Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০২৪

তথ্যবিবরণী, ১৭ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৫১

 

ঈদের দিন আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

 

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন):

 

 

ঈদুল আজহা উপলক্ষ্যে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শন করেন। 

 

ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবার যাতে ব্যাঘাত না ঘটে এবং ঈদের ছুটির সময়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীগণ যাতে খাবার বা অন্য কোন সমস্যার সম্মুখীন না হন তা দেখভালের জন্য এই পরিদর্শন করেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

 

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালগুলোর জরুরি বিভাগ, আইসিইউ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ-খবর নেন। 

 

পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ঈদের ছুটিতে হাসপাতালে ডাক্তার কম থাকে। তাই ছুটির এই সময়ে যাতে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় সে বিষয়ে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আজ ঈদের দিনে কোনো নির্ধারিত পরিদর্শন নয়, রোগী ও চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়দের উৎসাহ প্রদানের জন্যই হাসপাতালে আসা। বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সি ওয়ার্ডে কাটিং ইনজুরির রোগীই বেশি। কুরবানির মাংস কাটাকাটি করতে গিয়েই এই ইনজুরি। এজন্য তিনি সকলকে সাবধানে মাংস কাটাকাটির অনুরোধ করেন।

 

#

 

শাহাদাত/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/লাভলী/২০২৪/২২২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৫০

 

রংপুর সিটির ১১৭টি স্থানে কুরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু

 

রংপুর, ৩ আষাঢ় (১৭ জুন):

 

রংপুর নগরীতে কুরবানির বর্জ্য অপসারণের কাজ আজ শুরু হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান নগরীর শাপলা চত্বর এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে কুরবানির জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যেই নগরীর সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মীরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ৪০টি ট্রাক কাজ করছে। বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতার কাজে প্রায় ৭০০ কর্মী নিয়োজিত আছেন। এ সময় তিনি রাস্তায় কিংবা ড্রেনে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

 

#

মামুন/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/কানাই/২০২৪/২১৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৯

 

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের অজানা তথ্য উন্মোচিত হয়েছে

                                                                                                                                         -স্বাস্থ্য প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন):

 

 

          স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ‘মুজিব : একটি জাতির রূপকার’  চলচ্চিত্রের মাধ্যমে তাঁর জীবনের অনেক অজানা তথ্য উন্মোচিত হয়েছে।

 

গতকাল বৈশ্বিক কূটনীতির প্রাণকেন্দ্র সুইজারল্যান্ডের জেনেভা শহরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা এ কথা বলেন। উল্লেখ্য যে, বিষয়বস্তু, নির্মাণশৈলী ও দর্শকপ্রিয়তার বিবেচনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ১৯তম জেনেভা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য মনোনীত হয়।  

 

          প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এ চলচ্চিত্রটি নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক জীবন ও দর্শন, সর্বোপরি, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ক্যারিশম্যাটিক নেতৃত্ব অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ইতিহাসের এই মহানায়কের বায়োপিক বিদেশের মাটিতে প্রদর্শনে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেনেভা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকদের, বাংলাদেশ স্থায়ী মিশন এবং আয়োজক সহযোগীগণকে ধন্যবাদ জানান।

 

প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক আমন্ত্রিত অতিথিদের সাথে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন। 

 

          বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ, উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে থিয়েটার হলটি ছিল কানায় কানায় পূর্ণ। জেনেভায় ঈদের দিন এ চলচ্চিত্র প্রদর্শনীতে প্রবাসীদের ঈদ আনন্দ উৎসবে এক নতুন মাত্রা যোগ করে। প্রদর্শনী শেষে দর্শকগণ এ ধরণের চলচ্চিত্র প্রদর্শন বিদেশে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভবিষ্যতে বাংলাদেশ মিশন সাংস্কৃতিক কূটনীতির এ ধারা অব্যাহত রাখবে বলে কম্যুনিটি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।  

 

#

 

শাহাদাত/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/লাভলী/২০২৪/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৮

 

সিলেটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত

 

সিলেট, ৩ আষাঢ় (১৭ জুন):

  

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদের জামাত আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে আজ সারা দেশের ন্যায় সিলেটে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। মুসলমানদের পবিত্র এ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপে বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাতসহ সিলেটে ১৬টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

শাহী ঈদগাহ ময়দানের জামাতে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

#

 

মাসুদ/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/কানাই/২০২৪/২০৪৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৭

 

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত

 

খুলনা, ৩ আষাঢ় (১৭ জুন):

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশের ন্যায় খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

ঈদুল আজহার প্রধান জামাত খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের দ্বিতীয় ও শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এর আগে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত খুলনা মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলাসমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি উদ্‌যাপন করা হয়।


#

 

সুলতান/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/কানাই/২০২৪/২০৫৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৬

 

হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

 

রাজশাহী, ৩ আষাঢ় (১৭ জুন):

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মাদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। পরে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র।

অন্যদিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি নগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণ করেন ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

#

তৌহিদ/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/কানাই/২০২৪/২০০৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৫

 

চট্টগ্রামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালিত

 

চট্টগ্রাম, ৩ আষাঢ় (১৭ জুন):

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সারা দেশের ন্যায় চট্টগ্রামে মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করেছে।

 

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ১ম ও ২য় জামাত অনুষ্ঠিত হয়। আত্মশুদ্ধির লক্ষ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতিটি মুহূর্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ উচ্ছ্বাসে ব্যস্ত সময় পার করেছে নগরবাসী।

 

ঈদের প্রথম জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জমিয়তুল ফালাহ জামে মসজিদে নামাজ আদায় করেন এবং নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, কুরবানির তাৎপর্য হচ্ছে মনের পশুকে কুরবানি দেয়া। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহান আল্লাহর কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।

 

#

 

প্রান্ত/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/কানাই/২০২৪/২০৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৪

 

বরিশালে ঈদুল আজহা উদ্‌যাপিত

বরিশাল, ৩ আষাঢ় (১৭ জুন):

 

          যথাযোগ্য মর্যাদায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশের মতো বরিশালেও পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে।

বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠের জামাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা উপস্থিত সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

 জামাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিাযোদ্ধা এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

হেমায়েত উদ্দিন ঈদগাহের পাশাপাশি নগরীর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কশাই মসজিদেও একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

#

বশার/পরীক্ষিৎ/রবীন্দ্র/সঞ্জীব/কানাই/২০২৪/২০২০ ঘণ্টা

 

2024-06-17-16-28-dfdf0d5f8d441e3b16bea0381aca7e7c.docx 2024-06-17-16-28-dfdf0d5f8d441e3b16bea0381aca7e7c.docx