Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ১৩ই অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২০২
 

শিক্ষাবিদদের সাথে পরামর্শ করে পরিকল্পনা গ্রহণ করা হবে
                                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষাবিদদের সাথে পরামর্শ ও সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করা হবে। এ উদ্দেশ্যে পরিবেশ, খনিজ, কয়লা এবং এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহে পৃথক বিভাগ চালু করা যেতে পারে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, হালনাগাদকৃত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৫-এ কয়লাকে প্রধান জ্বালানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুসারে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৫০ ভাগ কয়লাভিত্তিক হবে। ২০২৪ সাল নাগাদ ১২ হাজার মেগাওয়াট, ২০৩০ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সাল নাগাদ ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অত্যাধুনিক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত হবে। এ লক্ষ্য অর্জনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল সংখ্যক দক্ষ প্রকৌশলী প্রয়োজন।
    তিনি আরো বলেন, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন উন্নয়নশীল দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাংলাদেশেও ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে নতুন নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার উপযুক্ত প্রকৌশলীগণ বাংলাদেশের পাশাপাশি বিদেশেও কাজ করার সুযোগ পাবেন। প্রয়োজনবোধে এ প্রকৌশলীদের শিক্ষাবৃত্তি ও চাকুরির নিশ্চয়তা দেয়া হবে।
    এ সময় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত দেন। তাঁরা স্বল্প সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের ৩ মাস বা ৬ মাসের কোর্স বা ডিপ্লোমা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। তারা আরো বলেন, পাওয়ার স্টেশন কোর্সের বিষয়াবলীর ওপর আরো জোর দিয়ে ভবিষ্যতে পাঠ্যসূচি তৈরি করা হবে এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ বা ওহঃবৎহংযরঢ়-এর জন্য বিভিন্ন পাওয়ার স্টেশনে ছাত্রদের পাঠানো হবে। এতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
    আলোচনাকালে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/নবী/জসীম/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২০১
 
চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় যৌথ বিবৃতি বেতারে সরাসরি সম্প্রচার

ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর):
    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরকালে চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী উক্ত সফরের বিভিন্ন দিক নিয়ে আগামীকাল ১৪ অক্টোবর শুক্রবার বিকেল ৪টা থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী/করবী হলে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করবেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
    উক্ত অনুষ্ঠানটি বিটিসিএল লাইনের মাধ্যমে বাংলাদেশ বেতার ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ ও এফ এম ১০৩ দশমিক ২ মেগাহার্জ-এ সরাসরি সম্প্রচার করবে।

#
আব্দুল হক/মাহমুদ/জসীম/জয়নুল/২০১৬/১৬৩৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২০০
 
১২টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর):
রাষ্ট্রপতি আজ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ১২টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনে গৃহীত ৬টি বিল হচ্ছে : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬; রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬; চা বিল, ২০১৬ এবং ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ঔঁফমবং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬.
এছাড়া জাতীয় সংসদের দ্বাদশ (২০১৬ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশনে গৃহীত ৬টি বিল হচ্ছে : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা  ট্রাস্ট (সংশোধন) বিল,২০১৬;    ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ঔঁফমবং (খবধাব, চবহংরড়হ ধহফ  চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৬; বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬; জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল, ২০১৬।
#

মোতাহের/মাহমুদ/জসীম/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৯

তিন সচিবের হার্ভার্ড কেনেডি স্কুলে প্রশিক্ষণ

ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর):
    বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড কেনেডি স্কুলের মধ্যে গত ১৩ সেপ্টেম্বর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় সরকারের ৩ জন সচিব প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে গমন করবেন। হার্ভার্ডে অবস্থানকালে তাঁরা “ঈৎবধঃরহম ঈড়ষষধনড়ৎধঃরাব ঝড়ষঁঃরড়হং : ওহহড়াধঃরড়হং রহ মড়াবৎহধহপব” বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন।
    ৩ জন সচিবের মধ্যে রয়েছেন ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ; এন এম জিয়াউল আলম, সচিব (সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ এবং নাজিমউদ্দিন চৌধুরী, সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এরই আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সম্ভাবনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড কেনেডি স্কুলের সাথে সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। ২০১৬-১৭ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঝঃৎবহমঃযবহরহম এড়াবৎসবহঃ ঞযৎড়ঁময ঈধঢ়ধপরঃু উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ঃযব ইঈঝ ঈধফৎব ঙভভরপরধষং শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৩০ জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর ধারাবাহিকতায় উল্লিখিত ৩ জন সচিব প্রথম এ সুযোগটি পেলেন।
    এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের এ ধারা অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে জনসেবার মান ও পরিধি আরো বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
মমিনুল/মাহমুদ/জসীম/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩১৯৮
চট্টগ্রামে প্রাইম মুভার্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর) :
    চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহণে চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স এসোসিয়েশনের স্থগিতকৃত ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি।
    আজ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সড়ক-মহাসড়কে অতিরিক্ত ওজন বহনকারী পরিবহণে এক্সেল লোড নীতিমালা অনুযায়ী পরিবহণ বিষয়ক এক আন্ত:মন্ত্রণালয় সভাশেষে এসোসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
    এসময় নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
    সভাশেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং-এ সভার সিদ্ধান্তসমূহ অবহিত করেন।
    তিনি জানান, চার এক্সেল বা চৌদ্দ চাকা বিশিষ্ট কন্টেইনার বহনকারী দীর্ঘযান বা প্রাইম মুভারগুলোর ক্ষেত্রে ৩২ টন পর্যন্ত ওজন পরিবহণে আইনগত কোন বাধা নেই। চার এক্সেলের প্রাইম মুভারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করে পাঁচ এক্সেলে রূপান্তরের মাধ্যমে সর্বোচ্চ ৪২ টন পর্যন্ত ওজন পরিবহণ করা যাবে। এক্ষেত্রে অতিরিক্ত একটি এক্সেল বা চারটি চাকা সংযোজনে প্রাইম মুভার মালিকদের ছয় মাস সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
    মন্ত্রী আরো জানান, খাদ্য এবং সার পরিবহণের ক্ষেত্রে বিদ্যমান ওজনসীমা এক্সেললোড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ করে পুননির্ধারণ করা হবে। এ লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের মধ্যে খাদ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যে সকল ট্রাকে অবৈধভাবে বাম্পার, এঙ্গেল, হুক স্থাপন করা হয়েছে তা খুলে ফেলতে হবে।
    মন্ত্রী মহাসড়কের স্থায়িত্ব রক্ষায় যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
    সভার শুরুতে পণ্য পরিবহণের বিভিন্ন বিষয়ে সুপারিশমালাসহ একটি গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হক।
    সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিজিএমইএ’র সভাপতি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অভ্ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এফবিসিসিআই, সড়ক পরিবহণ মালিক সমিতি, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, প্রাইম মুভার্স ওনার্স এসোসিয়েশন, প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
#
নাছের/মাহমুদ/জসীম/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৭  

মাস্টার্স ১ম পর্র্বে ভর্তির আবেদন শুরু ১৬ অক্টোবর 

ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর) : 

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বের অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ১৬ই অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩০শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। 

    এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
#

ফয়জুল/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                              নম্বর : ৩১৯৬

ঈশ^রদীতে কৃষি প্রণোদনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
কৃষকদের ভাগ্য পরিবর্তন করেছে সরকার

ঈশ^রদী, ২৮শে আশ্বিন (১৩ অক্টোবর) : 

  ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বৃহস্পতিবার ঈশ^রদীর লক্ষ্মীকু-া ইউনিয়ন পরিষদে প্রণোদনা কর্মসূচি ২০১৬ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে এবং কৃষকদের ভাগ্য পরিবর্তন করেছে। 
    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী দেশের কৃষক ও শ্রমিকদের ভাগ্যোন্নয়নে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। তাই দুর্নীতিবাজ প্রতারকদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি প্রকৃত তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের কাছে সরকারি প্রণোদনা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে চলতি বছরের খরিপ-২ মৌসুম ও রবি মৌসুমের জন্য প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১ কেজি সরিষা বীজ, ৮ কেজি খেসারি বীজ ও ২ কেজি ভুট্টার বীজ এবং ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। লক্ষ্মীকু-া ইউনিয়নে ১ হাজার ৪০ জন, পাকশী ইউনিয়নে ১ শত ২০ জন ও সাঁড়া ইউনিয়নের ২ শত ৫০ জন প্রান্তিক সুবিধাভোগী কৃষকদের মাঝে এসব প্রণোদনা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। 
      ভূমিমন্ত্রী সরকারি এসব প্রণোদনা তালিকা তৈরির সময় কাউকে কোন টাকা পয়সা দিতে বারণ করেন এবং প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে এরকম অসুদপায় কেউ অবলম্বন করেছে কীনা জানতে চান। সবাই এক বাক্যে প্রণোদনা প্রদানের তালিকা তৈরির সময় কেউ টাকা পয়সা নেয়নি বলে জানায়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জঙ্গি, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তিনি  দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান।
    পরে মন্ত্রী জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬ এর উদ্বোধন করেন এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঈশ^রদী উপজেলা কার্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্তৃক প্রদর্শিত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের মহড়া প্রত্যক্ষ করেন।
    লক্ষ্মীকু-া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বিশ^াসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভূতি ভূষণ সরকার, ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার 
এ এ মাসুম বিল্লাহ সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#

রেজুয়ান/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৬০০ ঘন্টা  

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৪ 
বিশ্ব মান দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর) :  

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪ই অক্টোবর বিশ্ব মান দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস 
অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে ৪৭তম ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে 
আমি আনন্দিত।  
    সকলের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে ‘মান’ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ও বিশ্ববাণিজ্য সম্প্রসারণে বস্তুনিষ্ঠ ও সর্বমহলে গ্রহণযোগ্য মান প্রণয়ন এবং বাস্তবায়ন একান্ত অপরিহার্য। পণ্য ও সেবার জন্য প্রণীত ‘মান’ ভোক্তা সাধারণের আত্মতুষ্টি বিধানসহ উৎপাদনকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে যথাযথ দিক নির্দেশনা দিতে পারে। 
    বিশ্বের প্রধান তিনটি আন্তর্জাতিক মান সংস্থা ISO (International Organization for Standardization), IEC (International Electrotechnical Commission), ITU (International Telecommunication Union)  কর্তৃক  এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ÔStandards build trust’ যার ভাবার্থ ‘মান আস্থা সৃষ্টি করে’। পণ্যের উৎপাদন ও সেবা প্রদান প্রক্রিয়ায় মানদ- অনুসরণ করতে পারলে ভোক্তার সন্তুষ্টি ও বিশ্বাস অর্জন করা সহজতর হয়। দ্রুত  বিকাশমান তথ্যপ্রযুুক্তির উন্নয়নের পাশাপাশি মানুষের ক্রমবর্ধিঞ্চু প্রত্যাশা পূরণ করতে পণ্য ও সেবার উৎপাদন প্রক্রিয়া হতে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরে যথাযথ মান অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে বৈশ্বিক বাণিজ্যে বিদ্যমান অশুল্ক বৈষম্য দূরীকরণের মাধ্যমে সকল দেশের জন্য ‘মান’ এর সামঞ্জস্যতা রক্ষা এবং বিশ্ববাণিজ্যে পণ্য ও সেবার অবাধ সুযোগ সৃষ্টির গুরুত্ব বিবেচনায় এবারের প্রতিপাদ্য নির্ধারণ অত্যন্ত প্রাসঙ্গিক ও যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
    বিশ্ব মান দিবস উদ্যাপানের মধ্য দিয়ে দেশের  সকল প্রস্তুতকারী, আমদানিকারক, বিপণনকারীসহ সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ভোক্তা সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। বিএসটিআই দেশ ও ভোক্তার স্বার্থ রক্ষার্থে সততা, নিষ্ঠা ও একাগ্রতা দিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে জনগণ তা প্রত্যাশা করে। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই পণ্যের মানোন্নয়নের মাধ্যমে শিল্প বিকাশে ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করি।
    আমি ৪৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করছি। 
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা 

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩১৯৫
বিশ্ব মান দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৮শে আশ্বিন (১৩ই অক্টোবর) : 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ই অক্টোবর বিশ্ব মান দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিএসটিআই এর উদ্যোগে ১৪ই অক্টোবর ২০১৬ তারিখে  ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    আন্তর্জাতিক মান সংস্থা-ISO (International Organization for Standardization), IEC (International Electrotechnical Commission) ও ITU (International                        Telecommunication Union) কর্তৃক নির্ধারিত বিশ্ব মান দিবসে বিশেষ প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে 'Standards Build Trust' অর্থাৎ ‘মান আস্থা সৃষ্টি করে’। এ বছরের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে।                                                                        
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশীয় পদ্ধতির কথা বলতেন। কিন্তু মান বিবেচনার ক্ষেত্রে তিনি উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান অক্ষুন্ন  রাখার বিষয়ে গুরুত্বারোপ করতেন। আর এ লক্ষ্য অর্জনে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৪ সালে তৎকালীন মান সংস্থা বিডিএসআই (ইউঝও) ওঝঙ এর সদস্যপদ লাভ করে।
    বিশ্বায়নের এই যুগে সকলের জন্য নিরাপদ ও বিশ্বাসযোগ্য পৃথিবী গড়তে আন্তর্জাতিক ‘মান’ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল বিভিন্ন দেশের খ্যাতনামা বৈজ্ঞানিক, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞগণ নিরলস পরিশ্রম করে সকলের নিকট গ্রহণযোগ্য আন্তর্জাতিক মান ও নীতিমালা তৈরি করে যাচ্ছে।
    আন্তর্জাতিক মান অনুসরণ করে উৎপাদিত পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে আস্থার প্রতীক হিসেবে অধিকতর সমাদৃত হচ্ছে। বিশ্বায়নের যুগে মান সম্পন্ন পণ্য কিংবা সেবা মুহুর্তে পৌঁছে যায় প্রচারের শীর্ষে। স্থানীয় পর্যায় থেকে বিশ্ববাজারে প্রতিষ্ঠা করে নেয় একচ্ছত্র চাহিদা। 
    বাংলাদেশের জন্য ঘোষিত ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনয়নের ক্ষেত্রে পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করা জরুরি। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার স্বপ্ন পূরণে ‘আন্তর্জাতিক মান’ অনুসরণ ব্যতীত পণ্য উৎপাদনের বিকল্প নেই।
    বিএসটিআই আন্তর্জাতিক মান অনুসরণ করে জাতীয় মান নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করবে। জাতীয় স্বার্থে জনগণের মধ্যে আস্থার সৃষ্টি করতে মানসম্পন্ন সেবা সকলের নিকট পৌঁছে দেবে-এটাই আমার প্রত্যাশা।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরুল/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৫০০ ঘণ্টা   

Todays handout (7).docx Todays handout (7).docx