Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী ২৯/৯/২০১৫

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮০০

সাউথ এশিয়া ইকনমিক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাধাসমূহ দূর করার আহ্বান 

নয়াদিল্লী (ভারত), ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় ১ দশমিক ৬ বিলিয়ন মানবসম্পদকে কাজে লাগানোর জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধাসমূহ দূর এবং সড়ক, রেল, সমুদ্র ও আকাশপথের যোগাযোগ বিশ^মানের করা একান্ত প্রয়োজন। আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নেপাল, ভারত ও ভুটানের  সাথে  সড়ক যোগাযোগ চালু করেছে। এ ব্যবস্থাকে আরো সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণের জন্য শুল্কহার এবং অশুল্ক  বাধাসমূহ অপসারণ করা জরুরি। ভারত এবং বাংলাদেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার জন্য ভারত বাংলাদেশকে অস্ত্র এবং মাদকদ্রব্য বাদে সকল পণ্য রপ্তানির সুযোগ দিয়েছে কিন্তু অধিক শুল্কহার এবং অশুল্ক বাধার কারণে বাংলাদেশ এর সুযোগ গ্রহণ করতে পারছে না। এ ধরনের সমস্যা দূর করা জরুরি। এ অঞ্চলকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। 
    বাণিজ্যমন্ত্রী আজ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত  “সাউথ এশিয়া ইকনমিক সম্মেলন South Asia Economic Conclave)” এর প্লীনারি সেশনে “The Power of 1.6 Billion : A Blueprint for Prosperity” শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যৌথ উদ্যোগে উন্নত প্রযুক্তির কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার এগিয়ে যাবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে এ অঞ্চলের  দেশগুলোকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে  সম্মিলিতভাবে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।
    তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œ মধ্যমআয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমআয়ের দেশ হবে। 
    অনুষ্ঠানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিতারামান (Nirmala Sitharaman), আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী হুমায়ূন রাসো (Humayoun Rasaw)ি, ভুটানের অর্থনীতি বিষয়কমন্ত্রী লিয়নপো নরবো ওয়াংচুক (Lyonpo Norbu Wangchuk), নেপালের বাণিজ্য মন্ত্রী সুনিল বাহাদুর থাপা (Sunil Bahadur Thapa), পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর খান (Khurram Dastgir Khan) এবং ভারতের অবজারভার  রিসার্স ফাউন্ডেশনের ফেলো সি. রাজা মোহান (C Raja Mohan) বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন কনফেডারেশন অভ্ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি‘র মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এবং কীনোট উপস্থাপন করেন বিশ^ব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ইন্টিগ্রেশন-এর লিড ইকোনমিস্ট সঞ্জয় কাঠুরিয়া। 
    পরে বাণিজ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয়ে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। 
#
বকসী/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৯৮

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার 

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

    আগামীকাল ৩০  সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থানীয় সময় আনুমানিক সকাল ১১টায় (সম্ভাব্য বাংলাদেশ সময় ৩০  সেপ্টেম্বর রাত নয়টা) জাতিসংঘ সদর দপ্তর আয়োজিত সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ভাষণ প্রদান করবেন। 

    প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ  বেতার ঢাকা  কেন্দ্রের মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ এবং এফ এম ১০৬  মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে। 

    এছাড়া, ১ অক্টোবর সকাল নয়টা ৫ মিনিটে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ এবং এফ এম ১০৬  মেগাহার্জ ক্ষুদ্র তরঙ্গ ১০০ কিলোওয়াট এবং বাংলাশে  বেতার, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট  কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং স¦ স¦ কেন্দ্রের এফ এম ব্যান্ডে একযোগে পুনঃপ্রচার করবে।

#

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৯৯

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স এর  
খেলাসমূহ বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়াম  থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

    আগামী ২ অক্টোবর  থেকে ৬ অক্টোবর এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর  কোয়ালিফায়ার্স এর  খেলাসমূহের মধ্যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ভুটান এবং উজবেকিস্তান এর ৩টি  খেলার ধারাবিবরণী বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়াম  থেকে বিটিসিএল লাইনের মাধ্যমে নি¤েœাক্ত সময়সূচি অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার ঢাকার মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ এবং এফ এম ১০৪  মেগাহার্জ থেকে সরাসরি সম্প্রচার করবে।

    বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা  থেকে  খেলা চলাকালীন, বাংলাদেশ বনাম ভুটান 
৪ অক্টোবর  রবিবার বেলা ৩টা  থেকে  খেলা চলাকালীন এবং   বাংলাদেশ বনাম  উজবেকিস্তান ৬ অক্টোবর মঙ্গলবার বেলা ৩টা  থেকে  খেলা চলাকালীন বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়াম  থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

#

রাফিউল/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     

Handout                                                                                                                 Number : 2797

 

Commerce Minister at South Asia Economic Conclave

Pro-poor growth can ensure sustainable economy in South Asia

 

New Delhi, September 29 :

            Commerce Minister Tofail Ahmed has said the economy in South Asian region will not improve unless the condition of the poor is improved.   We still have a large number of poor people in the region. No growth will be sustainable unless it is pro-poor. He said this while speaking at the South Asia Economic Conclave in New Delhi today.

            Chaired by Director General of Confederation of Indian Industry (CII) Chandrajit Banerjee, the session was also addressed by Indian Commerce and Industry Minister Nirmala Sitharaman, Nepal’s Commerce Minister Sunil Bahadur Thapa, Maldives’ Finance Minister Abdulla Jihad, Bhutan’s Economic Affairs Minister Lyonpo Norbu Wangchuk, World Bank’s Lead Economist for South Asia Sanjay Kathuria and Fellow of Observer Research Foundation C Raja Mohan.   

            CII in cooperation with World Bank and Government of India organised the three-day South Asia Economic Conclave.

            Bangladesh's Commerce Minister said, it is a matter of great satisfaction that the leadership of the entire region are thinking in the same line. The policies of all the government of the region are pro-poor, pro-development and eco-friendly. There is tremendous emphasis on connectivity and people to people contact. I firmly believe we have good days ahead of us.

            Stressing the need for regional cooperation in the trade sector, he said, all sorts of non-tariff and para-tariff barriers must be removed.  He also said, we must now revive old linkages in the region and that will help dramatic change of the entire regional dynamics.

            The Minister said, as such, labor-intensive industries and agricultures deserve special attention. Our development goals should be geared towards increasing decent employment for the poor, particularly the people living in the margins.

            Tofail Ahmed said, due to the pragmatic decisions taken by the government of Bangladesh, poverty in the country has been reduced from 57% to 24%. Fifty million poor people have been lifted from low income to middle income group. He said, under the leadership of Prime Minister Sheikh Hasina we have already graduated from low income group to lower middle income group. Our aim is to become a middle income country by 2021, the 50th anniversary of our independence.

            Bangladesh Commerce Minister share different bilateral and regional issues with the counterparts from different SAARC countries and the World Bank officials.

            Tofail Ahmed later called on Indian President Pranab Mukherjee at the Rastrapati Bhaban in New Delhi. They discussed bilateral issues.

#

Enamul/Afraz/Sanjib/Rezaul/2015/1958 hours

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৯৬

ইতিহাস সচেতনতায় প্রয়োজন হাতে কলমে শিক্ষা 
                                      -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নূতন প্রজন্মকে ইতিহাস সচেতন হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি দেখা ও জানার মাধ্যমে হাতে কলমে শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। 

    মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সমবেত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইতিহাস জানতে হবে। আর সেজন্য প্রয়োজন ঐতিহাসিক স্থান ও দলিল সরজমিনে দেখা ও জানা। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজনীতি জানতে হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নেই।

    মন্ত্রী বলেন, যে জাতি ইতিহাসকে সম্মান করে, তারাই নূতন ইতিহাস গড়তে পারে। যে জাতি বীরের সম্মান দেয়, তারাই নূতন বীরের জন্ম দেয়। ইতিহাসবিকৃতির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে তথ্যমন্ত্রী বলেন, শেকড়হীন কচুরিপানার মতো ভাসমান জঙ্গি সাম্প্রদায়িকরা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, কারণ তাদের কোনো ইতিহাস নেই। এদের কাছ থেকে দূরে থাকতে হবে।  

    তথ্যমন্ত্রী মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, বয়:সন্ধিকালের জড়তা অতিক্রম ও নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতন থাকার জন্যও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান।

    এ সময় মন্ত্রীর সাথে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে। রোটারি ক্লাবের ঢাকা ডিস্ট্রিক্ট গভর্নর এস এম শওকত হোসেন এসময় উপস্থিত ছিলেন।

#

আকরাম/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৯৫

নতুন প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে রাখতে হবে 
                                                -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশকে স্বাস্থ্যবান হিসেবে  দেখতে নতুন প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে রাখতে হবে। এ লক্ষ্যে সন্তানদের মাঝে ধূমপান ও মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আধুনিক জীবনযাত্রার অনেক ক্ষতিকারক দিকও রয়েছে যা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার এর মতো অসংক্রামক রোগ বৃদ্ধিতে ভূমিকা রাখে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম এর অভ্যাস গড়ে তোলা সকলের জন্য প্রয়োজন। হৃদরোগসহ অসংক্রামক রোগ থেকে বাঁচতে ফাস্টফুড থেকেও নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে। 

স¦াস্থ্যমন্ত্রী আজ ঢাকায় বিশ্ব হার্ট দিবস-২০১৫ উপলক্ষে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের কাছ থেকে একের পর এক সুনাম অর্জন করছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে ‘চ্যাম্পিয়নস অভ্ দ্য আর্থ’ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ প্রদান করেছে। তিনি এসময় পরিবেশ দূষণ রোধে সকলকে সচেতন হবার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ব্যাপক সফলতা দেখিয়েছে।  

পর্যায়ক্রমে জেলা পর্যায়ের হাসপাতালে  আইসিইউ ও সিসিইউ এবং ক্যান্সার নিরাময় কেন্দ্র স্থাপন করার পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সম্পদ সীমিত হওয়ার কারণে ১৬ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে চিকিৎসাসেবা দেয়া সম্ভব নয়। তাই এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো কম খরচে গরিব মানুষকে সেবা দিলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার কাজ সহজ হয়। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অভ্ বাংলাদেশের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিকের সভাপতিত্বে সেমিনারে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোস্তফা জামান বক্তব্য রাখেন। মূলপ্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। এর  আগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। 
#
পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৭৯৪ 

বিটিসিএলের ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

বিটিসিএলের আই আই জি, আই এস পি, আই টি সি, নিক্স, ডাটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

    মাসিক ব্যান্ডউইথ চার্জ প্রতি এমবিপিএসের জন্য সর্বোচ্চ ৯৬০ টাকা থেকে সর্বনি¤œ ৩৬০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এ চার্জে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd  থেকে জানা যাবে।

#

মোরশেদ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৯৩

যুগ্মসচিব রন্জিত চন্দ্র সরকারের মৃত্যুতে 
পরিবেশ ও বন মন্ত্রী ও উপমন্ত্রীর শোক

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্মসচিব রন্জিত চন্দ্র সরকারের অকাল মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার  হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ সকলস্তরের কর্মকর্তা কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

    প্রয়াত রন্জিত চন্দ্র সরকারের মৃত্যুতে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

    উল্লেখ্য, প্রয়াত  রন্জিত চন্দ্র সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে বদলি হয়ে গত ২০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে যোগদান করেন। ২৮ সেপ্টেম্বর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে।
    
#

মোহসীন/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৯২

প্রকল্প কাজে অপচয়, বিলাসিতা, অনিয়ম ও অস্বচ্ছতা পরিহার করতে হবে
                                                   -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

    এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা প্রকল্প কাজে অপচয়, বিলাসিতা, অনিয়ম ও অস্বচ্ছতা পরিহার করে জনআকাক্সক্ষা পূরণে কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, এ ব্যাপারে কোন প্রকার শৈথিল্য বরদাশত করা হবে না। 

    প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে একথা বলেন। অন্যান্যের মধ্যে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্র্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন নতুন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের অহেতুক হয়রানি না করে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। 

    সভায় জানানো হয়, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগে মোট ২৫টি প্রকল্পে ২০১৫-১৬ অর্থ বছরে ৯৭১ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। আগস্ট পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি সন্তোষজনক। 

    সভায় আরো জানানো হয়, জুলাই ২০০৯ হতে ডিসেম্বর ২০১৫ মেয়াদে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-২য় পর্যায় দেশব্যাপী ৪ হাজার ২৭৫টি গ্রাম সমিতি নিবন্ধন করেছে। দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমিতিগুলোর মোট উপকারভোগীর সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ৯৬০ জন। এ প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমান সরকারের চলমান দারিদ্র্যবিমোচন কর্মসূচি বেগবান হবে।

#

আহসান/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৯১ 


বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল এর মৃত্যুতে 
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক


ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :

    বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব মো. ইসমাইল গতকাল রাত সাড়ে এগারোটায় (বাংলাদেশ সময়) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-------- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন ও মহাসচিব স. ম. গোলাম কিবরিয়া গভীর শোকপ্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, মো. ইসমাইল পবিত্র হজ পালন শেষে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে মক্কার কিং আব্দুল্লাহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তাঁর কন্যা বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের সদস্য ইসরাত জাহান বর্তমানে তথ্য অধিদফতরে কর্মরত। 

    প্রয়াত মো. ইসমাইল বিসিএস ’৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি টঙ্গী পৌরসভার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে অবসরে যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন কৃতী ছাত্র।

#

আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৯০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন, মো. আবুল কালাম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে এনসিটিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের পুস্তক ছাপানোর সর্বশেষ অগ্রগতি, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত প্রাক্তন ছিটমহলসমূহে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিশু কল্যাণ ট্রাস্ট ও ইইউ কর্তৃক ফিড প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়। 
 কমিটি ২০১৬ শিক্ষাবর্ষের প্রাক্-প্রাথমিক শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ জানুয়ারি, ২০১৬ এর প্রথম সপ্তাহে উদ্যাপন করার জন্য এনসিটিবিকে সুপারিশ করে। 
নদীর চরে অবস্থিত এলাকাসমূহে, হাওড় এবং চা বাগান এলাকায় বসবাসকারী জনগণের মধ্য হতে শিক্ষক নিয়োগ, শিক্ষক পাওয়া না গেলে কেবলমাত্র বহিরাগত শিক্ষকদের মূল বেতনের শতকরা ১০ ভাগ হারে ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য কমিটি সুপারিশ করে। 
কমিটি একই তারিখে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে যে নীতি অবলম্বন করে পদোন্নতি দেওয়া হয়েছে তদ্রুপ অবশিষ্ট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। 
বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত প্রাক্তন ছিটমহলসমূহের মধ্য হতে ছিটমহল চিহ্নিত করে সংসদ সদস্যদের সম্মতিক্রমে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য কমিটি সুপারিশ করে। 
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম-সচিব, মহা-পরিচালক, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫৩৫ ঘণ্টা

 

Handout                                                                                                            Number : 2789

 

26 dead bodies identified as Bangladeshi pilgrims in Mina incident

Relatives requested to contact Bangladesh Hajj Mission

 

Dhaka, September 29 :

According to latest report received from Bangladesh Embassy in Saudi Arabia, 26 dead bodies have so far been identified as Bangladesh pilgrims at the central mortuary in Makkah. Out of 26, names of 13 have been found and the remaining 13 are yet to be identified. 

Relatives, accompanying pilgrims and hajj agents of the missing pilgrims have been requested to contact Bangladesh Hajj Mission at Makkah (room no 107, phone- 00966-(0)125413980, email-missionhajj@gmail.com) with a view to help identify the dead bodies.

As reported, Saudi authorities are yet to release photos of all dead bodies of the victims of Mina incident. They would release more photos and particulars of dead bodies for identification soon and actual casualties of Bangladesh pilgrims may likely increase. 

Officials of Bangladesh Consulate General in Jeddah along with the officials of Bangladesh Hajj Mission at Makkah and the medical and administrative team for Hajj are working to identify the dead bodies of the deceased pilgrims as well as to ensure proper treatment of the injured pilgrims in different hospitals at Makkah and Jeddah. 33 Bangladesh pilgrims are currently admitted in different hospitals for treatment.

 

#

Anasuya/Khadiza/Shukla/Mizan/Lovely/2015/1540 hours

 

Handout                                                                                                                  Number : 2788

 

PM's Address on UN Peace Operations at Leaders’ Summit 2015

 

New York, September 29 :

 

Prime Minister Sheikh Hasina addressed on UN Peace Operations at Leaders’ Summit 2015 of Trusteeship Council Chamber at UN Headquarters in New York on 28 September. The full text of her address is given below :

 

“Bismillahir Rahmanir Rahim

 

Mr. President, Co-Chairs,

Excellencies, Ladies and Gentlemen,

 

Bangladesh’s commitment to UN peacekeeping is strong and steadfast. In Mali, DR Congo and Central African Republic, Bangladesh was the quickest to deploy troops under blue helmet.

 

At last year’s Summit, we made a number of commitments. As the leading troops and police contributor, we stand ready to go further.

 

Bangladesh commits to provide infantry battalions, formed police units, utility helicopters, engineering and maritime units, and other enabling assets to address the existing and projected gaps in peacekeeping missions.

 

We recognize the need for modernization of peacekeeping operations with new technologies. Their use should follow the principles of UN peacekeeping.

 

Bangladesh has a state-of-the-art Institute for Peace Support Operations and Training (BIPSOT). We are developing it as a centre of excellence for training peacekeepers, especially women peacekeepers.

 

We commit to provide customized training and technical support to other troops and police contributing countries. We are committed to protect civilians and promote gender and human rights issues.

 

We must show ‘zero tolerance’ to sexual misconduct by peacekeepers. We should attach high priority to the safety and security of peacekeepers.

 

In this context, Bangladesh is ready to implement the Secretary General’s recommendations.We are in the final stage of adopting a National Peacekeeping Strategy to better respond to the evolving needs on the ground and at policy level.

 

I conclude by calling upon all members of the peacekeeping community to work together to ensure peace and security around the world.

 

I thank you.”

#

Noorelahi/Anasuya/Khadiza/Shukla/Mizan/Lovely/2015/1135 hours 

Todays handout (9).doc Todays handout (9).doc