Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৫ জানুয়ারি ২০২৫

  

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৪৭৫  

 

বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আইএলও-এর সহযোগিতা একান্ত কাম্য

                                                                - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

 ঢাকা, ১১ মাঘ (২৫ জানুয়ারি): 

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)) কর্তৃক আমাদের অংশীদারদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে তাদের সহযোগিতা একান্ত কাম্য।

উপদেষ্টা আজ মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাসে Understanding Alternative Dispute Resolution (ADR) and Developing the Draft Standard Operating Procedure (SOP) for Arbitration in Industrial Dispute Settlement’  শীর্ষক আয়োজিত এক কর্মশালায় বলেন, শ্রম সেক্টরে একটি কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালার মাধ্যমে একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হবে এবং শ্রম বিরোধ নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ শ্রম আইন (বিএলএ) ADR-এর ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম আদালতের উপর চাপ কমানোর জন্য ADR নিয়ে কাঠামোগত সংস্কার করা প্রয়োজন।   

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান কর্মশালায় বলেন, আমরা স্বীকার করি যে ADR পদ্ধতির কার্যকর বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। কিছু মূল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ADR বেনিফিট সম্পর্কে সচেতনতার অভাব, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সীমিত ক্ষমতা এবং ADR এর জন্য একটি মানসম্মত পদ্ধতির অভাব। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সরকার, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং উন্নয়ন অংশীদার-সহ সকল স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আখতার এনডিসি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

মালেক/পবন/মোশারফ/শামীম/২০২৪/২২২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ২৪৭৪

 

জনসম্পৃক্ততা এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে

            -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  উপদেষ্টা

 

বরিশাল, ১১ মাঘ (২৫ জানুয়ারি): 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক  বলেছেন, জনসম্পৃক্ততা এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে। টিআর কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্যসহ এ মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পে আগে কি ধরনের কাজ হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। সেজন্য সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। পাশাপাশি জবাবদিহিতার জন্য আগের কর্মস্থলের তিন বছরের কাজের তালিকা সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

 

উপদেষ্টা আজ বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সকল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সম্পৃক্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

ফারুক ই আজম বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলো যেন সঠিকভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে সেজন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা শোনা হয়েছে। তাদের সমস্যার কথাও শোনা হয়েছে। সে অনুযায়ী সমাধানের চেষ্টা চলছে।

 

বরিশাল বিভাগীয় কমিশনার  রায়হান কাওসারের  সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রেজায়ানুর রহমান, ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বক্তৃতা করেন।

 

#

 

এনায়েত/পবন/মোশারফ/সেলিম/২০২৫/২১০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৪৭৩  

 

জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে

                                  -- সমাজকল্যাণ উপদেষ্টা

 

ঢাকা, ১১ মাঘ (২৫ জানুয়ারি): 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে, আজকের তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা- দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে। তেমনি তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্টের উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড. বদিউল আলম মজুমদার একজন প্রতিশ্রুতিশীল সাহসী মানুষ। তার চিন্তার সাথে, ভাবনার সাথে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই উল্লেখ করে তরুণ ছাত্রসমাজকে বলেন, তোমরা দেখেছ ২০২৪ জুলাই বিপ্লব কেন হয়েছিল। বিগত সময়ের সরকার গত ৫০ বছর ধরে বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল, ১৫ টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল, দেশ উগ্রপুঁজিবাদের হাতে চলে যায়। এটাতো রাজনৈতিক দর্শন নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪ এর আন্দোলন হয়েছে, আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণ প্রজন্মরা কোনো অন্যায়কে ছাড় দেবে না।  

আজ ঢাকায় সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে ২৪-২৫ জানুয়ারি দু’দিনব্যাপী ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিয়র কান্ট্রি ডিরেক্টর গবেষক প্রশান্ত ত্রিপুরা। অনুষ্ঠানে অন্যানের মধ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের ইয়ুথ উপমা সাহা, রংপুর অঞ্চলের ইয়ুথ আরমান আরাফাত অনিক, চট্টগ্রাম অঞ্চলের ইয়ুথ আয়েশা সিদ্দিকা আরবি, রাজশাহীর অঞ্চলের ইয়ুথ তোছিরা পারভিন নিশি এবং সাতক্ষীরা অঞ্চলের ইয়ুথ নিয়াজ মোরশেদ নিজ নিজ অঞ্চলের সুশাসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।

উপদেষ্টা আরো বলেন, দারিদ্রকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা, গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। সকলে মিলেই আমরা দেশটাকে গড়ব এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

#

রফিকুল/পবন/সঞ্জীব/শামীম/২০২৫/১৮৩০ঘণ্টা

                                                                                                                          নম্বর : ২৪৭২

তথ্যবিবরণী              

প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি নীতির অধীনে ঐতিহাসিক

এলএনজি চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ

ঢাকা ১১ মাঘ ( ২৫ জানুয়রি): 

         গতকাল বাংলাদেশ সরকার লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজি-এর সাথে একটি ঐতিহাসিক হেডস অভ্ এগ্রিমেন্ট (Heads of Agreement) স্বাক্ষর করেছে, এই চুক্তির আওতায় প্রতিবছর বাংলাদেশ ৫ মিলিয়ন মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় করবে।

         গতকাল ২৪ জানুয়ারি ২০২৫ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের পক্ষে আর্জেন্ট এলএলসির চেয়ারম্যান ও সিইও জনাথন ব্যাস এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের একটি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বিবেচিত হবে।

       চুক্তি স্বাক্ষরের পরে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর জন্য পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি সমাধানের সন্ধান করছিল। এই চুক্তি স্বাক্ষরের ফলে শুধু বাংলাদেশের শিল্পখাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে এবং একই সাথে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকেও আরো শক্তিশালী করবে। এর ফলে ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’-এর নীতিগুলোকে ধারণ করে এই সহযোগিতা উভয় দেশের শক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণকে চালিত করতে সহায়তা করবে।

       এসময় আর্জেন্ট এলএনজি চেয়ারম্যান ও সিইও জনাথন ব্যাস বলেন, বাংলাদেশের সাথে একটি হেডস অভ্ এগ্রিমেন্ট স্বাক্ষরের ঘোষণা দিতে পেরে আর্জেন্ট এলএনজি গর্বিত। এটি চুক্তি ফলে পারস্পরিক উন্নয়নের অংশীদারিত্ব আরো গভীর হবে। এই চুক্তি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে নির্ভরযোগ্য বেসলোড জ্বালানি সরবরাহ করার সুযোগ করে দিচ্ছে, যা বাংলাদেশের বৃদ্ধির সক্ষমতাকে সম্প্রসারণ করবে। ন্যায্য ও সমতাপূর্ণ বাণিজ্যের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলা নিরাপদ করার ক্ষেত্রে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

       এই চুক্তির আওতায় প্রতি বছর ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হবে। এটি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির পরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এলএনজি সরবরাহ চুক্তি। এই চুক্তি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শক্তি সহযোগিতার প্রতীক। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পরিচ্ছন্ন জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে অবস্থানকে আরো দৃঢ় করবে।

      লুইজিয়ানায় আর্জেন্ট এলএনজির প্রকল্প থেকে সরবরাহকৃত এই জ্বালানি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পরিচ্ছন্ন জ্বালানির বিশ্ব সরবরাহে অবস্থানকে আরো দৃঢ় করবে। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক এবং ২০২৮ সালের মধ্যে তাদের রপ্তানি সক্ষমতা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

                                          #

প্রশান্ত/পবন/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                           নম্বর: ২৪৭১

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ১১ মাঘ (২৫ জানুয়ারি):  

রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। শহিদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা আজ রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর তিনি শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি আরো বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।  

#

মামুন/ফাতেমা/রবি/শফিক/২০২৫/১৪৪২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৪৭০

 

২৯ জানুয়ারি থেকে চার দিনব্যাপী পার্বত্য মেলা তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে

 

ঢাকা, ১১ মাঘ (২৫ জানুয়ারি):  

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চার দিনব্যাপী ‘পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব-২০২৫’ আয়োজন করা হয়েছে। এ মেলা আগামি ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।   

#

 চাহেল/ফাতেমা/রবি/আলী/শফিক/২০২৫/১২১৭ ঘণ্টা 

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২৪৬৯ 

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

­­­­­­

ঢাকা, ১১ মাঘ (২৫ জানুয়ারি) :     

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী   

প্রদান করেছেন:

“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। ‘Customs Delivering on its Commitment to Efficiency, Security and Prosperity’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে WCO-World Customs Organization এর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের সাথে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করছে। আমি এ উপলক্ষ্যে বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও অংশীজনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্প ও বাজার সুরক্ষাসহ দেশের অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখায় রয়েছে বাংলাদেশ কাস্টমসের অনন্য ভূমিকা। বাংলাদেশ কাস্টমসের দক্ষ জনবল দেশের রাজস্ব আহরণ নিশ্চিতের পাশাপাশি দেশের পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য তথ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে দেশের জনগণের জীবনমানের উন্নয়ন সাধন করে আসছে। এ প্রেক্ষাপটে আমি মনে করি কাস্টমস দিবসের এবছরের প্রতিপাদ্য-‘Customs Delivering on its Commitment to Efficiency, Security and Prosperity’ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে আমি মনে করি বাংলাদেশ কাস্টমস আমদানি-রপ্তানি সহজীকরণ ও পণ্যের নিরাপদ সরবরাহের নিশ্চিতকরণের মাধ্যমে দেশের অর্থনীতির গতি ফিরিয়ে আনবে। এছাড়া, বর্তমানে বৈশ্বিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে আমি মনে করি, বাংলাদেশ কাস্টমসের দক্ষ জনবল প্রযুক্তিনির্ভর উপায়ে আমদানি-রপ্তানি পণ্যের দ্রুত পরীক্ষণ, শুল্কায়ন ও খালাস নিশ্চিত করবে। ফলে পণ্যের সাপ্লাই চেইন সুসংহত হবে এবং নিশ্চিত হবে দেশের অর্থনীতির গতিশীলতা। দেশের অর্থনীতির ভিত মজবুত ও শক্তিশালী করে সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গঠনে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি।

আমি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

#

আশরোফা/ফাতেমা/রবি/আলী/শফিক/২০২৪/১১০০ ঘণ্টা

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

2025-01-25-16-47-641b4f9490f0bded47c2f62d4614035f.docx