Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০১৭

তথ্যবিবরণী ২৬ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৬৫

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রিপেমেন্ট মিটার গুরম্নত্বপূর্ণ অবদান রাখবে
                                                                 -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রিপেমেন্ট মিটার গুরম্নত্বপূর্ণ অবদান রাখবে। চট্টগ্রামের ৭ লাখ গ্রাহককে প্রি-পেমেন্ট মিটারিংয়ের আওতায় আনার প্রক্রিয়া আগামী মার্চের মধ্যে সম্পন্ন হবে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং সৃষ্টি করে কীভাবে গ্রাহক সেবার মান বৃদ্ধি করা যায় তা নিয়ে বিদ্যুৎ সেবকদের দ্রম্নত কাজ করা প্রয়োজন।

    প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের বিদ্যুৎ ভবন থেকে চারটি বিক্রয় ও বিতরণ বিভাগের প্রি-পেমেন্ট মিটারিং কার্যক্রম এবং ভেন্ডিং স্টেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি থার্ড পার্টি ভেন্ডিং এর মাধ্যমে বিদ্যুৎ বিক্রির (প্রি-পেমেন্ট মিটারিং এর কার্ড) ব্যবস'ার ওপর গুরম্নত্ব আরোপ করে বলেন, গ্রাহকদের হাতের কাছে সেবা পৌঁছে দিতে হবে। প্রতিমন্ত্রী বিদ্যুতের ওভারহেড লাইনসমূহ দ্রম্নত ভূগর্ভস' করার এবং সাইবার সিকিউরিটিসহ সকল বিদ্যুৎ কেন্দ্রর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

    তিনি আরো বলেন, বিদ্যুৎ বিতরণ খাতের উন্নয়নে প্রি-পেমেন্ট মিটারিং পদ্ধতি একটি আদর্শ ব্যবস'া হতে পারে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন সকল বিতরণ সংস'ার বিদ্যুতের সিস্টেমলস হ্রাস, রাজস্ব আয় বৃদ্ধি, ক্রটিপূর্ণ বিলিং ব্যবস'া পরিহারের মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়ন, লোড ম্যানেজমেন্ট ব্যবস'া বাসত্মবায়ন ও জনগণের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী মনোভাব সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী বিদ্যমান সকল বিদ্যুৎ মিটার প্রি-পেমেন্টে পরিবর্তনের সিদ্ধানত্ম নেয়া হয়েছে। বিদ্যুতের প্রাথমিক প্রাপ্যতা ও যোগান নিশ্চিত করে সরকার এখন সঞ্চালন ও বিতরণের সমপ্রসারণ ও গুণগত মানোন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাসত্মবায়ন করে চলেছে।
    অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণাঞ্চল) প্রবীর কুমার সেনসহ বিউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপসি'ত ছিলেন।
#

আসলাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                    নম্বর : ১৪৬৪

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি
২৮ মে থেকে পবিত্র রমজান, ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :

    বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৭ মে  পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৮ মে রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এ প্রেক্ষাপটে আগামী ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় ধর্মসচিব মোঃ আব্দুল জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, ওয়াকফ প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব
মোঃ মুহিবুল হোসেইন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিনউল্লাহ, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) ড. পিয়ার মোহাম্মদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবণ প্রতিষ্ঠনের চেয়ারম্যান মুহাম্মদ দিলোয়ার বখত, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান  প্রমুখ উপস্থিত ছিলেন।

#
শারমীন/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২০৩১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৬৩

২য় ডিপেস্নাম্যাট কাপ টেনিস প্রতিযোগিতা উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :

    বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস'াপনায় রমনাস' জাতীয় টেনিস কমপেস্নক্সে ‘ডিপেস্নাম্যাট কাপ টেনিস প্রতিযোগিতা ২০১৭’ এর শুভ উদ্বোধন আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, হাজী মোঃ সেলিম, এ এস এম হায়দার, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপসি'ত ছিলেন।

    প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও সুইডেনের খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে।
 
    এছাড়া আজ আনত্মর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও নেপাল লন টেনিস এসোসিয়েশনের ব্যবস'াপনায় নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়ান অনূর্র্ধ্ব ১২ বছর দলগত টেনিস প্রতিযোগিতা ২০১৭’ এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে বাংলাদেশ টেনিস ফেডারেশনের পড়্গ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতায়  দড়্গিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, পাকিসত্মান ও মালদ্বীপ এর বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ দল বালক বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে চতুর্থ স'ান অধিকার করে।

#

খালেদা/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৬২

অনগ্রসর নারীগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত করা হচ্ছে
                                          -- মেহের আফরোজ চুমকি
 
ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ড়্গমতায়নে বাংলাদেশ শুধু এশিয়া-ইউরোপ নয় সারা পৃথিবীতে একটি সুপরিচিত নাম। নারীর নিরাপত্তা ও নির্ভরযোগ্য ঠিকানার নাম হলো বাংলাদেশ।

    তিনি গতকাল বিকালে ইউরোপের লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে এশিয়া-ইউরোপ সম্মেলনে বক্তৃতাকালে একথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এমন দেশ খুঁজে পাওয়া দুষ্কর হবে, যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা নারী। মেহের আফরোজ চুমকি সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রী, ডেলিগেটদের উদ্দেশে বলেন, বাংলাদেশের নারী আজ অর্থনৈতিক-রাজনৈতিক ড়্গমতায়নে সুপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের উচ্চ শিড়্গিত নারীরা গুরম্নত্বপূর্ণ সেক্টরগুলোতে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। স্বল্প শিড়্গিত নারীদের বৃত্তিমূলক প্রশিড়্গণ দিয়ে তাদেরকে দড়্গ জনশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে। যা বাংলাদেশের নারীকে অর্থনৈতিক ও সামাজিক ড়্গমতায়নের পথকে আরও সুগম করছে।

    তিনি উলেস্নখ করেন বাংলাদেশের স'ানীয় সরকার ব্যবস'ায় তৃণমূল পর্যায়ে নারীরা নির্বাচিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় কাজ করে যাচ্ছে। পোশাক শিল্পে কর্মরত বাংলাদেশি নারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের অর্থনীতিতে তারা বিশেষ অবদান রাখছে। এজন্য বর্তমান সরকার দেশের অনগ্রসর নারীগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত করতে ব্যাপক পদড়্গেপ গ্রহণ করেছে। সরকারের গৃহীত পদড়্গেপগুলো বাসত্মবায়িত হলে বাংলাদেশ হবে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ।
    
#

খায়ের/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৬১

মেক্সিকো সম্মেলনে দুুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর
 নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের অংশগ্রহণ


ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :
    মেক্সিকোর কানকুনে শুরু হয়েছে ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিক্স রিডাকশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বিশে^র প্রায় পাঁচ হাজারেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন।
    বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো (ঊহৎরয়ঁব চবহধ ঘরবঃড়) সম্মেলনের উদ্বোধন করেন। এরপর প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ্ কামাল বাংলাদেশের প্রতিনিধিদের বিভিন্ন সেশনে অংশগ্রহণের দায়িত্ব বণ্টন করে দেন। সে আলোকে প্রতিনিধিদলের সদস্যরা প্রথম দিনের সেশনগুলোতে নিজ নিজ রিপোর্ট উপস্থাপন করেন।
    প্রথম দিনের সেশন শেষে মেক্সিকোর রাষ্ট্রপতি এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে মন্ত্রী সস্ত্রীক যোগ দেন।

#
ফারুক/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৩৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৪৬০

সরকার সকলের সমান অধিকার ও সুযোগ  নিশ্চিত করেছে
                                                   -- ভূমিমন্ত্রী
 
আটঘরিয়া (পাবনা), ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকার দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান সুযোগ ভোগ করার ব্যবস'া নিশ্চিত করেছে।

    আজ আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস' মহিলাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিকদের মাঝে পরিচয়পত্র প্রদান এবং আটঘরিয়া উপজেলাধীন ড়্গুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জহুরম্নল হক, পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আ. মোমিন, সমাজসেবা অফিসার আসাফুদ্দৌলাহ, আটঘরিয়া উপজেলা এসিল্যান্ড গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান উপসি'ত ছিলেন।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে বয়স্ক ভাতা, বিধবা ও দুস' নারী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম চালু করেছেন। তিনি প্রত্যেক গৃহহীনের জন্য ঘর তৈরি করে দিচ্ছেন এবং তাদের জন্য কর্মসংস'ানেরও ব্যবস'া করছেন। তিনি সকলকে সরকারের উন্নয়ন কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

    মন্ত্রী আটঘরিয়া উপজেলায় ৩৫০৮ জনকে ৫০০ টাকা হারে বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস' মহিলাসহ ১৭৩০ জনকে ৫০০ টাকা হারে, অসচ্ছল প্রতিবন্ধী ৮৩০ জনকে ৬০০ টাকা হারে, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ২১ জনকে ৬০০ টাকা হারে, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচিতে ৬ জনকে ৬০০ টাকা হারে, প্রতিবন্ধী শিড়্গার্থীদের উপবৃত্তি প্রদান কর্মসূচিতে ১৭০ জনকে প্রাথমিক ৬০০ টাকা, মাধ্যমিক ৮০০ টাকা ও কলেজ পর্যায়ে ১২০০ টাকার উপবৃত্তি প্রদান করেন। আজ নতুন করে আরও ৪০৯ জন ভাতাভোগীকে ২০ লাখ ২৩ হাজার ৪০০ টাকা ভাতা প্রদান করা হয়। এছাড়া ২৫৫০ জনকে সুবর্ণ নাগরিক পরিচয় পত্র প্রদান করা হয়।

#

রেজুয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৫৯

প্রতিটি শিশু ও কিশোর-কিশোরীর জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ
                            -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 
কেশবপুর (যশোর), ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :

    প্রতিটি শিশু ও কিশোর-কিশোরীর জন্য উপযুক্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
 
    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রিভকেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। নারী শিক্ষার বিষয়ে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী অভিনন্দিত। এর পেছনে রয়েছে সরকারের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনত্মরিকতা।   

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অভ্‌ স্কুল চিলড্রেন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমে কেশবপুরের ঝরে পড়া সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের ৪টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রাথমিকভাবে ১০০ জন কিশোর-কিশোরীকে ৩ মাসের ট্রেনিং প্রদান করা হবে। এ সময় তারা দৈনিক ১০০ টাকা হারে ভাতা পাবে। প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মসংস'ান ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস'ানের সুযোগ করে দেওয়া হবে।  
    
#

মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ১৪৫৮

জাতিসংঘ আনত্মর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
 
নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ২৬ মে :

    গতকাল জাতিসংঘ সদর দপ্তরের অভ্যনত্মরে ইস্ট রিভার পস্নাজায় জাতিসংঘ আনত্মর্জাতিক বাজার (মেলা) অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিব আনেত্মানিও গুতেরেজের স্ত্রী এবং ‘ইউএন উইমেন গিল্ড’ এর অনারারি প্রেসিডেন্ট ক্যাটারিনা ভাজ পিনটো গুতেরেজের আহ্বানে সাড়া দিয়ে ‘ইউএন উইমেন গিল্ড’ এবং সদস্য দেশ ও সংস'াসমূহের কর্মকর্তাদের স্ত্রীগণ এই মেলার আয়োজন করে। মেলা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার শরণার্থীদের জন্য এবং বিশ্বব্যাপী ‘ইউএন উইমেন গিল্ড’ এর স্পন্সরকৃত শিশু প্রকল্পে ব্যয় করা হবে।

প্রচন্ড বৃষ্টি ও বাতাস উপেড়্গা করে নিউইয়র্কে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যসহ জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীগণের বিপুল উপসি'তিতে সকাল ১০টা হতে শুরম্ন হয়ে বেলা ৪টা পর্যনত্ম এই মেলা চলে। হাতে তৈরি খাবার, বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যম-িত হসত্মশিল্প, পোশাক, শোপিসসহ অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদানযুক্ত পণ্য সামগ্রী দিয়ে মেলার স্টলসমূহ সাজানো হয়।

জাতিসংঘে বাংলাদেশ স'ায়ী মিশনের স'ায়ী প্রতিনিধির স্ত্রী ফাহমিদা জাবিনের তত্ত্বাবধানে এবং স'ায়ী মিশন ও নিউইয়র্কস' কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তাগণের স্ত্রীদের অংশগ্রহণ ও সহযোগিতায় এ মেলায় বাংলাদেশের পড়্গ থেকে দু’টি স্টল স'াপন করা হয়। হাতে তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এবং দেশীয় কারম্ন ও হসত্মশিল্প সামগ্রীর বিভিন্ন পণ্য সম্ভারে সজ্জিত বাংলাদেশ স্টল ছিল বিদেশি ক্রেতাদের অন্যতম আকর্ষণ।

এ বাজার পরিদর্শনে গিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স'ায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘এই বাজার বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আনত্মর্জাতিক অঙ্গনে তুলে ধরার ড়্গেত্রে এ বাজার তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে’।

নিউইয়র্কে সফররত বাংলাদেশ স'ায়ী মিশনের সাবেক স'ায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন সস্ত্রীক ‘বাংলাদেশ স্টল’সহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উলেস্নখ্য ব্যতিক্রমধর্মী খাবার ও ঐতিহ্যবাহী পণ্য কেনার পাশাপাশি মেলায় অংশগ্রহণকারীগণ র‌্যাফেল ড্র’র টিকিটও ক্রয় করেন। মেলাশেষে ‘ইউএন উইমেন গিল্ড’ এর প্রতিনিধিগণ লটারির মাধ্যমে র‌্যাফেল ড্র’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লড়্গ্যে প্রতিবছরই এই ইউএন ইন্টারন্যাশনাল বাজারের আয়োজন করা হয়।

#

মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২৭ ঘণ্টা

 

Todays handout (8).docx Todays handout (8).docx