Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ১৬/০১/২০১৮

তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৮৪
শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে 
                       -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিশুদের সময় দিতে হবে। তাদের বই পড়ে শোনাতে হবে। জোর করে নয়, আনন্দের মাধ্যমে তাদের বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। 
মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিশিষ্ট গীতিকবি, প্রাবন্ধিক ও কথাশিল্পী ভূঁইয়া সফিকুল ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘অঙ্গারের মতোন বিরহ’ এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কাব্যগ্রন্থটির বিষয়ে আলোচনা করেন কবি নুরুল হুদা ও কবি নাসির আহমেদ।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সফিকুল ইসলাম ভূঁইয়া একজন সাহসী কবি। তাঁর কবিতা শুনে আমি মুগ্ধ হয়েছি। সবাইকে বই কেনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কবি-সাহিত্যিকদের বাঁচিয়ে রাখতে হলে বই কেনা জরুরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্য প্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। নতুন এ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন বাচিক শিল্পী মাহিদুল ইসলাম। নিজ কাব্যগ্রন্থ সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন কবি ভূঁইয়া সফিকুল ইসলাম।
#
ফয়সল/ফারহানা/আলী/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৩
এভিয়েশন ও পর্যটনের বিকাশে আটাবের ভূমিকা প্রশংসনীয়
               --- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, এভিয়েশন ও পর্যটন শিল্পের বিকাশে আটাবের (এসোসিয়েশন অভ্ ট্রাভেল এজেন্টস অভ্ বাংলাদেশ) ভূমিকা প্রশংসনীয়। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠনটি সেদিনের নবীন রাষ্ট্র বাংলাদেশকে চিনতে যেমন ভূমিকা রেখেছে তেমনি  বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পে সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নেবার ক্ষেত্রেও অবদান রেখে চলেছে। 
মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে আটাবের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
 মন্ত্রী বলেন, আবেদনকারীরা যাতে সহজে লাইসেন্স পায় সেজন্য মন্ত্রণালয় অনলাইনে ট্রাভেল এজেন্সি লাইসেন্স কার্যক্রম চালু করেছে। ট্রাভেল লাইসেন্স প্রাপ্তিতে আরো স্বচ্ছতা আনার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হবে এবং এজেন্সির মালিকানা পরিবর্তন আইন সংশোধনে পদক্ষেপ নেয়া হবে। 
এসময় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. ইমরান, আটাব সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুবু, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
তুহিন/ফারহানা/আলী/শেফায়েত/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮২ 
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে শিক্ষামন্ত্রী
বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় নতুনমাত্রা যোগ করেছে
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুনমাত্রা যোগ করেছে। বাংলাদেশে উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিতকরণে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে এ খাতকে তদারকি করছে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় একথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন,নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভুমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি উল্লেখ করে শিক্ষামন্ত্রী এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে নতুন তথ্য ও প্রযুক্তি উদ্ভাবন করার আহবান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আলী নকী এবং এসোসিয়েশন অভ্ প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্য একেএম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।
সমাবর্তনে এক হাজার ৭৭২ জন শিক্ষার্থীকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী ৫ জন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ১৯ জনকে উপাচার্য স্বর্ণপদক বিতরণ করেন। 
#
আফরাজুর/ফারহানা/শেফায়েত/জয়নুল/২০১৮/২০১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১
ফুটবলারদের উজ্জীবিত করবে মুক্তিযুদ্ধের চেতনা
                                    --- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
মুক্তিযুদ্ধের চেতনা দেশের ফুটবলারদের উজ্জীবিত করবে, দেশের জন্য নিজেকে মেলে ধরার প্রেরণা যোগাবে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি একথা বলেন। জাতীয় লীগের ১২টি দল এতে অংশ নিচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আত্মত্যাগ ও সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীন বাঙালি জাতি কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকতে পারেনা।
স্বাধীনতাপূর্ব ফুটবল দলের সাবেক কৃতী গোলরক্ষক হাসানুল হক ইনু বলেন, ফুটবল গণমানুষের খেলা। সবার প্রিয় এ খেলায় সাফল্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সকলের সক্রিয় অংশগ্রহণ ও দৃঢ়সংকল্প এক্ষেত্রে সফলতা বয়ে আনবে।
বাফুফের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বাফুফের গ্রাউন্ড এন্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল, বাফুফের নির্বাহী সদস্য সাবেক এমপি হারুনুর রশীদ, শওকত জাহাঙ্গীর।
খেলার শুরুতে তথ্যমন্ত্রী চট্টগ্রাম আবাহনী ও সাঈদ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
#
আকরাম/ফারহানা/শেফায়েত/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৮০
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৭ ট্রাকের মাধ্যমে ৬৮ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ হাজার ৪ শত প্যাকেট শুকনো খাবার, ১৮ হাজার ৫ শত ৩১ পিস গৃহস্থালীসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
কক্সবাজার জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪ টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ২ হাজার ৮ শত ১৬ মেট্রিক টন চাল, ৬৪ মেট্রিক টন ডাল, ৮৭ হাজার ৯ শত ৬৯ লিটার তেল, ৪১ মেট্রিক টন লবণ, ৫০ মেট্রিক টন চিনি, ২ হাজার ২ শত ৮ কিলোগ্রাম আটা, ৫২ হাজার ৪ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ৭ হাজার ২ শত পিস ও ৪৯ বান্ডেল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে। 
জেলা প্রশাসক, কক্সবাজার এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৩০ হাজার ৫ শত ১০ টাকা জমা রয়েছে।
#
সাইফুল/ফারহানা/আলী/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৭৯
মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক নিবন্ধন চলছে
উখিয়া (কক্সবাজার), ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
আজ কুতুপালং-১ ক্যা¤েপ ৬ শত ১০ জন পুরুষ, ৫ শত ৩ জন মহিলা মিলে ১ হাজার ১ শত ১৩ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২ শত ৫৩ জন পুরুষ, ৯ শত ৯৭ জন মহিলা মিলে ২ হাজার ২ শত ৫০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ শত ৬৪ জন পুরুষ, ১ শত ৬১ জন মহিলা মিলে ৩ শত ২৫ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ শত ১১ জন পুরুষ, ৮৪ জন মহিলা মিলে ২ শত ৯৫ জন, থাইংখালী-২ ক্যাম্পে ১ শত ৪১ জন পুরুষ, ১ শত ৩৯ জন মহিলা মিলে ২ শত ৮০ জন, বালুখালী ক্যাম্পে ৭ শত ৭৩ জন পুরুষ, ৭ শত ৩৫ জন মহিলা মিলে ১ হাজার ৫ শত ৮ জন এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ৫ হাজার ৫ শত ৭১ জনের জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৪ হাজার ৭ শত ৮২ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আর.আর.আর.সি) রিপোর্ট মোতাবেক ১৩ ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৪ শত ১০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#
বশার/ফারহানা/আলী/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৭৮
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুনগত মান বাড়াতে হবে
                                          -- প্রণব মুখার্জি
চট্টগ্রাম, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, আগামি দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বড় বড় বিজ্ঞানী আবিষ্কার করবে। যার মধ্যদিয়ে মানুষ উপকৃত হবে এবং সমস্যা থেকে মুক্তি পাবে। যে মুক্তির কথা বলেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জন্য দেশ ও জাতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা ও সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি শিক্ষকতা দিয়ে আমার কর্মজীবন শুরু করি কিন্তু রাজনীতির টানে এ পেশা ধরে রাখতে পারিনি। রাষ্ট্রপতি হিসেবে নয় শিক্ষক হিসেবে বলবো ভালো ছাত্ররা চাকুরির জন্য নয়, পড়ালেখা করবে গবেষণার জন্য। 
বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে প্রণব মুখার্জি বলেন, আইডিবি বাংলাদেশকে বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া দেশ হিসেবে ঘোষণা করেছে। যেখানে অন্যান্য দেশ ২০১২ সালের পর থেকে কম এগিয়েছে। নারী উন্নয়ন, নারী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষাসহ সবধরণের উন্নয়ন বাংলাদেশে হয়েছে। 
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য সাইমুন সারোয়ার কমল, আশিক উল্ল্যা রফিক ও ওয়াসেকা আয়েশা খানম এবং ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড. শিরীন আখতার, প্রফেসর সেকান্দার আলী, প্রফেসর ড. এবি আবু নোমান, প্রফেসর ড. শংকু লাল সাহা ও প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
#
বশার/ফারহানা/শেফায়েত/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৭৭
জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের সরকারী  হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৭৬তম বৈঠক আজ কমিটির সভাপতি ড. মহীউদ্দিন খান আলমগীরের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য একেএম মাইদুল ইসলাম, মোঃ আব্দুস শহীদ, মোঃ মোসলেম উদ্দীন, পঞ্চানন বিশ্বাস, মোঃ রুস্তম আলী ফরাজী এবং মোঃ শামসুল হক টুকু বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয় এর নিয়ন্ত্রনাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত অগ্রনী ব্যাংক লিমিটেডের ২০১০-২০১১ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক রিপোর্ট ২০১১-২০১২ এ অন্তর্ভুক্ত সর্বমোট ১০টি অডিট আপত্তির ওপর আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় ২০১০-২০১১ অর্থবছরে বিভিন্ন কোম্পানিকে প্রদত্ত ঋণের বিপরীতে  অপর্যাপ্ত ডাউন পেমেন্টের ভিত্তিতে বারবার পূনঃতফসিল সুবিধা দিয়েও টাকা আদায়ে ব্যর্থতায় শ্রেণীবিন্যাসিত ঋণ, ঋণ নীতিমালার শর্ত ভঙ্গ করে পূনঃতফসিল করা ও শর্ত মোতাবেক টাকা আদায় না করা, জামানতবিহীন দীর্ঘদিন পূর্বের এলটিআর ঋণের টাকা আদায় না করা, স্বল্পসময়ে ঋণসীমা দ্বিগুণ বৃদ্ধি করাসহ নানা অনিয়মের কারণে অগ্রণী ব্যাংক লিমিটেডের মোট ৩৫৭ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৫৯৫ টাকার ক্ষতি হয়েছে।
নীতিমালা ভঙ্গ করে ঋণদান এবং ঋণ আদায়ে ব্যর্থতার এ সমস্ত অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আপত্তিকৃত টাকা আদায়ের সর্বশেষ অবস্থা জানানোর জন্য মন্ত্রণালয়কে ক্ষেত্রবিশেষে ৭, ৩০, ৪৫ ও ৬০ দিন সময় দেয়ার সুপারিশ করা হয়।
#
মিজানুর/ফারহানা/আলী/শেফায়েত/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৬
শাম্মী আখতারের মৃত্যুতে তথ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় আজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী-সন্তানসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ তাদের শোকবার্তায় শাম্মী আখতারের মৃত্যুকে দেশের গানের পাখির চিরনিদ্রা বলে বর্ণনা করেন ও তার আত্মার শান্তিকামনা করেন।
ক্যানসারে আক্রান্ত শাম্মী দীর্ঘদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে কিছুদিন আগে বাসায় ফেরেন।
শাম্মী আখতারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানান সময়ে নানান জনের কাছে গানের তালিম নেন তিনি। আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু।
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ ও ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। শাম্মী আখতার চলচ্চিত্র প্রায় তিনশত গানে কণ্ঠ দিয়েছেন।
শাম্মী আখতার ২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
#
আকরাম/ফারহানা/শেফায়েত/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ১৭৫
কৃষিমন্ত্রীর সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে আজ তার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এডিবি’র কান্ট্রি ডাইরেক্টর গধহসড়যধহ চধৎশধংয.
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে ভিশন ২০২১ কে অতিক্রম করে ভিশন ২০৪১ এর পথে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোলমডেল। আমাদের সক্ষমতার প্রমাণ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু। বাংলাদেশ ইতোমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্যসহ প্রাথমিকে শিশু ভর্তির হার শতভাগ ও ঝরে পরার হার  হ্রাস করেছে এবং বছরের প্রথম দিন সকল শিশু হাতে বিনামূল্যে বই তুলে দিতে সক্ষম হয়েছে। 
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষকদের উদ্ভাবনী চিন্তার ফলে এখন দেশের শতকরা ৩ দশমিক ৫ ভাগ জমি ফসলি। স্বাস্থ্যসম্মত নিরাপদ সবজির ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ও কৃষিখাতে  বায়োটেকনোলজি বা জীবপ্রযুক্তিবিদ্যার ব্যবহারের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এর ফলে আমাদের খাদ্যে দীর্ঘস্থায়ী স্বয়ংসম্পূর্ণতা এবং সুলভমূল্যে ঔষধ এবং প্রতিষেধকের নিশ্চয়তার সম্ভাবনা বৃদ্ধি পাবে।  
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর গধহসড়যধহ চধৎশধংয কৃষিসহ সবক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। তিনি বিদ্যুৎ, শিক্ষা ,স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের তীব্রতা  হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি প্রকল্প ও আইটিসহ নানাক্ষেত্রে বাংলাদেশকে ঋণ সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরেন। এসময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে এশীয় উন্নয়ন ব্যাংক সবসময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রকাশ করেন।
#
গিয়াস/ফারহানা/শেফায়েত/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪৫ ঘণ্টা
তথ্যববিরণী            নম্বর : ১৭৪
মইফুল ববিরি মৃত্যুতে সংসদ উপনতোর শোক
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ার)ি:
নগরকান্দা উপজলোর ছােট পাইককান্দি গ্রামরে শহীদ বীর মুক্তযিােদ্ধা জললি মােল্লার সহর্ধমনিী মইফুল ববিরি মৃত্যুতে বাংলাদশে জাতীয় সংসদরে উপনতো সয়ৈদা সাজদো চৌধুরী গভীর শোক প্রকাশ করছেনে। মইফুল ববিি আজ নজি বাসভবনে ৬৬ বছর বয়সে র্বাধক্যজনতি কারণে ইন্তকোল করনে (ইন্নালল্লিাহ.ি.....রাজউিন)।
এক শোকর্বাতায়  উপনতো বলনে, মইফুল ববিি ছলিনে মহান মুক্তযিুদ্ধে শহীদ পরবিাররে সদস্য। উপনতো মরহুমরে আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরবিাররে সদস্যদরে প্রতি গভীর সমবদেনা জানান।
উল্লখ্যে, প্রধানমন্ত্রী শখে হাসনিা ১৯৯৬ সালে মইফুল ববিকিে দখেতে পাইককান্দি গ্রামে যান। এছাড়া নগরকান্দা উপজলো প্রশাসন গত বজিয় দবিসে তাকে বশিষে সম্মাননা প্রদান কর।ে
#
কামাল/ফারহানা/শফোয়তে/রজোউল/২০১৮/১৮৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৭২
মরিশাসের রাষ্ট্রপতির সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মরিশাসের রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম (উৎ. অসববহধয এঁৎরন-ঋধশরস) এর সাথে মরিশাসের স্টেট হাউজে ১৫ জানুয়ারি সৌজন্য সাক্ষাৎ করেন। 
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মরিশাসে বাংলাদেশি কর্মী নেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অধিক প্রশিক্ষিত ও দক্ষকর্মী তৈরি করছে। মরিশাসের চাহিদা অনুযায়ী যে কোন সময় সবধরণের কর্মী প্রেরণের জন্য বাংলাদেশ প্রস্তুত আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সেদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান। 
সাক্ষাৎকালে মরিশাসের রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম (উৎ. অসববহধয এঁৎরন-ঋধশরস) বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিসহ সর্বক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। 
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ থেকে মরিশাসে কর্মী প্রেরণ করা হচ্ছে। ২০১৭ সালে কর্মীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণার্থে মরিশাসে শ্রম কল্যাণ উইং চালু করা হয়। 
#
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৭৩
ডাক্তার সৈয়দুর রহমান চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ডাক্তার সৈয়দুর রহমান চৌধুরী একজন ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
জাহাঙ্গীর/ফারহানা/শেফায়েত/রেজাউল/২০১৮/১৮০৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৭১
চাকুরীজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষাসহায়তা দরখাস্তের আহ্বান
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
২০১৭-১৮ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারী ব্যতীত) সন্তানদের শিক্ষাবৃত্তি, শিক্ষাসহায়তা এবং সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে দরখাস্ত দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে টজখ: বংবৎারপব.নশশন.মড়া.নফ এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (িি.িনশশন.মড়া.নফ) পাওয়া যাবে।
১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে।
#
মাহবুব/ফারহানা/শেফায়েত/রেজাউল/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭০
জনপ্রতিনিধিদের দায়িত্ব রুটিন ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ নয়
                                         --- ডেপুটি স্পিকার                                                          
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, আমরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। তাই নির্ধারিত রুটিন ওয়ার্কের মধ্যে আমাদের দায়িত্বকে সীমাবদ্ধ রাখলে চলবেনা। আমাদের ২৪ ঘন্টা জনগণের সুবিধা  অসুবিধায় সবসময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে স্বেচ্ছাসেবি সামাজিক সংস্থা ‘আমার এমপি ডট কম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
ডেপুটি স্পিকার বলেন, ‘আমার এমপি ডট কম’ এমন একটি সামাজিক সংগঠন যেটি জনগণের সাথে সংসদ সদস্যদের যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময় তিনি আগামী মার্চের মধ্যে সকল এমপিকে ‘আমার এমপি ডট কম’ এ সংযুক্ত হবার আশা প্রকাশ করেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এর উদ্বোধন করেন। 
ডেপুটি স্পিকার বলেন,তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহ্মেদ পলকের নিষ্ঠা ও একাগ্রতায় আইসিটি মন্ত্রনালয় এর ব্যাপক প্রসার ঘটিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
পররবর্তী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, নির্ধারিত সময়ে সাংবিধানিক কাঠামোর মধ্যেই আগামী নির্বাচন হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 
#
লাবণ্য/ফারহানা/শেফায়েত/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯ 
সংস্কৃতিচর্চা তরুণ প্রজন্মকে উগ্রবাদ থেকে দূরে রাখতে সাহায্য করবে
                                              --- জনপ্রশাসন প্রতিমন্ত্রী                                                      
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন সংস্কৃতিচর্চা তরুণ প্রজন্মকে উগ্রবাদ থেকে দূরে রাখতে পারে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিচর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যার বহিঃপ্রকাশ ঘটেছে বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে। এদেশের শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রেখে উগ্রপন্থা প্রতিহত করার মাধ্যমে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে তরুণ নেতৃবৃন্দকে সবার আগে এগিয়ে আসতে হবে। 
আজ রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে ‘বাংলাদেশ উগ্রবাদ নির্মূলে শিল্প ও সংস্কৃতিচর্চা কৌশল’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড ফেলোশিপের আওতায় প্রশিক্ষণ-পরবর্তী বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন ফেলোশিপপ্রাপ্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার ঔঁষরধ ঘরনষবঃঃ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
কর্মশালায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রকিব হোসেন, যুগ্মসচিব ড. মোঃ হুমায়ূন কবির এবং ডেকিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য ড ফারা আজমাত বক্তৃতা করেন।
#
মাসুম বিল্লাহ/ফারহানা/শেফায়েত/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৬৮
সরকারের উন্নয়নের ছোঁয়া এখন দেশের আনাচেকানাচে পৌঁছেছে
                                                           -সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বর্তমান সরকারের সময়ে গ্রামগঞ্জের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নের ছোঁয়া এখন দেশের আনাচেকানাচে পৌঁছে গেছে। দেশের মানুষ শান্তিতে রয়েছে। 
মন্ত্রী আজ রাজধানীর শাহবাগ এলাকায় ২১ নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খানের কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী পরে পল্টনস্থ ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গণে প্রয়াত বামনেতা কমরেড অমল সেনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
 
#
মাইদুল/রিফাত/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৮/১৬২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৬৭
সৃজনশীল শহরের বিদ্যুৎ ও পানির চাহিদা পূরণে 
প্রয়োজন পেশাদারিত্বের সাথে প্রযুক্তির ব্যবহার বাড়ানো
    - বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আবুধাবী, ১৬ জানুয়ারি :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দিনের সৃজনশীল শহরের বিদ্যুৎ ও পানির চাহিদা পূরণে প্রয়োজন পেশাদারিত্বের সাথে প্রযুক্তির ব্যবহার বাড়ানো। প্রবৃদ্ধি বৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত রাখতে আগামীর চাহিদা সামনে রেখেই বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা দরকার। এর সাথে বর্জ্য ব্যবস্থাপনার দিকেও লক্ষ্য রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ সংযুক্ত আরব আম
Todays handout (12).docx Todays handout (12).docx