Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০১৬

তথ্যবিবরণী ০৩/০৩/২০১৬

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৭২৭

আইসিটি এক্সপো’র উদ্বোধন
আইসিটিখাত এগিয়ে নিতে পারলে বাংলাদেশের অর্থনীতি হবে অপ্রতিরোধ্য
                                                               -- পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :
    দেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলা ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬’ আজ থেকে শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির  যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। ৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হচ্ছে অন্যতম প্রধান নিয়ামক। দেশের আইসিটি খাতের বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সরকার সম্ভাব্য সবকিছু করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে এখাতের উন্নয়নে সরকার ১০টি প্রকল্পে প্রায় ৮হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। তিনি বলেন, বিশ^ অর্থনীতির পরিধি প্রায় ৬ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে আইসিটির অর্জন প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। এ সম্ভাবনাময় খাত এগিয়ে নিতে পারলে আমাদের অর্থনীতি হবে অপ্রতিরোধ্য। এখাতে দেশের তরুণ প্রজন্ম অভাবনীয় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। প্রতিভাবান তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাময় উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী কর্মসূচির ফলে আইসিটি খাতে বাংলাদেশ চমকপ্রদ সফলতা অর্জন করেছে। দেশের ৯৯ভাগ এলাকা টেলিনেটওয়ার্কের আওতায় এসেছে। টেলিডেনসিটি শতকরা ৯১ভাগে উন্নীত হয়েছে। দেশের সাড়ে পাঁচকোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তিনি টেলিএক্সেসরিজের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদনে এগিয়ে আসতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ।
    অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম আরিফ, ডেল এবং মাইক্রোসফট কোম্পানির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের  প্রতিনিধিগণ বক্তৃতা করেন।
    মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
#
শেফায়েত/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৭২৬

যুদ্ধাপরাধীর মৃত্যুদ- ছাড়া অন্য শাস্তি মুক্তিযোদ্ধারা প্রত্যাশা করে না
                                                -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রৌমারী (কুড়িগ্রাম), ২০ ফাল্গুন (৩ মার্চ) :

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীর মৃত্যুদ- ছাড়া অন্য  কোনো শাস্তি মুক্তিযোদ্ধারা প্রত্যাশা করে না। কেউ যদি যুদ্ধাপরাধ না করে থাকে তাকে খালাস দেয়া হোক কিন্তু যুদ্ধাপরাধ প্রমাণিত হলে মৃত্যুদ- ছাড়া অন্য কোনো শাস্তি মুক্তিযোদ্ধাদের অপমানিত করে।

    মন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মিত হয়েছে।

    মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের সন্তানরা দেশে বাস করতে পারলেও তাদের কোনো ভোটাধিকার ও সরকারি চাকরির অধিকার থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যপুস্তকে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতাও তুলে ধরা হবে। তিনি আরো বলেন, বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে, কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কি ঘৃণ্য তৎপরতা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. রুহুল আমীন, সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মজিবুল হক সমাজী এবং স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    
#

মারুফ/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭২৫

 পেশাদারি মনোভাব সৃজনে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবদান রাখা প্রয়োজন
                         -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেশাদারি মনোভাব সৃজনে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বাস্তবধর্মী অবদান রাখা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা হতে হবে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, উদ্দেশ্যহীনভাবে পথ চললে গন্তব্যে যাওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে ভিশন দিয়েছেন, তাতে ¯পষ্টই বলা আছে কার কী করতে হবে। আমরা সুনির্দিষ্টভাবে উন্নয়নের পথে চলছি। আগামী দিনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুলসংখ্যক ইঞ্জিনিয়ার লাগবে। আশা করি, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা সরবরাহ করবে।
    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম বক্তব্য রাখেন।
#
আসলাম/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭২৪

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় নির্বাচন
দলীয় প্রতীকে করার উদ্যোগ নেয়া হয়েছে
                   -- এলজিআরডি প্রতিমন্ত্রী

গঙ্গাচড়া (রংপুর), ২০ ফাল্গুন (৩ মার্চ) :

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় পর্যায়ে নির্বাচন দলীয় প্রতীকে করার উদ্যোগ নিয়েছে। এতে তৃণমূল পর্যায়ে নতুন ও সম্ভাবনাময় নেতৃত্বের সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এলজিইডি’র উদ্যোগে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে কোলকোন্দ ইউনিয়নের ভিজিডি গোডাউন হতে কচুয়া এফআরবি সড়ক পর্যন্ত রাস্তা সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জাতীয় পার্টির নেতা মো. সামসুল আলম, আব্দুর রাজ্জাক ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও  গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি করা অপরিহার্য। এজন্য তিনি প্রতিটি মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার পরামর্শ দেন। তিনি গঙ্গাচড়ায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন মেয়াদে কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন।

    পরে প্রতিমন্ত্রী গঙ্গাচড়া কলি আমিন মসজিদের পশ্চিম অংশ হতে মনিরাম মসজিদ সড়ক ও কালিয়া মোড় হতে কৈমারীহাট সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।

#

আহসান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭২২

দলীয় প্রতীকে নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চা বেগবান করবে
                                                  -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র নির্বাচন তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিকাশ ও গণতান্ত্রিক চর্চা বেগবান করবে।
মন্ত্রী আজ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পল্লিউন্নয়ন সমবায় ফেডারেশনের ৩১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে দ্বিস্তরবিশিষ্ট কৃষক সমবায় সমিতিসমূহের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম, বিআরডিবি’র মহাপরিচালক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরিদ্র্য ও প্রান্তিক কৃষক, মহিলা ও বিত্তহীন মানুষকে সংগঠিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৭৩ সালে বিআরডিবি’র সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয় পল্লিউন্নয়ন সমবায় ফেডারেশন গঠন করেন। এছাড়া সমবায়ের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীয় এবং জাতীয় সমবায় সমিতিতে হস্তান্তর করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ অনুযায়ী দারিদ্র্যের হার শুন্যের কোটায় নামিয়ে আনাসহ দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ অঙ্গীকারের আলোকে মানবসম্পদ ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকা-ের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প এবং দারিদ্র্যবিমোচনে বিআরডিবি’র অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল প্রকল্পসমূহের মাধ্যমে সমবায়ের মূলমন্ত্রকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে তথা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। মন্ত্রী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যদের সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করতে উপস্থিত সমবায়ীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বিআরডিবি’র সমবায়ীদের মধ্যে ভরতুকির ৪র্থ কিস্তির ৩৭ কোটি টাকার চেকও বিতরণ করেন।
#

শহিদুল/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭২১

আইডিবি বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেলো বিনা

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)কে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট নোটেড রিসার্চ ইনস্টিটিউশন্স ইন আইডিবি লিস্ট ডেভেলপড মেম্বার কান্ট্রিস (গড়ংঃ হড়ঃবফ ৎবংবধৎপয রহংঃরঃঁঃরড়হং রহ ওউই খবধংঃ উবাবষড়ঢ়বফ গবসনবৎ ঈড়ঁহঃৎরবং)’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত করেছে।
 চলতি বছরের ১৫ ও ১৬ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আইডিবি’র ৪১তম পরিচালনা পর্ষদের সভায় এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার গ্রহণের জন্য বিনা’র মহাপরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছে। সার্টিফিকেট, ট্রফি ও নগদ এক লাখ ডলার পুরস্কার প্রদান করা হবে বলে আইডিবি সূত্রে জানা গেছে।
১৯৭২ সালের ১ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় পরমাণু গবেষণা কেন্দ্র নামে বিনা’র যাত্রা শুরু হয়। এ পর্যন্ত বিনা ১২টি ফসলের ৮৩টি উন্নত জাত, ৯টি জীবাণু সার ও অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর কয়েকটি জাত লবণ, খরা ও বন্যা সহনশীল হিসেবে পরিবর্তিত জলবায়ুর মোকাবিলায় ভাল ফলন দিতে সক্ষম। বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি দেশের খাদ্য নিরাপত্তায় অসামান্য অবদান রাখছে। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রণালয়ের দিকনির্দেশনামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।
#

বিবেকানন্দ/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৭২০

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজন
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ১৫ মার্চ শুরু

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :

    প্রতিবারের ন্যায় এবারও দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬ আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনটি গ্রুপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ, জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগ পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    দেশের সকল উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৩টি গ্রুপে (৬ষ্ঠ-৮ম, ৯ম-১০ম, ১১শ-১২শ ও সমমান) নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ ও ৮ মার্চ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারী করা হচ্ছে।

    শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা শিক্ষা অফিস ওয়েবসাইটে প্রাপ্ত নির্ধারিত আবেদনপত্র পূরণপূর্বক ১০ মার্চ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করবে। পর্যায়ক্রমে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রতি ধাপে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। জাতীয় পর্যায়ে সেরা ১২ জনকে এক লাখ টাকা করে প্রদান করা হবে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ের বিজয়ীদের পুরস্কৃত করবেন বলে আশা করা হচ্ছে।

    একজন শিক্ষার্থী সর্বাধিক ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

    উল্লেখ্য, ২০১৩ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

#
সাইফুল্লাহ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৭১৯

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে কাতারের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি’র সাথে আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত পাসপোর্ট ও প্রবাসী বিষয়ক দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইৎরমধফরবৎ গড়যধসসবফ অযসবফ গ অষ অঃরয় অষ উড়ংংধৎু এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাতে দু’দেশের মধ্যে কর্মী প্রেরণ এবং যৌথ কমিটির সভার বিষয়ে আলোচনা হয়।

    সভায় কাতারে নার্স, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইটি কর্মী, সেলসম্যানসহ বিভিন্ন খাতে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে এসব সেক্টরে দক্ষ মহিলা কর্মী  এবং গৃহকর্মী নেয়ার বিষয়ে  ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। কাতার সরকার গৃহকর্মীদের বেতন মাসিক ৯০০ রিয়াল থেকে বৃদ্ধি করে মাসিক ন্যূনতম ১২০০ রিয়াল করতে সম্মত হয়। কাতারে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, সুযোগ সুবিধা বৃদ্ধি, দেশে যোগাযোগ এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও উভয়পক্ষ সম্মত হয়। কর্মী অভিবাসন বৃদ্ধি এবং সহজীকরণ নিশ্চিত করার লক্ষ্যে দু’দেশের মধ্যে একটি হটলাইন চালুর বিষয়েও আলোচনা হয়।

    উল্লেখ্য, ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ এবং কাতারের জাতীয় উন্নয়ন পরিকল্পনা ভিশন ২০৩০ এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাংলাদেশ থেকে  অধিক কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার। কাতারে বাংলাদেশ থেকে ২০১৫ সালে ১ লাখ ২৩ হাজার ৯৬৫ জন কর্মী গমন করেছে। কাতার সরকার এখন থেকে এর চেয়ে অধিকসংখ্যক কর্মী নেবে ।
 
    সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার উপস্থিত ছিলেন।

#
জাহাঙ্গীর/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭১৮

উপার্জিত অর্থ অনেকক্ষেত্রে নারীরা খরচ করতে পারে না
                      -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একই ধরনের কাজের ক্ষেত্রে অনেক সময় নারী ও পুরুষের মধ্যে বেতনের বৈষম্য করা হয়। আবার উপার্জিত অর্থও অনেকক্ষেত্রে নারীরা খরচ করতে পারে না।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স এর লিড কনসালটেন্ট মো. শরিফুল আলম এবং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামিনা চৌধুরী বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, তামাকের ফলে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মা জানে না তামাক তাদের বাচ্চাদের শরীরের কী ক্ষতি করে। তিনি আরো বলেন, বাংলাদেশে সকল এনজিও নারী ও শিশুর জন্য যে পরিমাণ টাকা সরকার ও বিদেশ থেকে পায় তা বাংলাদেশ সরকারের বাজেটের প্রায় কাছাকাছি। কিন্তু তারা একই এলাকায় একই বিষয়ে অনেক কাজ করে। বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সব এনজিও  একসাথে কাজ করলে বাল্যবিবাহ এবং তামাকে নারী ও শিশুর যে ক্ষতি হয় তা বন্ধ করা সম্ভব।
#

খায়ের/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭১৭

সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে আমুর বৈঠক
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানির আহ্বান

সৌদি আরব, ৩ মার্চ :
বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি আমদানি করতে সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সৌদি আরব সফররত শিল্পমন্ত্রী গতকাল রিয়াদে সৌদি আরবের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আলরাবিয়াহ্ (উৎ. ঞধভিরম ঋধুিধহ অষৎধনরধয) এর সাথে বৈঠককালে এ আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অনেক জনবল সৌদি আরবের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৈঠকে উভয়ে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লি¬ষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় প্রস্তাবিত সৌদি উন্নয়ন তহবিলের আওতায় বাংলাদেশের শিল্পখাতে সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আমির হোসেন আমু সৌদি আরবের শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একইসাথে তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের অনুরোধ করেন।  
জবাবে সৌদি শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই এ চুক্তি সম্পাদন করা হবে। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলেও তিনি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ বাংলাদেশ দূতাবাস এবং সৌদি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#

জলিল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৭১৬

তরুণদের দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
   - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, আমাদের তরুণদের দেশপ্রেমের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে শহিদ ফারুক ইকবালদের মতো গর্বে ফোলানো বুক বুলেট বিদ্ধ হয়। আর তাই যুগে যুগে ফারুক ইকবালরা প্রমাণ করে গেছেন প্রকৃত ভালোবাসা জীবনের চেয়ে মহৎ।
    মন্ত্রী আজ ঢাকায় মৌচাকে স্বাধীনতার প্রথম শহিদ ফারুক ইকবালের ৪৫তম শাহাদত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।  
    তিনি আরো বলেন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবসানে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে ফারুক ইকবালরা জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় এ মহান বীরের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।
    উল্লেখ্য, ১৯৭১’র অগ্নিঝরা মার্চের আজকের দিনে স্বাধীনতার দাবিতে সোচ্চার জনতার বিক্ষোভ মিছিলে পাকজান্তা গুলি চালালে ফারুক ইকবাল মৃত্যুবরণ করেন।
#

মাহবুবুর/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৪৩০ ঘন্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৭১৫

ন্যাশনাল কনফারেন্স অভ্ উইমিন লেজিসলেটরস কনফারেন্সে
যোগদানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ৩-৭ মার্চ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল কনফারেন্স অভ্ উইমিন লেজিসলেটরস কনফারেন্সে যোগদানের জন্য ভারতের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেন।

সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং লোকসভার স্পিকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি প্যানেলিস্ট হিসেবে প্লেনারি সেশনসহ টংযবৎরহম রহ ধ ঘবি ঊৎধ ড়ভ ঝড়পরধষ উবাবষড়ঢ়সবহঃ এবং  ঈড়হঃৎরনঁঃরহম ঃড় ঊপড়হড়সরপ উবাবষড়ঢ়সবহঃ শীর্ষক সেশনে অংশগ্রহণ করবেন।

স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিব ড. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সফরশেষে ৭ মার্চ স্পিকার-এর ঢাকায় ফেরার কথা রয়েছে।

#

হুদা/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৭১৪

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টোলফ্রি হেল্পলাইন ১০৯২১

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরটি চালু রয়েছে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সহিংসতার শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে দেশে বিদ্যমান সেবা সম্পর্কে এ হেল্পলাইন থেকে প্রয়োজনীয় তথ্য সহায়তা দেয়া হয়ে থাকে।  

#

অখতারুজ্জামান/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৪২১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৭১৩

 বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২০ ফাল্গুন (৩ মার্চ) :

    পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ টি-২০ এর ফাইনালে ওঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


ক্রীড়া উপমন্ত্রীর অভিনন্দন


    যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় পৃথক এক অভিনন্দন বার্তায় এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

#

শফিকুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১২০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭১২


এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল
অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

লন্ডন, ৩ মার্চ :  

    চিকিৎসার জন্য লন্ডনে সফররত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখবে।
    রাষ্ট্রপতি লন্ডনে তাঁর হোটেল কক্ষে গতকাল এ খেলাটি উপভোগ করেন।
    চিকিৎসা শেষে তাঁর আগামী ৬ মার্চ লন্ডন ত্যাগ করার  কথা রয়েছে।
#

নাদীম/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১১৩০ ঘণ্টা

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon