Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০১৭

তথ্যবিবরণী ২৮ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৪৮২ 
আকর্ষণীয় স্কুল-কলেজ ভবন নির্মাণ করতে হবে
        ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) :  

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষা অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)-এর প্রকৌশলীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ অধিপ্তরের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। শিক্ষার উন্নয়নে আমাদের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। আধুনিক কায়দায় ভালো অবকাঠামো নির্মাণ করতে হবে। আকর্ষণীয় ও টেকসই ভবন নির্মাণ করতে হবে। শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়, সেভাবে স্কুল, কলেজ ও মাদরাসা ভবন নির্মাণ করতে হবে।    
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অবকাঠামো নির্মাণের কাজ যথাসময়ে শেষ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় গত ৮ বছর ধরে প্রতিবছর শতকরা ৯৯ ভাগ উন্নয়ন কর্মকা- যথাসময়ে বাস্তবায়ন করেছে। এ সুনাম অক্ষুণœ রাখতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। শিক্ষার মানসম্মত পরিবেশের জন্য মানসম্মত ভৌত অবকাঠামো নির্মাণ করতে হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, মাদরাসা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীর এবং ইইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাদিকুর রহমান বক্তব্য রাখেন।
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৭/২০১১ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৪৮১ 
মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যুতে তথ্যমন্ত্রী এবং তথ্যসচিবের শোক

ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) :  
মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ। 

সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে জিয়াউদ্দিন আহমেদ আজ হৃদরোগে আক্রান্ত হয়ে বনানীর বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)। প্রতিষ্ঠার পর থেকে তিনি মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। 

তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব জিয়াউদ্দিন আহমেদের অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত হন। তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৭/১৮২৪ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৮০
সাইবারজগৎ ও গণমাধ্যমকে সুরক্ষা দিতে অনলাইন নীতিমালা ও সম্প্রচার আইন প্রণীত হচ্ছে
                                       -- তথ্যমন্ত্রী 
ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) : 
    দেশের সাইবারজগৎকে নিরাপদ রাখতে সমন্বিত সাইবার আইন ও অনলাইনসহ সকল ইলেকট্রনিক গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে অনলাইন নীতিমালা ও সম্প্রচার আইন প্রণীত হচ্ছে বলে আবারো জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবিধানে প্রদত্ত অধিকারগুলো বজায় রেখে গণমাধ্যম ও সাইবারজগৎ নিয়ে কর্মরত অংশীজনরাই এসকল নীতি ও আইনের খসড়া প্রণয়ন করছে, বলেছেন তিনি। 
    আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার হলে ইউনেস্কো বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম এন্ড কমিউনিকেশন ‘স্টেট অভ্ জার্নালিজম ইন বাংলাদেশ উইথিন দ্য কনটেক্সট অভ্ ফ্রিডম অভ্ এক্সপ্রেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য দেন। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
    আলোচনার সূত্র ধরে তথ্যমন্ত্রী বলেন, সংবাদজগতে সাম্প্রতিককালের ব্যাপক প্রসারের সাথে সাথে অসত্য ও হলুদ সাংবাদিকতা রুখতে তথ্যভিত্তিক সাংবাদিকতার চাহিদা বেড়েছে। মনে রাখতে হবে, গণমাধ্যম বিভ্রান্তি তৈরি, চরিত্রহনন, স্বার্থসিদ্ধি বা উস্কানির জায়গা নয়।
    এসময় দেশের গণমাধ্যম বিষয়ে বিদেশি, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের অসম্পূর্ণতা ও তথ্যের ঘাটতি তুলে ধরে বক্তাদের আলোচনার বিষয়ে হাসানুল হক ইনু বিদেশি সংস্থাসমূহকে তাদের প্রয়োজনীয় তথ্যের জন্য তথ্য মন্ত্রণালয় বা এর অঙ্গসংস্থাগুলোর সাথে যোগাযোগ ও প্রশ্নোত্তরে উৎসাহিত করেন। 
    পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে এবং একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় মানবাধিকার গবেষক এডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, টিভি ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলোচনায় অংশ নেন। ইউনেস্কো বাংলাদেশের গবেষণাপ্রসূত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুঁইয়া। ইউনেস্কো বাংলাদেশের যোগাযোগ ও তথ্য শাখার প্রোগ্রাম অফিসার নাঈমা নার্গিস সেমিনারে উপস্থিত ছিলেন।
#

আকরাম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮২৪ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭৯ 


পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) :  
 
    দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান এবং মোঃ ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন। 

    কমিটি নি¤œ আয়ের মানুষ ও তাদের সন্তানদের প্রতিমাসে এক দিন গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক পরিদর্শনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে কক্সবাজারের চকোরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক সম্পর্কে প্রচারণার জন্য কক্সবাজার বিমানবন্দর ও সড়কপথে বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

    কমিটি পরিবেশ আদালত আইন ২০১০ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত, ২০১০) এর মধ্যে যে সাংঘার্ষিক বিষয়গুলো আছে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

    পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

ইয়াসমীন/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৬৩৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭৮ 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) :  

জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটি সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং পংকজ নাথ বৈঠকে অংশগ্রহণ করেন।
আগামী ২০১৭-১৮ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তর ও সংস্থাসমূহের জন্য সম্ভাব্য কি কি প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হবে এবং গ্রন্থাগার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদির শতভাগ অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা সম্পাদন করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।  
বৈঠকে জানানো হয় যে, রাজশাহীর বরেন্দ্র জাদুঘর যথাযথভাবে সংরক্ষনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনাক্রমে জাদুঘরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে আরো জানানো হয় যে, বাংলার আনাচে কানাচে ব্যক্তি মালিকানাধীন সংগৃহীত প্রতœবস্তু সরকারের অনুকূলে জমা দিতে আগ্রহী করার জন্য প্রচারনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাদের কাছে ব্যক্তিগত সংগ্রহে এ ধরনের সামগ্রী রয়েছে তাদেরকে প্রণোদনার মাধ্যমে সরকারের অনুকূলে জমা প্রদানে আগ্রহ সৃষ্টির উদ্যোগও নেয়া হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

সাব্বির/অনসূয়া/গিয়াস/শহিদ/আসমা/২০১৭/১৫০০ ঘন্টা 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭৫  
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০১৭' পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সকল বাংলাদেশি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা শহিদ হয়েছেন। আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। 
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সদস্যগণ বিপদসঙ্কুল এবং সংঘাতপূর্ণ এলাকায় নিয়োজিত থাকেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের দৃষ্টান্তমূলক সেবা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নিঃস¦ার্থ মনোভাব ও সাহসিকতা আজ বিশ্ব দরবারে প্রশংসিত।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ  থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি আমাদের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমি আশা করি, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর সদস্যগণ তাঁদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতা দ্বারা সারাবিশ্বের শান্তিরক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখবেন। বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন।
আমি ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০১৭’-এর সার্বিক সাফল্য কামনা করছি।    
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
ইমরুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/ ঘণ্টা  

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৭৪    
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৪ জ্যৈষ্ঠ (২৮ মে) :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৭’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল সদস্যকে  জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।  
বাংলাদেশ বিশ্ব দরবারে আজ শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ১৯৮৮ সাল থেকে অংশ নিয়ে অদ্যাবধি বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা সর্বোচ্চ পেশাদারি মনোভাব, আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন। তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং আমাদের শান্তিরক্ষীরা একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে।  
বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। পেশাদারিত্বের পাশাপাশি অর্পিত দায়িত্বের প্রতি একনিষ্ঠতা বাংলাদেশি শান্তিরক্ষীদের এই সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে। আমি আশা করি আমাদের শান্তিরক্ষী সদস্যরা বিশ্বশান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখবে।
বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল শান্তিরক্ষী সদস্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন আমি তাঁদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। 
আমি ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৭’ উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করছি। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

আজাদ/অনসূয়া/গিয়াস/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১১১৫ ঘণ্টা  

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon