Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ২ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                       নম্বর : ২৪২১

ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবে না সরকার
           -- এল জি আর ডি মন্ত্রী

ফরিদপুর ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ দেশে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সরকার কাউকে ধর্ম নিয়ে রাজনীতি করে কোনো ধরনের সংঘাত তৈরি করতে দেবে না।’

মন্ত্রী আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে জেলা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবী থেকে দুরাচার, দুষ্টদের দমন আর রক্ষার জন্যই উন্নত মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে পালন করে থাকে।

তিনি বলেন, শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।

মন্ত্রী দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করে জাতীয় অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান।

#

জাকির/সেলিম/নাইচ/রফিকুল/রেজাউল/২০১৮/১৭৫০ ঘণ্টা

Todays handout (1).docx Todays handout (1).docx