Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২২.০৯.২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪১৪
 
সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার
                             -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার উন্নয়নে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এজন্য সবার অংশগ্রহণে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আমাদের শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক, উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। আমরা দেশপ্রেমে উজ্জীবিত দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই।

    শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডিআরইউ এ অনুষ্ঠানের আয়োজন করে।

    শিক্ষামন্ত্রী বলেন, জগৎ উন্মুক্ত। নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা দিতে পারলে তারা বিশ্বের যে কোন জায়গায় কাজ করার সুযোগ পাবে। শিক্ষায় আমাদের অনেক উন্নতি হয়েছে। শিক্ষায় ছেলেমেয়েদের মধ্যে সমতাও অর্জিত হয়েছে। সংখ্যাগত দিক থেকে সাফল্য এসেছে। তবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এখনও বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে রাতারাতি মান উন্নয়ন সম্ভব নয়। সৃজনশীল প্রশ্নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আড়াই লাখ শিক্ষককে সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের পরামর্শেই এ পদ্ধতি চালু করা হয়েছে।

    ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সাংবাদিক শাহনাজ মুন্নী, মধুসূদন মন্ডল, সাইফুল ইসলাম ও শাহ মো. মনোয়ার জাহান কবির বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।

#

আফরাজ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪১৩
 
কোরিয়ায় আসেম বৈঠকে বাণিজ্যমন্ত্রী
কাগজবিহীন বাণিজ্যে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দক্ষতার সাথে বিশ^বাণিজ্যে অবদান রাখার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ফেসিলিটেশন অফ ক্রসবর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া এন্ড দি প্যাসিফিক’-এ গত ২৯ আগস্ট প্রথম দেশ হিসেবে স্বাক্ষর করেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এ জন্য বাংলাদেশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সফলভাবে এগিয়ে যাচ্ছে।

    বাণিজ্যমন্ত্রী আজ (২২ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়া ইউরোপ মিটিং (আসেম)-এর সপ্তম ইকোনমিক মিনিস্টার্স মিটিং (ইএমএম)-এর দ্বিতীয় প্লেনারি সেশনে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন। তিনি ইউরো-এশিয়া কানেকটিভিটি, ই-কমার্স এবং ডিজিটাল বাণিজ্যের ওপর বেশি গুরুত্ব দেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, এ অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ কার্যক্রম বৃদ্ধি করতে হলে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। বাণিজ্য জটিলতা হ্রাস, জ্বালানির সহজ প্রাপ্তি, তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন এবং মানুষে মানুষে যাতায়াত সহজ করতে হবে। এ সম্মেলনের মাধ্যমে এশিয়া-ইউরোপের সদস্য দেশগুলো উপকৃত হবে। ভবিষ্যতে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক যোগাযোগ বাড়বে এবং টেকসই উন্নয়ন ঘটবে। তিনি আরো বলেন, বিশ^ব্যাপী দ্রুত ই-কমার্স জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্যে প্রায় ৮০ ভাগ এবং আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ২০ ভাগ তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে। সরকারি দপ্তরগুলোকে ই-গভর্নেন্সের আওতায় এনে কাগজবিহীন করা হচ্ছে।

    কোরিয়ার শিল্প, বাণিজ্য এবং জ্বালানি বিষয়ক মন্ত্রী টহমুঁ চধরশ এর সভাপতিত্বে প্লেনারি সেশন-২ এ চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী কধ ঈযঁধহ ঙহম.

     উল্লেখ্য, এশিয়া এবং ইউরোপের দেশসমূহের মধ্যে সেতুবন্ধ স্থাপনের লক্ষ্যে এ দু’অঞ্চলের ২৬টি দেশের সমন্বয়ে ১৯৯৬ সালে এশিয়া ইউরোপ মিটিং (আসেম) নামক জোট গঠিত হয়। এ জোট এশিয়া এবং ইউরোপের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এ জোটের সদস্য সংখ্যা ৫৩। বাংলাদেশ ২০১২ সালে আসেম-এ যোগদান করে। বর্তমানে আসেমের দেশসমূহ বিশ^জিডিপি’র ৫৭ ভাগ, জনসংখ্যার ৬২ ভাগ এবং বিশ^বাণিজ্যের ৬৪ ভাগের প্রতিনিধিত্ব করে।
#
বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪১২
 
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার কাজ করছে
                        -- মায়া চৌধুরী

মতলব উত্তর (চাঁদপুর), ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। দেশের চিকিৎসাসেবার উন্নয়নের ফলে রোগীদের বিদেশ গমন কমেছে।

    মন্ত্রী আজ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাবেয়া-নাসের হাসপাতালের জন্য ক্রয়কৃত এম্বুলেন্স উদ্বোধনকালে এ কথা বলেন। ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ এর ব্যক্তিগত উদ্যোগে তার পিতামাতার নামে এ হাসপাতাল নির্মাণ করা হয়। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পদক্ষেপগুলোর অন্যতম। তাই সরকার প্রত্যেক উপজেলায় কমিউনিটি হাসপাতাল নির্মাণ করছে। বিদ্যমান হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি করছে। সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রত্যেক উপজেলা কমপ্লেক্সে এম্বুলেন্সের ব্যবস্থা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিরল রোগের চিকিৎসার সামর্থ্য অর্জন করেছে। দেশ-বিদেশে চিকিৎসকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার ফলে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে রোগীদের বিদেশ গমনের হার কমেছে। চিকিৎসকদের গ্রামে থেকে গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। চিকিৎসাসেবার বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বেসরকারি উদ্যোগে নির্মিত চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর কারণেই সরকারের পক্ষে সকল মানুষের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

#

দেওয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

Todays handout (1).docx Todays handout (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon