Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুন ২০১৫

তথ্যবিবরণী 18/06/2015

Handout                                                                                                                                                                Number : 1776

Two-day Workshop on Capacity

 Building for UN Action on Arms Trade Treaty held

Dhaka, 18 June:

          A two-day Workshop on Capacity Building for the UN Programme of Action on Small Arms and Light Weapons and the Arms Trade Treaty was held at the Ministry of Foreign Affairs on 17 to 18 June 2015.

          The Workshop was organized in partnership with the United Nations Regional Centre for Peace and Disarmament in Asia and the Pacific (UNRCPD) with funding support from the UN Office on Disarmament Affairs.

          Bangladesh Foreign Minister Abul Hassan Mahmood Ali inaugurated the Workshop. United Nations Resident Coordinator in Bangladesh Robert W. Watkins was also present.

          A total of 40 officials from a number of relevant Ministries, Divisions and agencies attended the Workshop. It was conducted by international experts on small arms control standards and technologies.

          The Workshop discussed, among others, enhancing Bangladesh’s compliance and reporting on the UN Programme of Action and other relevant international instruments as well as adoption of some of the latest toolkits and technologies for regulating arms transfer, storage, tracing and record keeping.

          The Workshop also focused on effective prevention of illicit transfer of arms and ammunition, including in the hands of terrorists and organized criminal networks.

#

Khaleda/Mizan/Sanjib/Abbas/2110 Hours

তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৭৭৫

তথ্যমন্ত্রীর সাথে শ্রীলংকার নগর উন্নয়ন মন্ত্রীর বৈঠক

কলম্বো, ১৮ জুন :

    কলম্বো সফরের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শ্রীলংকা সরকারের নগর উন্নয়ন মন্ত্রী রউফ হাকিমের (জধঁভভ ঐধশববস) সাথে বৈঠক করেছেন।

    আজ কলম্বোতে নগর উন্নয়ন, পানি সরবরাহ ও নিষ্কাশন মন্ত্রণালয়ে বৈঠকে তাঁরা বিশ্বায়নের সাথে উন্নয়নকে এগিয়ে নিতে আন্তঃসংস্কৃতি সহমর্মিতা এবং রাজনৈতিক শান্তি  প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    হাসানুল হক ইনু এবং শ্রীলংকার নগর উন্নয়ন মন্ত্রী ও শ্রীলংকার মুসলিম কংগ্রেস দলের প্রেসিডেন্ট রউফ হাকিম এসময় ধর্মের নামে জঙ্গিতৎপরতা ও সন্ত্রাস উচ্ছেদকে সমাজ ও রাজনীতিতে শান্তির পূর্বশর্ত বলে মন্তব্য করেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ, শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান এবং শ্রীলংকা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

    শ্রীলংকার সাথে গণমাধ্যম ও তথ্য যোগাযোগ অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে তথ্যমন্ত্রী আজ সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা রূপবাহিনী (জঁঢ়ধাধযরহর) কর্পোরেশন পরিদর্শনে যান।  তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ, হাইকমিশনার তারিক আহসান, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মাহফুজুর রহমান এবং বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী
মোঃ কামালউদ্দীন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে  ছিলেন ।
 
#

        
আকরাম/মিজান/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/২০৪১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৭৭৪

বেসরকারি বৌদ্ধ ও সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের
শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
    বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদানভুক্ত শিক্ষক কর্মচারীদের গত বছরের জুন হতে চলতি বছরের মে পর্যন্ত মহার্ঘ ভাতাসহ এক বছরের বেতন ভাতা বাবদ অর্থের চারটি চেক আজ অনুদানবণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
    প্রতিষ্ঠান প্রধানগণ অনুদানভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহ হতে
২৮ জুন তারিখের মধ্যে উত্তোলন করতে পারবেন।
#

শফিকুল/মিজান/নবী/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৭৩

রাজস¦ মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে
অনলাইন সফটওয়্যার তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের প্রায় ২৩ হাজার মামলা চলমান রয়েছে। এ সকল মামলায় সরকারের ২৬ হাজার কোটি টাকার আর্থিক সংশ্লেষ সংবলিত রাজস্ব জড়িত রয়েছে। সরকারি আর্থিক স্বার্থসংশ্লিষ্ট এই বিপুলসংখ্যক মামলা পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান পদ্ধতিতে দ্রুত মনিটরিং এবং নিষ্পত্তি করা সম্ভব হয় না। যার ফলে দিন দিন মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনাদায়ি রাজস্বের পরিমাণ বাড়ছে।
এ প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন বিভিন্ন কর অঞ্চল, কাস্টম হাউস/কমিশনারেটসমূহের অনিষ্পন্ন মামলাসমূহ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তির জন্য ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (উরমরঃধষ ঝঁরঃ গধহধমবসবহঃ ঝুংঃবস) শীর্ষক একটি অনলাইন সফট্ওয়্যার তৈরি সংক্রান্ত এক সভা আজ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মোঃ ফরিদ উদ্দিন এবং সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) হুসেইন আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) হুসেইন আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক সফ্টওয়্যার চালু করার বিষয়ে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাইবাছাইপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের “রূপকল্প-২০২১ ও ২০৪১” বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জনবান্ধব, ব্যবসাবান্ধব এবং সেবাধর্মী একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে। জনকল্যাণে রাজস্ব বোর্ডকে আরো অধিকতর শক্তিশালী, গতিশীল ও সুশাসনযুক্ত সেবা প্রদান নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন একান্ত অপরিহার্য। তিনি আরো বলেন, ডিজিটাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক সফ্টওয়্যার চালু হলে রাজস্বসংশ্লিষ্ট মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে করে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি মামলাজট কমবে। ভবিষ্যতে রাজস্ব আদায় বৃদ্ধিতে এ ধরণের উদ্ভাবনীমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
#

মু’মেন/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৭২
পবিত্র মাহে রমজান উপলক্ষে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :

    পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    মন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, মুসলমানদের জীবনে অতি গুরুত্বপূর্ণ এ রমজান মাসে রোজা পালনের মধ্য দিয়ে তারা ইহজাগতিক সকল ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে সংযম ও শুদ্ধতার পরীক্ষায় অবতীর্ণ হন। এর মাধ্যমে যে মানবীয় গুণাবলী মুসলমানেরা অর্জন করেন, তা তাদেরকে মানুষের কল্যাণ ও সভ্যতার অগ্রগতিতে আরো কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করে।

    দীর্ঘ একমাস সংযম সাধনার পর ঈদের আনন্দকে মুসলমানদের সৌভ্রাতৃত্ব আর সাম্যের প্রতীক বলে হাসানুল হক ইনু উল্লেখ করেন ।


#

        
আকরাম/মিজান/নবী/রফিকুল/আব্বাস/২০১৫/১৯১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৭১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
    জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক, কামাল আহমেদ মজুমদার,
মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, খন্দকার আজিজুল হক আরজু, মুহাম্মদ আলতাফ আলী এবং সামছুন নাহার বেগম (এডভোকেট) বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্যসেবার বর্তমান অবস্থা, চাষি পর্যায়ে কলাকৌশল সম্প্রসারণের দিকসমূহ, তথ্যসেবা জোরদারকরণ কর্মসূচি, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন অর্ন্তভুক্ত প্রকল্প, দুগ্ধখামারে দুগ্ধের উৎপাদন বৃদ্ধিসহ সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ এবং কাঁকড়া ও কুচিয়া হ্যাচারি স্থাপন ও চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরে ৩ টি প্রকল্প ও প্রাণিসম্পদ অধিদপ্তরে ৩ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বৈঠকে জাতীয় চিড়িয়াখানার জন্য নতুন প্রাণি ক্রয় সম্পর্কিত একটি প্রকল্প অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত না হওয়ায় প্রকল্পটি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপনের সুপারিশ করা হয়। মা ইলিশ সংরক্ষণের জন্য ১৫ দিন যাবৎ ইলিশ ধরা বন্ধ থাকার সময়ে জেলেদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া, কারেন্ট জাল ও জাটকা নিধন বন্ধের বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য কামাল আহমেদ মজুমদারকে আহ্বায়ক ও খন্দকার আজিজুল হক আরজুকে সদস্য করে একটি সাবকমিটি গঠন করা হয়।
          মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৭৭০

২০১৬ সালে দাখিলের ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবই ডিজিটালাইজড হচ্ছে
                                                                                -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
    ২০১৬ সালের জানুয়ারিতেই মাদ্রাসা শিক্ষার পাঠ্যবই ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পাঠ্যবইয়ে রূপান্তর শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে দাখিল স্তরের ৬ষ্ঠ শ্রেণির ৪টি বই এবং অন্য ১২টি সাধারণ শিক্ষার বই নিয়ে কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বইও ডিজিটালাইজড করা হবে। মাদ্রাসা শিক্ষা আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) মাদ্রাসা শিক্ষা ধারার দাখিল স্তরের ইসলামি ও আরবি বিষয়সমূহের পাঠ্যপুস্তক ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা বুকসে রূপান্তর বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছায়েফ উল্যার সভাপতিত্বে কর্মশালায় শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, রোকসানা মালেক, নায়েমের মহাপরিচালক হামিদুল হক এবং জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী বক্তব্য রাখেন।
    শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এজন্য শিক্ষার প্রতিটি স্তরে প্রযুক্তির প্রয়োগ করে দক্ষতার সাথে এগোতে হবে। এখন বড় চ্যালেঞ্জ গুণগতমানের শিক্ষা। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
    উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণির কুরআন মজিদ, আকাইদ ও ফিকহ, আরবি প্রথমপত্র এবং আরবি দ্বিতীয়পত্র বিষয় ৪টির পাঠ্যবই ডিজিটালাইজড করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এছাড়া এনসিটিবি বাকি সাধারণ ১২টি বইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি করবে। বিষয়বস্তুর ডিজিটাল ভার্সন যা অফলাইন বা অনলাইনের সুবিধা নিয়ে কম্পিউটার, ট্যাব, এমনকি মোবাইল ফোনেও পড়া যাবে। এ ধরনের  পাঠ্যপুস্তকে জাতীয় প্রেক্ষাপট বিবেচনাপূর্বক ছবি, চিত্র, চার্ট, ডায়াগ্রাম, অডিও-ভিডিও হাইপার লিংক আকারে সংযোজিত হবে। ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল বইয়ে শিক্ষার্থীদেরকে পাঠে সক্রিয় রাখতে এবং মুখস্তবিদ্যা পরিহার করে সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করার পর্যাপ্ত একটিভিটি সমন¦য় করা হয়। এধরনের ডিজিটাল বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মনে ভীতির কারণ হতে পারে কিংবা কোনো ধর্মের লোকজনের প্রতি বিরূপ মনোভাব জন্ম নিতে পারে এমন প্রসঙ্গ পরিহার করা হবে। শিক্ষার্থীরা পাঠ্যবই সম্পর্কিত বিষয়বস্তুর ওপর আরো বেশি জানতে চাইলে তা জানা ও দেখার সুযোগ থাকবে।
#
সুবোধ/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৬৯

পানাম নগরীকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র
হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হচ্ছে
                            -- পর্যটন মন্ত্রী

নারায়ণগঞ্জ, ৪ আষাঢ় (১৮ জুন) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রাচীন বাংলার রাজধানী  সোনারগাঁওয়ের পানাম নগরীকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার ম্যাগা প্রকল্প গ্রহণ করছে। ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে প্রাচীন এ নগরী দেশের পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল মার্কেটিংয়ের ব্যর্থতা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির অভাবে গুরুত্বপূর্ণ এ দর্শনীয় স্থানটির  সম্ভাবনা এ যাবৎ কাজে লাগানো যায়নি ।
    মন্ত্রী আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানাম নগরী পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়কালে একথা বলেন ।
    পর্যটন মন্ত্রী পানাম নগরীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রাচীন খাস নগর, বড় নগর ও পানাম নগর নিয়ে গঠিত রাজধানী সোনারগাঁও। এর মধ্যে রাস্তার দু’পাশে মুখোমুখী দ্বিতল ও ত্রিতল বিশিষ্ট ৫২টি ইমারত পর্যটকদের সামনে ৬শ’ বছর আগের বাংলার চিত্র তুলে ধরবে। তিনি বলেন, ২০১৬ সাল পর্যটনবর্ষকে সামনে রেখে পানাম নগরীকে গুরুত্বপূর্ণ পর্যটনস্পট হিসেবে গড়ে তোলা হবে। এব্যাপারে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি সরকারের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশের পর্যটনশিল্পকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে তিনি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
    এর আগে মন্ত্রী সোনারগাঁও লোক ও কারুশিল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয় প্রতিবছর প্রায় আট লাখের অধিক দেশি-বিদেশি পর্যটক এলাকাটি পরিদর্শনে আসেন ।
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
#

শেফায়েত/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৬৮
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
দশম জাতীয় সংসদের ‘পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন-এর সভাপতিত্বে কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক,  মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (ডগওচ)-এর হালনাগাদ প্রতিবেদন, খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণাল সলিমপুর কোলাবাসুখালী বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন, তারাইল পাচুরিয়া সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন এবং নদী গবেষণা ইনস্টিটিউট (নগই) এর চলমান কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।  
কমিটি ডধঃবৎ গধহধমবসবহঃ ওসঢ়ৎড়াবসবহঃ চৎড়লবপঃং (ডগওচ) প্রকল্প শেষ হলে এই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের অন্য প্রকল্পে কর্মসংস্থান করার সুপারিশ করে।
বৈঠকে খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণাল সলিমপুর কোলাবাসুখালী বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটি ঢাকা মহানগরীকে রক্ষা করার জন্য বুড়িগঙ্গা নদী নিয়ে চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে দাতা সংস্থার সহায়তায় নতুন প্রকল্প শুরু করার সুপারিশ করে।
বৈঠকে নদী গবেষণা ইনষ্টিটিউটের কার্যক্রমের পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমকে এর সাথে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

নীলুফার/অনসূয়া/লাভলী/২০১৫/১৫১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ১৭৬৭

সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
দশম জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত কমিটির ২৯তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর  বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, আ ফ ম রুহুল হক, মঈন উদ্দীন খান বাদল এবং মোঃ রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্সিং কার্যক্রমের উপর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০১-২০০২ হতে ২০০৯-২০১০ অর্থ বছরে প্রদত্ত অডিট আপত্তির অনুচ্ছেদ ১,২,৩,৪,৫,৬,৮,১২,১৪,১৮,১৯ ও ২১ সর্বমোট ১২(বার) টি অডিট আপত্তির সংগে জড়িত টাকার পরিমাণ ২৫৪৭,৩৭,৬৮,৫৩৩ (দুই হাজার পাঁচশত সাতচল্লিশ কোটি সাইত্রিশ লাখ আটষট্টি  হাজার পাঁচশত তেত্রিশ) টাকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ  করা হয়।
    একুশে টেলিভিশনের নিকট হতে তরঙ্গ ও বেতার যন্ত্রের লেভি চার্জ আদায় না করায় ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ২ শ’ টাকা এবং জরিমানা আদায় না করায় ৩৫ কোটি ৯০ লাখ ৩২ হাজার ২শ’ ৩২ টাকা সহ সর্বমোট ৫৩ কোটি ৩৪ লাখ ২ হাজার ৪শ’ ৩২ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আদায় কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি দায়েরকৃত মামলার যথাযথ তদারকি করার জন্য বৈঠকে সুপারিশ করে।
বৈঠকে স্পেকট্রাম চার্জ প্রাইজিং ফর্মূলা অনুযায়ী এরিয়া ফ্যাক্টর (এএফ) সঠিকভাবে হিসাব না করায় আর্থিক ক্ষতি ২৪ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪শ’ ৪ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ৯০ দিনের মধ্যে পাওনা টাকা আদায় করে  অগ্রগতি অডিট অফিসের মাধ্যমে  কমিটিকে অবহিত করার  সুপারিশ করে।
বৈঠকে ফ্রিকুয়েন্সি বরাদ্দে অনিয়মের কারণে একুইজিশন ফি বাবদ সরকারের ৮শ’ ৪০ কোটি টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি দায়দায়িত্ব নির্ধারণপূর্বক দায়ীদের নিকট থেকে অনাদায়ী টাকা আদায়ের উদ্যোগগ্রহণ এবং ব্যাখ্যা প্রস্তুত করে ৩০ দিনের মধ্যে অডিট অফিসের মাধ্যমে কমিটিকে অবহিত করার  সুপারিশ করে।
বৈঠকে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসিকে লাইসেন্স প্রদানে অনিয়ম এবং পরবর্তিতে চুক্তির শর্ত ভঙ্গ করা সত্ত্বেও পারফরমেন্স ব্যাংক গ্যারান্টি (পিজিবি) বাজেয়াপ্ত না করায় আর্থিক ক্ষতি ১৩ দশমিক ৩৪ কোটি টাকা, ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এর ৭০ শতাংশ শেয়ার এয়ারটেল বাংলাদেশ লিঃ এর নিকট হস্তান্তরের সময় কম হস্তান্তর ফি গ্রহণ করায় সরকারের ৭৬ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৮শ’ ৩৭ টাকা রাজস্ব ক্ষতি, পলিসি লেভেলের দূর্বলতার কারণে বিভিন্ন টেলিফোন কোম্পানি থেকে স্পেকট্রাম চার্জ আদায় না করায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি, ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিঃ শেয়ার হস্তান্তর এর সময় স্ট্যাম্প মূল্য বাবদ নির্ধারিত হারে ফি আদায় না করায় সরকারের ২০ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯শ’ ৭৯ টাকা রাজস্ব ক্ষতি, বিটিআরসির অনুমোদন ব্যতীত টিএম আইবি এর নাম পরিবর্তন করে অঢওঅঞঅ (ইধহমষধফবংয) খঃফ. করার প্রেক্ষিতে প্রশাসনিক জরিমানা কম আরোপ করায় আর্থিক ক্ষতি ৪৯ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা, বিলম্বে মোবাইল সেটের রয়ালটি ও লাইসেন্স ফি এর অর্থ পরিশোধ করা সত্ত্বেও জরিমানা আদায় না করায় সরকারে ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮শ’ ৪৫ টাকা রাজস্ব ক্ষতি এবং অবৈধ কল টার্মিনেশনের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া সত্ত্বেও সরকারি রাজস্ব ক্ষতির অর্থ আদায় না করায় ১৪ কোটি টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করে।
পিএসটিএন অপারেটর ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিঃ অবৈধ ভিওআইপি এর মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া সত্ত্বেও জরিমানা আদায় না করায়  সরকারের ৪ শ’ ৯৯ দশমিক ৯৭ কোটি টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি টাকা অনাদায়ের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে অডিট অফিসের মাধ্যমে কমিটিকে অবহিত করার জন্য বৈঠকে সুপারিশ করে।
অবৈধ ভিওআইপি ব্যবসা করা সত্ত্বেও জরিমানা আদায় না করায় সরকারের ৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আগামী তিন মাসের মধ্যে ভিওআইপি ব্যবসা করার কারণে সরকারের কত টাকা রাজস্ব ক্ষতি হয়েছে তা নিরূপণ করে কমিটিকে অবহিত করার সুপারিশ করে।
সিএন্ডএজি মাসুদ আহমেদ, ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী ও অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নূরুল/অনসূয়া/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা                                                                                            
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৭৬৬


আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু


ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন) :
    ৩৫তম বিসিএস-২০১৪ এর লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে। উক্ত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানানো হবে।
#


নেছার/অনসূয়া/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা

 

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon