Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১৯ সেপ্টেম্বর ২০১৮

Handout                                                                                                           Number : 2582

 

FAO Representative presented his credentials to Foreign Minister

 

Dhaka, September 19 :

 

            Newly appointed Representative of the Food and Agricultural Organization (FAO) in Bangladesh Robert Douglas Simpson has presented his credentials to Foreign Minister Abul Hassan Mahmood Ali at the Ministry of Foreign Affairs today. In accepting the credentials of the Representative of the Food and Agricultural Organization (FAO), the Minister welcomed him to Bangladesh and wished him success in delivering his responsibilities. The Minister assured him of all out support from the government. 

 

            While accepting the credential of the Representative of FAO, the Foreign Minister briefed him about the actions taken by the government under the leadership of Prime Minister to ensure food security in Bangladesh and informed him that Bangladesh has become the 3rd largest producer of vegetable, 4th largest producer of rice and 5th largest producer of inland fisheries in the world. And hence, it has attained food sufficiency to meet up the need of its people. The Minister also highlighted other socio-economic developments achieved by the present government.

 

            Foreign Minister also briefed the Representative of FAO about the recent development of Rohingya crisis. He informed that Bangladesh is putting in all efforts so that the Rohingyas can return to their houses in Myanmar. He thanked international communities and especially FAO for providing humanitarian assistance to Rohingya camps.

 

            The FAO Representative thanked the Foreign Minister for accepting his credentials. He informed that FAO was willing to strengthen its cooperation further with Bangladesh especially in the areas of food security, nutrition, developing agricultural systems as well as realizing the challenges in agricultural sector for achieving inclusive agricultural development. He also expressed his willingness to increase cooperation with Bangladesh government in exploiting the resources offered by the blue economy and deep sea fishing.

 

            Robert D. Simpson is a national of the USA. He had a long distinguished career at the FAO. Before joining his new role, Mr. Simpson was the FLEGT Team Leader and Programme Manager of FAO.

 

#

 

Tohidul/Selim/Parvez/Salimuzzaman/2018/2020 Hrs

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৮১

 

অনুদানের চেক বিতরণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

 

ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :

 

          নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর অনুদান বিতরণের কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলায় ৪ হাজার ৬৪২টি স্বেচ্ছাসেবী সমিতির মধ্যে ৮ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার টাকার চেকের অনুদান বিতরণ করা হয়েছে।

 

          মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মাল্টিপারপাস হল রুমে সমিতির সদস্যদের মাঝে এ চেক বিতরণ করেন।

 

          প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারীদেরকে ক্ষমতায়িত হতে হলে তাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। স্বামীর ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবেনা। অর্থনৈতিক ভাবে মুক্তি পেতে হলে পুরুষের ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতায়ন হওয়া যাবেনা। তবে নারী ও পুরুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হতে হবে।

 

          মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক  কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেছা ইন্দ্রিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট।

 

#

 

খায়ের/সেলিম/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৫৮০
ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে গাঙচিল সিনেমার মহরত
 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘গাঙচিল’ সিনেমার শুভ মহরত ছিলো তারকামেলায় প্রোজ্জ¦ল।
আজ রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে এ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা তারিক আনাম খান, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এদেশের অভিনয়শিল্পী পূর্ণিমা ও ফেরদৌসসহ চলচ্চিত্র ব্যক্তিত্ববৃন্দ।
সাংবাদিকদের কাছে সিনেমাটির কাহিনীকার হিসেবে প্রতিক্রিয়া জানাবার সময় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই উপমহাদেশের রাজনীতিবিদরা সাধারণত উপন্যাস লেখেন না। সেই দুঃসাহসটাই আমি দেখিয়েছি। জীবন ঘনিষ্ঠ একটা উপন্যাস আমি লিখতে চেয়েছিলাম। এখানে উপকূলের মানুষদের জীবনচিত্র ফুটিয়ে তুলতে চেয়েছি। জেল থেকে বের হয়ে কক্সবাজারে টানা সাত দিন অবস্থান করে আমি বইটা শেষ করেছি।’
‘বই মেলায় প্রকাশের পর বইটি বেস্ট সেলার হয়েছে, কিন্তু বইটি চলবে কিনা তা ভেবে শুরুতে লজ্জা পেতাম’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা নিয়ে আবার সিনেমা হবে আমি কল্পনায়ও ভাবিনি। আমি মনে করি এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার।’
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের উপন্যাসটিতে বাংলাদেশের চেতনার কথা উঠে এসেছে, সাগরপাড়ের জনপদের কথা উঠে এসেছে। উপন্যাসটি নঈম ইমতিয়াজ নেয়ামূলের হাতে দেওয়া হয়েছে। উনি চমৎকার চিত্রনাট্যের মাধ্যমে সিনেমাটিকে সুন্দরভাবে উপস্থাপন করবেন বলে আমার বিশ্বাস। সিনেমাটি দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।’
‘বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখতে, নিজস্ব সংস্কৃতি চেতনার বিকাশে এ চলচ্চিত্র বড় ভূমিকা রাখবে’, বলেন ইনু।
বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘একজন রাজনীতিবিদের এ সৃষ্টিশীল কাজ জাতির সামনে একটি বড় উদাহরণ। শিল্প-সংস্কৃতির চর্চা সবসময়েই জীবনকে উন্নততর পথে এগিয়ে নিয়ে যায়।’
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘বর্তমানে সরকারের প্রতি আপনাদের ভালোবাসার কারণে আজ মহরতে এতজন মন্ত্রী এসেছেন। আমি সিনেমাটির সাফল্য কামনা করছি।’
অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা তারিক আনাম খান, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এদেশের অভিনয়শিল্পী পূর্ণিমা ও ফেরদৌস তাদের অনুভূতি ব্যক্ত করেন।
পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, ‘নুজহাত ফিল্মস’ ও ‘ইচ্ছেমতো’র প্রযোজনায় আগামী মাস অক্টোবর থেকেই ‘গাঙচিল’র শুটিং শুরু হচ্ছে। এতে নাম ভূমিকায় পূর্ণিমা-ফেরদৌস ছাড়াও অভিনয় করছেন ঋতুপর্ণা।’
#
আকরাম/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/১৯৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৭৯
পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
                                                  --- সমবায় প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সমাজের ভাগ্যবিড়ম্বিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে সরকার সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করেছে। চলতি অর্থবছরের বাজেটে দলিতসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে সমাজে পিছিয়ে পড়া লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছেন। 
প্রতিমন্ত্রী আজ প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শারি’ ও ইউএনডিপি’র আয়োজনে ‘দলিত সম্প্রদায়ের গ্রাম সালিশ কমিটি হিসেবে পঞ্চায়েতের স্বীকৃতি ও রাষ্ট্রের করণীয়’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মেজবাহ কামাল, ইউএনডিপি প্রতিনিধি তাছলিমা ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা, আইনজ্ঞ ব্যারিস্টার তাপস কুমার বল, দলিত নেতা রামানান্দ দাস ও রঞ্জন বকশী নূপুর।  
প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়া হবে। সরকার গ্রাম আদালতের মাধ্যমে পল্লিবাসীর বিভিন্ন বিচার কাজ সফলভাবে সম্পন্ন করছে। এতে সময়, অর্থ ও অহেতুক হয়রানি হ্রাস পেয়েছে। একইভাবে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা গেলে দলিতদের দৈনন্দিন সমস্যাবলি সহজে সমাধান করা সম্ভব হবে। 
দেশের প্রায় এক কোটি দলিত জনগোষ্ঠীর সুষ্ঠু আবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের অভাবনীয় উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান সম্ভব নয় বলে জানান প্রতিমন্ত্রী। সরকার অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি ইউএনডিপি’র দলিতবান্ধব কর্মসূচির প্রশংসা করে বলেন, এ ব্যাপারে আরো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মকা-ে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি শারি’কে দলিত সম্প্রদায়ের জন্য আরো মানব কল্যাণধর্মী কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
#
 
আহসান/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৭৮
কর্মক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে উদ্যোগ নিবে সরকার                                                                                                                              --- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) বলেছেন, কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করবে সরকার। এছাড়া শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে শিল্প মালিকগণকে বড় ভূমিকা রাখতে হবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ^াবদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলনকক্ষে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পেশাগত স্বাস্থ্য ও সেইফটির বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে আসছে সরকার। পেশাগত স্বাস্থ্য ও সেইফটির পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এতদিন বিষয়টি সেভাবে আলোচনায় আসেনি। কর্মক্ষেত্রে শ্রমিকরা যৌন ও প্রজনন স্বাস্থ্য সুনিশ্চিত করতে পারলে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। তিনি বলেন, বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত অনুপস্থিতির ফলে অর্থনৈতিক ক্ষতি প্রতি বছর প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন ডলার। 
মুজিবুল হক শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব এবং দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহায়তা প্রদানের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এতদিন ১২ বছর বয়সের শিশুরা হালকা কাজ করতে পারলেও এখন থেকে ১৪ বছরের নিচে কোন শিশুকে কেউ কাজে লাগাতে পারবে না। নারী শ্রমিকরা এর আগে মাতৃত্বকালীন ছুটির সময় চার মাস বেতন পেতেন না। চলমান বাংলাদেশ শ্রম আইনের সংশোধনীতে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির সাথে বেতন রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
দিনব্যাপী সম্মেলনের প্রথম পর্বে ঢাকা বিশ^বিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক এবং উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান জেরন স্টিগ (ঔবৎড়বহ ঝঃববমযং), পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. একেএম নুরুন নবী এবং পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নুর মোহাম্মদ বক্তৃতা করেন। সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব।
#
 
আকতারুল/সেলিম/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৭৭
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের 
৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত 
 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির ২১ সেপ্টেম্বর শুক্রবারের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
 
লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক  প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
#
 
নাছের/সেলিম/সঞ্জীব/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৭৬
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে                                                                                                                                       --- নৌপরিবহন মন্ত্রী
 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়ন করতে যুব কমান্ড, সন্তান ও বর্তমান প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। 
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও প্রজন্ম’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন। 
সংগঠনের সহসভাপতি গাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, আমির হোসেন মোল্লা, এম এ মাজেদ ও মাহবুব এলাহী, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের আহ্বায়ক আশিবুর রহমান খান এবং যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।  
শাজাহান খান বলেন, আদর্শহীন মেধা ও রাজনীতি দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। তিনি বলেন, ইতিপূর্বে স¦াধীনতা বিরোধীদের কারণে দেশের উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে। 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের  সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপের ফলে জিডিপি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের দূরদর্শিতায় আগামীতে জিডিপি’র হার ৮ শতাংশে দাঁড়াবে। তাঁর  গতিশীল নেতৃত্বে  বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যমআয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
#
 
জাহাঙ্গীর/ফারহানা/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৭৫ 
শিক্ষক নেতৃবৃন্দের সাথে শিক্ষামন্ত্রীর সভা
 নতুন প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় মিলিত হন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।   
শিক্ষামন্ত্রী বলেন, ’এবার নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। ইতিমধ্যে ‘ননএমপিও’ প্রতিষ্ঠানের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা হয়েছে এবং স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৪ শত ৯৮টি আবেদন অনলাইনে জমা পড়েছে।’ 
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় যাছাই-বাছাই চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সরেজমিনে যাচাই-বাছাই চলবে। যাচাই-বাছাই করে এমপিওভুক্ত করা হবে।’ এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভপতি মো. আজিজুল ইসলাম ও আব্দুল আওয়াল সিদ্দিকি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নাঈম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  কর্মচারী  ফেডারেশসের সভাপতি মো. শাহজাহান খান এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজীসহ শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল শিক্ষক নেতাই তাদের বক্তব্যে শিক্ষায় অভূতপূর্ব যুগান্তকারী উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানে সরকারের সহায়তা কামনা করেন। শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে শিক্ষকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
#
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৭৪
বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) : 
রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পররাষ্ট্র  প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাহবুব জামান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন রাজনৈতিক নেতা ছিলেন। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ৬৯-এ ছাত্র ঐক্য পরিষদের নেতা নির্বাচিত হয়েছিলেন এবং বৃহত্তর রাজশাহীর গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ৭৫ পরবর্তী সময়ে তিনি কারাবরণ করেন। ১৯৭৯ সালে তিনি যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হন, পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি হন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি রাজনৈতিক ও গণঅন্দোলন সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, মাহবুব জামান ভুলু রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
তৌহিদুল/অনসূয়া/জসীম/সেলিনা/রেজ্জাকুল/শামীম/২০১৮/১০০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৭৩
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন
আঙ্কারা, ১৯ সেপ্টেম্বর: 
তুরস্কের রাজধানী আঙ্কারায় কূটনৈতিক এলাকা ওরান-এ ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী  এবং দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারী এবং আঙ্কারায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কমিউনিটির বয়োজ্যেষ্ঠ দু’জন সদস্যা এ কাজের উদ্বোধন করেন। এসময় প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরিকল্পিত নির্মাণাধীন এ কমপ্লেক্সে দূতালয়, রাষ্ট্রদূতের বাসভবন এবং ২৭৫ আসনের একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে।
উল্লেখ্য, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুরস্ক সফরের সময়ে উভয় দেশের মধ্যে নিজ নিজ রাজধানীর কূটনৈতিক এলাকায় পারস্পরিক প্লট হস্তান্তর করা হয়। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের জন্য জমি ক্রয়/আদান-প্রদান এবং ভবন নির্মাণ করে চলেছে যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।   
#
অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১০০৫ ঘণ্টা 
 
Todays handout (4).docx