Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১৬ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৫৫
পরিবেশ সংরক্ষণ করেই উন্নয়ন করতে হবে
                             --- পরিবেশ মন্ত্রী
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, তবে সেটা অবশ্যই হতে হবে পরিবেশবান্ধব। পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়নই আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য মঙ্গল হবে না। আজ বিশ্ব ওজোন দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
আগারগাঁও বন ভবনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকলকে বিশ্ববাসীর একটি সাফল্য বলে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশও এ সাফল্যের গর্বিত অংশীদার। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্ধারিত এ বছরের আন্তর্জাতিক ওজোন দিবসের প্রতিপাদ্য বিষয়ের প্রতি আলোকপাত করে মন্ত্রী বলেন, ওজোনস্তর সংরক্ষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি হতে প্রাণম-ল রক্ষায় এ প্রতিপাদ্য খুবই অর্থবহ। এবছরের প্রতিপাদ্য ছিল কববঢ় পড়ড়ষ ধহফ পধৎৎু ড়হ, ঃযব গড়হঃৎবধষ চৎড়ঃড়পড়ষ- যার ভাবানুবাদ করা হয়েছে “শীতল থাকার পরিবেশবান্ধব কৌশল, মেনে চলি মন্ট্রিল প্রটোকল”।
মন্ত্রী আরো বলেন, পরিবেশের কোনোরকম ক্ষতি না করে সরকার একটি সবুজ সুন্দর ও সোনার বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য রক্ষা, ওজোনস্তর রক্ষা এবং পরিবেশ ব্যবস্থাপনা ও সংরক্ষণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। 
#
 
পাশা/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/ ২২০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৫৪
বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতিম মনোভাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে
                                                  --- নারায়ণ চন্দ্র চন্দ
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ’৭১ সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বাত্মক সহযোগিতা এবং উভয় দেশের ছিটমহল, পানি বণ্টন, সড়ক পথে ট্রানজিট, ভিসার সহজীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানে অত্যন্ত বন্ধুপ্রতিম মনোভাবের পরিচয় দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আজ অর্ধশত বছর পরেও সে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক অটুট রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি উভয় দেশের সর্বাত্মক উন্নয়নে পরস্পরের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। 
মন্ত্রী আজ ঢাকায় কেন্দ্রীয় পশু হাসপাতালের সম্মেলন কক্ষে ভারত সরকারের বিনামূল্যে হস্তান্তরকৃত এক্সরে মেশিন এবং অপারেশন থিয়েটারের ফুলসেট যন্ত্রপাতির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য সচিব রইছউল আলম ম-ল, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক ও পশু হাসপাতালের চিফ ভেটেরিনারি অফিসার ফরহাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন। 
#
 
শাহ আলম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২২১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৫৩ 
 
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
                                              -- নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৪ সালের ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এ দিনটি রক্ত¯œাত বিভীষিকা ও কলঙ্কময়। এটা ছিল বারুদ রক্তমাখা বীভৎস এক রাজনৈতিক হত্যাযজ্ঞ। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে বাংলার মাটিতে আর কেউ এ ধরনের জঘন্য হত্যাকা- ঘটাতে সাহস না পায়। 
মন্ত্রী আজ ঢাকায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিন, মোখলেসুর রহমান, মহসিন ভূইয়া, আবুল হোসেন এবং কামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
#
 
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৫২
শিশু একাডেমী আইন শীঘ্রই সংসদে উত্থাপিত হবে
                           --- শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শিশুদের খুব গুরুত্ব দিতেন। তিনিই প্রথম শিশু আইন করেছিলেন। বর্তমান সরকার শিশু উন্নয়নে অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। শীঘ্রই শিশু একাডেমী আইন সংসদে উত্থাপন করা হবে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে “৪১ তম মৌসুমি প্রতিযোগিতা-২০১৮” এ বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, শিশুরা দেশের বড় সম্পদ। তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি আদর্শ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সংসদ সদস্য কবি কাজী রোজী এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি।
#
 
খায়ের/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১৩০ঘণ্টা 
   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৫১
ক্রীড়ার মাধ্যমে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হবে
                                              --- ক্রীড়া প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, নারী পুরুষ সবাই মিলে ক্রীড়ার মাধ্যমে আরো বেশি করে  বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হবে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৩ দিনব্যাপী ‘আন্তঃবিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা -২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ক্ষেত্রের অবদান থাকলেও বিশ্বে খেলার মাধ্যমেই বাংলাদেশের পরিচিতি। সম্প্রতি  ক্রীড়াঙ্গনে মেয়েদের সাফল্যে আমরা গর্বিত। তিনি বলেন, জাতীয় পর্যায়ে নতুন ফুটবল খেলোয়াড় তৈরি এবং ফুটবলের জাগরণ সৃষ্টির লক্ষ্যে এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফুটবলের নবজাগরণে এবারের আয়োজন সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী বছর থেকে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।  
প্রতিমন্ত্রী  বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেয়েদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। মেয়েদের খেলার মান উন্নয়নে ক্রীড়াঙ্গনে আগামীতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। 
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য দিলারা বেগম আসমা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হামিদা বেগম সহ সংস্থার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।  
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি বিভাগ থেকে ১৪টি জেলা বরিশাল, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ফরিদপুর, রাজশাহী, নওগাঁ, নড়াইল, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও জামালপুরের  মোট ১৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। 
#
 
আকতারুল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                               নম্বর : ২৫৫০
 
পুঁজিবাজার প্রশিক্ষণ একাডেমির জন্য পূর্বাচলে জমি দেওয়া হবে
                          -- গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
পুঁজিবাজার প্রশিক্ষণ একাডেমি স্থাপনের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পূর্বাচলে দুইবিঘা জমি দেওয়া হবে। আজ আগারগাঁও বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে বিএসইসি পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএসইসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
মন্ত্রী বলেন, এ প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হলে পুঁজিবাজারে দক্ষ বিনিয়োগকারীরা আসবে এবং বাজার আরো স্থিতিশীল হবে। একশ্রেণির বিনিয়োগকারীরা উদ্দেশ্যমূলকভাবে পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তোলে। এর মাধ্যমে পুঁজিবাজার থেকে তারা অর্থ হাতিয়ে নেয়। এতে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। অথচ সঠিকভাবে পুঁজিবাজারে বিনিয়োগকৃত অর্থ দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। 
গণপূর্তমন্ত্রী বলেন, বিএসইসি’র তৎপরতায় বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। পুঁজিবাজার সম্পর্কে জনগণের মধ্যে যে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছিল, তাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিএসইসি-কে আরো সজাগ থাকতে হবে এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার      ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালউজ্জামান।
#
 
কিবরিয়া/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৮/১৮৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৫৪৯
উচ্চ শিক্ষার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে
                                       --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সার্বিকভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হবে গবেষণা, জ্ঞানচর্চা, নতুন জ্ঞান অনুসন্ধান এবং নতুন জ্ঞান সৃষ্টি। বাস্তবে দেশের কাজে লাগে এবং দক্ষতা অর্জনের জন্য উচ্চশিক্ষা লাভ করতে হবে। শুধু বড় সার্টিফিকেটের জন্য উচ্চ শিক্ষা নয়। আমাদের সমস্যাগুলো নিজেদের আবিষ্কৃৃত জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ‘হাফিজ উদ্দিন আহমেদ ও ফাতেমা আহমেদ ট্রাস্ট ফান্ড’ এর উদ্যোগে আয়োজিত স্মারক বক্তৃতা এবং  ‘প্রকৌশলী আব্দুল মতিন ট্রাস্ট ফান্ড ও এম এ সবুর ট্রাস্ট ফান্ড’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর শিক্ষার্থী সংখ্যা বর্তমানে ৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশের বস্ত্র, পোশাক ও ফ্যাশন শিল্পে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে এবং এ খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের চাহিদা বিবেচনা করেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, ইতোপূর্বে কারিগরি শিক্ষা জনপ্রিয় ছিল না। এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করছে। নতুন প্রজন্মকে দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে। দক্ষতা থাকলে দেশে বা বিদেশে তারা কাজ করতে পারবে।
স্মারক বক্তৃতায় ‘ভূমিধস রোধ, গ্রামীণ সড়ক নির্মাণ ও নদীর পাড় সংরক্ষণে জুট-জিও টেক্সটাইলের ব্যবহার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং বুয়েটের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। 
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাসউদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. হোসনে আরা বেগম, প্রকৌশলী আব্দুল মতিন ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাশিদা আখতার খানম এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব।
এর আগে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল সংবলিত বিশ্ববিদ্যালয় গেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
#
 
আফরাজুর/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৪৮
 
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম এর লভ্যাংশ প্রদান
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
 
বিএসআরএম লিঃ প্রথমবারের মতো কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
আজ মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এর হাতে বিএসআরএম এর মানবিক সম্পদ বিভাগের প্রধান জামিল আহমেদ প্রতিষ্ঠানের পক্ষে চেক হস্তান্তর করেন। 
          বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের আলোকে রিরোলিং কোম্পানি বিএসআরএম লিঃ তাদের গত এক বছরের লাভের ৫ শতাংশের এক দশমাংশ মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিল। 
এ পর্যন্ত দেশি বহুজাতিক ১১৮ টি কোম্পানি এ তহবিলে অনুদান প্রদান করেছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩’শ বারো কোটি টাকা। এ তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় সাড়ে ২৪ কোটি টাকা প্রদান করা হয়েছে।  
 
#
 
আকতারুল/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৪৭
 
বাংলাদেশ বিশ্বমন্ডলে সফলতার মাইলফলক স্পর্শ করেছে
                                           -প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
গংগাচড়া, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর ) :
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও পরিকল্পিত নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। শিক্ষা, যোগাযোগ, অর্থনীতি, মানব উন্নয়ন ও সুশাসন বিশ্বমন্ডলে সফলতার এক মাইলফলক স্পর্শ করেছে। 
রাঙ্গাঁ আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সীমানা প্রাচীর ও তোরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
রাঙ্গাঁ বলেন, বর্তমান সরকার ধনী-দরিদ্র নির্বিশেষ সকলের জন্য মানসম্মত শিক্ষা সুযোগ সৃষ্টি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করছে। এটি বিশ^ ইতিহাসে এক বিরল ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সাড়ে ৯ বছরে শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে প্রমাণ করেছেন দেশের নারীরা সমাজের বোঝা নয়, তারা দক্ষ, সুশিক্ষিত ও প্রশিক্ষিত মানব সম্পদ। তিনি গংগাচড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে বলেন আগামী দিনে এলাকাবাসীর সার্বিক জীবনমান উন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। 
পরে রাঙ্গাঁ উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 
#
 
আহসান/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৫২৭ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৪৬
 
 
৬৪ জন প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি
 
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর ) :
 
সরকার ৬৪ জন প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২০০০- ৫৩০৬০) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করেছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি প্রদান করা হয়। 
জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর ২০১৮ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় যে পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। 
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট  ভিজিট করতে অনুরোধ করা যাচ্ছে। 
 
#
 
মাসুম/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৪৪৩  ঘণ্টা 
 
Todays handout (5).docx