তথ্যবিবরণী নম্বর : ২৫৫৫
পরিবেশ সংরক্ষণ করেই উন্নয়ন করতে হবে
--- পরিবেশ মন্ত্রী
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, তবে সেটা অবশ্যই হতে হবে পরিবেশবান্ধব। পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়নই আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য মঙ্গল হবে না। আজ বিশ্ব ওজোন দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
আগারগাঁও বন ভবনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকলকে বিশ্ববাসীর একটি সাফল্য বলে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশও এ সাফল্যের গর্বিত অংশীদার। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্ধারিত এ বছরের আন্তর্জাতিক ওজোন দিবসের প্রতিপাদ্য বিষয়ের প্রতি আলোকপাত করে মন্ত্রী বলেন, ওজোনস্তর সংরক্ষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি হতে প্রাণম-ল রক্ষায় এ প্রতিপাদ্য খুবই অর্থবহ। এবছরের প্রতিপাদ্য ছিল কববঢ় পড়ড়ষ ধহফ পধৎৎু ড়হ, ঃযব গড়হঃৎবধষ চৎড়ঃড়পড়ষ- যার ভাবানুবাদ করা হয়েছে “শীতল থাকার পরিবেশবান্ধব কৌশল, মেনে চলি মন্ট্রিল প্রটোকল”।
মন্ত্রী আরো বলেন, পরিবেশের কোনোরকম ক্ষতি না করে সরকার একটি সবুজ সুন্দর ও সোনার বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য রক্ষা, ওজোনস্তর রক্ষা এবং পরিবেশ ব্যবস্থাপনা ও সংরক্ষণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
#
পাশা/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/ ২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৫৪
বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতিম মনোভাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে
--- নারায়ণ চন্দ্র চন্দ
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ’৭১ সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বাত্মক সহযোগিতা এবং উভয় দেশের ছিটমহল, পানি বণ্টন, সড়ক পথে ট্রানজিট, ভিসার সহজীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানে অত্যন্ত বন্ধুপ্রতিম মনোভাবের পরিচয় দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আজ অর্ধশত বছর পরেও সে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক অটুট রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি উভয় দেশের সর্বাত্মক উন্নয়নে পরস্পরের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
মন্ত্রী আজ ঢাকায় কেন্দ্রীয় পশু হাসপাতালের সম্মেলন কক্ষে ভারত সরকারের বিনামূল্যে হস্তান্তরকৃত এক্সরে মেশিন এবং অপারেশন থিয়েটারের ফুলসেট যন্ত্রপাতির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য সচিব রইছউল আলম ম-ল, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক ও পশু হাসপাতালের চিফ ভেটেরিনারি অফিসার ফরহাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।
#
শাহ আলম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৫৩
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
-- নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৪ সালের ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এ দিনটি রক্ত¯œাত বিভীষিকা ও কলঙ্কময়। এটা ছিল বারুদ রক্তমাখা বীভৎস এক রাজনৈতিক হত্যাযজ্ঞ। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে বাংলার মাটিতে আর কেউ এ ধরনের জঘন্য হত্যাকা- ঘটাতে সাহস না পায়।
মন্ত্রী আজ ঢাকায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিন, মোখলেসুর রহমান, মহসিন ভূইয়া, আবুল হোসেন এবং কামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৫২
শিশু একাডেমী আইন শীঘ্রই সংসদে উত্থাপিত হবে
--- শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শিশুদের খুব গুরুত্ব দিতেন। তিনিই প্রথম শিশু আইন করেছিলেন। বর্তমান সরকার শিশু উন্নয়নে অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। শীঘ্রই শিশু একাডেমী আইন সংসদে উত্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে “৪১ তম মৌসুমি প্রতিযোগিতা-২০১৮” এ বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, শিশুরা দেশের বড় সম্পদ। তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি আদর্শ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি।
#
খায়ের/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৫১
ক্রীড়ার মাধ্যমে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হবে
--- ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, নারী পুরুষ সবাই মিলে ক্রীড়ার মাধ্যমে আরো বেশি করে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হবে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৩ দিনব্যাপী ‘আন্তঃবিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা -২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ক্ষেত্রের অবদান থাকলেও বিশ্বে খেলার মাধ্যমেই বাংলাদেশের পরিচিতি। সম্প্রতি ক্রীড়াঙ্গনে মেয়েদের সাফল্যে আমরা গর্বিত। তিনি বলেন, জাতীয় পর্যায়ে নতুন ফুটবল খেলোয়াড় তৈরি এবং ফুটবলের জাগরণ সৃষ্টির লক্ষ্যে এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফুটবলের নবজাগরণে এবারের আয়োজন সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী বছর থেকে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেয়েদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। মেয়েদের খেলার মান উন্নয়নে ক্রীড়াঙ্গনে আগামীতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য দিলারা বেগম আসমা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হামিদা বেগম সহ সংস্থার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি বিভাগ থেকে ১৪টি জেলা বরিশাল, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ফরিদপুর, রাজশাহী, নওগাঁ, নড়াইল, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও জামালপুরের মোট ১৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
#
আকতারুল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা