
চীনের সরকারি মালিকানাধীন সংস্থা ‘ঈযরহধ জধরষধিু ওহঃবৎহধঃরড়হধষ এৎড়ঁঢ়’ (ঈজওএ) বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন, শিক্ষাখাতের ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তারা তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরিসহ বিভিন্ন সহায়তা দিতে আগ্রহী।
চীনের সরকারি মালিকানাধীন সংস্থা ঈজওএ এর ভাইস প্রেসিডেন্ট ডধহম খরলরব এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে তাঁর আগারগাঁওস্থ আইসিটি ভবন কার্যালয়ে স্বাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
এ সময় তারা ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ‘ঊংঃধনষরংযরহম উরমরঃধষ ঈড়হহবপঃরারঃু (ঊউঈ) চৎড়লবপঃ’ বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, দেশের সকল ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং গ্রাম পর্যন্ত কানেক্টিভিটি পৌঁছে দিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার আইসিটি বিভাগের অধীনে ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য হাইটেকপার্কে জমি বরাদ্দসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে ঈজওএ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
#
শহিদুল/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৯০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৫
সরকার দারিদ্র্যদূরীকরণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছে
--- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে যত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্যবিমোচন। যেকোন উপায়ে দেশ থেকে দারিদ্র্য হটাতে হবে। এ লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমীসমূহকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সরকার দারিদ্র্যদূরীকরণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছে।
মন্ত্রী আজ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড)-এর পরিচালনা বোর্ডের ২য় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, বাপার্ড-এর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামানসহ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র্যদূরীকরণে দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে অগ্রাধিকারভিত্তিতে ‘একটি বাড়ী একটি খামার’ এবং ‘আশ্রয়ণ’-এর মতো প্রকল্পসমূহ বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্র্যমুক্ত করতে কৃষিখাত প্রধান ভূমিকা রাখবে। দেশের বিদ্যমান কৃষি ব্যবস্থার উন্নয়নে প্রায়োগিক গবেষণা, কৃষকদের প্রশিক্ষণ ও উন্নতমানের প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। এ কাজে পল্লী উন্নয়ন একাডেমীসমূহকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বাপার্ডকে দক্ষিণাঞ্চলের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এসময় তিনি বাপার্ড-এর হোস্টেলসহ দশতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।
#
জাকির/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৪
মুক্তিযোদ্ধা এম এ সামাদের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
ঢাকা ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অব.) এম এ সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
আজ এক শোক বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এম এ সামাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রতিমন্ত্রী এম এ সামাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
মাসুম/ফারহানা/সঞ্জীব/আববাস/২০১৮/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯৩
প্রতারকচক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
দুর্নীতি দমন কমিশন নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগীর নিকট থেকে প্রাপ্ত তথ্যে অবগত হয়েছে, বিভিন্ন নামে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যাংক-বীমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের নিকট তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ হতে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।
দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থায় কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ হতে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত হওয়ার কোনো আইনি সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সকল যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের কোনো প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।
কমিশন এরূপ প্রতারকদের অবৈধ কর্মকা- সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনার লক্ষ্যে এদের বিরুদ্ধে নিকটস্থ থানা অথবা র্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (মনিটরিং) টেলিফোন- ৯৩৫২৫৫২ এবং মোবাইল নং-০১৭১১৬৪৪৬৭৫ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
#
প্রনব/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৯২
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, সংগ্রামী মানুষ কখনো আত্মহত্যা করে না। যুব সমাজকে আশাবাদী হতে হবে, জীবনবাদী হতে হবে। মানব জীবনে হতাশার কোনো জায়গা নেই।
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” (বিটিএফ) আয়োজিত “জীবন বাঁচাতে দৌড়” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আত্মহত্যা প্রতিরোধ দিবসকে সামনে রেখে প্রতিজ্ঞা করতে হবে। সমাজ ও দেশকে নিয়ে ভাবতে হবে। আত্মহত্যা প্রতিরোধে এই দৌড় জীবনের মাঝে নিবদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বক্তরা আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে এবং দিবসটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানান। ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন কিশোর-তরুনদের হতাশা, বিষন্নতা ও অন্যান্য নেতিবাচক কর্মকান্ড প্রতিরোধে প্রায় চার বছর ধরে কাজ করছে।
বিটিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী সামিনা চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।